রেখার শ্রেণিবিভাগ অঙ্কন ও এর প্রয়োগ

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK

প্রয়াজনীয় সরঞ্জাম ও মালামালঃ পেনসিল, ইরেজার, স্কচটেপ, সেটস্কয়ার, প্যারালাল বার বা টী স্কয়ার, ড্রয়িং পিট, ডাস্টার, স্কেল, ড্রয়িং বোর্ড।

অঙ্কন প্রণালীঃ

  • প্রথমে ড্রয়িং বোর্ডটিকে ডাস্টার-এর সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে শিট স্থাপন করে বর্ডার লাইন টেনে নিতে হবে।
  • এবার শিটকে লম্ব ভাবে চারটি ভাগ করে এবং অনুভূমিক ভাবে প্রতি প্রকার লাইনের জন্য এক সারি এভাবে হিসাব করে ভাগ করে নিতে হবে (চিত্র-২.২.১)।
  • এবার সকল রেখার নাম, চিত্র, ব্যবহার ও প্রয়োগের চিত্রসহ লিখতে হবে (চিত্র-২.২.১)।

চিত্র-২.২.১: রেখার শ্রেণিবিভাগের নমুনা ছক

চিত্র-২.২.২: রেখার শ্রেণিবিভাগের প্রয়োগ

Content added || updated By
Promotion