লিন্টেলের প্রকারভেদ ও ব্যবহার

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK

উপাদানের ভিত্তিতে লিন্টেল বিভিন্ন প্রকারের হয়-

১. কার্ডের লিস্টে (Timber Lintel): স্বল্প ব্যয় সাপেক্ষ ও সহজলভ্য ক্ষেত্রে, হালকা কাজে, অপেক্ষাকৃত ছোটো স্প্যানের জন্য। অগ্নিরোধী নয় বলে এর বর্তমান ব্যবহার কম।

 

২. পাথরের লিন্টেল (Stone Lintel) : পাহাড়ি এলাকার পাথর সহজলভ্যতার জন্য, পাথরের দেয়ালে, সৌন্দর্যবর্ধনে।

৩. ইটের লিন্টেল (Brick Lintel): ১ মিটারের চেয়ে কম স্প্যানের জন্য, স্বল্প ব্যয় সাপেক্ষ ও সহজলভ্য ক্ষেত্রে, হালকা কাজে, ফেসিং গ্রিক-এর কাঠামোতে বন্ডিং প্রদর্শনে, সৌন্দর্য্যবর্ধনে।

স্টিলের লিন্টেল (Steel Lintel): দীর্ঘ স্প্যানের জন্য আপতিত লোড বেশি হলে।

আরসিসি, লিন্টেল (RCC Lintel): প্রায় সব ক্ষেত্রেই বর্তমানে ব্যবহৃত হয়।

৬. আরবি, লিন্টেল ইটের লিন্টেলের ন্যায় কিন্তু স্প্যান বাড়ানোর জন্য স্টিল বা রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়। (RB. Lintel)

Content added || updated By
Promotion