নং | ফ্রেম স্ট্রাকচার বিল্ডিং | লোড বিয়ারিং ওয়াল বিল্ডিং |
১ | কাঠামোর নিজস্ব ও উপরস্থ সকল লোড বিম থেকে কলাম হয়ে মাটির নিচে ছড়ানো হয় | কাঠামোর নিজস্ব ও উপরস্থ লোড দেয়াল হয়ে মাটির নিচে ছড়ানো হয়, |
২ | দেয়ালের পুরুত্ব অপেক্ষাকৃত কম হয় তাই ফ্লোর | স্পেস বেশি পাওয়া যায়, | দেয়ালের পুরুত্ব অপেক্ষাকৃত বেশি হয় তাই ফ্লোর স্পেস কমে যায় |
৩ | প্রাথমিক খরচ বেশি মনে হলেও স্থায়িত্বতার | ভিত্তিতে সার্বিক খরচ কম | প্রাথমিক খরচ কম হলেও স্বায়িত্বতার ভিত্তিতে | সার্বিক খরচ বেশি |
৪ | ভূমিকম্প সম্ভাব্য এলাকার জন্য সুবিধাজনক | ভূমিকম্প সম্ভাব্য এলাকায় অনুপযোগী |
৫ | শুধু কলামসমূহ ঠিক রাখতে হয় বলে উপরের ফ্লোরে কক্ষসমূহের আকারের যে কোনো পরিবর্তন সহজেই করা যায়। | দেয়াল বরাবর দেয়াল নির্মাণ করতে হয় বলে উপরের ফ্লোরে কক্ষসমূহের তেমন কোনো পরিবর্তন করা যায় না |
৬ | পরপর ফ্লোরসমূহের ফ্রেম তৈরি হয়ে গেলে নিচের ফ্লোরের কাজ বন্ধ রেখে উপরের ফ্লোর তৈরি করা যায় | নিচের ফ্লোর না করা পর্যন্ত উপরের ফ্লোর তৈরি সম্ভব হয় না |
৭ | সুউচ্চ বিল্ডিং তৈরি সম্ভব | চার তলার অধিক উঁচু করা বিপদজনক |
৮ | বড় স্প্যান বিশিষ্ট কক্ষ নির্মাণ সম্ভব | বেশি বড় স্প্যান বিশিষ্ট কক্ষ নির্মান সম্ভব নয় |
৯ | বড় স্প্যান করা যায় বলে নিচ তলায় বা বেজমেন্টে গাড়ি পার্কিং সুবিধাজনক | বড় গ্যান করা যায় না বলে নীচ তলায় বা বেজমেন্টে গাড়ী পার্কিং অসুবিধাজনক |
১০ | কম্পন রোধ করা যায় বলে যে সকল ফ্যাক্টরি বা কারখানায় কম্পনজনিত মেশিনারিজ ব্যবহার করা হয় সেখানকার জন্য উপযোগী | যে সকল ফ্যাক্টরি বা কারখানায় কম্পনজনিত মেশিনারিজ ব্যবহার করা হয় সেখানে অনুপযাগেী |
১১ |