সানশেডের ব্যবহার

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK

সানশেড অনুভূমিক সানশেড (Horizontal Types): প্রায় সব ধরনের ভবনে সর্বত্রই ব্যবহার করা হয়, তবে বৃষ্টিবহুল এলাকায় বা যেখানে বরফ পড়ে সেখানে না ব্যবহার করাই ভালো।

কৌণিক বা ঢালু, সানশেড (Angular or Slope Types ):  বৃষ্টিবহুল এলাকার বা যেখানে বরফ পড়ে সেখানে ব্যবহার করা হয়, এটি ঢালু বলে ড্রেনেজ সুবিধা পাওয়া যায়। সৌন্দর্য্যবর্ধনে বা স্থাপত্যিক প্রয়োজনে ব্যবহার করা হয়।

 

খাঁড়া বা উলম্ব সানশেড (Vertical Types) বা লুভার ( Louver): সৌন্দর্য্যবর্ধনে, বা স্থাপত্যিক প্ররোজনে, খাড়া বড় ফাঁকা বা Opening এর শেষ দিতে ব্যবহার করা হয়। 


খাড়া বা উলম্ব সানশেড (Vertical Types) বা সুতার (Louver): সৌন্দর্য্যবর্ধনে, বা স্থাপত্যিক প্রয়োজনে, খাড়া বড় ফাঁকা বা Opening এর শেড দিতে ব্যবহার করা হয়।

 

এডজাস্টেবল বা সময়যোগ্য সানশেড (Adjustable Types) : যেখানে জলবায়ু চরমভাবাপন্ন বা সূর্যরশ্মি অপরাহ্ন পর্যন্ত অধিক ভাগ ছড়ার সেক্ষেত্রে, সৌন্দর্যবর্ধনে ব্যবহার করা হয়।

 

এগক্রেট সানশেড (Eggcrate Types): গ্লাস কার্টেন ওয়ালে (Glass curtain Wall), অতিরিক্ত সৌরতাপ হয় এরূপ এলাকায়, বড় ফাঁকা বা Opening এ ব্যবহার করা হয়।

 

গোলাকার সানশেড (Round or Hemispherical Types ) : বৃষ্টিবহুল এলাকায় বা যেখানে বরফ পড়ে সেখানে ব্যবহার করা হয়, সৌন্দর্যবর্ধনে, বা স্থাপত্যিক প্রয়োজনে কিংবা বড় ফাঁকা বা Opening পাওয়ার জন্যও ব্যবহার করা হয় ।

Content added By
Promotion