গণিত

All Written Question - (3500)

ধরি,তৃতীয় শ্রমিক ২x দিনে কাজটি করে। সুতরাং প্রথম ও দ্বিতীয় শ্রমিক কাজটি করবে x দিনে।

 তিনজন শ্রমিক ১ দিনে করে ১/১২ অংশ কাজ।

আবার, তিনজন শ্রমিক ২x+x+x=৪x দিনে করে ১ অংশ কাজ

           তিনজন শ্রমিক ১ দিনে করে ১/৪x অংশ কাজ।

প্রশ্নমতে,১/৪x=১/১২

x=৩ দিন।

উত্তর:৩ দিন।

4 months ago

x এর ৯০% = y এর ১১০% [১০% যার কমবে তার ১০০% থেকে ৯০% এবং যার ১০% বাড়বে তার ১১০% পরস্পর সমান সুতরাং x:y = ১১০:৯০ = ১১:৯ [% দুটি উল্টে গিয়ে অনুপাত হয়। এখানে অনুপাতের যোগফল = ১১+৯ = ২০

তাহলে এখন সাধারণ অনুপাত আকারে ভাগ করলে x এর বেতন ২০০০০x ১১/ ২০ = ১১০০০ টাকা।

এবং y এর বেতন == ২০০০০x ৯/২০ = ৯০০০ টাকা।

9 months ago