ঋণাত্মক সংখ্যা লিখন পদ্ধতি (৩.২)

ষষ্ঠ শ্রেণি (মাধ্যমিক) - গণিত - পূর্ণসংখ্যা | NCTB BOOK
220

মনে করি, শিপন ও রাজু কোনো স্থানের শূন্য বিন্দু থেকে পরস্পর বিপরীত দিকে হাঁটা শুরু করলো। শূন্য বিন্দুর ডানদিকের ধাপকে '+' চিহ্ন এবং বামদিকের ধাপকে '-' চিহ্ন দ্বারা সূচিত করা হলো।
শিপন যদি ডান দিকে 5 টি ধাপ অতিক্রম করে, তাহলে তার অবস্থানকে + 5 দ্বারা এবং রাজু যদি বামদিকে 4 টি ধাপ অতিক্রম করে, তাহলে তার অবস্থানকে -4 দ্বারা চিহ্নিত করা হবে।

কাজ:
নিচের প্রত্যেকটি ধাপকে অবস্থান অনুযায়ী '+' বা '-' চিহ্ন সহকারে লেখ
(ক) শূন্য বিন্দুর বামদিকে 4 টি ধাপ
(খ) শূন্য বিন্দুর ডানদিকে 7 টি ধাপ
(গ) শূন্য বিন্দুর ডানদিকে 11টি ধাপ
(ঘ) শূন্য বিন্দুর বামদিকে 6 টি ধাপ
Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...