বর্গ একটি আয়ত, যার বাহুগুলো পরস্পর সমান। বর্গের বাহুর দৈর্ঘ্য 'ক' একক হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে (কক) বর্গ একক বা ক' বর্গ একক।
বিপরীতভাবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক' বর্গ একক হলে, এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে 'ক' একক।

চিত্রে, ৯টি মার্বেলকে বর্গাকারে সাজানো হয়েছে। সমান দূরত্বে প্রতিটি সারিতে ৩টি করে ৩টি সারিতে মার্বেল সাজানো আছে এবং মোট মার্বেলের সংখ্যা ৩ × ৩ = ৩ = ৯। এখানে, প্রত্যেক সারিতে মার্বেলের সংখ্যা এবং সারির সংখ্যা সমান। তাই চিত্রটি বর্গাকৃতির হয়েছে। ফলে ৩ এর বর্গ ৯ এবং ৯ এর বর্গমূল ৩।
কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ঐ সংখ্যার বর্গ এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল।
| ৪ = ২×২=২২ = ৪ (২ এর বর্গ ৪) ৪ এর বর্গমূল ২ |
# বহুনির্বাচনী প্রশ্ন
কোনো স্টোরে এক জাতীয় দ্রব্য রাখার জন্য ৮টি সারি ও ১৩টি কলাম বিদ্যমান। বর্গাকার স্টোরটির ক্ষেত্রফল ২০২৫ বর্গমিটার।
দুইটি ক্রমিক জোড় সংখ্যার বর্গের অন্তর ৬০।
দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ২১।
Read more