ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ:
৭ কে ৩ দিয়ে গুণ অর্থ ৭ ৭ কে ৩ বার যোগ করা। তেমনি এর অর্থ কে ৩ বার নিয়ে যোগ করা।
অর্থাৎ =
লক্ষ করি : = =
ভগ্নাংশ পূর্ণ সংখ্যা = ভগ্নাংশের লব পূর্ণ সংখ্যা / ভগ্নাংশের হর
ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ :

চিত্র থেকে লক্ষ করি :
- বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল = ১মি ১মি = ১ বর্গমিটার।
- বর্গক্ষেত্রের দৈর্ঘ্যকে ৭ ভাগে এবং প্রস্থকে ৪ ভাগে বিভক্ত করা হয়েছে। ফলে বর্গক্ষেত্রটি ২৮টি আয়তক্ষেত্রে বিভক্ত হয়েছে এবং প্রত্যেকটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গমিটার।
- গাঢ় অংশের দৈর্ঘ্য মিটার এবং প্রস্থ মিটার, যার ক্ষেত্রফল বর্গমিটার।
- আবার গাঢ় অংশে ১৫টি আয়তক্ষেত্র থাকায় গাঢ় অংশের ক্ষেত্রফল বর্গমিটার
= বর্গমিটার।
অর্থাৎ
দুইটি ভগ্নাংশের গুণফল = ভগ্নাংশদ্বয়ের লবের গুণফল / ভগ্নাংশদ্বয়ের হরের গুণফল
উদাহরণ ১। = কতো ?
সমাধান : = [অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে]
'এর' এর অর্থ :
এর অর্থ ১২ এর ৫ ভাগের ৩ অংশ বা (১২ এর )
অর্থাৎ ১২ এর = ১২
উদাহরণ ২। এর = কত?
সমাধান: এর = =
# বহুনির্বাচনী প্রশ্ন
একটি বাগানের দৈর্ঘ্য মিটার এবং এবং প্রস্থ মিটার।
Read more