Summary
সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল, যা রাষ্ট্রের নিয়ম ও গঠন প্রণালি নির্ধারণ করে। এটি সরকার নির্বাচনের পদ্ধতি, আইন, শাসন ও বিচার বিভাগের গঠন এবং তাদের ক্ষমতা, জনগণ ও সরকারের সম্পর্কের বিষয়ে নির্দেশনা দেয়। সংবিধানের পরিপন্থী কোন সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না, এজন্য এটি রাষ্ট্রের চালিকা শক্তি। রাষ্ট্র বিজ্ঞানের জনক অ্যারিস্টটল বলেছেন, 'সংবিধান হলো এমন এক জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে।'
সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল। যে সব নিয়মের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় তাকে সংবিধান বলে । সরকার কীভাবে নির্বাচিত হবে, আইন, শাসন ও বিচার বিভাগ কীভাবে গঠিত হবে, এদের ক্ষমতা কী হবে, জনগণ ও সরকারের সম্পর্ক কেমন হবে-এসব বিষয় সংবিধানে উল্লেখ থাকে । এসব বিষয়ে সংবিধানের পরিপন্থী কোন সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। তাই সংবিধানকে রাষ্ট্রের চালিকা শক্তি বলা হয় । রাষ্ট্র বিজ্ঞানের জনক অ্যারিস্টটল বলেন, ‘সংবিধান হলো এমন এক জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে ।'
Read more