গণিত

All Written Question - (3565)

৩০% লাভে বিক্রয়মূল্য (১০০ + ৩০) টাকা

বা ১৩০ টাকা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১৩০ টাকা

  “              ১      ”      “          ”                "

  “           ৭৫০০      ”      “          ”         × "

বা ৯৭৫০ টাকা।

১ অংশের দাম ৭৫০০ টাকা

 “     ”     × " বা ২৫০০ টাকা

২০% ক্ষতিতে -

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ৮০ টাকা

     “          ১         ”     “         ”           "

     “        ২৫০০       ”     “         ”           ×    "

বা ২০০০ টাকা।

অবশিষ্ট পাট বিক্রয় করতে হবে

(৯৭৫০ - ২০০০) টাকা বা ৭৭৫০ টাকা।

2 months ago

মনে করি, বালির পরিমাণ = ৪x কেজি

সিমেন্টের পরিমাণ = x কেজি

প্রশ্নমতে, ৪x + x = ৪০

বা, ৫x = ৪০

∴ x = ৮

∴  বালির পরিমাণ = ৪ ×× ৮ = ৩২ কেজি

∴  সিমেন্টের পরিমাণ = ৮ কেজি

উত্তর: বালির পরিমাণ ৩২ কেজি ও সিমেন্টের ওজন ৮ কেজি।

2 months ago

10% লাভে,

কলমটির বিক্রয়মূল্য 110 টাকা হলে ক্রয়মূল্য 100 টাকা

কলমটির বিক্রয়মূল্য 11 টাকা হলে ক্রয়মূল্য = ( 100 ×11) /110 = 10 টাকা

2 months ago

 +  +  + ......... + n =n(n + )

+++ . . . . . . . +  =( + )

= × 

= ৬৩০

2 months ago

এখানে, ক্রয়মূল্য = ৭৫ টাকা

এবং বিক্রয়মূল্য = ৯০ টাকা

∴ লাভ = ৯০ - ৭৫ = ১৫ টাকা

শতকরা লাভ  =× % = %

2 months ago

মনেকরি,

সংখ্যাদ্বয় x ও y যেখানে x > y

প্রশ্নমতে, x + y = ১০০ . . . . . . (i)

এবং x - y = ২০ . . . . . . (ii)

(i) + (ii) ⇒

২x = ১০০ + ২০

⇒ ২x = ১২০

⇒ x = ৬০

আবার, (i)⇒

৬০ + y = ১০০

⇒ y = ১০০ - ৬০

⇒ y = ৪০

∴ সংখ্যা দুইটি যথাক্রমে ৬০ ও ৪০

2 months ago

মোট দূরত্ব = ১০০ মিটার

∴ ৪ মিটার অন্তর গাছ লাগালে গাছের সংখ্যা হবে   +  =  + =  টি

2 months ago

৮.৫ টাকা সুদ হয় ১ বছরে ১০০ টাকায়।

১ টাকা সুদ হয় ১ বছরে ১০০/৮.৫ টাকায়।

২৫৫০ টাকা সুদ হয় ১ বছরে ১০০*২৫৫০/৮.৫ টাকায়।

২৫৫০ টাকা সুদ হয় ৬ বছরে ১০০*২৫৫০/(৮.৫*৬) টাকায় = ৫০০০ টাকায়।

2 months ago

পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা - ১০০০০

চার অঙ্কের বৃহত্তম সংখ্যা - ৯৯৯৯

তাহলে,

১০০০০ - ৯৯৯৯ = ১

2 months ago