গণিত

All Written Question - (3565)

সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 34a2=26

বা, 3a2=26×4

বা, 3a2=104

বা, a2=1043

বা, a2=60.04

বা, a2=60.04

∴ a = 7.75

∴ প্রতিটি বাহুর দৈর্ঘ্য=7.75 মিটার। Ans.

2 months ago

বর্গক্ষেত্রের এক বাহু =50÷4=12.5 ফুট

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল= (দৈর্ঘ্য)2=(12.5)2

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 156.25 বর্গ ফুট Ans

2 months ago

রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য =  + ( × ) =  +  = ৫ মিটার ।

রাস্তাসহ বাগানের প্রস্থ =  + ( × ) =  +  =  মিটার ।

রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল =  ×  =  বর্গমিটার ।

শুধু বাগানের ক্ষেত্রফল =  ×  =  বর্গমিটার।

∴ রাস্তার ক্ষেত্রফল = ৪৭৫ - ৩১৫ = ১৬০ বর্গমিটার।

অতএব, মোট খরচ হবে =  × . =  টাকা।

2 months ago

দেওয়া আছে, a+1a=2

এখন, L.H.S= a2+1a2

=a+1a22a.1a

=a+1a22

মান বসিয়ে পাই,

=(2)2−2

=4−2

=2

আবার,

R.H.S= a4+1a4

=a22+1a22

=a2+1a2222a2.1a2

=a2+1a222-2

মান বসিয়ে পাই ,

=(2)2−2

=4−2

=2

অতএব, a2+1a2=a4+1a4 (প্রমাণিত)

2 months ago

ভূমি জরিপ ৪ প্রকার যথা ভূ সংস্থানিক, কিস্তোয়ার, নগর, প্রকৌশল। 

থিওডোলাইট : 

থিওডোলাইট হল মনোনীত দৃশ্যমান বিন্দুগুলোর মধ্যবর্তী কোণ অনুভূমিক এবং উল্লম্ব তল বরাবর পরিমাপের জন্য একটি নির্ভুল আলোক যন্ত্র। প্রচলিতভাবে ভূমি জরিপের জন্য ব্যবহৃত হলেও বিল্ডিং এবং অবকাঠামো নির্মাণেও এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং আবহাওয়া এবং রকেট লঞ্চের মত বিশেষায়িত প্রয়োগগুলোতেও এটি ব্যবহৃত হয়।

2 months ago

মৌজা = মৌজা হচ্ছে রাজস্ব আদায়ের সর্বনিম্ন একক-এলাকা। এটি ভূমি জরিপের একটি ভৌগলিক ইউনিট।

2 months ago

জেএল নম্বর = জেএল নম্বর (Jurisdiction List Number) থানা বা উপজেলাধীন প্রত্যেকটি মৌজাকে পর্যায়ক্রমে ক্রমিক নম্বর দ্বারা চিন্থিত করা হয়। মৌজার এ নম্বরকে জেএল নম্বর বলে।

2 months ago

খতিয়ান =  মূলত জমির মালিকানা স্বত্ব রক্ষা ও রাজস্ব আদায়ের জন্য জরিপ বিভাগ কর্তৃক প্রতিটি মৌজার জমির এক বা একাধিক মালিকের নাম, পিতা বা স্বামীর নাম, ঠিকানা, দাগ নম্বর, ভূমির পরিমাণ, হিস্যা (অংশ), খাজনা ইত্যাদি বিবরণসহ যে ভূমি স্বত্ব প্রস্তুত করা হয় তাকে খতিয়ান বলে।

2 months ago

পর্চা = কোন জরিপ যখন সম্পন্ন হয় তখন চূড়ান্ত রেকর্ড প্রকাশিত হওয়ার পর মালিকানার বিবরণ সম্বলিত বিবরণী হল খতিয়ান। কিন্তু জরিপের প্রাথমিক পর্যায়ে জমির মালিককে যে খসড়া মালিকানার বিবরণী দেয়া হয় তাকে পর্চা বলে।

2 months ago

তফসিল = তফসিল অর্থ জমির পরিচিতিমূলক বিস্তারিত বিবরণ।

2 months ago

কোন মৌজার নকশা সম্পূর্ণ নতুন করে প্রস্তুত করতে মৌজায় যে কাঠামো স্থাপন করা হয় সেটাই ট্রাভার্স। ট্রাভার্স অংকন পদ্ধতিগুলো ওপেন ট্রাভার্সিং, বন্ধ ট্রাভার্সিং, চেইন ট্রাভার্সিং, কম্পাস ট্র্যাভার্সিং, থিওডোলাইট ট্রাভার্সিং, প্লেন টেবিল ট্রাভার্সিং।

2 months ago

রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য =  + ( × ) =  +  = ৫ মিটার ।

রাস্তাসহ বাগানের প্রস্থ =  + ( × ) =  +  =  মিটার ।

রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল =  ×  =  বর্গমিটার ।

শুধু বাগানের ক্ষেত্রফল =  ×  =  বর্গমিটার।

∴ রাস্তার ক্ষেত্রফল = ৪৭৫ - ৩১৫ = ১৬০ বর্গমিটার।

অতএব, মোট খরচ হবে =  × . =  টাকা।

1 month ago

দেওয়া আছে, a+1a=2

এখন, L.H.S= a2+1a2

=a+1a22a.1a

=a+1a22

মান বসিয়ে পাই,

=(2)2−2

=4−2

=2

আবার,

R.H.S= a4+1a4

=a22+1a22

=a2+1a2222a2.1a2

=a2+1a222-2

মান বসিয়ে পাই ,

=(2)2−2

=4−2

=2

অতএব, a2+1a2=a4+1a4 (প্রমাণিত)

1 month ago

মনে করি, গাছের উচ্চতা AB = h মিটার। পাদবিদ্ B থেকে 20 মিটার দূরের অপর একটি বিন্দ C. তাহলে BC = 20 মি.। C কিন্দতে গাছটির শীর্ষের উন্নতি কোণ ∠ACB = 30°.

এখন, ∆ABC-এ

tan30° =ABBC

বা, 13=h20

∴ h = 11.55

∴  মিনারটির উচ্চতা 203 অথবা 11.55 মিটার।

উত্তর: 11.55 মিটার।

1 month ago

৫ জন শ্রমিক ৮ হেক্টর জমির পাট কাটে ৪ দিনে

১ জন শ্রমিক ৮ হেক্টর জমির পাট কাটে ৪×৫ দিনে

১ জন শ্রমিক ১ হেক্টর জমির পাট কাটে 8 ×  দিনে

২৫জন শ্রমিক ১ হেক্টর জমির পাট কাটে 8 × × দিনে

২৫জন শ্রমিক৭০ হেক্টর জমির পাট কাটে 8 × ×× দিনে

= ৭ দিন Ans:

1 month ago

মনে করি, ১০টি কলমের ক্রয়মূল্য ১০০ টাকা
সুতরাং ১ " ' ' বা ১০ টাকা
আবার ৮ টি কলমের বিক্রয়মূল্য ১০০ টাকা
সুতরাং ১ " " " বা টাকা
লাভ = ( - )
= - = টাকা
১০ টাকায় লাভ হয় টাকা
সুতরাং ১ টাকায় লাভ হয় × টাকা
সুতরাং ১০০ টাকায় লাভ হয় ×× = ২৫%।

1 month ago

a3-9b3+(a+b)3

=a3-b3+(a+b)3-8b3

=a3-b3+(a+b)3-(2b)3

=(a-b)(a2+ab+b2)+(a+b-2b) (a+b)2+(a+b)2b+(2b)2

=(a-b)(a2+ab+b2)+(a-b)(a2+2ab+b2+2ab+2b2+4b2)

=(a-b)(a2+ab+b2)+(a-b)(a2+4ab+7b2)

=(a-b)(a2+ab+b2+a2+4ab+7b2)

=(a-b)(2a2+5ab+8b2)

1 month ago