বিভিন্ন অনুপাত (২.২)

ষষ্ঠ শ্রেণি (মাধ্যমিক) - গণিত - অনুপাত ও শতকরা | NCTB BOOK
926

সমতুল অনুপাত

কোনো অনুপাতের পূর্ব ও উত্তর রাশিকে শূন্য (০) ব্যতীত কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না। এরূপ অনুপাতকে সমতুল অনুপাত বলা হয়।

যেমন, ২ : ৫ = = × × = = ৪ : ১০

২ : ৫ ও ৪ : ১০ সমতুল অনুপাত।

কোনো অনুপাতের অসংখ্য সমতুল অনুপাত রয়েছে। যেমন, ২ : ৩, ৪ : ৬, ৬ : ৯ ও ৮ : ১২ সমতুল অনুপাত। আবার, ১ : ২ = ৫ : হলে, এখানে শূন্যস্থানে ১০ বসালে অনুপাতটি সমতুল অনুপাত হবে।

লক্ষ করি:

  • একটি অনুপাতের রাশি দুইটিকে তাদের গ.সা.গু. দ্বারা ভাগ করে অনুপাতটিকে সরলীকরণ করা যায়।
  • অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশির সমষ্টি দ্বারা তাদেরকে ভাগ করে প্রত্যেকের অংশ নির্ণয় করা যায়।

উদাহরণ ১। জেসমিন ও আবিদার বর্তমান বয়সের অনুপাত ৩ :২ এবং আবিদা ও আনিকার বর্তমান বয়সের অনুপাত ৫ :১। আনিকার বর্তমান বযস ৩ বছর ৬ মাস।

(ক) উদ্দীপকের প্রথম অনুপাতকে শতকরায় প্রকাশ কর।
(খ) ৫ বছর পর আবিদার বয়স কত হবে?
(গ) আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের শতকরা কত ভাগ?

সমাধান:

(ক) উদ্দীপকের প্রথম অনুপাত = ৩ : ২

=

= × ×

=×%

= ১৫০ %

(খ) আবিদার বর্তমান বয়স: আনিকার বর্তমান বয়স= ৫ : ১ অর্থাৎ, আবিদার বর্তমান বয়স, আনিকার বর্তমান বয়সের ৫ গুণ

আনিকার বর্তমান বয়স = ৩ বছর ৬ মাস

= (৩×১২+৬) মাস [১ বছর ১২ মাস]

= (৩৬+৬) মাস

= ৪২ মাস

সুতরাং আবিদার বর্তমান বয়স (৪২×৫) মাস

= ২১০ মাস
=   বছর [১ : ১২ মাস=১বছর]

=   বছর

=বছর
= বছর

৫ বছর পর আবিদার বয়স হবে =+ বছর

= বছর

(গ) জেসমিন ও আবিদার বর্তমান বয়সের অনুপাত = ৩ : ২

অর্থাৎ, জেসমিনের বর্তমান বয়স, আবিদার বর্তমান বয়সের = গুণ

'খ' হতে আবিদার বর্তমান বয়স = বছর

জেসমিনের বর্তমান বয়স = × বছর

=× বছর

== বছর

আনিকার বর্তমান বয়স = ৩ বছর ৬ মাস

= বছর [১২ মাস=১বছর ]

= বছর

= বছর

আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের

=÷ অংশ
= × অংশ

= অংশ

= × অংশ

= %

= ১৩ %

অতএব আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের %

উদাহরণ ২। ৫০০ টাকা দুইজন শ্রমিকের মাঝে ২: ৩ অনুপাতে ভাগ করে দিতে হবে।

সমাধান: অনুপাতের পূর্ব রাশি ২ এবং উত্তর রাশি ৩। রাশি দুইটির সমষ্টি = ২ + ৩ = ৫।
১ম শ্রমিক পাবে, ৫০০ টাকার অংশ অংশ = ৫০০ টাকা × = ২০০ টাকা

এবং ২য় শ্রমিক পাবে, ৫০০ টাকার অংশ = ৫০০ টাকা × = ৩০০ টাকা

কাজ
১। মামুনের বয়স ৪ বছর ও তার বোনের বয়স ৬ মাস হলে, তাদের বয়সের অনুপাত নির্ণয় কর।
২। সজল ও সুজনের উচ্চতা যথাক্রমে ১ মি. ৭৫ সে.মি. ও ১ মি. ৫০ সে.মি. হলে, তাদের উচ্চতার অনুপাত নির্ণয় কর।

সরল অনুপাত

অনুপাতে দুইটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে।

সরল অনুপাতের প্রথম রাশিকে পূর্ব রাশি এবং দ্বিতীয় রাশিকে উত্তর রাশি বলে। যেমন, ৩: ৫ একটি সরল অনুপাত, এখানে ৩ হলো পূর্ব রাশি ও ৫ হলো উত্তর রাশি।

লঘু অনুপাত

সরল অনুপাতের পূর্ব রাশি, উত্তর রাশি থেকে ছোট হলে, তাকে লঘু অনুপাত বলে। যেমন, ৩: ৫, ৪: ৭ ইত্যাদি।

একটি বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থীদের গড় বয়স ৮ বছর এবং ৫ম শ্রেণির শিক্ষার্থীদের গড় বয়স ১০ বছর। এখানে ৩য় ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের গড় বয়সের অনুপাত ৮: ১০ বা ৪:৫। এই অনুপাতটির পূর্ব রাশি, উত্তর রাশি অপেক্ষা ছোট হওয়ায় এটি একটি লঘু অনুপাত।

গুরু অনুপাত

কোনো সরল অনুপাতের পূর্ব রাশি, উত্তর রাশি থেকে বড় হলে, তাকে গুরু অনুপাত বলে। যেমন, ৫: ৩,৭:৪,৬:৫ ইত্যাদি।

সাদিয়া ৩২ টাকা দিয়ে একটি বিস্কুটের প্যাকেট ও ২৫ টাকা দিয়ে একটি কোণ আইসক্রিম কিনলো। এখানে বিস্কুট ও আইসক্রিমের দামের অনুপাত হলো ৩২: ২৫, এই অনুপাতটির পূর্ব রাশি ৩২ যা
উত্তর রাশি ২৫ অপেক্ষা বড় হওয়ায় এটি একটি গুরু অনুপাত।

একক অনুপাত

যে সরল অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান সে অনুপাতকে একক অনুপাত বলে।
যেমন, আরিফ ১৫ টাকা দিয়ে একটি বলপেন ও ১৫ টাকা দিয়ে একটি খাতা কিনলো। এখানে বলপেন ও খাতা উভয়টির মূল্য সমান এবং মূল্যের অনুপাত ১৫: ১৫ বা ১: ১। অতএব, ইহা একক অনুপাত।

ব্যস্ত অনুপাত

সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে প্রাপ্ত অনুপাতকে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলে।
যেমন, ১৩: ৫ এর ব্যস্ত অনুপাত ৫: ১৩।

মিশ্র অনুপাত

একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে।

যেমন, ২: ৩ এবং ৫ ৭ সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত হলো (২×৫): (৩×৭) = ১০ : ২১।

উদাহরণ ৩। প্রদত্ত সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত নির্ণয় কর: ৫: ৭,৪: ৯, ৩:২।

সমাধান:
অনুপাত তিনটির পূর্ব রাশিগুলোর গুণফল ৫ ×× ৩ = ৬০

এবং উত্তর রাশিগুলোর গুণফল = ৭×× ২ = ১২৬

নির্ণেয় মিশ্র অনুপাত= ৬০ : ১২৬ বা ১০ : ২১।

কাজ:
১।৪: ৯ অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে রূপান্তর কর।
২। নিম্নের অনুপাতগুলোর পূর্ব রাশি ও উত্তর রাশি নির্ণয় কর।

(ক) ৪: ১১
(খ) ৭:৫
(গ) ১৯: ২১

৩। নিম্নের অনুপাতগুলোর মধ্যে কোনটি একক অনুপাত?

(ক) ২:৫
(খ) ৫:৭
(গ) ১১: ১১

৪। নিম্নের অনুপাতগুলোকে লঘু ও গুরু অনুপাতে ভাগ কর :

(ক) ১৩: ১৯
(খ) ৭: ১২
(গ) ২৫: ১৩
(ঘ) ২৭:৭

৫।২:৩ ও ৩:৪ অনুপাতদ্বয়ের মিশ্র অনুপাত নির্ণয় কর।

উদাহরণ ৪। দুইটি সংখ্যার যোগফল ৩৬০। সংখ্যা দুইটির অনুপাত ৪ ৫ হলে, সংখ্যা দুইটি নির্ণয় কর।

সমাধান: সংখ্যা দুইটির অনুপাত ৪ : ৫
অনুপাতটির পূর্ব ও উত্তর রাশির যোগফল = ৪+৫ = ৯।
প্রথম সংখ্যাটি = ৩৬০ এর অংশ
=   ×  = 

দ্বিতীয় সংখ্যাটি = ৩৬০ এর   অংশ

=   ×  = 

নির্ণেয় সংখ্যা দুইটি হলো ১৬০ ও ২০০।

উদাহরণ ৫। ৪০ কেজি মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত ৪: ১। মিশ্রণটির বালি ও সিমেন্টের পরিমাণ নির্ণয় কর।

সমাধান: মিশ্রণের পরিমাণ ৪০ কেজি।
বালি ও সিমেন্টের অনুপাত ৪: ১
এখানে, অনুপাতটির পূর্ব ও উত্তর রাশির যোগফল = ৪ + ১ = ৫।
বালির পরিমাণ = ৪০ কেজির = 8  অংশ = × কেজি = ৩২ কেজি

সিমেন্টের পরিমাণ = ৪০ কেজির অংশ = ×কেজি = ৮ কেজি

উদাহরণ ৬। একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত ৫ : ৭। ঐ বিদ্যালয়ে ছাত্রীসংখ্যা ৩৫০ জন হলে, ছাত্রের সংখ্যা কত?

সমাধান: ছাত্রসংখ্যা ছাত্রীসংখ্যা = ৫ : ৭

অর্থাৎ, ছাত্রের সংখ্যা ছাত্রীর সংখ্যার গুণ
দেওয়া আছে, ছাত্রীসংখ্যা ৩৫০ জন
ছাত্রের সংখ্যা = × জন

নির্ণেয় ছাত্রসংখ্যা ২৫০ জন।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

তথ্যের আলোকে প্রশ্নের উত্তর দাও

৪০ কেজ়ি মিশ্রণে বালি ও সিমেন্টের অনুপাত ৮:২

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...