এশিয়া মহাদেশ

- সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK

এশিয়ার কিহু তথ্য জেনে নিই

  • পৃথিবীর বৃহত্তম মহাদেশ- এশিয়া মহাদেশ।
  • এশিয়া মহাদেশে প্রায় মধ্যভাগ দিয়ে অদিক্রম করেছে ৯০° পূর্ব দ্রাঘিমা রেখা।
  • এশিয়া মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা ৪৪ টি।
  • Tiger of Bicycle নামে পরিচিত- ভিয়েতনাম
  • 'City of Fountains বলা হয়- তাসখন্দকে।
  • Father of Apple Tree বলা হয়- কাজাখস্তানকে এর 'আলামাআতা' শহরকে।
  • The Land of Fames' নামে পরিচিত- আজারবাইজান।
  • "নাগারনো কারাবাখ” নিয়ে বিরোধ রয়েছে- আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে ।
  • মালদ্বীপের নিজেস্ব কোনো সেনাবাহিনী নেই।
  • ব্ল্যাক সেপ্টেম্বর' (১৯৭০) - ফিলিস্তিন ভিত্তিক একটি গেরিলা সংগঠন।
  • ন্যাটো (NATO)- তে মুসলিম সদস্য রাষ্ট্র- তুরস্ক ও আলবেনিয়া।
  • কম্বোডিয়ার রাজতন্ত্র বিলোপ সাধন করে- লন নল।
  • টিপু সুলতান শাসক ছিলেন- মহীশূরের।
  • লোহিত সাগরের আরেক নাম- সাইনাস আরা বিকাস ।
  • কুনলুন ও হিমালয়ের মধ্যে অবস্থিত- তিব্বত মালভূমি ।
  • পাকিস্তানের সীমান্ত বাহিনীর নাম- রেঞ্জার্স।
  • এশিয়ার কোন দেশটি যুক্তরাষ্ট্রের উপনিবেশ- ফিলিপাইন।
  • মুসলিম অধ্যুষিত 'মিন্দানাও দ্বীপ' অবস্থিত- ফিলিপাইনে ।
  • "আবু সায়াফ' গেরিলা সংঠন- ফিলিপাইনের।
  • বিশ্বের প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন- বেনেজির ভুট্টো (পাকিস্তানের)।
  • জনসংখ্যায় বৃহত্তর মুসলিম দেশ- ইন্দোনেশিয়া।
  • দ্বৈত রাজনৈতিক দেশ হিসেবে অভিহিত করা হয়- তাইওয়ানকে।
  • বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক নেই কিন্তু বাণিজ্যিক সম্পর্ক রয়েছে- তাইওয়ানের।
  • তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকা একমাত্র দেশ ভ্যাটিকান সিটি।
  • লেবাননে নিয়মতান্ত্রিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হয় খ্রিস্টান, প্রধানমন্ত্রী নির্বাচিত হয় মুসলিম।
  • হিজবুল্লাহ' গেরিলা সংগঠনটি লেবাননে।
  • সংবিধান ও আইনসভা নেই সৌদি আরবের।
  • গোবি মরুভূমি- মঙ্গোলিয়ায় অবস্থিত।
  • তুর্কমেনিস্থানের ৮০% অঞ্চল জুড়ে কারাকোরাম পর্বতমালা অবস্থিত।
  • 'এশিয়ার সুইজারল্যান্ড' বলা হয়- ভুটানকে।
  • আরব দেশগুলো প্রাশ্চাত্য দেশগুলোর উপর তেল অবরোধ করে ১৯৭৩ সালে।
  • দুই ইয়েমেন একত্রিত হয়েছিল- ১৯৯০ সালে।
  • নৃতাত্ত্বিকভাবে মধ্যপ্রাচ্যের অধিকাংশ জাতিগোষ্ঠী- ককেশীয়।
  • জাপান কোরিয়া দখল করেছিল- ১৯১০ সালে।
  • মার্কিন যুক্তরাষ্ট্র কোরিয়ার উপর হস্তক্ষেপ করে- ১৯৫০ সালে।
  • উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার যুদ্ধ সংঘটিত হয়েছিল- ( ১৯৫০-১৯৫৩) সাল পর্যন্ত।
  • 'কোরীয় যুদ্ধ' এর অবসান ঘটে- ১৯৫৩ সালে ।
  • কোরীয় যুদ্ধ-কে কেন্দ্র করে জাতিসংঘে গৃহীত প্রস্তাবের নাম- শান্তির জন্য ঐক্য প্রস্তাব ।
  • উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে বিভক্তকারী সীমারেখার নাম- ৩৮° অক্ষরেখা।
  • বিশ্বের অষ্টম পারমাণবিক অস্ত্রধর দেশের নাম- উত্তর কোরিয়া।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত দক্ষিণ কোরিয়া অধীনে ছিল- জাপানের।
  • ‘মেমোগেট কেলেঙ্কারি' এর সাথে জড়িত নাম- পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি।
  • কখনো কোনো দেশের উপনিবেশ ছিলনা- থাইল্যান্ড (শ্বেত হস্তির দেশ)।
  • 'খাইল্যান্ড' শব্দের অর্থ- মুক্ত ভূমি(শ্যামদেশ)।
  • উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম নামক দুটি আলাদা রাষ্ট্রের অভ্যুদয় ঘটে- ১৯৫৪ সালে।
  • উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম মধ্যে যুদ্ধ সংঘটিত হয়- (১৯৫৫-১৯৭৫) সাল পর্যন্ত।
  • উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম পুনরায় একত্র হয়- ১৯৭৬ সালে ।
  • 'দ্বিতীয় ইন্দোচীন যুদ্ধ 'হো সি মিন' নামটি জড়িত ভিয়েতনামের সাথে।
  • লি ডাক থো ছিলেন- ভিয়েতনামের নেতা।
  • এশিয়ার মাইনর বলা হয় ভূমধ্যসাগরের- পূর্ব উপকূলকে।
  • এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র- ফিলিপাইন।
  • এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র- শ্রীলংকা।
  • এশিয়ার সর্ব পশ্চিম বিন্দু- বেবা অন্তরীপ ।
  • এশিয়ার সবচেয়ে খরোস্রোতা নদী- সালউইন।
  • দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কায় সারা বছর বৃষ্টিপাত হয় ।
  • এশিয়ার মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় সারা বছর পরিচলন বৃষ্টি হয়।
  • পৃথিবীর ৬০ ভাগ মানুষ এশিয়া মহাদেশে বাস করে।
  • এশিয়া মহাদেশের তথা পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট; এশিয়া মহাদেশে অবস্থিত।
  • পৃথিবীর উচ্চতম মালভূমির নাম- পামির মালভূমি ।
  • মধ্যপ্রাচ্যের অধিকাংশ অধিবাসী- ককেশীয়।
  • এশিয়ার মাইনর ও ক্ষুদ্র সিনাই দ্বীপের মধ্যবর্তী অঞ্চলকে বলা হয়- লেভান্ট
  • দক্ষিণ পূর্ব এশিয়া 'ওরিয়েন্ট অঞ্চলের' এর অন্তর্ভুক্ত ।
  • হেরাত, কান্দাহার, মজার ই-শরীফ আফগানিস্থানে অবস্থিত।
  • পরস্য উপসাগর বাহরাইন দ্বীপে অবস্থিত।
  • পৃথিবীর বৃহত্তম রেলপথ- ট্রান্স সাইবেরিয়ান রেলপথ ।
  • 'করনার স্টোন অব পিস' এই স্মৃতিসৌধটি অবস্থিত- ওকিনাওয়া, জাপান।
  • 'সুশী' ও 'সাশিমী' এক ধরনের খাবার জাপানি জনপ্রিয় খাবার।
  • ড্রাগন অর্থনীতির দেশ- দক্ষিন কোরিয়া, তাইওয়ান, হংকং ও সিঙ্গাপুর।
  • বিদেশী বিনিয়োগ করতে সেকেন্ডহোম প্রোগ্রাম চালু করে- মালয়েশিয়া।
  • পুত্রজায়া হল মালয়েশিয়ার প্রশাসনিক- রাজধানী।
  • ব্রুনাই-এর প্রধান আয়ের উৎস- পেট্রোলিয়াম
  • সিঙ্গাপুর একটি এশিয়ার - নগররাষ্ট্র ।
  • মুসলিম দেশ নয় কিন্তু পতাকায় চাঁদ তারা আছে যে দেশের সিঙ্গাপুর।
  • মধ্য এশিয়ায় অবস্থিত সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম- কাজাখস্তান ।
  • এশিয়ার চীন, উত্তর কোরিয়া, ভিয়েতনাম ও লাওসে একদলীয় শাসনব্যবস্থা বিদ্যমান।
  • পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ- গডউইন অস্টিন (ভারত-পাকিস্তান)
  • সর্বোচ্চ ভবন-বুর্জ দুবাই/বুর্জ খলিফা (৮২৮মিটার/১৭১৭ ফুট)।
  • এশিয়া ও ইউরোপ মহাদেশকে একত্রে বলা হয়- ইউরেশিয়া।
  • এশিয়া আফ্রিকা মহাদেশকে একত্রে বলা হয়- আফ্রোশিয়া ।
  • গ্রিস ও তুরস্কের বিবাদের কারণ- সাইপ্রাস।
  • পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহর- জেরিকো (ফিলিস্তিন)।

আলোচিত অঞ্চল

  • গোল্ডেন ট্রায়াঙ্গেল: মায়ানমার, লাওস ও থাইল্যান্ড সীমান্তে অবস্থিত পপি উৎপাদনকারী অঞ্চল ।
  • গোল্ডেন ক্রিসেন্ট : আফগানিস্তান, পাকিস্তান ও ইরান সীমান্তে অবস্থিত আফিম মাদক উৎপাদনকারী অঞ্চল ।
  • গোল্ডেন ওয়েজ: বাংলাদেশ, ভারত ও নেপাল সীমান্ত যা মাদক পাচার ও চোরাচালানের জন্য বিখ্যাত ।
  • গোল্ডেন ভিলেজ: বাংলাদেশের কুষ্টিয়া জেলার ২৬ টি গ্রামকে গাঁজা উৎপাদনের জন্য 'গোল্ডেন ভিলেজ' বলা হয়।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

এশিয়া মহাদেশের স্বাধীন

এশিয়া মহাদেশের অঞ্চল ভিত্তিক ৪৪টি স্বাধীন দেশ

দক্ষিণ এশিয়ার ৮ টি দেশঃ

  1. পাকিস্তান
  2. ভারত
  3. ভুটান
  4. বাংলাদেশ
  5. শ্রীলংকা
  6. নেপাল
  7. মালদ্বীপ
  8. আফগানিস্তান

দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১ টি দেশঃ

  1. মালয়েশিয়া
  2. পূর্ব তিমুর
  3. ব্রুনাই
  4. ইন্দোনেশিয়া
  5. মায়ানমার
  6. ভিয়েতনাম
  7. থাইল্যান্ড
  8. কম্বোডিয়া
  9. সিঙ্গাপুর
  10. লাওস
  11. ফিলিপাইন

উত্তর পশ্চিম এশিয়ার/ মধ্যপ্রাচ্যের ১৪ টি দেশঃ

  1. ইরাক
  2. ইরান
  3. কুয়েত
  4. ইয়েমেন
  5. সিরিয়া
  6. ইসরাইল
  7. জর্ডান
  8. কাতার
  9. বাইরাইন
  10. ওমান
  11. সৌদি আরব
  12. তুরষ্ক
  13. সং: আ: আমিরাত
  14. লেবানন

দূর প্রাচ্যের ৫ টি দেশঃ

  1. চীন
  2. উত্তর কোরিয়া
  3. দক্ষিন কোরিয়া
  4. জাপান
  5. মঙ্গোলিয়া

মধ্য এশিয়ার ৬ টি দেশঃ

  1. উজবেকিস্তান
  2. আজারবাইজান
  3. তুর্কমেনিস্তান
  4. তাজিকিস্তান
  5. কাজাখস্তান
  6. কিরগিজিস্তান
  • ফিলিস্তিনের স্বাধীনতা না থাকলেও ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের অংশ
Content added By

দক্ষিণ পূর্ব এশিয়া

দক্ষিণ এশিয়া হল এশিয়ার দক্ষিণাঞ্চল, বর্তমানে এই অঞ্চলটি আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ নিয়ে গঠিত। ভৌগোলিকভাবে, এটি ভারতীয় প্লেটে অবস্থিত এবং এর দক্ষিণে ভারত মহাসাগর এবং উত্তরে হিমালয়, কারাকোরাম ও পামির পর্বত । দক্ষিণ এশিয়া নামটি মূলত ব্রিটিশ রাজ্যের প্রশাসনিক সীমানা থেকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত। ১৮৫৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ব্রিটিশ সাম্রাজ্যের মূল অঞ্চল ছিল এই দক্ষিণ এশিয়া।

দক্ষিণ-পূর্ব এশিয়া প্রধানত দুইটি ভৌগোলিক অঞ্চলের সমষ্টি, এখানে বর্তমানে ১১টি রাষ্ট্র বিদ্যমান থাকলেও আঞ্চতি জোট আসিয়ান (১৯৯৭) এর সদস্য পূর্ব তিমুর বাদে বাকি ১০ দেশ। মূল ভূখণ্ড অংশটি ইন্দোচীন উপদ্বীপ নামে পরিচিত এবং এখানে কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম অবস্থিত। সামুদ্রিক দক্ষিণ-পূর্ব এশিয়া ব্রুনাই, পূর্ব তিমুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন দ্বীপপুঞ্জ এবং সিঙ্গাপুর নিয়ে গঠিত। এখানে মূলত অস্ট্রোনেশীয় জাতির লোকেরা বাস করে। দক্ষিণ পূর্ব এশিয়ায় মূলত তিন ধর্মের মানুষ বসবাস করে। তথা: (১) বৌদ্ধ ধর্ম: মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম (২) ইসলাম ধর্ম। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই (৩) খ্রিস্টান ধর্ম ফিলিপাইন এবং পূর্ব তিমুর। ব্যতিক্রম ইন্দোনেশিয়ার বালি দ্বীপে কিছু অঞ্চলে হিন্দু ধর্মের মানুষও বসবাস করে।

Content added || updated By

মধ্য এশিয়া

এশিয়া মহাদেশের বিশাল ভূ-বেষ্টিত (Land Locked) অঞ্চল মধ্য এশিয়া। ঐতিহাসিকভাবে অঞ্চলটি যাযাবর জাতি ও চীনের সিল্ক রোডের সাথে সম্পর্কিত। মধ্য এশিয়ার কাজাখস্তান ও আর্মেনিয়া সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল । ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে গেলে কাজাখস্তান ও আর্মেনিয়া স্বাধীন দেশ হিসেবে আবির্ভূত হয়। মধ্য এশিয়া (০৬টি দেশ) এশিয়া মহাদেশের বিশাল ভূ-বেষ্টিত (Land Locked) অঞ্চল মধ্য এশিয়া। মধ্য এশিয়ার দেশগুলো এক সময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল।

উপনিবেশ

মধ্য এশিয়ার সবদেশ ব্রিটেনের উপনিবেশ ছিল। স্বাধীনতা পায় সোভিয়েত ইউনিয়নের নিকট থেকে।

নাগার্নো-কারাবাখ

আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে বিবদমান ছিটমহল। আজারবাইজান মূলত ককেশীয় অঞ্চলের দেশ। এটিকে কেউ ইউরোপ আবার কেউ এশিয়ার দেশ মনে করে। এজন্য একত্রে ইউরেশিয়ান দেশ বলা হয়।

সমরখন্দ

উজবেকিস্তানের ঐতিহাসিক নগরী। সম্রাট বাবর এখানে জন্মগ্রহণ করেন।

টিউলিপ বিপ্লব

২০০৫ সালে কিরগিস্তানের সংসদ নির্বাচনে প্রেসিডেন্ট অ্যাকায়েডের কর্তৃত্ববাদ ও দুর্নীতির ফলে এই বিপ্লব আরম্ভ হয়। এই বিপ্লবের ফলে প্রেসিডেন্ট এসকার অ্যাকায়েড পদত্যাগ করেন।

জেনে নিই

  • কিরগিস্তানে অবস্থিত রাশিয়ার বিমানঘাঁটি- কান্ট।
  • সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যায়- ১৯৯১ সালে।
  • যুক্তরাষ্ট্রের মানাস বিমানঘাঁটি- কিরগিস্তানে।
  • সোভিয়েত ভেঙ্গে নতুন প্রজাতন্ত্র হয়- ১৫টি।
  • মধ্য এশিয়ার যে দুটি দেশ কাস্পিয়ান সাগরের তীরে আজারবাইজান ও তুর্কমেনিস্তান ।
  • আয়তনে সর্ববৃহৎ মুসলিম রাষ্ট্র- কাজাখস্তান ।
  • শিরদরিয়া নদীটি অবস্থিত- কাজাখস্তানে।
  • The Land of Fire নামে পরিচিত- আজারবাইজান।
  • মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তান CIS এর সদস্য না।
  • " Father of Apple tree” বলা হয়।
  • মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম- কাজাখাস্তান।
Content added By

ভারত

  • ভারতের রাষ্ট্রীয় নাম Republic of India
  • রাজধানীঃ নয়াদিল্লি
  • ভাষাঃ হিন্দি, ইংলিশ
  • মুদ্রাঃ রুপি

মৌলিক তথ্য

ভারত দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। ভারতের সীমান্তবর্তী দেশের সংখ্যা ৭টি যথা: বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ভুটান, পাকিস্তান, চীন ও আফগানিস্তান। ১৯৪৭ খ্রিষ্টাব্দের ১৫ আগস্ট ভারত ডোমিনিয়ন রাষ্ট্র হিসেবে ব্রিটিশ শাসনজাল থেকে মুক্তিলাভ করে । একই সঙ্গে দেশের পূর্ব ও পশ্চিম প্রান্তের মুসলমান-অধ্যুষিত অঞ্চলগুলি লাহোর প্রস্তাবের ভিত্তিতে বিভক্ত হয়ে গঠ করে পাকিস্তান রাষ্ট্র। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি নতুন সংবিধান প্রবর্তনের মধ্য দিয়ে ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। বর্তমানে ভারত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ওয়েস্টমিনিস্টার-ধাঁচের 'আধা-যুক্তরাষ্ট্রীয় সংসদ সরকার ব্যবস্থা বিদ্যমান আছে।

জেনে নিই

  • দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ - ভারত
  • ভারত স্বাধীন লাভ করে ১৫ আগস্ট, ১৯৪৭ সালে।
  • ভারত প্রজাতন্ত্র ঘোষিত হয়- ১৯৫০ সালে।
  • ভারতের জাতীয় দিবস- ২৬ জানুয়ারী।
  • স্বাধীন ভারতের প্রথম গভর্নর ছিলেন- লর্ড মাউন্ট ব্যাটেন।
  • পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ বলা হয়- ভারতকে।
  • ভারতের রাজধানী কলকাতা থেকে নয়াদিল্লিতে স্থানান্তরিত করা হয় ১৯১২।
  • ভারতের পার্লামেন্ট হচ্ছে -দ্বিকক্ষবিশিষ্ট; উচ্চকক্ষ রাজ্যসভা, নিম্নকক্ষ লোকসভা।
  • ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যসভার নাম- বিধানসভা।
  • ভারতের লোকসভা মোট আসন- ৫৪৫ টি - ৫৪৩ টি নির্বাচিত, ২ টি সংরক্ষিত।
  • ভারতে প্রথম লোকসভা গঠিত হয়- ১৯৫২ সালে।
  • ভারতের মোট রাজ্য- ২৮টি। কেন্দ্রশাসিত রাজ্য- ৮টি। সর্বশেষ রাজ্য- তেলেঙ্গানা (২৮তম)।
  • ভারতের বিখ্যাত ‘আনন্দ ভাবনটি অবস্থিত- এলহাবাদে।
  • ভারতের গোলযোগপূর্ণ “অনন্তবার্গ শহরটি" কাশ্মীরে অবস্থিত।
  • ভারতের প্রথম মহিলা গভর্নর ছিলেন সরোজিনী নাইডু।
  • সরোজিনী নাইডু ভারতীয় কোকিল বা দ্য নাইটেঙ্গেল অব ইন্ডিয়া নামে পরিচিত।
  • ভারতের রাজ্যস্থানের জয়শলমারী শহরকে গোল্ডর্সিটি বা স্বর্ণ শহর বলা হয়।
  • ভারতের বিখ্যাত 'তিনমূর্তি ভবনটি' নয়াদিল্লিতে অবস্থিত।
  • JKLF ভারতের কাশ্মীরের সশস্ত্র সংগঠন।
  • ঐতিহাসিক 'বাবরী মসজিদ' ভারতের অযোধ্যায় অবস্থিত (উত্তর প্রদেশ)।
  • বাবরী মসজিদ নির্মাণ করে সম্রাট বাবর ১৫২৭ সালে।
  • একটি উগ্র হিন্দু জঙ্গিগোষ্ঠী বারবী মসজিদ ধ্বংস করে- ৬ ডিসেম্বর ১৯৯২ সালে।
  • ভারতের বৃহত্তম শিল্প- বস্ত্র শিল্প।
  • ভারতের নিরাপত্তা বাহিনী মণিপুরে যে অভিযান চালায় তাকে অপারেশন ব্লু বার্ড বলে।
  • ব্ল্যাক ক্যাট হচ্ছে ভারতের কমান্ডো বাহিনী
  • ভারত ও বাংলাদেশের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি চুক্তি স্বাক্ষরিত হয়- ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর।
  • ভারত পাকিস্তানের মধ্যে মোট ৪ বার যুদ্ধ হয়- ১৯৪৭, ১৯৬৫, ১৯৭১ ও ১৯৯৯ সালে।
  • কাশ্মীর নিয়ে ভারত- চীনের মধ্যে ১৯৬২ সালে একবার যুদ্ধ হয়েছে।
  • ভারতের কোন রাজ্য নিয়ে চিনের সাথে বিরোধ আছে- অরুণাচল।
  • বিতর্কিত 'সিয়াচেন হিমবাহ' জায়গাটি অবস্থিত- (ভারত-পকিস্তান) সীমান্তে।

আরও কিছু তথ্য

  • সর্বশেষ ভারতের কেন্দ্র শাসিত রাজ্য হচ্ছে হচ্ছে- জম্মু ও কাশ্মীর।
  • ভারতের সর্বশেষ ঘোষিত ৩টি রাজ্য হচ্ছে যথাক্রমে- উত্তরাঞ্চল, ঝারখন্ড এবং তেলেঙ্গানা।
  • তেলেঙ্গানা রাজ্যটি অন্ধপ্রদেশের অংশ ছিলো। তেলেঙ্গানার রাজধানী করা হয়- হায়দ্রাবাদ।
  • পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল অঞ্চল ভারতের চেরাপুঞ্জি (মেঘালয়) ।
  • ভারতের সিকিম রাজ্যের রাজধানীর- সাম গ্যাংকট।
  • ভূস্বর্গ বলা হয়- কাশ্মীরকে । হুগলী নদীর তীরে অবস্থিত- কলকাতা ।
  • ইলোরা ও অজান্তা গুহার অবস্থান- মহারাষ্ট্র রাজ্যে।
  • হিমালয়ের উদ্যান বলা হয়- সিকিমকে ।
  • গোলাপীর শহর নামে পরিচিত- জয়পুর।
  • জে. কে. এল. এফ কোথাকার সশস্ত্র সংগঠন- ভারতের কাশ্মীর।
  • আসামে বিচ্ছিন্নতাবাদী গেরিলা সংগঠনটির নাম হচ্ছে- উলফা।
  • ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন- ড. রাজেন্দ্র প্রসাদ।
  • ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাতিল (১২ তম)।
  • ভারতের ২য় নিবার্চিত ও ১ম দলিত সম্প্রদায়ের নারী রাষ্ট্রপতি হলেন- দ্রৌপদী মুর্মু (১৫ তম রাষ্ট্রপতি )
  • ভারতের প্রথম শিখ রাষ্ট্রপতির নাম- জৈল সিং।
  • ভারতের প্রথম শিখ প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং।
  • ভারতের সবচেয়ে সফল ও প্রথম মুসলিম রাষ্ট্রপতি- ড. জাকির হোসেন (তৃতীয় তম)।
  • বেফোর্স কেলেঙ্কারিতে জড়িয়ে পরেন- রাজিব গান্ধী।
  • ২১ মে ১৯৯১ সালে একটি নির্বাচনী প্রচারকালে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন- রাজীব গান্ধী
  • রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী LTTE এর সদস্য মহিলার নাম- নলিনী।
  • ভারতের প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের নাম- এয়ার ইন্ডিয়া বোয়িং।
  • ভারতের প্রধানমন্ত্রী বাসভবনের নাম- নিরাপদ ভবন (নয়াদিল্লির ঐতিহাসিক রোড ফোর্টে অবস্থিত নিরাপদ ভবন কিন্তু এর অফিসিয়াল নাম- পঞ্চবটী)
Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

লর্ড ওয়েলেসলি
লর্ড কার্জন
লর্ড ডালহৌসী
লর্ড মাউন্টব্যাটেন

পাকিস্তান

  • পাকিস্তানের রাষ্ট্রীয় নাম The Islamic Republic of Pakistan
  • রাজধানীঃ ইসলামাবাদ
  • ভাষাঃ উর্দু, ইংরেজি
  • মুদ্রাঃ রুপি

পাকিস্তান- ৪টি প্রদেশ

  1. সিন্ধু - করাচি
  2. বেলুচিস্তান - কোয়েটা
  3. পাঞ্জাব - লাহোর
  4. খায়বার পাখতুন - পেশোয়ার

মৌলিক তথ্য

১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান ডোমিনিয়ন রাষ্ট্র হিসেবে স্বাধীনতা লাভ করে। ১৯৫৬ সালে ২৩শে মার্চ পাকিস্তানে সংবিধান জারির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ইসলামি প্রজাতন্ত্র। মুসলিম দেশ সমুহের মধ্যে ১৯৯৮ সালের প্রথম পরমাণ শক্তি অর্জন করে পাকিস্তান। ১৯৩১ সালে আল্লামা কবি ইকবাল পাকিস্তান রাষ্ট্র গঠনের মৌলিক রূপরেখা প্রদান করেন। র‍্যাডক্লিফ লাইন দ্বারা ভারত ও পাকিস্তান বিভক্ত।

পাকিস্তানের প্রথম

  • রাষ্ট্রপতি - ইস্কান্দার আলী মির্জা
  • প্রধানমন্ত্রী - লিয়াকত আলী খান
  • গভর্নর জেনারেল - মোহাম্মদ আলী জিন্নাহ
  • মহিলা স্পিকার-ফাহমিদা মির্জা

জেনে নিই

  • ১৯৪৭ সালে স্বাধীনতা লাভ করে। পাকিস্তানের স্বাধীনতা দিবস- ১৪ আগস্ট।
  • পাকিস্তানকে ইসলামি প্রজাতন্ত্র ঘোষণা করা হয়- ১০ এপ্রিল ১৯৭৩ সালে।
  • পাকিস্তানের জাতীয় প্রতীক- অর্ধচন্দ্র। পাকিস্তানের প্রবেশেদ্বার বলা হয় কারাচিকে।
  • পাকিস্তানের জনক বলা হয় প্রথম গভর্নর জেনারেল কায়েদ-ই আজম মোহাম্মদ আলী জিন্নাহকে।
  • পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ইস্কান্দার আলী মির্জা।
  • পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান।
  • পাকিস্তানের প্রেসিডেন্টের বাস ভবনের নাম "আওয়ান-ই-সদরা।
  • ১৯৩১ সালে আল্লামা কবি ইকবাল পাকিস্তান রাষ্ট্র গঠনের মৌলিক রূপরেখা প্রদান করেন।
  • মুসলিম বিশ্বের প্রথম মহিলা মুসলিম প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ('Daughter of the East)
  • ডটার অব দি পাকিস্তান বলা হয়- মালালা ইউসুফজাই। ইমরান খানকে বলা হয়- অক্সফোর্ড-ব্লু ।
  • পাকিস্তান তথা মুসলিম বিশ্বের প্রথম মহিলা স্পিকার- ফাহমিদা মির্জা ।
  • পাকিস্তানের পরমাণু বোমার জনক- বিজ্ঞানী আব্দুল কাদির খান।
  • 'আফ্রিদি' পাকিস্তানের একটি উপজাতি।
  • দেশটির সীমান্তরক্ষী বাহিনীর নাম-'রেঞ্জার্স'।
  • পাকিস্তানে সম্প্রতি প্রথম বারের মত হিন্দু সম্প্রদায়ের জন্য 'হিন্দু বিবাহ আইন' পাস হয় ।
  • বৌদ্ধ সভ্যতার বিখ্যাত নিদর্শন তক্ষশীলা পাকিস্তানের রাওয়াল পিন্ডিতে অবস্থিত।
  • পাকিস্তানের বেলুচিস্তানের চাগাইতে পারমাণবিক বিস্ফোরণ ঘটে (১৯৯৮) সালে।
  • ভারতের সাথে পাকিস্তানের কারগিল যুদ্ধ হয় ১৯৯৯ সালে।
  • পাকিস্তানের গোলযোগপূর্ণ এলাকার নাম- সোয়াত উপত্যকা।
  • সোয়াত উপত্যকা পাকিস্তানে অবস্থিত (মামলা ইউসুফজাই জন্মগ্রহণ করে)
  • 'অ্যাবোটাবাদ; পাকিস্তানে অবস্থিত ( ২মে ২০১১ লাদেনকে হত্যা করা হয়)।
Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

ফেব্রুয়ারি ২০, ১৯৭৪
ফেব্রুয়ারি ২১, ১৯৭৪
ফেব্রুয়ারি ২২, ১৯৭৪
ফেব্রুয়ারি ২৩, ১৯৭৪
Nawaz Sharif
Sardar Mehtab Abbasi
Raja Parvaiz Ashraf
Asif Ali Jardari
Makhdom Shahabuddin

শ্রীলংকা

  • রাষ্ট্রীয় নামঃ The Democratic Socialist Republic of Sri Lanka
  • রাজধানীঃ শ্রী জয়াবর্ধনে কোটে
  • ভাষাঃ সিংহলী, তামিল
  • মুদ্রাঃ রুপি

জেনে নিই

  • শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে ১৯৪৮ সালে ব্রিটেনের নিকট থেকে।
  • শ্রীলঙ্কার পূর্বনাম সিংহল বা সিলন। সিংহলের নাম পরিবর্তন করে শ্রীলংকা করা হয় ১৯৭২ সালে।
  • শ্রীলঙ্কা জনক ডন স্টিফেন সেনানায়েকে। স্বাধীনতা দিবস ৪ ফেব্রুয়ারী।
  • শ্রীলঙ্কা দেওলিয়া ঘোষিত হয় - ১২ এপ্রিল, ২০২২ সালে ।
  • শ্রীলঙ্কা প্রাচীন রাজধানী— অনুরাধাপুর।
  • সকল ধর্মের পবিত্র স্থান- এডামস পিক ।
  • শ্রীলঙ্কা প্রেসিডেন্টের মেয়াদ কাল ৬ বছর।
  • শ্রীলঙ্কার প্রধান সম্পদ মুক্তা।
  • শ্রীলঙ্কার রত্নাপুরকে বলা হয়- রত্নের শহর।
  • ভারত- শ্রীলঙ্কার সীমারেখা পক প্রণালী নির্ধারিত হয়- ১৯৭৪ সালে।
  • elephant pass ভূ-রাজনৈতিক গুরত্বপূর্ণ স্থান- শ্রীলঙ্কার ।
  • বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী- শ্রীমাভো বন্দনায়েকে (১৯৬০ শ্রীলঙ্কা)।
  • শ্রীলঙ্কার উত্তর- পূর্বাঞ্চলে একটি স্বাধীন আবাস ভূমির জন্য সংগ্রামে লিপ্ত ছিল LTTE
  • (LTTE - Libaration Tigers Of Tamil Eelam): তামিল টাইগারদের রাজধানী ছিল- জাফনা ।
  • শ্রীলঙ্কার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন- সালোমন বান্দরনায়কে (১৯৫৬-১৯৫৯
  • শ্রীলঙ্কায় গৃহযুদ্ধে শুরু হয় ১৯৮৩ সালে। এশিয়ার সংবিধানিক বৌদ্ধ রাষ্ট্র শ্রীলঙ্কা।
  • শ্রীলঙ্কার প্রেসিডেন্টর সরকারী বাসভবনের নাম টেম্বল ট্রি।
  • মুসলিম অধ্যুষিত মান্নার দ্বীপ শ্রীলঙ্কায় অবস্থিত। ক্যান্ডি শ্রীলঙ্কার সাংস্কৃতিক রাজধানী।
  • শ্রীলঙ্কার বৌদ্ধদের তীর্থস্থানের নাম- অনুরাধাপুর ও ক্যান্ডি ।
  • LITE শ্রীলঙ্কায় চরমপন্থী তামিলদের একটি সংগঠন।
  • এল.টি.টি.ই প্রতিষ্টিত হয় ১৯৭৮ সালে। এল.টি.টি.ই প্রতিষ্ঠাতা- ভিলুপিল্লাই প্রভাকরণ।
  • এলটিটিই ও শ্রীলঙ্কা সরকারের মধ্যে মধ্যস্থতা চুক্তিতে সহায়তা করেছে- নরওয়ে।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

মালদ্বীপ

  • রাষ্ট্রীয় নামঃ Republic of Maldives
  • রাজধানীঃ মালে
  • ভাষাঃ ধিভেহী
  • মুদ্রাঃ রুপিয়া

জেনে নিই

  • স্বাধীনতা লাভ করে ২৬ জুলাই ১৯৬৫ সালে ।
  • আয়তন ও জনসংখ্যার ভিত্তিতে এশিয়ার সবচেয়ে ক্ষুদ্রতম দেশ।
  • সার্ক (SAARC) ভুক্ত দেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম দেশ- মালদ্বীপ।
  • মালদ্বীপের আয়তন মাত্র ২৯৮ বর্গ কিলোমিটার।
  • মালদ্বীপের জনগণের প্রধান ভাষা- ধিভেহী
  • মালদ্বীপের আইনসভার নাম- পিপলস মজলিস।
  • মালদ্বীপের জাতীয় প্রতীক গাছের নাম- নারিকেল গাছ।
  • মালদ্বীপের প্রথম রাষ্ট্রপতি- ইব্রাহিম নাসির।
  • ১২০০ টি ক্ষুদ্র প্রবাল দ্বীপ নিয়ে গঠিত রাষ্ট্র- মালদ্বীপ ।
  • মালদ্বীপ ভারত মাহাসাগরে অবস্থিত।
  • নিজস্ব সেনাবাহিনী নেই- মালদ্বীপের।
  • সার্কভুক্ত দেশ মালদ্বীপের শিক্ষার হার ও গড় আয়ু সবচেয়ে বেশি।
  • মালদ্বীপ তলিয়ে যাওয়ার আশঙ্কা অন্য দেশে জমি কেনার চিন্তা করছে।
  • বিশ্বের প্রথম অর্ধডুবন্ত জাদুঘর তৈরি করেছে- মালদ্বীপ
  • বিশ্বের প্রথম দেশ হিসাবে পানির নিচে মন্ত্রিসভার বৈঠক করে- মালদ্বীপ।
  • মালদ্বীপের দ্বীপগুলো ভারত মহাসগরের বুকে ১৯ টি দ্বীপ বলয় তৈরি হয়েছে।
Content added By
Content updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

পুলিমবাহিনী নেই
সেনাবাহিনী নেই
উভয়টিই সত্য
কোনোটিই নয়
বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বাংশে
আরব সাগরের দক্ষিণ -পূর্বাংশে
ভূ-মধ্যসাগরের উপকূলে
পারস্য উপসাগরে
জার্মানী
সুইজারল্যান্ড
মালদ্বীপ
জাপান

আফগানিস্তান

  • রাষ্ট্রীয় নামঃ The Islamic Emirate of Afghanistan
  • রাজধানীঃ কাবুল
  • ভাষাঃ আফগানী
  • মুদ্রাঃ দরি,পাস্তু পশতু

জেনে নিই

  • আফগানিস্তান (মোট প্রদেশ ৩৪ টি) একটি স্থলবেষ্টিত দেশ।
  • আফগানিস্তান স্বাধীনতা লাভ করে- ১৯১৯ সালে।
  • আফগানিস্তানের জনক- মোহাম্মদ জহির শাহ্ (শেষ রাজা)
  • আফগানিস্তানের সিমান্ত রয়েছে ৬টি দেশের সাথে।
  • আফগানিস্তানের আইনসভার নাম- লয়া জিরগা।
  • আফগানিস্তানের পশতুন জাতির গোষ্ঠীর সদস্যরা সংখ্যা গরিষ্ঠ।
  • পৃথিবীর সর্বোচ্চ বৌদ্ধ মূর্তি বামিয়ান আফগানিস্তানে অবস্থিত ছিল।
  • আফগানিস্তানের রাজতন্ত্র অবসান ঘটে ১৯৭৩ সালে ।
  • প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়- ১৯৭৩ সালে।
  • বাগরাম বিমানঘাটি অবস্থিত- কাবুলে।
  • বাজাউর উপজাতির বাস- আফগানিস্তানে ।
  • কান্দাহার, হেরাত, মাজার-ই-শরীফ শহরগুলো- আফগানিস্তানে অবস্থিত ।
  • আফগানিস্তানের প্রেসিডেন্টের বাসভবনের নাম- প্রেসিডেন্সিয়াল প্যালেস।
  • আফগানিস্তান সার্কের ৮ম সদস্য পদ লাভ করে- ৩রা এপ্রিল ২০০৭ সালে।
  • আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার কার হয় ১৯৮৯ সালে ।
  • আফগানিস্তানের তালেবান ১৯৯৪ সালে আবির্ভূত হয়।
  • আফগানিস্তানে তালেবানদের পতন- ২০০১ সালে।
  • তালেবান শব্দের অর্থ- ছাত্র। তালেবানের প্রতিষ্ঠাতার নাম- মোল্লা ওমর।
  • আমেরিকা দীর্ঘ ২০ বছর যুদ্ধ করে পারজিত হয় তালেবানের কাছে ।
  • যুক্তরাষ্ট্র- তালেবান শান্তি চুক্তি হয়- ২৯ ফেব্রুয়ারী ২০২০ সাল। তালেবান আফগানিস্তানের পুনরায় ক্ষমতা দখল করে- ১৫ আগস্ট ২০২১ সালে। যুক্তরাষ্ট্র প্রত্যাহার করে- ৩১ আগস্ট ২০২১ সালে।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

মোল্লা শফিউল্লাহ
মোল্লা হাসান বারদার
মোল্লা মোহাম্মদ হাসান আধুন্দ
মোল্লা মোহাম্মদ ওমর
অপারেশন এনডুরিং ফ্রিডম
অপারেশন ডেজার্ট স্টর্ম
অপারেশন সার্চ লাইট
অপারেশন রেস্টোর হোপ

মিয়ানমার

তৎকালীন বার্মা ভারতের স্বাধীনতার প্রায় এক বছর পর ১৯৪৮ | সালের ৪ঠা জানুয়ারি স্বাধীনতা লাভ করে। তৎকালীন বার্মার গণতান্ত্রিক সরকারের উৎখাতের পর ১৯৮৯ সালে সেখানক সামরিক সরকার বার্মার নতুন নামকরণ করে "মিয়ানমার" এবং প্রধান শহর ও তৎকালীন রাজধানী রেঙ্গুনের নতুন নামকরণ করে। "ইয়াঙ্গুন"। ১৯৮২ সালে সামরিক সরকার রোহিঙ্গা জনগোষ্ঠীর | নাগরিকত্ব বাতিল করে। ২১ অক্টোবর ২০১০ থেকে দেশটির | জাতীয় সঙ্গীত ও নতুন জাতীয় পতাকা প্রবর্তন করা হয়।

  • রাষ্ট্রীয় নামঃ The Republic of The Union of Myanmar
  • রাজধানীঃ নেপিডো
  • ভাষাঃ কিয়াট
  • মুদ্রাঃ বার্মিজ

জেনে নিই

  • মায়ানমার স্বাধীনতা লাভ করে- ১৯৪৮ সালে; ব্রিটিশদের থেকে।
  • মিয়ানমারের সাথে সীমান্ত রয়েছে- ৫টি রাষ্ট্রের (বাংলাদেশ, চীন, থাইল্যান্ড, ভারত এবং লাওস)।
  • ২য় বিশ্বযুদ্ধের সময় ১৯৪২-১৯৪৫ অবধি জাপানের অধীনে ছিল বার্মা।
  • মায়ানমারের জাতির জনক অং সান। বার্মার নাম ১৯৮৯ সালে মায়ানমার রূপান্তরিত হয়।
  • মায়ানমারের প্রাচীন নাম- ব্রহ্মদেশ। প্যাগোডার দেশ বলা হয়- মায়ানমারকে ।
  • বৌদ্ধ ভিক্ষু আন্দোলনের নাম- ‘জাফরানি বিপ্লব’
  • মায়ানমারের আইনসভা- দ্বিকক্ষবিশিষ্ট।
  • মায়ানমারের প্রবেশদ্বার বলা হয়- ইয়াঙ্গুনকে।
  • ২০০৭ সালে বৌদ্ধভিক্ষুদের আন্দোলনের নাম- জাফরান বিপ্লব।
  • এন. এল. ডি কোন দেশের সরকারী দল- মায়ানমার।
  • সাম্প্রতি মিয়ানমারে জান্তা সরকার মিন অং হ্লাইং ক্ষমতা গ্রহন করে ।
  • মায়ানমার সামরিক বাহিনী তাতমাডও নামে পরিচিত।
  • নাসাকা মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী কে বলা হয়- লুনথিন।
  • BGP (Border Guard Police)- মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর নাম।
  • ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (১৯৮৮) প্রেসিডেন্ট- অং সান সুচি।
  • স্বাধীনতার জন্য 'কারেন বিদ্রোহীরা' মায়ানমারে যুদ্ধরত।
  • মংডু যে দুই দেশের সীমান্ত এলাকা- বাংলাদেশ ও মায়ানমার
  • ১৯৯১ সালে শান্তিতে নোবেল বিজয়ী অং সার সুচি আটক ছিলেন ইয়াঙ্গুনের কুখ্যাত ইনসেন কারাগার।
  • মিয়ানমার বিপ্লবী সংগঠন বা গ্রুপ- গডস্ আর্মি ও কারেন। ‘মা বা খা' মিয়ানমার কট্টর বৌদ্ধদের সংগঠন।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

ভুটান

  • রাষ্ট্রীয় নামঃ The Kingdom of Bhutan
  • রাজধানীঃ থিম্পু
  • ভাষাঃ জংখা/ভুটানি
  • মুদ্রাঃ গুলট্রাম

জেনে নিই

  • গর্জনশীল ড্রাগনের দেশ বলা হয়- ভুটানকে। ভুটান একটি স্থলবেষ্টিত রাষ্ট্র।
  • ভূটান পৃথিবীর প্রথম কার্বন নেগেটিভ দেশ।
  • বিশ্বের প্রথম ধুমপানমুক্ত দেশ ভুটান।
  • ভুটান মোট জাতীয় সুখকে (Gross National Happiness) অর্থনৈতিক মানদন্ড ধরা হয়।
  • ভুটনের প্রধানমন্ত্রী লোটে শেরিং বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে পড়াশুনা করেছেন।
  • ভুটানের কোন নিজেস্ব নৌবাহিনী নাই ।
  • ভুটানের জাতীয় ফুল হলো- নীল পপি।
  • ভুটনের জাতীয় খেলা- আর্চারি ।
  • ভুটানে রাজতন্ত্র চালু হয় ১৯০৭ সালে।
  • টাইগার্স নেস্ট বৌদ্ধ আশ্রমটি অবস্থিত- ভুটানে ।
  • ভুটানের জনগণ সে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করেন- মে, ২০০৮ সালে।
  • ভুটানের মাত্র দুটি দেশের দুতাবাস আছে (বাংলাদেশ ও ভারত)।
  • শক্তিশালী চীন ও ভারতের মাঝে অবস্থান করায় ভুটানকে 'বাফার রাষ্ট্র' হিসেবে বিবেচনা করা হয়।
Content added By

নেপাল

  • রাষ্ট্রীয় নামঃ The Federal Democratic Republic of Nepal
  • রাজধানীঃ কাঠমুন্ডু
  • ভাষাঃ নেপালী
  • মুদ্রাঃ রুপি

জেনে নিই

  • এশিয়ার স্থলবেষ্টিত দেশ- নেপাল ।
  • নেপালের প্রেসিডেন্টের সরকারী বাসভবনের নাম- শীতল নিবাস ।
  • নেপালর ২৪০ বছর রাজতন্ত্রের বিলোপ হয় ২৮ মে, ২০০৮ সালে।
  • নেপালের প্রজাতন্ত্র দিবস- ২৮ মে।
  • হিমালয়ের কন্যা হিসেবে অভিহিত করা হয়- নেপালকে।
  • নেপালের সর্বশেষ রাজা জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ্ ।
  • নেপালের সৈন্যদের বলা হয়- গুর্খা ।
  • মাওবাদী নেপালের একটি গেরিলা সংগঠন।
  • মাওবাদীরা সমাজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন শুরু করে ১৯৯৬ সালে ।
  • নেপাল প্রজাতন্ত্রের প্রথম প্রধানমন্ত্রী- পুষ্প কমল দাহাল প্রচন্দ ।
  • নেপালের প্রথম প্রেসিডেন্ট- ডা. রামবরণ যাদব।
  • Mixed Electoral System দক্ষিন এশিয়ায় চালু করে- নেপাল ।
  • প্রথম সাফ গেমস (১৯৮৪) অনুষ্ঠিত হয় নেপালের কাঠমান্ডুতে।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

শের বাহাদুর ‍দিউবা
খরগ প্রসাদ অলি
বিদ্যা দেবী ভান্ডারি
হাজরা প্রসাদ
গিরিজা প্রসাদ কৈরালা
মনমোহন অধিকারী
সূর্য বাহাদুর থাপা
শের বাহাদুর দেউবা

তিমুর লিসতে

Please, contribute by adding content to তিমুর লিসতে.
Content

থাইল্যান্ড

  • রাষ্ট্রীয় নামঃ The Kingdom of Thailand
  • রাজধানীঃ ব্যাংকক
  • ভাষাঃ থাই
  • মুদ্রাঃ বাথ

জেনে নিই

  • থাইল্যান্ড অর্থ- মুক্তভূমি। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র।
  • থাইল্যান্ডের পূর্বনাম- শ্যাম দেশ (নামকরণ- ১৭৮২ সাল)
  • থাইল্যান্ড কখনো কোন দেশের উপনিবেশ ছিল না।
  • 'শ্বেত হস্তির দেশ' নামে পরিচিত- থাইল্যান্ড।
  • দক্ষিণ-পূর্ব এশিয়ার যে দেশে ভোট প্রদান বাধ্যতামূলক- থাইল্যান্ড।
  • থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী- ইংলাক সিনাওয়াত্রা।
  • লালশার্ট/হলুদ শার্ট বাহিনী থাইল্যান্ডে আন্দোলনরত।
  • থাই মুসলমানদের সিংহভাগ সে দেশের দক্ষিণ অংশে বাস করে ।
  • ভুমিবল আদুলাদেয ছিলেন- চক্রী রাজবংশের।
  • থাইল্যান্ডের রাজা ভুমিবল সিংহাসনে ছিলেন- ৭০ বছর যা ২য় বৃহত্তম সময়।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

উচ্চভূমি
মুক্তভূমি
যুক্তভূমি
নিম্নভূমি

ইন্দোনেশিয়া

Please, contribute by adding content to ইন্দোনেশিয়া.
Content

মালয়েশিয়া

মালয়েশিয়া তেরোটি রাজ্য এবং তিনটি ঐক্যবদ্ধ প্রদেশ নিয়ে গঠিত দক্ষিণপূর্ব এশিয়ার একটি দেশ। দেশটির রাজধানী শহর কুয়ালালামপুর এবং পুত্রজায়া হল ফেডারেল সরকারের রাজধানী। মালয়েশিয়ার রাজা সাংবিধানিক রাজতান্ত্রিক দেশ হিসেবে মালয়েশিয়ায় প্রাচীন ঐতিহ্যের ভিত্তিতে রাষ্ট্রীয় অভিভাবক হিসেবে রাজা থাকেন। বর্তমান রাজার নাম পঞ্চম মোহাম্মদ। আইনসভার দুই কক্ষের (দেওয়ান নেগারা ও দেওয়ান রাকিয়াত) উপর যুক্তরাষ্ট্রীয় আইন প্রণয়ন ক্ষমতা ন্যস্ত।

  • রাষ্ট্রীয় নামঃ The Federation of Malaya
  • রাজধানীঃ কুয়ালালামপুর
  • ভাষাঃ মালয়
  • মুদ্রাঃ রিংগিত

জেনে নিই

  • মালেশিয়ার প্রশাসনিক রাজধানী- পুত্রজায়া।
  • মালেশিয়ার বৃহত্তম ভবনের নাম- পেট্রোনাস টুইন টাওয়ার।
  • পৃথিবীর সবচেয়ে বেশি পামওয়েল উৎপাদনকারী দেশ- মালয়েশিয়া।
  • Malaysia My Second Home প্রোগ্রাম চালু করেন- মাহাথির মোহাম্মদ।
  • মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ ক্ষমতায় ছিলেন- ২২ বছর।
  • মোট ১৩টি রাজ্য এবং ৩টি ঐক্যবদ্ধ প্রদেশ নিয়ে গঠিত দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ।

ডাঃ মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার স্থপতি। তিনি ১৯৮১ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে ক্ষমতাসীন দল পর পর পাঁচবার সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। তিনি এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে ২২ বছর টানা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী। ২০০৩ সালে তিনি স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন। অবসর গ্রহণের দীর্ঘ পনের বছর পর ৯২ বছর বয়েসে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ব্যাপক দুর্নীতি সংশ্লিষ্টতার কারণে মাহাথির মোহাম্মদ আবারও আসেন রাজনীতিতে। ২০১৮ সালে নির্বাচনে পুনরায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন।

Content added By

ভিয়েতনাম

Please, contribute by adding content to ভিয়েতনাম.
Content

লাওস

Please, contribute by adding content to লাওস.
Content

# বহুনির্বাচনী প্রশ্ন

Laos People's Democratic Republic
Republic of Laos
Kingdom of Laos
Dececratic Republic of Laos
Laos People's Democratic Republic
Republic of Laos
Kingdom of Laos
Democratic Republic of Laos

কম্বোডিয়া

  • রাষ্ট্রীয় নামঃ Kingdom of Cambodia
  • রাজধানীঃ নেমপেন
  • ভাষাঃ ক্যাম্বোডিয়
  • মুদ্রাঃ রিয়েল

জেনে নিই

  • কম্বোডিয়ায় গৃহযুদ্ধের অবসান হয়- ১৯৯১।
  • খেমার প্রজাতন্ত্র বর্তমান নাম- কম্বোডিয়া।
  • কম্বোডিয়ার রাজতন্ত্র বিলোপ করে প্রিন্স নরোদশ সিহানুক।
  • পলপট ছিলেন কম্বোডিয়ার খেমাররুজ নেতা।
  • পৃথিবীর সর্ববৃহৎ মন্দির আঙ্কারভাট অবস্থিত- কম্বোডিয়ায়।
Content added By

ফিলিস্তিন

  • রাষ্ট্রীয় নামঃ State of Palestine
  • রাজধানীঃ জেরুজালেম
  • ভাষাঃ আরবি
  • মুদ্রাঃ দিনার

ফিলিস্তিন সমস্যার প্রেক্ষাপট

ভূমধ্যসাগরের পূর্বে ১০,৪২৯ বর্গমাইলব্যাপী ফিলিস্তিন দেশটি ছিল উসমানীয় খেলাফতের অধীন, প্রথম বিশ্বযুদ্ধে যারা ছিল ব্রিটেন-বিরোধী জোটে। তখন যুদ্ধ জয়ে ফিলিস্তিনদের সহযোগিতা পাওয়ার আশায় ১৯১৭ সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড বেলফোর যুদ্ধে জয়ী হলে এই ভূমিতে একটি স্বাধীন রাষ্ট্র হবে বলে আশ্বাস দেন। যা ইতিহাসে "বেলফোর ঘোষণা" হিসেবে পরিচিত। যেহেতু ফিলিস্তিন অঞ্চলে আরবীয়রা ছিল ইহুদিদের তুলনায় কয়েকগুণ বেশি, সেহেতু ঘোষণাটি তাদের অনুকূল বলেই ধরে নেয় স্থানীয় আরবীয়রা।

প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রয়োজনে দূর্লভ বোমা তৈরির উপকরণ কৃত্রিম ফসফরাস তৈরি করতে সক্ষম হন ইহুদি বিজ্ঞানী ড. ওয়াইজম্যান। ফলে আনন্দিত ব্রিটিশ প্রধানমন্ত্রী জানতে চাইলেন কী ধরনের পুরস্কার তিনি চান? উত্তর ছিল- "অর্থ নয়, আমার স্বজাতির জন্য এক টুকরো ভূমি আর তা হবে ফিলিস্তিন ফলে ফিলিস্তিন ভূখণ্ডটি ইহুদিদের হাতে তুলে দেয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেয় ব্রিটেন। প্রথম বিশ্বযুদ্ধ জয়ের পর ব্রিটেন স্বাধীনতা দেয়ার অঙ্গীকারে ১৯১৮ সাল থেকে ৩০ বছর দেশটিকে নিজেদের অধীন রাখে। মূলত এই সময়টিই ফিলিস্তিনকে আরব-শূন্য (বিশেষত মুসলিম-শূন্য) করার জন্য কাজে লাগায় ইঙ্গ-মার্কিন শক্তি ।

জেনে নিই

  • ফিলিস্তিন জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মার্যাদা পায় ২৯ নভেম্বর ২০12 |
  • পি.এল.ও গঠিত হয়- ১৯৬৪ সালে।
  • পি.এল.ও এর বর্তমান প্রধান মাহমুদ আব্বাস।
  • পি.এল.ও এর সদর দপ্তর ফিলিস্তিনের রামাল্লায় (ওরিয়েন্ট হাইজ)।
  • স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দেয়- আলজেরিয়া। ফিলিস্তিনের সার্বভৌমত্ব নেই।
  • আরব ইসরাইল যুদ্ধ হয় ৪ বার (১৯৪৮, ১৯৫৬, ১৯৬৭, ১৯৭৩)
  • ১৯৬৭ সালে আরব- ইসরাইল যুদ্ধ স্থায়ী ছিল ৬ দিন ।
  • ওয়াফা ফিলিস্তিন রাষ্ট্রীয় বার্তা সংস্থা।
  • UNESCO হেবরন শহরকে শান্তির শহর বলে ঘোষণা করে।
  • হেরবন মসজিদে হত্যাকান্ড চালায়- ডা: গোল্ড স্টেইন।
  • 'ক্যাম্প ডেভিড চুক্তির উদ্যোক্তা- মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
  • ‘ক্যাম্প ডেভিড’ যুক্তরাষ্ট্রের মেরীল্যান্ডে অবস্থিত।
  • ইন্তিফাদা আরবি শব্দ এর অর্থ জাগরণ বা প্রতিরোধ বা অভ্যূত্থান ।
  • ফিলিস্তিনিদের নিকট গাজা হস্তান্তর করা হয়- ১৭মে, ১৯৯৮ সালে।
  • ইয়াসির আরাফাতের দলের নাম- ‘আল ফাতাহ'।
  • ফাতাহ দিবস ১ জানুয়ারী, ১৯৬৫ সালে ইয়াসির আরাফাতের নেতৃত্বে ফিলিস্তিন মুক্তি আল ফাতাহ গ্রুপে গঠিত হয়। তাই এর দিনটি ফাতাহ দিবস নামে পরিচিত
  • ওয়াশিংটনের হোয়াইট হাউজে পিএলও -ইসরায়েল স্বায়ত্তশাসন চুক্তি স্বাক্ষরিত হয় ।
  • স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্ব প্রথম স্বীকৃতি দানকারি দেশ আলজেরিয়া ।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

রামাল্লা
নাবলুস
বেথেলহেম
সবগুলো
রামাল্লা
নাবলুস
বেথেলহেম
কোনোটিই নয়

ইসরাইল

  • রাষ্ট্রীয় নামঃ State of Israel
  • রাজধানীঃ জেরুজালেম
  • ভাষাঃ হিব্রু
  • মুদ্রাঃ শেকেল

মৌলিক তথ্য

ইসরাইল ইতিহাসে প্যালেস্টাইন নামে পরিচিত ভূ-ভাগের অংশ দখল করে রাষ্ট্র গঠন করে। মুসলমান, ইহুদি ও খ্রিস্টান এই তিন ধর্মাবলম্বীদের কাছে পবিত্রভূমি ফিলিস্তিনের জেরুজালেম। ব্যবিলনীয়দের দ্বারা আক্রান্ত হলে তারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। অষ্টাদশ শতকে পৃথিবীতে ছড়িয়ে থাকা ইহুদিরা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন শুরু করেন এবং প্যালেস্টাইনে একত্রিত হন। ১৯৪৮ সালে ইহুদিরা আরব ভূমিতে রাষ্ট্র প্রতিষ্ঠা করে ব্রিটিশ ও মার্কিনদের সহায়তায় ।

জেনে নিই

  • ইসরাইল রাষ্ট্রের জন্ম হয়- ১৪ই মে ১৯৪৮ সালে।
  • ইসরাইল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্ঠা- থিওডোর হার্জেল ।
  • ইহুদিবাদ অন্দোলনের প্রবক্তা থিওডোর হার্জল।
  • বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র- ইসরাইল।
  • বেলফোর ঘোষণা হয়- নভেম্বর, ১৯১৭ সালে।
  • ১৯১৭ সনে রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করা হয়।
  • বেলফোর ঘোষণা ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত।
  • পি.এল.ও ইসরাইল পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে- ১৩ সেপ্টেম্বর, ১৯৯৩ সালে।
  • ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ- যুক্তরাষ্ট্র (১৪ মে, ১৯৪৮)।
  • ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ মিশর (২৬ মার্চ, ১৯৭৯)।
  • ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ তুরস্ক (২৮ মার্চ, ১৯৪৯)।
  • গোলান মালভূমি নিয়ে বিরোধ রয়েছে- সিরিয়া ও ইসরাইলের।
  • এশিয়ার ইহুদি বসতি রাষ্ট্র- ইসরায়েল।
  • ইসরাইলের মূল ভাষা- হিব্রু।
  • আরব-ইসরায়েলের মধ্যে প্রথম শান্তি চুক্তিপত্র- 'ক্যাম্প ডেভিড' চুক্তি।
  • 'ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়- ১৯ সেপ্টেম্বর, ১৯৭৮ সালে।।
  • 'ক্যাম্প ডেভিড' চুক্তির উদ্যোক্তা- মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
  • ইসরাইলের গোয়েন্দা সংস্থা- মোশাদ, আমান ।
  • Wailing Wall জেরুজালেমে অবস্থিত।

ইসরাইলকে স্বীকৃতি

  • ইহুদিবাদ আন্দোলনের জনক/প্রবক্তা- থিওডর হার্জন।
  • স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ- মিশর।
  • স্বীকৃতি দানকারী প্রথম দেশ- মার্কিন যুক্তরাষ্ট্র
  • ইসরাইল রাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট- চাইম ওয়াইজম্যান।
  • এসিটোন বিস্ফোরক আবিষ্কার করে- চাইম ওয়াইজম্যান।
  • স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ- তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ।
  • ইসরাইলের স্বাধীনতা ঘোষণা করেন- ডেভিড বেন গুরিয়েন।
Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

১৯১৭ সালে
১৯১৮ সালে
১৯৪৮ সালে
১৯৫৫ সালে

ইরান

  • রাষ্ট্রীয় নামঃ The Islamic Republic of Iran
  • রাজধানীঃ তেহরান
  • ভাষাঃ ফার্সি
  • মুদ্রঃ রিয়াল

মৌলিক তথ্য

ইরানের রাজনীতি একটি ইসলামী প্রজাতন্ত্র কাঠামোয় সংঘটিত হয়। ১৯৭৯ সালের ডিসেম্বরে গৃহীত সংবিধান এবং ১৯৮৯ সালের সংশোধনী ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে সংজ্ঞায়িত করেছে। সংবিধানে ইসলাম ধর্মের শিয়া মতটিকে ইরানের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয়েছে। চেঙ্গিস খান (মোঙ্গল নেতা) ইরান দখল করে ১২২০ সালে। ১৯৩৫ সালে পারস্য নাম পরিবর্তন করে ইরান করা হয়।

জেনে নিই

  • ইরানের পূর্ব নাম- পারস্য। ইরানের প্রদেশ ৩১ টি
  • ইরানের ইসলামী বিপ্লবের নায়ক আয়াতুল্লা রুহুল্লাহ্ আল খোমেনি
  • ফার্সি ভাষার বিখ্যাত কবি- শেখ সাদি ।
  • ইরান দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিকে সমর্থন করে।
  • ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ- (আবু মুসা)।
  • ইরাক-ইরান যুদ্ধে জাতিসংঘ শান্তিরক্ষীর সংক্ষিপ্ত নাম- UNIIMOG (১৯৮৮
  • ফ্রিডম মুভমেন্ট যে দেশের সংগঠন- ইরানের।
  • ইরানের প্রধান পারমাণবিক স্থাপনা অবস্থিত- ইস্পাহানে ।
  • ইরান যে উপসাগরের তীরে অবস্থিত- পারস্য উপসাগর।
  • ইরানে ইসলামী বিপ্লব ঘটে- ১৯৭৯ সালে।
  • দত্ত-ই-লুত ইরানের একটি মরুভূমির নাম। বাম- নগরী ইরানে অবস্থিত।
  • বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার অবস্থিত- ইরানের আবাদান নগরীতে।
  • ইরানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা- ভিভাক, সাভাক ।
  • ইরানের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র- বুশাহর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট।
Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

ইমাম খামেনী

Please, contribute by adding content to ইমাম খামেনী.
Content

ইরাক

ইরাকেই গড়ে উঠেছিলো মেসোপটেমিয়া নামক বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা। ‘ইউফ্রেটিস ও ‘টাইগ্রিস' এই দুই নদীর মধ্যবর্তী এলাকা 'মেসোপটেমিয়া' নামে পরিচিত। ইরাকে রয়েছে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান- আসুর ও সামারা। ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহরের নাম মসুল। ১৯২০ সালে উসমানীয় সাম্রাজ্য বিভক্তর কারনে ইরাকের নিয়ন্ত্রণ চলে যায় ব্রিটেনের হাতে। ১৯৩২ সালে ইরাক ব্রিটেন হতে স্বাধীনতা লাভ করে। ১৯৫৮ সালে রাজতন্ত্রের পতন ঘটে, প্রতিষ্ঠা হয় ইরাকি প্রজাতন্ত্র। ইউফ্রেটিস, টাইগ্রিস, সাত-ইল-আরব, লিটর জ্যাব, ডিয়ালা ইত্যাদি ইরাকের উল্লেখযোগ্য নদী । হস্তশিল্প, কার্পেট ইত্যাদি উৎপাদনে ইরাকের খ্যাতি রয়েছে বিশ্বব্যাপী।

  • রাষ্ট্রীয় নামঃ The Republic of Iraq
  • রাজধানীঃ বাগদাদ
  • ভাষাঃ আরবি
  • মুদ্রাঃ দিনার

জেনে নিই

  • ইরাকের পূর্ব নাম- মেসোপটেমিয়া।
  • ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর মিলনস্থল - বসরা।
  • ব্যাবিলনের শূন্য উদ্যান ইরাকে অবস্থিত
  • ব্যাবিলনের শূন্য উদ্যান নির্মান করেন সম্রাট নেবুচাদনেজার।
  • ইরাকের প্রথম বাদশাহ ছিলেন- বাদশা ফাইসাল (১৯৫৮)।
  • No fly zone অবস্থিত- মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে ।
  • বাগদাদ নগরীর প্রতিষ্ঠাতা- খলিফা আল মনসুর।
  • হালাকু খান বাগদাদ নগরী আক্রমন করে- ১২৫৮ সালে
  • ইঙ্গ-মার্কিন বাহিনীর হাতে বাগদাদের পতন ঘটে- ২০০৩ সালে।
  • ইরান-ইরাক যুদ্ধের (১৯৮০-১৯৮৮) প্রধান কারণ সাত ইল আরব জলধারা।
  • ইরাক কুয়েত দখল করে নিয়েছিল- ১৯৯০ সালে।
  • উপসাগরীয় যুদ্ধে বহুল আলোচিত যুক্তরাষ্ট্রের বিধ্বংসী ক্ষেপেনাস্ত্র 'প্যাট্রিয়েট'।
  • উপসাগরীয় যুদ্ধে ব্যবহৃত 'স্কার্ড' ক্ষেপেনাস্ত্র ইরাকের।
  • আরব দেশ গুলো পশ্চাত্যের উপরে তেল অবরোধ করে- ১৯৭৩ সালে।
  • ইরাক ব্রিটেনের উপনিবেশে ছিল (স্বাধীনতা লাভ ১৯৩২)।
  • সাদ্দাম হোসেন ১৯৭৯ সালে ইরাকের প্রেসিডেন্ট ছিলেন।
  • সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এর ফাঁসি কার্যকর করা হয়- ২০০৬ সালে।
  • 'অপারেশন ডেজার্ট ফক্স' ১৯৯৮ সালে ইরাকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক অভিযান।
  • ‘অপারেশন ডেজার্ট স্ট্রম/শেইল্ড ১৯৯০ সালে বহুজাতিক বাহিনী কর্তৃক ইরাকের বিরুদ্ধে পরিচালিত হামলা।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

আবু নামের গরীব ব্যক্তি
একজন বিখ্যাত দার্র্শনিক
একটি বিখ্যাত যাদুঘর
একটি জেল খানা
একজন বিখ্যাত দার্শনিক
একটি জাদুঘর
একটি জেলখানা
একজন বৈজ্ঞানিক

বায়তুল হিকমাহ (লাইব্রেরী)

আব্বাসীয় আমলে ইরাকের বাগদাদে প্রতিষ্ঠিত একটি গ্রন্থাগার ও অনুবাদ কেন্দ্র ছিল বাইতুল হিকমাহ । এটিকে ইসলামী স্বর্ণযুগের একটি প্রধান বুদ্ধিবৃত্তিক কেন্দ্র ও নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়। এর প্রতিষ্ঠাতা হারুনুর রশিদ এবং তার পুত্র খলিফা আল মামুনের সময়কালে চুড়ান্ত সমৃদ্ধ লাভ করে ।

Content added By

কাজাখস্তান

Please, contribute by adding content to কাজাখস্তান.
Content

তুরস্ক

  • রাষ্ট্রীয় নামঃ The Republic of Turkey
  • রাজধানীঃ আঙ্কারা
  • ভাষাঃ তুর্কি
  • মুদ্রাঃ লিরা

জেনে নিই

  • ইস্তাম্বুলের পূর্ব নাম কনস্টানটিনপল।
  • আধুনিক তুরস্কের জনক কামাল আতাতুর্ক পাশা ।
  • তুরস্কের ইস্তাম্বুল শহরটি এশিয়া ও ইউরোপ জুড়ে অবস্থিত।
  • তুরস্কের বন্দর নগরী- ইস্কানদারুন।
  • ইতিহাসের বিখ্যাত ট্রয় নগরী তুরষ্কে অবস্থিত।
  • প্রচীন সভ্যতার কেন্দ্র- আনাতোলিয়া।
  • একমাত্র তুরস্কই উত্তর সাইপ্রাসের তুর্কি প্রজাতন্ত্রকে স্বীকৃতি দিয়েছে।
  • ইউরেশিয়ান রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয় তুরস্ককে।
  • সাইপ্রাস- গ্রিস ও তুরস্কের বিবাদের কারণ।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

ট্রয়ের নগরী
ট্রয় নামক নগরী
ট্রয় জাতির নগরী
কোনটিই নয়

সংযুক্ত আরব আমিরাত

Please, contribute by adding content to সংযুক্ত আরব আমিরাত.
Content

সিরিয়া

  • রাষ্ট্রীয় নামঃ The Syrian Arab Republic
  • রাজধানীঃ দামেস্ক
  • ভাষাঃ আরবি
  • মুদ্রাঃ পাউন্ড

মৌলিক তথ্য

মধ্যপ্রাচ্যের ভূমধ্যসাগরীয় অঞ্চলের সুন্নি মুসলিম প্রধান একটি দেশ। ১৯৬৩ সাল থেকে ক্ষমতায় রয়েছে শিয়া গোষ্ঠীর বাথ পার্টি। দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতায় রয়েছেন ২০০০ সাল থেকে। দেশটিতে আরব বসন্ত শুরু হয়েছিল ১৫ই মার্চ ২০১১ সালে। দেশটির পার্লামেন্ট- পিপলস পার্লামেন্ট। বর্তমানে আলেপ্পো, বসরা, দারা, দামেস্ক, রাক্কা, ইদলিব, সারখেভ ইত্যাদি সিরিয়ার যুদ্ধাঞ্চল ।

জেনে নিই

  • আইএস এর কথিত রাজধানীর নাম ছিল- রাকা।
  • সিরিয়ার IS এর ম্যাগাজিনের নাম- দাবিক।
  • সিরিয়ার আলোচিত শহরগুলোর নাম- আলেপ্পো, পালমিরা, ইদলিব।
  • বিশ্বের প্রাচীনতম শহর- সিরিয়ার দামেস্ক।
  • সিরিয়াকে বলা হয় সভ্যতার সূতিকাগার।
  • দেশটি ফ্রান্সের উপনিবেশ ছিল।

পালমিরা

সিরিয়ার একটি প্রাচীন শহর । ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের স্থান। মরুভূমির মুক্তা' নামে পরিচিত । গোড়াপত্তন হয় ২০০০ বছর আগে। পালমিরা 'তাদমুর' নামেও পরিচিত । রোমান সভ্যতার নিদর্শন। এখানেই অবস্থিত ঐতিহাসিক বেল মন্দির ও আর্ক অব অর্কেস্ট্রা । এই শহরকে তালগাছের শহরও বলা হয়।

সিরিয়া-ইসরাইল বিরোধ

১৯৬৭ সালে আরব-ইসরাইলের তৃতীয় যুদ্ধের সময় ইসরাইল সিরিয়ার গোলান মালভূমি দখল করে। The Syrian Observatory for Human Rights যুক্তরাজ্যভিত্তিক একটি মানবাধিকার সংস্থা।

Content added By

সৌদি আরব

  • রাষ্ট্রীয় নামঃ State of Saudi Arab consultative Assembly
  • রাজধানীঃ রিয়াদ
  • মুদ্রাঃ রিয়াল
  • ভাষাঃ আরবি

মৌলিক তথ্য
আব্দুল আজিজ ইবনে সউদ ১৯৩২ সালে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং সৌদি রাজতন্ত্রের সূচনা করেন। আরব উপদ্বীপের সবচেয়ে বড় দেশ এটি। ৭ম শতাব্দীতে মুহাম্মাদ (সঃ) এখানে ইসলামের প্রচার করেন এবং এটি খিলাফতের প্রথম কেন্দ্র। বিংশ শতাব্দীর মাঝামাঝিতে বিশাল তেলের মজুদ আবিষ্কার দেশটিকে অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ করে তুলে। ৭ম শতক থেকে মক্কা ও মদিনা শহরগুলো মুসলিম বিশ্বের জন্য সর্বোচ্চ আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ অঞ্চল ।


জেনে নিই

  • মদিনার পূর্বনাম- ইয়াসরিব।
  • সৌদি আরবে পতাকা কখনো অর্ধনমিত করা হয় না।
  • পৃথিবীর বৃহত্তম বিমান বন্দর- জেদ্দা।
  • নদী, সংবিধান ও পার্লামেন্ট নেই-সৌদি আরবে।
  • মহিলারা ভোটাধিকার পায় ২০১১ সালে।
  • ইসলামী আইন অনুয়ায়ী সৌদি আরবের বিচার কার্য চালনা করা হয়।
  • সৌদি আরব জাতিসংঘের সদস্য পদ লাভ করে ১৯৪৫ সালে।
  • মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশী পেট্রোল মজুদ আছে- সৌদি আরবে। [মদিনায় সর্ববৃহৎ স্বর্ণ ও তামার খনি, ২০২২]
  • আরব দেশ সমূহ পাশ্চ্যত্যের উপর প্রথম তেল অবরোধ করে- ১৯৭৩ সালে।
  • আরবি ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি- ইমরুল কায়েস (আবু হারিস ইবনে আল বিন্দ)।

আইনসভা
সৌদি আরবে কোন আইনসভা নেই। তবে কনসালটেটিভ কাউন্সিল আছে যার নাম- মজলিস আশ-শূরা। এর সদস্যদেরকে বাদশাহ নিয়োগদান করেন।

জাতীয় পতাকা
পতাকার রং সবুজ। 'লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা থাকাতে এই পতাকা কখনও অর্ধনমিত হয় না। এর নিচে একটি তরবারি অঙ্কিত, যার দ্বারা ন্যায়বিচারকে বুঝান হয়েছে।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

ইরাকের আক্রমণ হতে সৌদি আরবকে রক্ষা করা
ইরাকের কুয়েত দখল অবসান করা
স্বল্পমূল্যে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করা
উপরের সবকটি

চীন

  • রাষ্ট্রীয় নামঃ The People's Republic of China
  • রাজধানীঃ বেইজিং
  • ভাষাঃ মান্দারিন
  • মুদ্রাঃ ইউয়ান

মৌলিক তথ্য

১৯১১ সালের ১০ অক্টোবর জিনহাই বিপ্লব (Xinhai Revolution) এর মাধ্যমে কিং রাজবংশ (King Dynasty) কে উৎখাত করে চীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। চীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন ড. সান ইয়াৎ সেন। তিনি চীনের প্রথম প্রেসিডেন্ট এবং আধুনিক চীনের জনক। তবে গণচীনের প্রতিষ্ঠাতা মাও সে তুং (১৯৪৯ সালে)। জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম এ দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। বর্তমানে প্রযুক্তিতে সবচেয়ে এগিয়ে আছে টান। সামরিক ও অর্থনৈতিক বিচারে পৃথিবীতে দ্বিতীয় শক্তিশালী দেশ। ওয়ান বেল্ট ওয়ান রোড চীনের আলোচিত মেগাপ্রকল্প।

জেনে নিই

  • চীনের (ক্যাথে) প্রথম রাজবংশের নাম- শিয়া রাজবংশ, চীনের রাজাদের বলা হত- Son of God
  • চীনে রাজতন্ত্র বিলুপ্ত হয়- ১৯১২ সালে। চীনের রাজতন্ত্র বিলুপ্ত করেন- সান ইয়াৎ সেন ।
  • চীনের প্রজাতন্ত্রী বিপ্লব সংগঠিত হয়- ১ অক্টোবর ১৯৪৯ সালে। গণ চীনের প্রতিষ্ঠাতা মাও সে তুং।
  • বর্তমান ক্ষমতাসীন 'চীনা কমিউনিস্ট পার্টি চীনের ক্ষমতগ্রহণ করে- ১৯৪৯ সালে
  • বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলের নাম- চীনা কমিউনিস্ট পার্টি ।
  • চীনে ‘সাংস্কৃতিক বিপ্লব সংঘটিত হয়- ১৯৬৬ সালে, মাও সে তুং এর নেতৃত্বে।
  • হংকং ও চীনের 'এক দেশ দুই নীতি' চালু থাকবে ২০৪৭ সাল পর্যন্ত।
  • চীনে ভোট দেওয়া ও সেনাবাহিনীতে যোগ দেওয়া বাধ্যতামূলক।
  • ব্রিটেন হংকংকে ১৫৬ বছর পর চীনের কাছে হস্তান্তর করে - ১৯৯৭ সালে।
  • পর্তুগাল ম্যাকাওকে ৪৪২ বছর পর চীনের কাছে হস্তান্তর করে- ১৯৯৯ সালে।
  • এশিয়া মহাদেশে ইউরোপের সর্বশেষ উপনিবেশ- ম্যাকাও দ্বীপ।
  • চীন বিশ্বের বৈদেশিক নৌ-ঘাঁটি স্থাপন করে- আফ্রিকার দেশ জিবুতিতে।
  • চীন লিজ নিয়েছে ৯৯ বছরের জন্য- শ্রীলংকার ভারত মহাসাগরের হাম্বানটোটা বন্দরটি।
  • দটি দেশের মধ্যে আফিম যুদ্ধ (১৮৩৯-৪২/১৮৫৬-৬০) সংঘটিত হয়েছিল- চীন ও ইংল্যান্ড।
  • ডোকলাম ভূখণ্ডটি মধ্যকার বিরোধপূর্ণ ভূখণ্ড- চীন ও ভুটান।
  • ভারতের অরুণাচল রাজ্যকে কেন্দ্র করে ভারত ও চীনের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছিল- ১৯৬২ সালে।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

মওলানা আবদুল হামি সানী
শেরে বাংলা এ কে ফজলুল হক
হোসেন শহীদ্হসোরাওয়ার্দী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

হংকং

তাইওয়ান

১৭ শতকে প্রথমবারের মতো তাইওয়ানের পুরোপুরি নিয়ন্ত্রণ পায় চীন। তখন চীনে শাসন করছিল কুইং রাজপরিবার। পরে প্রথম চীনজাপান যুদ্ধে হেরে ১৮৯৫ সালে দ্বীপটি জাপানের কাছে ছেড়ে দেয় চীন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পরাজয় স্বীকারের পর আবার তাইওয়ানের নিয়ন্ত্রণ পায় এরপর চীনের মূল ভূখণ্ডে চিয়ান কাইশেক (যুক্তরাষ্ট্রপন্থী) নেতৃত্বাধীন দেশটির জাতীয়তাবাদী সরকার ও মাও সেতুংয়ের কমিউনিস্ট পার্টির মধ্যে গৃহযুদ্ধ দেখা দেয়। ওই যুদ্ধে ১৯৪৯ সালে কমিউনিস্টদের জয় হয়। কমিউনিস্ট পার্টির কাছে পরাজিত হওয়ার পর চিয়াং কাইশেক ও তাঁর জাতীয়তাবাদী দল 'কুয়োমিনটাং এর অনেকে তাইওয়ানে পালিয়ে যান। এর পরের কয়েকটা দশক সেখানেই তাঁরা শাসন করেছিলেন। ওই সময় থেকেই কুয়োমিনটাং দ্বীপটির সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক দল। মূলত ইতিহাসের দিকে ইঙ্গিত করেই চীন দাবি করে আসছে, তাইওয়ান তাদের একটি প্রদেশ। ইতিহাসের কথা টেনেই আবার উল্টো দাবি করছে তাইওয়ান। তাদের ভাষ্য, ১৯১১ সালের বিপ্লবের পর যে আধুনিক চীন গড়ে উঠেছিল, কোনোকালেই তার অংশ ছিল না তাইওয়ান। এমনকি ১৯৪৯ সালে মাও সেতুংয়ের হাত ধরে গড়ে ওঠা গণপ্রজাতন্ত্রী চীনের অধীনেও ছিল না তারা। মাত্র ১৩টি দেশের কাছ থেকে তাইওয়ান স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। মজার বিষয় হল তাইওয়ান ১৯৭১ সাল পর্যন্ত জাতিসংঘের স্থায়ী পরিষদের সদস্য ছিল । কিন্তু বর্তমানে তাইওয়ান জাতিসংঘের সদস্যও না।

  • তাইওয়ানের পুরাতন নাম- ফরমোজা ।
  • তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকা একমাত্র দেশ ভ্যাটিকান।
Content added || updated By

উত্তর কোরিয়া

  • রাষ্ট্রীয় নামঃ Democratic Republic of Koria
  • রাজধানীঃ পিয়ংইয়ং
  • ভাষাঃ কোরিয়ান
  • মুদ্রাঃ ওন

জেনে নিই

  • ডেমোক্রেটিক রিপাবলিক অব কোরিয়া গঠিত হয়- ৯ সেপ্টেম্বর ১৯৪৮ সালে।
  • উত্তর কোরিয়া ও দক্ষিন কোরিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট বিভক্ত হয়।
  • ২য় বিশ্বযুদ্ধ পর্যন্ত উত্তর কোরিয়া জাপানের অধীনে ছিল।
  • জাপান উত্তর কোরিয়া দখল করে ১৯০৫ সালে।
  • ৮ম পারমাণবিক অস্ত্রের অধিকারীর দাবিদার - উত্তর কোরিয়া।
  • দুই কোরিয়ার ঐতিহাসিক সম্মেলন বসে- পিয়ংইয়ং (উত্তর কোরিয়া) ।
  • বিশ্বের সবচেয়ে বড় No Mans Land হলো- পানমুনজাম দুই কোরিয়ার মধ্যে অবস্থিত একটি গ্রাম।

কোরিয়া বিভক্তি (১৯৪৫-১৯৫০)

১৯০৫ সাল থেকে ২য় বিশ্বযুদ্ধ পর্যন্ত কোরিয়া জাপানের অধীনে ছিল। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে জাপানিরা সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়নের কাছে আত্মসমর্পণ করে। তখন ১৯৫০ সালে ৩৮ ডিগ্রি অক্ষরেখায় মানচিত্র বিভক্ত করে উত্তর কোরিয়া সোভিয়েত ইউনিয়নের মতাদর্শে সমাজতান্ত্রিক ব্লকে, অন্যদিকে দক্ষিণ কোরিয়া পুঁজিবাদী আমেরিকার মতাদর্শে এর পুঁজিবাদী ব্লকে যোগ দেয়। বিভক্ত কোরিয়াকে সংযুক্তিকরণের লক্ষে ১৯৫০ সালের ২৫ জুন উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ায় আক্রমণ করে। অবশেষে | ১৯৫৩ সালে কোরীয় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

ডুরান্ড লাইন
৩৮ তম অক্ষরেখা
ম্যাজিনো রেখা
ম্যাকমোহন লাইন

দক্ষিণ কোরিয়া

  • রাষ্ট্রীয় নামঃ The Republic of Koria
  • রাজধানীঃ সিউল
  • ভাষাঃ কোরিয়ান
  • মুদ্রাঃ ওন

জেনে নিই

  • অবিভক্ত কোরিয়া স্বাধীনতা ঘোষণা করে ১লা মার্চ ১৯১৯ সালে ।
  • দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় নাম বা সরকারী নাম প্রজাতন্ত্রী কোরিয়া।
  • দক্ষিণ কোরিয়ার জাতীয় ফুলের নাম Rose of Sharon.
  • জাপান সাগর ও পীত সাগরের মধ্যে অবস্থিত- কোরিয়া উপদ্বীপ।
  • ২য় বিশ্বযুদ্ধ পর্যন্ত দক্ষিণ কোরিয়া জাপানের অধীনে ছিলো।
  • প্রথম ৫-জি ইন্টারনেট চালু করতে যাচ্ছে- দক্ষিণ কোরিয়া।
  • দুই কোরিয়া পুনঃএকত্রীকরনের জন্য দক্ষিণ কোরিয়া যে প্রস্তাব দেয়- Sunshine Policy
Content added By

সিঙ্গাপুর

Please, contribute by adding content to সিঙ্গাপুর.
Content

# বহুনির্বাচনী প্রশ্ন

লি কুয়ান ইউ
এদের কেউ নন
ব্রিগেডিয়ার সিয়েন লু
ডেভন নায়ার

এশিয়ার অন্যান্য গুরুত্বপূর্ণ রাষ্ট্র

Please, contribute by adding content to এশিয়ার অন্যান্য গুরুত্বপূর্ণ রাষ্ট্র.
Content

লেবানন

  • রাষ্ট্রীয় নামঃ Republic of Lebanon
  • রাজধানীঃ বৈরুত
  • ভাষাঃ আরবি
  • মুদ্রাঃ পাউন্ড

জেনে নিই

  • লেবানন স্বাধীনতা লাভ করে ২২ নভেম্বর ১৯৪৩ সালে।
  • সংবিধান অনুযায়ী লেবাননের প্রেসিডেন্ট নির্বাচিত হয় খ্রিষ্টান সম্প্রদায় থেকে।
  • সংবিধান অনুযায়ী লেবাননের প্রধানমন্ত্রী নির্বাচিত হয় সুনি মুসলিম সম্প্রদায় থেকে।
  • সংবিধান অনুযায়ী লেবাননের আইনসভা স্পিকার নির্বাচিত হন শিয়া সম্প্রদায় থেকে।
  • ইসরাইল প্রথম লেবাননে হামলা চালায় ১৪ মার্চ ১৯৭৮ সালে।
  • হিজবুল্লাহ গেরিলা সংগঠন- লেবাননের।
  • হিজবুল্লাহ গেরিলাদের বর্তমান প্রধান শেখ হাসান নসরুল্লাহ ।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়া ৩৩টি প্রদেশ নিয়ে গঠিত দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। হাজার দ্বীপের দেশ খ্যাত ইন্দোনেশিয়ায় দ্বীপের সংখ্যা প্রায় ৫০০০টি। এই দেশটি পৃথিবীর বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। দেশটিতে মানুষ বসতির ইতিহাস বিশ্বের সবচেয়ে পুরনো, যাদের বলা হয় জাভাম্যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪২ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত তিন বছর। জাপানিরা ইন্দোনেশিয়া দখল করে। ১৯৪৫ সালের ১৭ই আগস্ট নেদারল্যান্ডস থেকে সুকণের নেতৃত্বে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে এবং ইন্দোনেশিয়া প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে।

  • রাষ্ট্রীয় নামঃ The Republic of Indosia
  • রাজধানীঃ নুসানতারা
  • ভাষাঃ ইন্দোনেশিয়ান
  • মুদ্রাঃ রুপিয়া

জেনে নিই

  • ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে- ১৯৪৫ সালে নেদারল্যান্ডের কাছ থেকে।
  • ইন্দোনেশিয়া ৩৫০ বছর ডাচ আইনে পরিচালিত হয়।
  • ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট ছিলেন- ড. আহম্মদ সকৰ্ণ ।
  • মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট- মেঘবর্তী সুকর্ণপুত্রী।
  • ইন্দোনেশিয়ার লোমাবোক দ্বীপকে মসলা দ্বীপ বলা হয়।
  • ইন্দোনেশিয়ার স্বাধীনতাকামী প্রদেশ- আচেহ ও ইরিয়ান জায়া ।
  • এশিয়ার বৃহত্তম দ্বীপ বোর্নিও, ইন্দোনেশিয়া ।
  • ইন্দোনেশিয়ার জাতীয় বিমান সংস্থার নাম গারুদা।
  • ইন্দোনেশিয়ার সরকারী সংবাদ সংস্থার নাম- আনতারা।
  • ইন্দোনেশিয়া ১৭,৫০৮ দ্বীপ নিয়ে গঠিত (সরকারি)।
  • 'বান্দা আচেহ প্রদেশ' সম্পর্কে পার্লামেন্টের সিদ্ধান্তে স্বায়ত্তশাসনের ব্যাপারে গণভোট প্রদান করে ।
  • জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া ।
  • স্বাধীনতার জন্য আন্দোলনরত আচেহ দ্বীপ- ইন্দোনেশিয়ার ।
  • পশ্চিম পাপুয়া ও পশ্চিম তিমুর হচ্ছে ইন্দোনেশিয়ার প্রদেশ।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

পশ্চিম তিমুর

Please, contribute by adding content to পশ্চিম তিমুর.
Content

# বহুনির্বাচনী প্রশ্ন

ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য
একটি স্বাধীন দেশ
অস্ট্রেলিয়ার একটি প্রদেশ
কোনোটি ঠিক নয়

জাপান-Japan

জাপান হল পূর্ব এশিয়ার দূরপ্রাচ্যের একটি দ্বীপ রাষ্ট্র। জাপান একটি যৌগিক আগ্নেয়গিরীয় দ্বীপমালা। এই দ্বীপমালাটি ৬.৮৫২টি দ্বীপ নিয়ে গঠিত। জাপানের বৃহত্তম চারটি দ্বীপ হল হোনশু, হোক্কাইদো, ক্যুৎ ও শিকোকু। ১৯৪৫ সালেজাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। ১৯৪৭ সালে। সংশোধিত সংবিধান (শান্তির সংবিধান) গ্রহণের পর জাপান একটি এককেন্দ্রিক সাংবিধানিক রাজতন্ত্রে পরিণত হয়। এর পার্লামেন্টের নাম ন্যাশনাল ডায়েট। জাপানকে প্রায়শই "উদীয়মান সূর্যের দেশ" বলে অভিহিত করা হয়। রাজধানী টোকিও হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মেগাসিটি।

  • রাষ্ট্রীয় নামঃ State of Japan
  • রাজধানীঃ টোকিও
  • ভাষাঃ জাপানিজ
  • মুদ্রাঃ ইয়েন

জেনে নিই

  • জাপানি ভাষায় জাপানের নাম- নিপ্পন।
  • প্রাচ্যের গ্রেট বৃটেন বলা হয় জাপানকে ।
  • জাপানের জাতীয় প্রতীকের নাম - চন্দ্রমল্লিকা।
  • শান্তির সংবিধান বলা হয়- জাপানকে।
  • 'সুশী' ও 'সাশিমী' হচ্ছে এক ধরনের জাপানি খাবার ।
  • জাপানের প্রাচীন দ্বীপের নাম- কিয়োটো ।
  • জাপানের সর্বোচ্চ দ্বীপের নাম- ফুজিয়ামা।
  • এশিয়া মহাদেশে সর্বপ্রথম পাশ্চাত্য প্রথার যন্ত্র শিল্পের সূচনা করে- জাপান।
  • WHO (World Trade Organigation) সংস্থাটি গঠনে জাপান প্রধান ভূমিকা রাখে।
  • জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে ১৯৪৫ সালের ৬ আগস্ট ও ৯ আগস্ট।
  • হিরোশিমা ও নাগাসাকি শহরে নিক্ষিপ্ত বোমা দুইটি নাম যথাক্রমে- লিটল বয় ও ফ্যাটম্যান।
  • রুশ-জাপান যুদ্ধ শুরু হয় ১৯০৪ সালের ৮ ফেব্রুয়ারী।
  • এভারেষ্ট বিজয়ী প্রথম নারী জুনাকো তাবেই (১৬ই মে ১৯৭৫,জাপান)।
  • সর্বপ্রথম উন্মুক্ত থ্রি-জি প্রযুক্তি চালু করে জাপান- ২০১১ সালে।
  • জাপানের মানুষের সবচেয়ে গড় আয়ু বেশী (৮৩.৭ বছর)।

জাপানের বর্তমান ১২৬ তম সম্রাট নারুহিতো হলেন জাপান রাষ্ট্রের প্রধান। ১৯৪৭ সালের সংবিধান অনুযায়ী, তিনি "রাষ্ট্র ও জনগণের ঐক্যের প্রতীক" এবং তার "সরকার সম্পর্কিত কোন ক্ষমতা" নেই। ঐতিহাসিকভাবে, তিনি শিন্তো ধর্মের সর্বোচ্চ কর্তৃপক্ষ। জাপানি ভাষায় সম্রাটকে 'তেন্নো' বলা হয়, যার অর্থ "স্বর্গীয় সার্বভৌম"। ইংরাজিতে বলে মিকাদো বা মিকাডো।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

মার্শাল দ্বীপপুঞ্জ
দিয়াগো গার্সিয়া
কুড়িল দ্বীপপুঞ্জ
গ্রেট বেরিয়ার রীফ
বাহরাইন দ্বীপ
জাভা দ্বীপ
কোরিয়া দ্বীপ
সুমাত্রা দ্বীপ

Nippon

ফিলিপাইন

  • রাষ্ট্রীয় নামঃ Republic of Philippine
  • রাজধানীঃ ম্যানিলা
  • ভাষাঃ ফিলিপিনা
  • মুদ্রাঃ পেসো

জেনে নিই

  • দক্ষিণ এশিয়ার দেশ ফিলিপাইন আমেরিকার অধীনে ছিল।
  • ফিলিপাইন স্বাধীনতা লাভ করে- ৪ জুলাই ১৯৪৬ সালে।
  • ফিলিপাইনের নাম রাখা হয়েছে স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপের নাম অনুসারে।
  • ৭১০৭ টি দ্বীপ নিয়ে ফিলিপাইন গঠিত
  • ফিলিপাইনের প্রেসিডেন্ট মেয়াদকাল ৬ বছর।
  • প্রেসিডেন্ট বাসভবনের নাম 'মালাকানান প্রাসাদ'।
  • 'আবু হানিফ' ফিলিপাইনের গেরিলা সংগঠনের নাম।
  • এশিয়ার খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র - ফিলিপাইন ।
Content added By

কাতার

  • রাষ্ট্রীয় নামঃ State of Qatar consultative Assembly
  • রাজধানীঃ দোহা
  • ভাষাঃ আরবি
  • মুদ্রাঃ রিয়াল

জেনে নিই

  • কাতার স্বাধীনতা লাভ করে ৩ সেপ্টেম্বর ১৯৭১ সালে।
  • কাতারের সরকার প্রধানের পদবী- আমির।
  • কাতারে আমিরের শাসন ব্যবস্থা চালু হয় ১৯৯৮ সালে ।
  • কাতারের নারীরা ভোটাধিকার পায় ১৯৯৯ সালে।
  • ২০২২ সালে ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ হচ্ছে কাতার।
  • আল জাজিরা টিভি চ্যানেল প্রতিষ্ঠিত হয় ১ নভেম্বর, ১৯৯৬ সালে।
  • আল জাজিরা হলো কাতারের রাজধানী দোহায় অবস্থিত একটি স্যাটেলাইট টেলিভিশন কেন্দ্র।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

ইয়েমেন

  • রাষ্ট্রীয় নামঃ Republic of Yemen
  • রাজধানীঃ সানা
  • ভাষাঃ আরবি
  • মুদ্রাঃ রিয়াল

জেনে নিই

  • ইয়েমেনের বাণিজ্যিক রাজধানী- এডেন ।
  • দুই ইয়েমেন একত্রিত হয়- ১৯৯০ সালে।
  • ইয়েমেন স্বাধীনতা অর্জন করে- ১৯৬৭ সালের।
  • আরব উপদ্বীপে জনবহুল রাষ্ট্র- ইয়েমেন।
  • হুতি বিদ্রোহী গোষ্ঠী- ইয়েমেনের।
Content added By

ইন্দোচীনের তিনটি দেশ

ফরাসি উপনিবেশবাদীরা ব্রিটিশদের নিকট টিকতে না পেরে ভারত হতে ব্যবসা গুটিয়ে ১৮০৪ সালে এই অঞ্চলসমূহ দখল করে নাম দেয় Union of | Indochina (ইন্দোচীন)। বর্তমানে ইন্দোচীন বলতে ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওসকে বোঝায়। এশিয়ায় ফরাসি শাসনের মূল ভিত্তি ছিল এই অঞ্চল । দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান এই অঞ্চল দখল করে। নেতাজী সুভাষচন্দ্র বসু এই অঞ্চল থেকেই আজাদ হিন্দ ফৌজ এর যাত্রা শুরু করেন।

Content added By

কম্বোডিয়া

Please, contribute by adding content to কম্বোডিয়া.
Content

ভিয়েতনাম

  • রাষ্ট্রীয় নামঃ Socialist Republic of Vietnam
  • রাজধানীঃ হ্যানয়
  • ভাষাঃ ভিয়েতনামিজ
  • মুদ্রাঃ ডং

জেনে নিই

  • স্বাধীনতার ঘোষক হো-চি-মিন (ভিয়েতনামের নেতা) ।
  • "The Tiger of bicycle" নামে পরিচিত ভিয়েতনাম ।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের অধীনে ছিল- ভিয়েতনাম
  • ভিয়েতনাম দুইভাগে বিভক্ত হয়- ১৯৫৪ সালে
  • উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম একত্রিত হয়- ১৯৭৬ সালে।
  • ভিয়েতনামের স্বাধীনতা নেতৃত্ব দেন- হো-চি-মিন
  • লি ডাক থো ছিলেন- ভিয়েতনামি নেতা।
  • লি ডাক থো নোবেল পুরস্কার প্রত্যাখান করেন- ১৯৭৩ সালে ।
  • ভিয়েতনাম যুদ্ধ স্থায়ী হয়- ৩০ বছরব্যাপী
  • দ্বিতীয় ইন্দোচীন যুদ্ধ হয়- উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে (১৯৫৫-১৯৭৫)
Content added By

লাওস

  • রাষ্ট্রীয় নামঃ LAOS Peoples Democratic Republic
  • রাজধানীঃ ভিয়েনতিয়েন
  • ভাষাঃ লোও
  • মুদ্রাঃ কিপ

জেনে নিই

  • দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওস একদলীয় কমিউনিস্ট রাষ্ট্র।
  • ১৯৫৩ সালে দেশটি স্বাধীনতা লাভ করে। এটি ফ্রান্সের উপনিবেশ ছিলো।
  • এর অধিবাসীরা লাউসিয়ান নামে পরিচিত। দেশটি ট্যুরিজমের জন্য বিখ্যাত ।
Content added By
Promotion