পঞ্চশীল (পালি ও বাংলা) (পাঠ : ৫)

ষষ্ঠ শ্রেণি (মাধ্যমিক) - বৌদ্ধধর্ম শিক্ষা - শীল | NCTB BOOK
261

পঞ্চশীল (পালি)
পাণাতিপাতা বেরমণী সিদ্ধাপদং সমাদিযামি।
অদিন্নাদানা বেরমণী সিৰ্ব্বাপদং সমাদিযামি।
কামেসু মিচ্ছাচারা বেরমণী সিদ্ধাপদং সমাদিযামি। মুসাবাদা বেরমণী সিঙ্গাপদং সমাদিযামি।
সুরা-মেরেয-মজ্জ পমাদঠানা বেরমণী সিস্থাপদং সমাদিযামি।

বাংলা অনুবাদ :
আমি প্রানী হত্যা থেকে বিরত থাকব, এ শিক্ষাপদ গ্রহণ করছি।
আমি অদত্তবস্তু গ্রহণ থেকে বিরত থাকব, এ শিক্ষাপদ গ্রহণ করছি।
আমি ব্যভিচার থেকে বিরত থাকব, এ শিক্ষাপদ গ্রহণ করছি।
আমি মিথ্যাকথা বলা থেকে বিরত থাকব, এ শিক্ষাপদ গ্রহণ করছি।
আমি সুরা এবং মাদকজাতীয় দ্রব্য গ্রহণ থেকে বিরত থাকব, এ শিক্ষাপদ গ্রহণ করছি।

অনুশীলনমূলক কাজ
পালিতে পঞ্চশীল প্রার্থনা করে দেখাও (দলীয় কাজ)।

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...