- উয়ারী ও বটেশ্বর নরসিংদীর বেলাব উপজেলায় অবস্থিত দুটি পাশাপাশি গ্রাম ।
 - চার খ্রিষ্টপূর্বাব্দে মৌর্য যুগে এখানে একটি সভ্যতার যাত্রা শুরু হয়।
 - পুণ্ড্রনগরে সভ্যতা গড়ার কিছু আগে এখানে নগর সভ্যতা নির্মাণ করা হয়েছিল।
 - প্রত্নতাত্বিকগণ উয়ারী বটেশ্বরকে টলেমির ‘সৌনাগড়া' বলে উল্লেখ করেছেন।
 - এখানে প্রাপ্ত চারটি পাথরে নিদর্শন প্রস্তর যুগের বলে মনে করা হয়।
 - ২০১০ সালে আবিষ্কৃত হয় ১৪০০ বছরের প্রাচীন ইট নির্মিত বৌদ্ধ পদ্মমন্দির ।
 - ১৯৩০ সালের দিকে স্থানীয় স্কুল শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান প্রথম উয়ারি বটেশ্বরকে সুধী সমাজের নজরে আনেন। ২০০০ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ববিভাগের উদ্যোগে শুরু হয় এর প্রথম খনন কাজ । খনন কাজের নেতৃত্ব দেন বিভাগের প্রধান- সুফী মোস্তাফিজুর রহমান।
 
                                                        
                                                                                                                            Content added By
                                                                                                                    
                                                        
                                                        
                                                        
                                                    
                                                                                                                                                                                                                                                            # বহুনির্বাচনী প্রশ্ন
                        
                            
                             ২৫০০ বছরের 
                        
                    
                
                
            
                        
                            
                            
                             ২০০০ বছরের
                        
                    
                
                
            
                        
                            
                             ৩০০০ বছরের
                        
                    
                
                
            
                        
                             
                             ৩৫০০ বছরের
                        
                    
                
                
            
                        
                            
                             গ্রামের নাম 
                        
                    
                
                
            
                        
                            
                            
                             নদীর নাম
                        
                    
                
                
            
                        
                            
                             বইয়ের নাম
                        
                    
                
                
            
                        
                             
                             বইয়ের নাম