Summary
চীনের জাতীয়তাবাদী বিপ্লব ১৯১১-১৯১২ সালের মধ্যে সংগঠিত হয়। এই বিপ্লবের মাধ্যমে চীনের প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন ড. সান ইয়াৎ সেন, যিনি চীনের প্রথম প্রেসিডেন্ট এবং আধুনিক চীনের জনক। গণচীনের প্রতিষ্ঠাতা মাও সে তুং ১৯৪৯ সালে। ড. সান ইয়াং সেনের বুর্জোয়া বিপ্লবকে অনেকেই সিনহাই বিপ্লব বলে অভিহিত করেন। এই বিপ্লবের ফলে মাঞ্চু রাজতন্ত্রের পতন ঘটে এবং চীনা প্রজাতন্ত্রের পত্তন হয়।
- চীনের জাতীয়তাবাদী বিপ্লব
- চীনের জাতীয়তাবাদী বিপ্লব সংগঠিত হয়- ১৯১১-১৯১২ সাল পর্যন্ত।
- চীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন ড. সান ইয়াৎ সেন। তিনি চীনের প্রথম প্রেসিডেন্ট এবং আধুনিক চীনের জনক। তবে গণচীনের প্রতিষ্ঠাতা মাও সে তুং (১৯৪৯ সালে)।
- লাঙ্গল যার জমি তার উক্তি- ড সান ইয়াং সেন অনেকেই একে চীনা বুর্জোয়া বা সিনহাই বিপ্লব হিসাবে অভিহিত করেন
- চীনা বিপ্লবের ফলাফল- চীনের দুই হাজার বছরের মাঞ্চু রাজতন্ত্রের পতন ও চীনা প্রজাতন্ত্রের পত্তন।
Content added By
Content updated By