- জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটি স্মারক স্থাপনা।
 - এটি সাভারের নবীনগরে আবস্থিত।
 - এর স্থপতি সৈয়দ মাইনুল হোসেন ।
 - সাতটি ত্রিভুজাকৃতি দেয়াল নিয়ে গঠিত সৌধটি।
 - সৌধটির উচ্চতা ১৫০ ফুট বা ৪৬.৬ মিটার এবং সৌধ এলাকার ক্ষেত্রফল ১০৯ একর।
 - এখানে মুক্তিযুদ্ধে নিহতদের দশটি গণকবর রয়েছে।
 - বিদেশি রাষ্ট্রনায়কগণ সরকারিভাবে বাংলাদেশ সফরে আসলে এই স্মৃতিসৌধে তাদের শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রাচারের অন্তর্ভুক্ত।
 
স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা বা পর্যায় হিসেবে সাতটি ঘটনাকে বিবেচনা করে সৌধটি নির্মিত হয়েছে।
ঘটনাগুলো হলঃ
- ১৯৫২ এর ভাষা আন্দোলন
 - ১৯৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন
 - ১৯৫৬ এর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন
 - ১৯৬২ এর শিক্ষা আন্দোলন
 - ১৯৬৬ এর ছয় দফা
 - ১৯৬৯ এর গণঅভ্যুত্থান এবং
 - ১৯৭১ এর মুক্তিযুদ্ধ
 
১৯৭২ এর ১৬ই ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১৯৮২ সালের ১৬ ই ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মুহাম্মাদ এরশাদ এর উদ্বোধন করেন ।
                                                        
                                                                                                                            Content added By
                                                                                                                    
                                                        
                                                        
                                                        
                                                    
                                                                                                                                                                                                                                                            # বহুনির্বাচনী প্রশ্ন
                        
                            
                             হামিদুর রহমান 
                        
                    
                
                
            
                        
                            
                            
                             নভেরা আহমেদ
                        
                    
                
                
            
                        
                            
                             সৈয়দ মাইনুল হোসেন
                        
                    
                
                
            
                        
                             
                             সৈয়দ আব্দুল্লাহ খালিদ
                        
                    
                
                
            
                        
                            
                             সৈয়দ মাইনুল হোসেন 
                        
                    
                
                
            
                        
                            
                            
                             মাজহারুল ইসলাম
                        
                    
                
                
            
                        
                            
                             মৃনাল হক
                        
                    
                
                
            
                        
                             
                             আবদুর রাজ্জাক
                        
                    
                
                
            
                        
                            
                              নভেরা আহমেদ 
                        
                    
                
                
            
                        
                            
                            
                             লুই আই কান
                        
                    
                
                
            
                        
                            
                             মঈনুল হোসেন
                        
                    
                
                
            
                        
                             
                             হামিদুর রহমান
                        
                    
                
                
            
                        
                            
                             হামিদুর রহমান 
                        
                    
                
                
            
                        
                            
                            
                             তানভির কবির
                        
                    
                
                
            
                        
                            
                             মঈনুল হােসেন
                        
                    
                
                
            
                        
                             
                             মাযহারুল ইসলাম
                        
                    
                
                
            
                        
                             
                             হাশেম খান 
                        
                    
                
                
            
                        
                            
                             লুই কান 
                        
                    
                
                
            
                        
                            
                            
                             এফ আর খান
                        
                    
                
                
            
                        
                            
                             তানভীর আহমেদ
                        
                    
                
                
            
                        
                             
                             সৈয়দ মঈনুল হােসেন