শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্লোগান- ‘শিক্ষাই আলো’
- নীতিবাক্য- সত্যের জয় সুনিশ্চিত।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়- ১ জুলাই, ১৯২১ সালে।
- ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালে অনুষদ ছিল ৩ টি কলা, বিজ্ঞান ও আইন অনুষদ।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলের পূর্বনাম একসময় চামেলি হাউজ ছিল- রোকেয়া হল ।
- কার্জন হল অবস্থিত: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (প্রতিষ্ঠা- ১৯ ফেব্রুয়ারি ১৯০৪)।
- প্রতিষ্ঠাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছিল- ঢাকা হল (শহিদুল্লাহ হল), সলিমুল্লাহ মুসলিম হল ও জগন্নাথ হল ।
প্রতিষ্ঠাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়
বিষয় | সংখ্যা |
|---|---|
অনুষদ | ০৩ টি |
বিভাগ | ১২ টি |
হল | ০৩টি |
শিক্ষার্থী | ৮৭৭ জন |
শিক্ষক | ১২ জন |
আয়তন | ৬০০ একর |
জেনে নিই
- প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন ১বার- ৭ ফেব্রুয়ারি, ১৯২৬ সালে ।
- রবীন্দ্রনাথ ঢাকায় এসেছিলেন ২ বার ১৮৯৮ ও ১৯২৬ সালে।
- প্রথম চীনা প্রধানমন্ত্রী চৌ এন লাই ঢাকা বিশ্ববিদ্যালয় সফর করেন- ১৯৬৫ সালে।
- ড. মুহাম্মদ শহিদুল্লাহ ও মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী- বাংলা বিভাগের অধ্যক্ষ ছিলেন।
- বঙ্গবন্ধু ছিলেন- আইন বিভাগের ছাত্র, বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করা হয়েছে- ইতিহাস বিভাগে।
- বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা- বাংলা বিভাগের ছাত্রী ছিলেন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র ১৯৫২ এর ভাষা আন্দোলনে শহীদ হন- বরকত (রাষ্ট্রবিজ্ঞান)।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস- ২৩ আগস্ট [২০০৭ সালে সেনা হামলার প্রতিবাদে]
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস- ১৫ অক্টোবর [১৯৮৫ সালে জগন্নাথ হলে দূর্ঘটনার স্মরণে]
- ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় জমি দান করেন- নওয়াব আলী চৌধুরী ও নবাব সলিমুল্লাহ।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র অনাবাসিক হল বলা হয়- কার্জন হলকে।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়- ১৯২৩ সালে।
- মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দার্শনিক শহীদ হন- অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব (দর্শন বিভাগ)।
- মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নরহত্যা চালানো হয়- জগন্নাথ হল এবং ইকবাল হলে (বর্তমান নাম জহুরুল হক হল)।
যে ব্যক্তি প্রথম: ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রথম | ব্যক্তি |
|---|---|
আচার্য | লরেনস ডানডাস |
মুসলিম উপাচার্য | স্যার এ এফ রহমান |
বাঙ্গালী উপাচার্য | স্যার এ.এফ রহমান |
পি এইচ ডি | জি. সি আই |
নারী ডক্টরেড ডিগ্রি | ড. নীলিমা ইব্রাহীম |
উপাচার্য | পি জে হার্টগ |
প্রথম মুসলিম ছাত্রী | ফজিলাতুন্নেছা জোহা (গণিত) |
ছাত্র থেকে উপাচার্য | মোয়াজ্জেম হোসেন(১৯৫২) |
প্রথম শিক্ষিকা | করুণা কুনা গুপ্তা |
প্রথম ছাত্রী | লীলা নাগ (ইংরেজি) |
# বহুনির্বাচনী প্রশ্ন
ভাইসরয় লর্ড হার্ডিকে নাথান কমিশন করতে অনুরোধ করেন- নবাব খাজা সলিমুল্লাহ, শেরে বাংলা এ.কে ফজলুল হক, নওয়াব আলী চৌধুরী ও খান বাহাদুর চৌধুরী ও কাজিমুদ্দীন আহমেদ।
জেনে নিই
- উদ্দেশ্য: ঢাকায় মুসলমানদের জন্য একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
- নাথান কমিশন প্রতিষ্ঠা: ২৭ মে, ১৯১২ সালে।
- নাথান কমিশনের সদস্য ১৩ জন।
- কমিশনের প্রধান ব্রিটিশ ব্যারিস্টার মিস্টার রবার্ট নাথান ।
- কমিশন রিপোর্ট (ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যাক্ট) জমা দেয় ১৯১৩ সালে।
- কমিশনের সচিব ছিলেন ডি এস ফ্রেজার।
- কমিশনের রিপোর্ট দিল্লির বিধানসভায় পাশ হয় ১৯২০ সালে।
- ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ১ জুলাই, ১৯২১ সালে লর্ড রিভিং এর সময়ে।
- Dhaka University Central Students' Union (DUCSU)
- প্রতিষ্ঠা- ১৯২৩ সালে কিন্তু প্রথম ডাকসু গঠন ১৯২৪ সালে।
- ডাকসুর প্রথম ভিপি- মমতাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক যথাক্রমে যোগেন্দ্রনাথ দত্ত।
- ডাকসুর একমাত্র মহিলা ভিপি ছিলেন মাহফুজা খানম।
- ডাকসুর মোট সদস্য ২৫ জন।
- সর্বশেষ ভিপি নুরুল হক নূর।
- রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৫৩ সালে।
- দেশের দ্বিতীয় বিশ্ববিদ্যালয় (আয়তনে ও প্রতিষ্ঠায়)।
- ১৯১৭ সালের স্যাডলার কমিশনের সুপারিশে প্রতিষ্ঠিত।
- প্রাচ্যের ক্যামব্রিজ নামে খ্যাত।
- অবস্থান: মতিহার, রাজশাহী।
- প্রথম ভিসি- ইতরাত হোসেন জুবেরী।
# বহুনির্বাচনী প্রশ্ন
- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালে।
- বাংলাদেশের কৃষিশিক্ষা ও গবেষণায় সর্বোচ্চ বিদ্যাপীঠ
- প্রথম ভিসি- ড. ওসমান গনি
# বহুনির্বাচনী প্রশ্ন
- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রতিষ্ঠিত হয় ১৯৬৩ সালে।
- প্রতিষ্ঠাকালীন নাম ছিল- ঢাকা সার্ভে স্কুল (১৮৭৬)
- আহসানউল্লাহ্ ইঞ্জিনিয়ারিং স্কুল নাম হয়- ১৯০৮ সালে।
- প্রথম ভিসি- এম এ রশীদ
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে।
- আয়তনে দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়
- অবস্থান: হাটহাজারী, চট্টগ্রাম
- প্রথম ভিসি- আজিজুর রহমান মল্লিক
# বহুনির্বাচনী প্রশ্ন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৭০ সালে।
- বাংলাদেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়।
- প্রতিষ্ঠাকালীন নাম- জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়।
- প্রথম ভিসি- অধ্যাপক আলী আহসান।
- জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৯২ সালে ।
- নীতিবাক্য: সকল জ্ঞানীর উপরে আছেন এক মহাজ্ঞানী।
- অবস্থান: বোর্ড বাজার, গাজীপুর।
- প্রথম ভিসি- অধ্যাপক এম এ বারী।
# বহুনির্বাচনী প্রশ্ন
Read more