- রাজা গনেশের উপাধি ধনুজাবর্ধন লোকমুখে পরিবর্তন হয়ে দিনাজপুর নামকরণ করা হয়।
 - পুনর্ভবা নদীর তীরে অবস্থিত। পূর্বনাম- গন্ডোয়ানাল্যান্ড ।
 - বড় পুকুরিয়া কয়লা খনি-দিনাজপুরের পার্বতীপুর থানার চৌহালি গ্রামে।
 - বাংলাদেশে প্রথম বেসরকারী কয়লা শোধনাগার- বিরামপুর দিনাজপুর।
 - বাংলাদেশে প্রথম কয়লা চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র-দিনাজপুরের বড় পুকুরিয়ায়।
 - হিলি ও বিরল স্থলবন্দর- দিনাজপুরে।
 - মধ্যপাড়া কঠিন শিলাখনি-দিনাজপুরে।
 - বাংলাদেশে প্রথম বেসরকারী তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র-দিনাজপুরের বড়পুকুরিয়া।
 - দিনাজপুর সমুদ্র সমতল থেকে সবচেয়ে ৩৭.৫ মিটার উঁচুতে অবস্থিত।
 - বাংলাদেশের ট্রাইবাল কালচার একাডেমী (উপজাতিদের) - দিনাজপুরে।
 - দেশের প্রথম গ্রানাইট খনি- দিনাজপুরের মাধ্যপাড়ায়।
 - বিখ্যাত্ব ব্যক্তিত্ব- সমাজ সেবক হাজী দানেশ, অধ্যাপক ইউসুফ আলী (মহান স্বাধীনতার সনদ পাঠক), নারায়ণ গঙ্গোপাধ্যায়, ঔপন্যাসিক শওকত আলী ।
 - দর্শনীয় স্থান- রামসাগর, সুখ সাগর, আনন্দ সাগর, দুধ সাগর, রামসাগর জাতীয় উদ্যান, সূরা মসজিদ, ফুলবাড়ির স্বপ্নপুরী (উদ্যান ও চিড়িয়াখানা), ঘোড়াঘাট দূর্গ, রাণীপুকুর, কান্তজির মন্দির, সীতাকোট বিহার, রামসাগর দিঘি
 
                                                        
                                                                                                                            Content added By