বিখ্যাত স্থান, নিদর্শন, চিত্রকর্ম, ভাস্কর্য, জাদুঘর

- সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
Please, contribute by adding content to বিখ্যাত স্থান, নিদর্শন, চিত্রকর্ম, ভাস্কর্য, জাদুঘর.
Content

# বহুনির্বাচনী প্রশ্ন

শিল্পী হাশেম খাঁ
শিল্পী নিতুন কুণ্ড
শিল্পী এস.এম. সুলতান
শিল্পী কামরুল হাসান
ফরাসী প্রেসিডেন্ট
স্পেনের রানীর
ভারতের রাষ্ট্রপতির
বৃটেনের রানীর

এশিয়া মহাদেশের বিখ্যাত স্থান

  • কান্ডি মধ্য শ্রীলংকার একটি প্রাচীন শহর। বৌদ্ধ মন্দিরের জন্য প্রসিদ্ধ। এই মন্দিরে বৌদ্ধের দাত সংরক্ষিত আছে। প্রাচীনকালে শ্রীলংকার রাজধানী অনুরাধাপুর।
  • ভিক্টোরিয়া হংকং এর রাজধানী। এটি পৃথিবীর একটি অন্যতম বৃহৎ বন্দর এবং এটি বস্ত্র ও জাহাজ নিমার্ণ শিল্পের জন্য বিখ্যাত।
  • আবাদান ইরানের একটি তেল সমৃদ্ধ শহর। পৃথিবীর বৃহত্তম খনিজ তেলের শোধনাগার এখানে অবস্থিত।
  • আল-আকসা মসজিদ জেরুজালেমে অবস্থিত মুসলমাদের পবিত্র মসজিদ। ১৯৬৭ সালের আরব ইসরাইল যুদ্ধে ইসরাইল জেরুজালেম দখল করার পর এই মসজিদটি নিজেদের দখলে নিয়ে নেয়। ইসরাইলীদের ষড়যন্ত্রে ১৯৬৭ সালে মসজিদটিতে আগুন ধরিয়ে দেয়া হয় । এর ফলে মুসলিম বিশ্ব বিক্ষোভ ফেটে পড়ে এবং ওআইসি গঠনে উদ্ধুদ্ধ হয়।
  • আরাফাত সৌদি আরবে মক্কা নগরীর নিকট অবস্থিত একটি বিখ্যাত প্রান্তর। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) আরাফাত প্রান্তরে দাড়িয়ে তার বিখ্যাত ঐতিহাসিক বিদায় ভাষণ দেন ।
  • কারবালা ইরাকের ফোরাত নদীর তীরে অবস্থিত স্থান। এখানে দামেস্কের অধিপতি এজিদের সাথে ধর্ম যুদ্ধে হযরত মুহাম্মদ (সাঃ) এর দৌহিত্র ও হযরত আলী (রাঃ) এর কনিষ্ঠ পুত্র ইমাম হোসেন (রাঃ) মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেন।
  • বেথেলহেম জেরুজালেমের নিকটে অবস্থিত। এখানে একটি গোয়াল ঘরে কুমারী মাতার ঔরসে ১ খ্রিষ্ঠাব্দ খ্রীস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিষ্ট জন্মগ্রহন করেন। ইসলাম ধর্মে ঈশা (আ:) নামে পরিচিত।
  • গোলান মালভূমি সিরিয়া-ইসরাইল সীমান্তে উচ্চ মালভূমি। ১৯৬৭ সালের ৩য় আরব-ইসরাইল যুদ্ধে সিরিয়া এই মালভূমিটি ইসরাইলের নিকট হারায়।
  • সিনাই মিশরের একটি বিখ্যাত মরু অঞ্চল। লোহিত সাগরের উত্তরে অবস্থিত। এলাকাটি ১৯৬৭ সালের যুদ্ধে ইসরাইল দখল করেছিল। পরে শান্তিচুক্তি অনুযায়ী মিশর এটি ফেরত পায়।
  • মোহেনজোদারো পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত। এখানে প্রাচীন সিন্ধু সভ্যতার প্রাত্নতাত্ত্বিক নিদর্শন ও সভ্যতার অনেক কীর্তি ও রহস্য পাওয়া গেছে।
  • হরপ্পা পাকিস্তানের সিন্ধু প্রদেশের মন্টোগোমারি জেলায় অবস্থিত। এখানে প্রাপ্ত সিন্ধু সভ্যতার প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে।
  • তক্ষশিলা পাকিস্তানের রাওয়ালপিন্ডির নিকটে অবস্থিত বৌদ্ধ সভ্যতার অন্যতম বিখ্যাত স্থান। এখানে বৌদ্ধ যুগের প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় রয়েছে।
  • গাজা ইসরাইল অধিকৃত একটি ফিলিস্তিনী উপত্যকা। ১৯৬৭ সালে ইসরাইল এটা দখল করে। বর্তমানে এলাকাটি ফিলিস্তিন- ইসরাইল শান্তি চুক্তির অধীনে ফিলিস্তিনে স্বশাসন কর্তৃপক্ষের কাছে অর্পন করা হয়েছে।
  • জেরিকে জর্ডান নদীর পশ্চিম তীরের শহর। শহরটির আয়তন আশে পাশের এলাকাসহ প্রায় ৬০ বর্গ কি.মি। এই শহর পর্যটন শিল্পের জন্য খুব বিখ্যাত। সম্প্রতি ইসরাইল অধিকৃত এই শহরটিকে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেছে। তবে ইসরায়েল আগ্রাসন বন্ধ করেনি।
  • পানমুনজাম গ্রাম দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যবর্তী একটি বেসামরিক এলাকা। ১৯৫৩ সালে কোরিয়া যুদ্ধের পর থেকে এই বেসামরিক এলাকাটি গঠন করা হয়।
  • সিয়াচেন হিমবাহ সিয়াচন হিমাবাহ অঞ্চল পাকিস্তান ও ভরতের নিকট একটি সামরিক কৌশলগত গুরত্বপূর্ণ এলাকা। এটি কারাকোরাম পর্বতের ৫২৪২ মিটার উঁচুতে অবস্থিত। এই হিমবাহ এলাকা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র বিরোধ রয়েছে।
  • শাখালিন জাপান সাগরে অবস্থিত। এখানে রাশিয়ার একটি সামরিক ঘাঁটি রয়েছে। অযোধ্যা ভরতের উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌ ১৭৩ কি.মি. পূর্বে অবস্থিত। হিন্দু দেবতা রামচন্দ্র এর জন্মস্থান বলে হিন্দুদের বিশ্বাস। এখানে বাবরী মসজিদ রয়েছে। বাবরী মসজিদ ৬ ডিসেম্বর ১৯৯২ সালে ধ্বংস করে একটি উগ্র হিন্দু জঙ্গী গোষ্ঠী।
  • কুরীল দ্বীপপুঞ্জ জাপান সাগরে অবস্থিত। দ্বিতীয় মহাযুদ্ধে এগুলো রাশিয়া জাপানের কাছ থেকে দখল করে।
  • গ্রেট হল চীনের রাজধানী বেইজিং এ অবস্থিত। চীনের গুরত্বপূর্ণ অলোচনা সভা এখানে অনুষ্ঠিত হয়।
  • ব্যাবিলনের শূন্য উদ্যান ইরাকে খ্রিষ্টপূর্ব ৬০৩ সালে ইউফ্রেটিস নদীর তীরে নির্মিত হয়েছিল। বর্তমানে পৃথিবীর সপ্তাশ্চার্যের একটি। এটি করেন ক্যালডীয় রাজা নেবুচাঁদ নেজার।
  • সোয়াত উপত্যকা সোয়াত উপত্যকা পাকিস্তানে অবস্থিত। যেখানে মালাল ইউসুফ জাই জন্মগ্রহণ করে।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

প্যালেস্টাইন
জেরুজালেম
গাজা উপত্যকা
জর্ডান সীমান্ত

ইউরোপ মহাদেশের বিখ্যাত স্থান

  • প্যারিস - সীন নদীর তীরে অবস্থিত। ফ্রান্সের রাজধানী এবং মনোরম শহর। এখানে মোটরগাড়ি নির্মাণ কারখানা এবং কাগজ ও চিনির কল রয়েছে।
  • এলিসি প্রাসাদ - এলিসি প্রাসাদ ফ্রান্সে অবস্থিত। এটি ফরাসী প্রেসিডেন্টের সরকারী বাসভবন।
  • ইন্ডিয়া হাউস - এটি ইংল্যান্ডে অবস্থিত।
  • জুরিখ - সুইজারল্যান্ডের বৃহত্তম শহর এবং প্রসিদ্ধ পর্যটন কেন্দ্র ।
  • জেনেভা - সুইজারল্যান্ডের একটি স্বাস্থ্যকর স্থান। সূক্ষ্ম বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও ঘড়ি নির্মাণের জন্য প্রসিদ্ধ । এটি বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনের কেন্দ্রস্থল।
  • ভিয়েনা - দানিয়ুব নদীর উপত্যকায় অবস্থিত ভিয়েনা অস্ট্রিয়ার রাজধানী। এটি অস্ট্রিয়ার প্রধান শহর ও শিল্প কেন্দ্র। মস্কো, রো, প্যারিস, প্রভৃতি শহর থেকে ইউরোপের আটটি বিশিষ্ট রেলপথ এ শহরে এসে মিলিত হয়েছে। এজন্য ভিয়েনাকে ইউরোপের প্রদ্বার বলা হয়।
  • ড্যান্ডি যুক্তরাজ্যের উত্তর-পূর্ব উপকূলে স্কটল্যান্ডে অবস্থিত সামুদ্রিক বন্দর এবং পাট শিল্প কেন্দ্র।
  • ভেনিস পো নদীর মোহনায় প্রায় ১২৩ টি দ্বীপের উপর নির্মিত। এ শহর ইতালীর একটি প্রসিদ্ধ বাণিজ্য কেন্দ্র। ভেনিসের প্রাকৃতিক সৌন্দর্য পৃথিবী বিখ্যাত ।
  • জিব্রাল্টার- ভূ-মধ্য সাগরের তীরে জিব্রাল্টার প্রাণালীর মুখে ৪২৭ মিটার উচ্চতায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ব্রিটিশ সামরিক ঘাঁটি এবং নৌবহর কেন্দ্র।
  • হামবুর্গ – এলবা নদীর তীরে অবস্থিত হামবুর্গ জার্মানির বৃহত্তম বন্দর। কিয়েভ খাল দ্বারা এটি বারটি সাগরের সাথে যুক্ত।
  • ওয়েষ্ট মিনিষ্টার অ্যাবে – লন্ডনে ব্রিটিশ রাজা/রাণীদের অভিষেক অনুষ্ঠানের স্থান এবং বিশিষ্ট ব্যক্তিদের সমাধি ক্ষেত্র।ওয়েষ্ট মিনিষ্টার লন্ডনে অবস্থিত। এখানে ব্রিটিশ পার্লামেন্ট ভবন অবস্থিত।
  • মাদাম তুসো - লন্ডনে অবস্থিত। বিশিষ্ট ব্যক্তিদের মোম দ্বারা তৈরী মূর্তির সংগ্রহ কেন্দ্র। পৃথিবীর বিখ্যাত রাজনৈতিক, কবি, সাহিত্যিকসহ বিশিষ্ট ব্যক্তিদের মোমের মূর্তি এখানে সংরক্ষিত রয়েছে।
  • গ্রীনিচ লন্ডনে মানমন্দির ও হাসপাতালের জন্য প্রসিদ্ধ। মূল মধ্যরেখা এ স্থানের উপর দিয়ে গিয়েছে।
  • আল-হামরা - স্পেনে অবস্থিত, মুসলিম মুর শাসনামলে মুসলিম স্থাপত্যের আদর্শে নির্মিত মনোরম রাজপ্রাসাদ।
  • হাইড পার্ক - লন্ডনে অবস্থিত একটি বিখ্যাত পার্ক। এখানে স্বাধীনভাবে যে কেউ যে কোন বিষয়ে বক্তৃতা দিতে পারে বলে এর অপর নাম মুক্তাঙ্গন।
  • ক্রেমলিন - মস্কোতে অবস্থিত রুশ সরকারের প্রধান কার্যালয়। সুরম্য অট্টালিকা পরিবেষ্টিত। পূর্বে এটাকে জার সম্রাটগণ প্রাসাদ হিসেবে ব্যবহার করতেন
  • রেড স্কয়ার মস্কোর ক্রেমলিন প্রাসাদের পাশে অবস্থিত। এখানে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা ভলাদিমির ইলিচ লেনিনের সমাধি রয়েছে। স্পার্টা-গ্রীসের একটি প্রাচীন শহর। এখানে মালিকদের সাথে দাসদের প্রচন্ড যুদ্ধ হয়েছিল।
  • বার্লিন প্রাচীর – ১৯৬১ সালের ১৩ ও ১৪ আগস্ট পূর্ব ও পশ্চিম, বার্লিনের মধ্যে এই প্রাচীর নির্মিত হয়। পূর্ব জার্মান নাগরিকগণ যাতে পশ্চিম জার্মানে প্রবেশ করতে না পারে, সেজন্য তদানীন্তন পূর্ব জার্মান সরকার এ প্রাচীর নির্মান করেন। মূলত, বার্লিন প্রাচীর ঠান্ডা যুদ্ধের অন্যতম প্রতীকে পরিণত হয়েছিল। ১৯৮৯ সালে ইউরোপে সমাজতন্ত্রের পতনের পটভূমিতে বার্লিন প্রাচীরের পতন ঘটে। এবং জার্মান পুনঃএকত্রীকরণের পথ সুগম হয়।
Content added By

আফ্রিকা মহাদেশের বিখ্যাত

Please, contribute by adding content to আফ্রিকা মহাদেশের বিখ্যাত.
Content

উত্তর ও দক্ষিণ আমেরিকার বিখ্যাত স্থান

Please, contribute by adding content to উত্তর ও দক্ষিণ আমেরিকার বিখ্যাত স্থান.
Content

ওশেনিয়া মহাদেশের বিখ্যাত স্থান

Please, contribute by adding content to ওশেনিয়া মহাদেশের বিখ্যাত স্থান.
Content

ভারতের বিভিন্ন স্থান

Please, contribute by adding content to ভারতের বিভিন্ন স্থান.
Content

# বহুনির্বাচনী প্রশ্ন

পাকিস্তানের বিখ্যাত স্থান

  • সোয়াতঃ উপত্যকা পাকিস্তানের হিন্দুকুশ পর্বতশ্রেণির উপত্যকা।
  • খাইবারঃ গিরিপথ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অবস্থিত।
  • তক্ষশীলাঃ পাকিস্তানের রাওয়ালপিণ্ডি জেলায় অবস্থিত বৌদ্ধ ধর্মের স্মৃতিবিজড়িত প্রত্নতাত্ত্বিক স্থান।
  • শিয়ালকটঃ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত। এটি খেলাধুলার সামগ্রী ও চিকিৎসা যন্ত্রপাতির জন্য বিখ্যাত।
  • সিন্ধু সভ্যতাঃ এই সভ্যতার সাথে জড়িত প্রধান দুটি শহর ছিল হরপ্পা ও মহেঞ্জোদারো (পাঞ্জাব প্রদেশে)।
Content added By

ফ্রান্সের বিখ্যাত স্থান

  • ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত- আইফেল টাওয়ার।
  • ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম-এলিসি প্রাসাদ।
  • ফরাসী বিপ্লবের সাথে জড়িত একটি কারাগারের নাম- বাস্তিল দূর্গ ।
  • বিখ্যাত ভার্সাই নগরী অবস্থিত- ফ্রান্সের প্যারিসে।
  • ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত- ফ্রান্সের লিওতে।
  • বিখ্যাত ল্যুভর যাদুঘর অবস্থিত- প্যারিসে (ফ্রান্স)।
  • ফ্রান্সের নটরডেম গীর্জাকে বলা হয় 'আওয়ার লেডি অব প্যারিস' বা 'লেডি ইউরোপ'।
  • ফ্রান্সের প্রেসিডেন্ট এর মেয়াদকাল ৫ বছর (পূর্বে ছিল ৭ বছর)
  • আইফেল টাওয়ার প্যারিসের সীন নদীর তীরে অবস্থিত।
  • 'City of Culture' বলা হয় প্যারিসকে।
  • ভিয়েতনাম যুদ্ধে নিহত ফরাসী সৈনিকদের স্মৃতিস্তম্ভের নাম- ভিয়েতনাম ওয়াল।
  • ফরাসী বিপ্লবের ১০০ বছর পূর্তিতে ১৮৮৯ সালে উদ্বোধন করা হয়- আইফেল টাওয়ার।
  • প্যারিসে সীন নদীর তীরে আইফেল টাওয়ারের অবস্থিত এর ডিজাইনার- গুস্তাভ আইফেল ।
Content added By

মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্থান

  • লস এঞ্জেলস- ক্যালিফোর্নিয়ায় অবস্থিত চলচ্চিত্র শিল্প কেন্দ্র। 
  • পেন্টাগন- ওয়াশিংটন ডি.সি-তে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর।
  • ফিলাডেলফিয়া- মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণাস্থল ।
  • গুয়ানতানামো বে- ক্যারিবিয়ান সাগরে কিউবার নিকটে মার্কিন বন্দীশিবির। 
  • ওয়াল স্ট্রিট- নিউইয়র্কে অবস্থিত সড়ক, যেখানে স্টক এক্সচেঞ্জ অবস্থিত।
  •  গ্রাউন্ড জিরো- নিউইয়র্কে অবস্থিত, টুইন টাওয়ার ধ্বংসস্থলে নির্মিত ভবন।
  • গোল্ডেন গেইট- সানফ্রান্সিসকোতে অবস্থিত একটি সংকীর্ণ জলপথ। 
  • ব্রডওয়ে- নিউইয়র্কে অবস্থিত বিখ্যাত এভিনিউ।
  • ইন্ডিপেনডেন্স হল- ফিলাডেলফিয়ায় অবস্থিত স্বাধীনতার ভবন।
  • কেপকেনেডি- ফ্লোরিডায় অবস্থিত নাসার উৎক্ষেপণ কেন্দ্র । 
Content added By

মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্থাপনা

  •  ওয়েস্ট পয়েন্ট- নিউয়র্কে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক একাডেমি।
  •  ইকোলজি হাউজ- ওয়াশিংটন ডি.সি. তে অবস্থিত বিল গেটসের বাড়ি।
  •  ফ্রিডম টাওয়ার- টুইন টাওয়ারের ধ্বংসস্থলে নির্মিতব্য নতুন ভবন।
  •  ওভাল অফিস- হোয়াইট হাউজের ভিতরে অবস্থিত প্রেসিডেন্টের অফিস।
  • ডিজনিল্যান্ড- ক্যালিফোর্নিয়ায় অবস্থিত বিখ্যাত পার্ক।
  • হোয়াইট হাউজ- ওয়াশিংটন ডি.সি. তে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন।
Content added || updated By
Promotion