Summary
জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী গঠিত হয় 1948 সালে এবং 1988 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। প্রথম শান্তিরক্ষা মিশনের নাম UN Truce Supervision Organization। 2007 সালে লাইবেরিয়া প্রথম নারী শান্তিরক্ষী গ্রহণ করে। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয় 29 মে। জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোস্টারিকায় অবস্থিত। বাংলাদেশ 1988 সালে UNIIMOG শান্তিরক্ষী মিশনে প্রথম বাহিনী পাঠায় এবং 1999 সালে তিমুরে প্রথম মহিলা সৈন্য পাঠায়। বাংলাদেশ পুলিশ বাহিনী 1989 সালে এবং নৌ-বিমান বাহিনী 1993 সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দেয়। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের এশীয় অফিস ঢাকায় অবস্থিত।
- জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী গঠিত হয়- ১৯৪৮ সালে ।
- জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে- ১৯৮৮ সালে।
- জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশনের নাম- UN Truce Supervision Organization.
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথম নারী শান্তিরক্ষী গ্রহণ হয় ২০০৭ সালে, লাইবেরিয়ায়।
- আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়- ২৯ মে।
- জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় অবস্থিত- কোস্টারিকায়।
- প্রথম জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে- ১৯৮৮ সালে।
- UNIIMOG শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ প্রথম বাহিনী পাঠায় (ইরাক-ইরান) সংঘাত নিরসনে ।
- বাংলাদেশ প্রথম শান্তি রক্ষা কার্যক্রমে মহিলা সৈন্য পাঠায় তিমুরে ১৯৯৯ সালে।
- বাংলাদেশ পুলিশ বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দেয়- ১৯৮৯ সালে।
- বাংলাদেশ নৌ-বিমান বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দেয়- ১৯৯৩সালে।
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের এশীয় কার্যালয় অবস্থিত- ঢাকায় ।
Content added By