আফগানিস্তান সার্কের ৮ম সদস্য পদ লাভ করে- ৩রা এপ্রিল ২০০৭ সালে।
আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার কার হয় ১৯৮৯ সালে ।
আফগানিস্তানের তালেবান ১৯৯৪ সালে আবির্ভূত হয়।
আফগানিস্তানে তালেবানদের পতন- ২০০১ সালে।
তালেবান শব্দের অর্থ- ছাত্র। তালেবানের প্রতিষ্ঠাতার নাম- মোল্লা ওমর।
আমেরিকা দীর্ঘ ২০ বছর যুদ্ধ করে পারজিত হয় তালেবানের কাছে ।
যুক্তরাষ্ট্র- তালেবান শান্তি চুক্তি হয়- ২৯ ফেব্রুয়ারী ২০২০ সাল। তালেবান আফগানিস্তানের পুনরায় ক্ষমতা দখল করে- ১৫ আগস্ট ২০২১ সালে। যুক্তরাষ্ট্র প্রত্যাহার করে- ৩১ আগস্ট ২০২১ সালে।