HSC

বিখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব

সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী - বিখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব
Please, contribute to add content into বিখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব.
Content

শিল্পাচার্য জয়নুল আবেদীন

  • ১৯১৪ সালের কিশোরগঞ্জ জেলার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। জয়নুল আবেদীন বাংলার শিল্পাচার্য ছাড়াও বাংলাদেশের আধুনিক চিত্রকলার অগ্রদূত।

তাঁর বিখ্যাত চিত্রকর্মের-

  • "ম্যাডোনা ১৯৪৩; দাঁড়টান: গ্রামীণ রমণী; দুই জিপসী রমণী: রমণীর চুল বাঁধা; ও মনপুরা খঙড় অন্যতম ।
  • তিনি চারু ও কারুকলা ইনস্টিটিউট ১৯৫০ সালে প্রতিষ্ঠাতা করেন।
  • সোনারগাঁয়ের লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠাতা করেন- ১৯৭৫ সালে ।
  • ১৯৭৬ সালে ঢাকায় তিনি পরলোক গমন।
Content added By
  • কামরুল হাসান এর জন্ম ১৯২১ সালের ২ ডিসেম্বর, কলকাতায়।
  • শিল্পী জয়নুল আবেদীনের সাথে যোগ দেন আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠার কাজে।
  • আমাদের লোকশিল্পের ধারাকে উজ্জীবিত ও উৎসাহিত করার লক্ষ্যে তিনি নানারকম পরিকল্পনা ও তা বাস্তবায়নের ধারা তৈরি করেন।
  • তিনি বাংলাদেশের জাতীয় পতাকা ও জাতীয় প্রতীকের রূপকার। তার বিখ্যাত পোস্টারগুলো: "এই জানোয়ারদের হত্যা করতে হবে","দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে”
  • বাংলার শ্রেষ্ঠ পটুয়া কামরুল হাসান মৃত্যুবরণ করেন ১৯৮৮ সালে।
Content added By
  • এস এম সুলতান ১৯২৩ সালে নড়াইল জেলায় জন্মগ্রহণ করেন।
  • সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ২০০১ সালের সুলতানের বসতবাড়ি সংলগ্ন শিশুস্বর্গ ও সুলতানের স্মৃতি সংগ্রহশালা নির্মাণ করে।
  • বাংলাদেশ সরকার তাকে 'আর্টিষ্ট ইন রেসিডেন্ট' সম্মানে ভূষিত করে।
  • ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় তাকে ম্যান অব এশিয়া পদকে ভূষিত করে।

তার উল্লেখযোগ্য শিল্পকর্ম

  • 'তুলির আচড়ে দেশ' পাট কাটা, ধান কাটা, চর দখল, জলকে চলা, ধান ভানা ইত্যাদি।
  • এস এম সুলতান মৃত্যুবরণ করে- ১৯৯৪ সালে ।
Content added By
  • বাংলা চলচ্চিত্রের জনক হীরা লাল সেন ১৮৬৬ সালে মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন।
  • ১৮৯৮ সালে চলচিত্রের জন্য যান্ত্রিক সাজসরঞ্জাম ক্রয় করে।
  • কলকাতার “ক্লাসিক থিয়েটার" এ চলচ্চিত্র প্রদর্শনী শুরু করেন।
  • ছোট ভাই মতি লাল সেন কে নিয়ে গড়ে তোলেন রয়েল বায়োস্কোপ কোম্পানি।
  • তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য ছবির সংখ্যা প্রায় ৪০টি। বাংলা চলচিত্র ইতিহাসে তিনি প্রথম পুরুষের মর্যাদায় অধিষ্টিত।

Content added By
  • তিনি ১৯২৯ সালের ৩ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন।
  • পৈতৃক নিবাস ছিল মাদারীপুর জেলায়।
  • স্থাপত্য কলায় তাঁর অসাধারণ কৃতিত্ব রয়েছে।
  • সিয়ার্স টাওয়ার বিশ্বের উচ্চতম গগন চুম্বী এর নকশা করেন।
  • ২৬ মার্চ ১৯৮২ সালে জেদ্দায় এক বিমান দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন।
Content added By
  • রসায়নবিদ, শিক্ষাবিদ কুদরত-ই-খুদা ১৯০০ সালে।
  • ভারতের বীরভূমের মাড়গ্রামে জন্ম গ্রহণ করেন।
  • বাংলাদেশ স্বাধীনতা লাভের পর দেশের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের জন্য যে শিক্ষা কমিশন গঠন করা হয় বহু সরকারি গুরুত্বপূর্ণ পদে। দায়িত্ব পালনের অভিঙ্গ বিজ্ঞানী ড. কুদরত-ই-খুদা তার সভাপতি নির্বাচিত হন এবং তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ শিক্ষা কমিশন রিপোর্ট প্রণীত হয়।
  • ১৯৭৭ সালের ৩ নভেম্বর তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।
Content added By
  • ব্রাহ্মণবাড়িয়া জেলার শিবপুর ১৮৬২ সালে জন্মগ্রহণ করেন।
  • তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীত শিল্পী।
  • হেমন্দ্র, দুর্গেশ্বরী, যেম বাহার, প্রভাতকেশী, হেম বেহাগী, মদন মঞ্জুরী, আরাঠোনা ইত্যাদি রাগরাগিনীর স্রষ্ঠ ।
  • ১৯৭২ সালের ৬ সেপ্টেম্বর পরলোক গমণ করেন।
Content added By
  • লালন ফকির ১৭৭৪ সালে ঝিনাইদহের হরিশপুর গ্রামে জন্ম গ্রহণ করেন।
  • ছেলেবেলায় তার পরিবার তাকে ত্যগ করে।
  • তখন সিরাজ সাই নামে এক বাউল তাকে আশ্রয় দেয়।
  • তিনি একাধারে বাউল সাধক, গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন।
  • তাকে 'বাউল সম্রাট' হিসাবেও অভিহিত করা হয়।
  • তিনি কুষ্টিয়ায় তার আখড়া গড়ে তোলেন।
  • ১৮৯০ সালে নিজ আখড়ায় মারা জান।
Content added By
  • উনিশ শতকের সর্বাপেক্ষা খাতনামা বাউল ছিলেন।
  • ১৮৮৫ সালে সুনামগঞ্জে জন্ম গ্রহণ করেন।
  • ১৯২২ সালে মারা যান।
  • বিখ্যাত গান: নেশা লাগিলরে, হাসন রাজা পেয়ারির প্রেমে মজিলোরে/লোকে বলে বলেরে, ঘর বাড়ি ভালানা আমার।
Content added By
Promotion