আরব লিগ আরব দেশসমূহের সংস্থা। ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লিগ গঠিত হয়। মিশরের রাজধানী কায়রোতে এর সদর দপ্তর অবস্থিত। প্রতিষ্ঠার ভিত্তি: ১৯৪৪ সালের আলেকজান্দ্রিয়া প্রোটোকল।
জেনে নিই
- পরিচয়: আরবি ভাষাভাষী দেশের জোট।
- প্রতিষ্ঠা: ২২ মার্চ, ১৯৪৫ সালে।
- সদর দপ্তর: কায়রো, মিশর
- প্রথম সম্মেলন : কায়রো, মিশর
- বর্তমান সদস্য: ২২ টি
- ১৯৭৯ থেকে ১৯৯০ পর্যন্ত সদর দপ্তর ছিল: তিউনিশ, তিউনিশিয়া
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৬টি [মিশর, ইরাক, জর্ডান, লেবানন, সৌদি আরব ও সিরিয়া]
- ১৯৭৯ সালে বহিষ্কার হয়ে ১৯৯০ সালে ফিরে আসে: মিশর
Content added By
# বহুনির্বাচনী প্রশ্ন
১৯৪৫
১৯৪৬
১৯৪৭
১৯৪৮
তিউনিস
কায়রো
রাবাত
জেন্দা
সিরিয়া
মিসর
তুরস্ক
ইরান
ইরাক
মিশর
ইরান
সৌদি আরব
ইরাক
কুয়েত
ইরান
কাতার
তিউনিসিয়া
- 'ফাতাহ এর প্রতিষ্ঠা- ১৯৫৯ সালে।
- 'ফাতাহ' শব্দের অর্থ- বিজয়।
- 'ফাতাহ' যে ভাষার শব্দ- আরবি।
- 'ফাতাহ' এর সদরদপ্তর- রামাল্লা।
- ‘ফাতাহ'-এর প্রতিষ্ঠাতা- ইয়াসির আরাফাত।
- 'ফাতাহ' এর সামরিক শাখার নাম- বজ্র বা সায়িক্কা ।
Content added By
- হামাস প্রতিষ্ঠা- ১৯৮৭ সালে ।
- হামাস যে দেশভিত্তিক সংগঠন- ফিলিস্তিন।
- সদর দপ্তর- গাজা ।
- গাজা ফিলিস্থিনের বৃহত্তম শহর ।
- 'হামাস' শব্দের অর্থ- সজীবতা ও উদ্দীপনা।
- হামাসের প্রতিষ্ঠাতা- শেখ ইয়াসিন।
- হামাসের বর্তমান প্রধান- ইসমাইল হানিয়া ।
Content added By
# বহুনির্বাচনী প্রশ্ন
লেবানন
ফিলিস্তিন
মিসর
ইরাক
লেবানন
ফিলিস্তিন
মিশর
ইরাক
ইতিহাস বিষয়ক গ্রন্থ
আরবি প্রবন্ধ সংকলন
আরবি কাব্য সংকলন
আরবি উপন্যাস সমগ্র
একটি চিকিৎসক দল
একটি গেরিলা সংগঠন
সরোদ বাদক
তবলা বাদক
- হিজবুল্লাহ যে দেশভিত্তিক সংগঠন- লেবানন ।
- হিজবুল্লাহ শব্দের অর্থ- আল্লাহর দল।
- হিজবুল্লাহের যাত্রা শুরু হয়- ১৯৮২ সালে ।
- হিজবুল্লাহর প্রধান শেখ হাসান নাসরুল্লাহ।
Content added By