বিভিন্ন দেশের ভাষা

সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী - বিভিন্ন দেশের ভাষা
  • মানব শিশুর প্রথম ভাষার নাম- বাবলিং ।
  • পৃথিবীর ভাষা নিয়ে গবেষণা ও অনুসন্ধানকারী প্রতিষ্ঠান- ইথনোলগ ।
  • ইথনোলগ প্রথম ভাষা বিষয়ক তথ্য প্রকাশ করে- ১৯৫১ সালে।
  • পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষা- হিব্রু ।
  • বিশ্বে সবচেয়ে বেশি মানুষ কথা বলে- ইংরেজি ভাষায়। 
  • পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষাবিদ- স্যার জন বোয়িং (ইংল্যান্ড)
  • বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহ্
  • বিশ্বের জাতিবহুল দেশ নামে খ্যাত- ভারত। 
  •  বিশ্বের তৃতীয় বৃহত্তম ভাষা- হিন্দি, ভারত।
  • সিয়েরা লিওনে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায় - বাংলা ভাষা।
  • ভাষাভাষীর দিক থেকে বাংলা ভাষার স্থান- ৭ম আন্তর্জাতিক ভাষাবর্ষ- ২০২২ সাল।
  • এসপ্যারাস্তো হলো কৃত্রিম ভাষা যার উদ্ভাবক- পোল্যান্ডের ভাষা বিজ্ঞানী লুডউইগ জামেহফ ।
  • সর্বপ্রথম লিখন পদ্ধতি হয়- মিশরে (হায়রোগ্লিফিক্স)
  • বিশ্বের সর্বাধিক ভাষার দেশ- পাপুয়া নিউগিনি (প্রায় ৮৪০ টি ভাষা রয়েছে) । 
  • বিশ্বের সবচেয়ে কম ভাষার দেশ- ভ্যাটিক্যান সিটি ও উত্তর কোরিয়া- ১ টি করে ভাষা।
Content added By
Promotion