অর্থনৈতিক জোট (EU)

- সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | NCTB BOOK
2k
Summary

বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক সংগঠন ইউরোপীয় ইউনিয়ন (EU) প্রতিষ্ঠা হয় ১৯৯৪ সালের ১ জানুয়ারি ইউরোপীয় অর্থনৈতিক ইনস্টিটিউট নামে। ১৯৯৯ সালে ইউরো মুদ্রার প্রবর্তনের মাধ্যমে ইউরোপে আর্থিক বৈপ্লব ঘটে।

ইইউ একটি সাধারণ পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি প্রণয়ন করে ১৯৯০ সালের বলকান সংঘাতের প্রেক্ষিতে। ইউরোপীয় সদস্য দেশের নাগরিকরা পাসপোর্ট এবং ভিসা ছাড়াই এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতে পারেন। ব্রাসেলস, বেলজিয়াম ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর। ইউরো মুদ্রা চালু হয় ১ জানুয়ারি ১৯৯৯ সালে।

বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা ২৮ টি দেশ। ইউরোজোনে ইউরো গ্রহণকারী দেশগুলো অন্তর্ভুক্ত রয়েছে, যার সর্বশেষ সদস্য লিথুনিয়া (২০১৫)। ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তি করছে, যেমন রোম চুক্তি, শেনঝেন চুক্তি, ম্যাস্ট্রিচট চুক্তি। ব্রেক্সিট হলো যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের প্রক্রিয়া, যা কার্যকর হয় ২০২০ সালের ৩১ জানুয়ারি।

বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক সংস্থা ইউরোপীয় ইউনিয়নে। ১৯৯৪ সালের ১ জানুয়ারি ইউরোপীয় অর্থনৈতিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং ১৯৯৯ সালে ইউরোপীয় মুদ্রার প্রবর্তন ইউরোপে ইউনিয়ন আর্থিক ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনয়ন করে। ১৯৯০ সালে বলকান অঞ্চলে সংঘাতময় পরিস্থিতির উদ্ভব হলে ইইউ "সাধারণ পররাষ্ট্র ও নিরাপত্তানীতি" প্রণয়ন করে। ইউরোপীয় সদস্যভুক্ত দেশগুলোর নাগরিকেরা পাসপোর্ট ও ভিসা ছাড়াই অন্যা দেশগুলোতে যাতায়াত করতে পারে।

 

জেনে নিই 

  • বিশ্বের সর্ববৃহৎ অর্থনৈতিক জোট EU
  • পূর্ব নাম- EEC, একক মুদ্রার নাম- ইউরো। 
  • সদর দপ্তর- ব্রাসেলস, বেলজিয়াম।
  • ইউরো মুদ্রা চালু হয় ১ জানুয়ারি ১৯৯৬ সালে।
  • ইউরো মুদ্রার জনক রবার্ট মুন্ডেল (কানাডার 
  • ইউরো মুদ্রা চালু আছে (১৯টি দেশে)।
  • ইউরো কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর- ফ্রাঙ্কফুট, জার্মানি।
  • সর্বশেষ ইউরো মুদ্রা চালু হয়- লিথুনিয়াতে (২০১৫)
  •  ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য- ৭০৫ জন ।
  • সাখারভ পুরস্কার প্রদান করে ইউরোপিয়ান পার্লামেন্ট
  •  ইউরোপীয় ইউনিয়ন নোবেল পুরস্কার পায়- ২০১২ 
  • ইউরো মুদ্রা চালু হয় ১৯৯৯ সালে।
  • Frontex: ইউরোপিয়ান ইউনিয়নের সীমান্তরক্ষী বাহিনীর নাম- ফ্রন্টটেন্স।
  •  Troica: গ্রিসকে ঋণদানকারী ৩টি প্রতিষ্ঠান।
  • ইউরোমানি: লন্ডনভিত্তিক অর্থনৈতিক জার্নাল।

ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য ২৮টি

১. জার্মানি

২. মাল্টা 

৩. সাইপ্রাস

৪. হাঙ্গেরি

৫. অস্ট্রিয়া

৬. আয়ারল্যান্ড

৭. বেলজিয়াম

৮. ফিনল্যান্ড

৯. সুইডেন

১০. নেদারল্যান্ডস

১১. ইতালি

১২. ডেনমার্ক

১৩. পোল্যান্ড

১৪. লুক্সেমবার্গ

১৫. স্পেন

১৬. পর্তুগাল 

১৭. স্লোভেনিয়া

১৮. বুলগেরিয়া

১৯. ক্রোয়েশিয়া

২০. স্লোভাকিয়া

২১. লাটভিয়া

২২. লিথুনিয়া

২৩. রোমানিয়া

২৪. এস্তোনিয়া

২৫. চেকপ্রজাতন্ত্র

২৬. গ্রীস 

২৭. ফ্রান্স 

 

Eurozone: ইউরো মুদ্রা গ্রহণকারী দেশসমূহকে একত্রে ইউরোজোন বলা হয়। এর সদস্য-১৯টি। সর্বশেষ ইউরো গ্রহণ করেছে লিথুনিয়া (১ জানুয়ারি ২০১৫)। কখনো ইউরো মুদ্রা গ্রহণ করেনি বা করবে না- ডেনমার্ক ও সুইডেন।  ২০২৩ সালে ইউরোজোনে যোগ দিবে বুলগেরিয়া ও ক্রোয়েশিয়া।

 চুক্তিসমূহঃ 

রোম চুক্তি (Rome Treaty)- 1957, উদ্দেশ্য- European Economic Community (EEC) প্রতিষ্ঠা ।

শেনঝেন চুক্তি (Shengen Treaty)- 1985, উদ্দেশ্য- ইউরোপীয় ইউনিয়নে ভিসামুক্ত প্রবেশ। ফলটিইটি  

ম্যাসট্রিচট চুক্তি (Mastricht Treaty)- 1992, উদ্দেশ্য- ইউরোপীয় ইউনিয়নে মূল সংবিধান হলো ম্যাসট্রিচট চুক্তি। 

এই চুক্তির ফল-

EEC থেকে EU হয় : ১ নভেম্বর, ১৯৯৩

Euro মুদ্রা চালু হয়: ১ জানুয়ারী, ১৯৯৯

লিসবন চুক্তি (Lasbon Treaty) - 2007, উদ্দেশ্য- ইউরোপীয় ইউনিয়ন সংস্কার।

 

জেনে নিই 

  • GSP: Generalized system of perferences.
  • GSP সুবিধা প্রায়: LDC ভুক্ত দেশ। 
  •  LDC তালিকা থেকে যুক্ত হলে EU দেয়: জিএসপি প্লাস (GSP PLUS) সুবিধা।
  • British Exit = Brexit : EU থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার প্রক্রিয়া।
  • Brexit Act কার্যকর- ৩১ জানুয়ারী, ২০২০ মি. ।
  • ব্রিটেন ৪৭ বছর পর ইউরোপীয় ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে ত্যাগ করে ।
Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...