Summary
চট্টগ্রাম, কর্ণফুলী নদীর তীরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ শহর। পূর্বে চট্টলা, চাটগাঁ এবং ইসলামাবাদ নামে পরিচিত ছিল। চট্টগ্রাম বাংলাদেশে প্রবেশদ্বার এবং দেশের বৃহত্তম লৌহ ও ইস্পাত কারখানা "চট্টগ্রাম স্টীল মিল" এখানে অবস্থিত।
- এশিয়ার বৃহত্তম ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেন সীতাকুণ্ডে।
- ELR-Eastern Refinery Limited এবং মেরিন একাডেমি (প্রতিষ্ঠা ১৯৬২) চট্টগ্রামে।
- গুলশান সমুদ্র বন্দর ১৮৮৭ সালে প্রতিষ্ঠিত।
- কমনওয়েলথ সমাধি এবং ফয়েস লেক (১৯২৪) চট্টগ্রামে অবস্থিত।
- চট্টগ্রাম বাংলাদেশের ১ম EPZ (১৯৮৩) এবং ১ম বার্জমাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র।
- বিখ্যাত ব্যক্তিদের মধ্যে আব্দুল করিম সাহিত্য বিশারদ ও ড. মুহাম্মদ ইউনুস অন্তর্ভুক্ত।
চট্টগ্রামকে "হেলদি সিটি" হিসেবে ঘোষণা করেছে WHO এবং শহরটির অধিকাংশ বনভূমি চট্টগ্রাম বিভাগে অবস্থিত।
- কর্ণফুলী নদীর তীরে অবস্থিত।
- চিৎ-ত-গৌ (অর্থ-যুদ্ধ) থেকে চিটাগাং বা চট্টগ্রাম।
- পূর্বনাম- চট্টলা, চাটগাঁ, পোর্টগ্রান্ডে, ইসলামাবাদ।
- ইসলামাবাদ নাম রাখেন শায়েস্তা খান।
- চট্টগ্রামকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়।
- বাংলাদেশের বৃহত্তম লৌহ ও ইস্পাত কারখানা- “চট্টগ্রাম স্টীল মিল” চট্টগ্রামে।
- এশিয়া মহাদেশের বৃহত্তম ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেন চট্টগ্রামের সীতাকুণ্ডে।
- ELR-Eastern Refinery Limited কোথায়- কর্ণফুলী, চট্টগ্রামে।
- মেরিন ফিশারিজ একডেমি-চট্টগ্রামে ।
- নেভাল একাডেমি-পতেঙ্গা, চট্টগ্রামে। এটি প্রতিষ্ঠিত হয়- ১৯৭৬ সালে।
- মিলিটারী একাডেমি প্রতিষ্ঠা হয় ১১ জানুয়ারি ১৯৭৪ ।
- মেরিন একাডেমি- জলদিয়া, চট্টগ্রাম। মেরিন একাডেমি প্রতিষ্ঠা হয়- ১৯৬২।
- চন্দ্রনাথের-সীতাকুণ্ড, চট্টগ্রাম। চন্দ্রনাথের পাহাড়- হিন্দুদের তীর্থস্থান।
- বাংলাদেশের প্রথম EPZ চট্টগ্রামে (১৯৮৩ সালে)।
- বাংলাদেশের বৃহত্তম সমুদ্র বন্দর চট্টগ্রামে (প্রতিষ্ঠা ১৮৮৭ সালে)।
- চট্টগ্রামে কমনওয়েলথ সমাধি (War Cemetery) রয়েছে (যারা ২য় বিশ্বযুদ্ধে শহীদ হন) ।
- এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (প্রতিষ্ঠা-২০০৬, চালু ২০০৮)।
- ফয়েস লেক নির্মিত হয়- ১৯২৪ সালে।
- ১৯৭১ সালে ২৬ মার্চ চট্টগ্রামে কালুর ঘাটে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করা হয়, যা বিলুপ্ত হয় ৩০ মার্চ। সন্দ্বীপ, চট্টগ্রামে প্রাচীনকালে এখানে সামুদ্রিক জাহাজ তৈরি করা হতো। বাংলাদেশের চা বোর্ড চট্টগ্রামে (প্রতিষ্ঠ-১৯৭৭)। সামাজিক বনায়ন কর্মসূচি ১ম কোথায় শুরু হয়- চট্টগ্রামের রাঙ্গুনিয়া (১৯৮১ সালে)।
- সাঙ্গু ভ্যালি-চট্টগ্রামে।
- চট্টগ্রামের কুতুবদিয়া বাংলাদেশের একমাত্র গন্ধক খনি ।
- বিভাগ অনুযায়ী বাংলাদেশের বেশি বনভূমি চট্টগ্রাম বিভাগে ।
- বন গবেষণা ইনস্টিটিউট-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
- বাংলাদেশের ১ম প্রজাপতি পার্ক-পতেঙ্গায়, চট্টগ্রামে।
- বাংলাদেশের একমাত্র ভেটেনারি এ্যান্ড অ্যানিমেল সাইন্স বিশ্ববিদ্যালয়-চট্টগ্রাম।
- বাংলাদেশে ১ম বার্জমাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র চট্টগ্রাম ।
- চট্টগ্রামকে বলা হয়-হেলদি সিটি। এটি ঘোষণা করে WHO।
- বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার “ইস্টার্ন রিফাইনারী”- পতেঙ্গা, চট্টগ্রামে।
- শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের পূর্ব নাম- এম.এ হান্নান আন্তর্জাতিক বিমানবন্দর।
- দেশের প্রথম লৌহ ও ইস্পাত কারখানা চট্টগ্রামে। দেশের প্রথম টায়ার ইন্ডাস্ট্রি-মীরসরাই চট্টগ্রামে।
- জব্বারের বলীখেলা কোথায় হয়- চট্টগ্রামের লালদিঘিতে।
- বাংলাদেশের প্রথম ও বৃহত্তম কন্টেইনার ডিপো-চট্টগ্রামে।
- বিখ্যাত ব্যক্তিত্ব আব্দুল করিম সাহিত্য বিশারদ, আবুল ফজল (কবি), কোরেশী মাগন ঠাকুর (সাহিত্যিক), দৌলত কাজী, দৌলত উজীর বাহারাম খান (সাহিত্যিক, দেদার (ব্রিটিশ বিরোধী নেত্রী), মাস্টার দা সূর্যসেন, ড. মুহাম্মদ ইউনুস (শান্তিতে নোবেল জয়ী প্রথম বাংলাদেশী)।
Content added By
# বহুনির্বাচনী প্রশ্ন
1998
1994
1995
1996
১৯২৯
১৯৩০
১৯৩১
১৯৩২
Dhaka
Sylhet
Chattogram
Khulna
None
1997
1998
1999
2000
1887
1888
1948
1950