চাঁপাইনবাবগঞ্জ জেলা

সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী - চাঁপাইনবাবগঞ্জ জেলা
  • চাপাইনবাবগঞ্জ পদ্মা নদীর তীরে অবস্থিত।
  • ২০০১ সালের ১ আগস্ট নবাবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ নামকরণ করা হয়। পুরাতন নাম-গৌড় ।
  • বাংলাদেশের প্রথম আর্সেনিক আক্রান্ত জেলা- চাঁপাইনবাবগঞ্জ (১৯৯৩ সালে ধরা পড়ে)।
  • সোনা মসজিদ স্থল বন্দরকে সরকার বেসরকারি খাতে অন্তর্ভুক্ত করে।
  • বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি- ছোট সোনা মসজিদ প্রাঙ্গনে।
  • ছোট সোনা মসজিদ-চাঁপাইনবাবগঞ্জে। নির্মান করেন আলাউদ্দিন হোসেন শাহ।
  • বাংলাদেশের সর্ব পশ্চিমের জেলা- চাঁপাইনবাবগঞ্জ । সর্ব পশ্চিমের থানা- শিবগঞ্জ। সর্ব পশ্চিমের স্থান- মনাকষা ।
  • বাংলাদেশের রেশম বোর্ড- চাঁপাইনবাবগঞ্জে। এই অঞ্চলের গানের নাম- গম্ভীরা।
  • ১৯৪৯ সালে ইলামিত্রের নেতৃত্বে নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) কৃষক আন্দোলন সংঘটিত হয়েছে।
  • বিখ্যাত ব্যক্তিত্ব- চিত্রশিল্পী রফিকুন্নবী, প্রফেসর মনিরুজ্জামান মিয়া (শিক্ষাবিদ) ।
Content added By
Promotion