ব্যাবলনীয় সভ্যতা

- সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
1
  • ব্যাবিলন ইরাকে অবস্থিত।
  • ব্যাবিলনীয় সভ্যতার স্থপতি- আমেরাইট নেতা হাম্মুরারী।
  • পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আইন প্রণয়ন করেন- রাজা হাম্মুরারী
  •  হাম্মুরাবীর সময়কালকে স্বর্ণ যুগ বলা হত।
  • সর্বপ্রথম পঞ্জিকা প্রচলন । 
  • ব্যাবিলনের শূন্য বা ঝুলন্ত উদ্যান- ইরাকে অবস্থিত।
  • 'ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান' গড়ে তুলেছিলেন সম্রাট নেবুচাদ নেজার
  •  সর্বপ্রথম পঞ্জিকার প্রচলন হয় ব্যাবিলনীয় সভ্যতায়।
  • ব্যাবিলনীয়দের প্রধান দেবতার নাম- মারডক
  •  পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয় ব্যাবিলন শহরের- গাথুর ধ্বংসাবশেষ থেকে।
Content added By
Promotion