মিশর

- সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
98
98
  • রাষ্ট্রীয় নামঃ The Arab Republic of Egypt
  • রাজধানীঃ কায়রো
  • ভাষাঃ আরবি
  • মুদ্রাঃ পাউন্ড

 

জেনে নিই 

  • ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ- মিশর।
  • মিশর উপনিবেশ ছিল- বৃটেনের ।
  • মিশরে রাজতন্ত্রের অবসান ঘটে ১৯৫২ সালে।
  • শারম আল শেখ মিশরের অবকাশ কেন্দ্র ।
  • মিশরের সবচেয়ে বড় নগরী ও সমুদ্রবন্দরের নাম - আলেকজান্দ্রিয়া।
  • বিখ্যাত যুদ্ধক্ষেত্র 'আল আমিন' অবস্থিত- মিশরে।
  • মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল- নীল নদের তীরে।
  •  মিশরকে বলা হয় পিরামিডের দেশ বা নীল নদের দান।
  • হায়ারোগ্লিফিকস মিশরীয় সভ্যতার লিখন পদ্ধতি  ।
  • সুয়েজ খাল জাতীয়করণ করে- ১৯৫৬ সালে। 
  • বিশ্বের দীর্ঘতম জাহাজ চলাচলকারী কৃত্রিম খাল- সুয়েজ খাল ।

 

সুয়েজ খাল

  • ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযোগ করেছে- সুয়েজ খাল। 
  • কায়রো ও সিনাই উপদ্বীপকে বিভক্ত করেছে- সুয়েজ খাল।
  • খাল খনন করা হয়- ১৮৫৯ সালে।
  • জাতীয়করণ করে মিশর- ১৯৫৬ সালে।
  •  জাতীয়করণ করেন জামাল আবদুল নাসের।

 

নীল নদ

  • নীল নদের উৎপত্তি উগান্ডার ভিক্টোরিয়া লেক থেকে।
  • ইতিহাসের জনক হেরোডোটাস বলেছেন মিশর- 'নীল নদের দান' ।
  • প্রাচীনকালে প্রতিবছর নীল নদের বন্যার ফলে জমির উর্বরতা বৃদ্ধি পেতো।

 

ক্যাম্পডেভিড চুক্তি

  •  ক্যাম্পডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়- ১৯৭৮ সালে ওয়াসিংটন ডিসিতে ক্যাম্পডেভিড ভবনে।
  •  মধ্যস্থতাকারী ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
  •  মিশরের পক্ষে আনোয়ার সাদাত এবং ইসরাইলের পক্ষে মেনাখেম বেগিন স্বাক্ষর করে। 
  •  ১৯৭৮ সালে উভয়কে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়।
  • মিশর ইসরাইলকে স্বীকৃতি দেয় ১৯৭৯ সালে যার বিনিময়ে মিশর ফেরত পায় সিনাই উপত্যকা।
  • এই চুক্তির কারণে মিশরকে সাময়িকভাবে Arab League ও OIC থেকে বহিষ্কার করা হয়েছিল। 

 

Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

ওডিসি
হায়ারোগ্লিফিকস
প্যাপিরাস
ক্যালিওগ্রাফিস

নীলনদ

44
44
Please, contribute by adding content to নীলনদ.
Content

# বহুনির্বাচনী প্রশ্ন

ফিনল্যান্ড
মিশর
কানাডা
কিউবা
ককেশাস পর্বতমালা
পামির মালভুমি
ইথিওপিয়ার পবর্তমালা
ভিক্টোরিয়া হ্রদ
মিশর -লিবিয়া
মিশর- সুদান
লিবিয়া - মরক্কো
মিশর-ঘানা
Promotion