- রাষ্ট্রীয় নামঃ The Arab Republic of Egypt
- রাজধানীঃ কায়রো
- ভাষাঃ আরবি
- মুদ্রাঃ পাউন্ড
জেনে নিই
- ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ- মিশর।
- মিশর উপনিবেশ ছিল- বৃটেনের ।
- মিশরে রাজতন্ত্রের অবসান ঘটে ১৯৫২ সালে।
- শারম আল শেখ মিশরের অবকাশ কেন্দ্র ।
- মিশরের সবচেয়ে বড় নগরী ও সমুদ্রবন্দরের নাম - আলেকজান্দ্রিয়া।
- বিখ্যাত যুদ্ধক্ষেত্র 'আল আমিন' অবস্থিত- মিশরে।
- মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল- নীল নদের তীরে।
- মিশরকে বলা হয় পিরামিডের দেশ বা নীল নদের দান।
- হায়ারোগ্লিফিকস মিশরীয় সভ্যতার লিখন পদ্ধতি ।
- সুয়েজ খাল জাতীয়করণ করে- ১৯৫৬ সালে।
- বিশ্বের দীর্ঘতম জাহাজ চলাচলকারী কৃত্রিম খাল- সুয়েজ খাল ।
সুয়েজ খাল
- ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযোগ করেছে- সুয়েজ খাল।
- কায়রো ও সিনাই উপদ্বীপকে বিভক্ত করেছে- সুয়েজ খাল।
- খাল খনন করা হয়- ১৮৫৯ সালে।
- জাতীয়করণ করে মিশর- ১৯৫৬ সালে।
- জাতীয়করণ করেন জামাল আবদুল নাসের।
নীল নদ
- নীল নদের উৎপত্তি উগান্ডার ভিক্টোরিয়া লেক থেকে।
- ইতিহাসের জনক হেরোডোটাস বলেছেন মিশর- 'নীল নদের দান' ।
- প্রাচীনকালে প্রতিবছর নীল নদের বন্যার ফলে জমির উর্বরতা বৃদ্ধি পেতো।
ক্যাম্পডেভিড চুক্তি
- ক্যাম্পডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়- ১৯৭৮ সালে ওয়াসিংটন ডিসিতে ক্যাম্পডেভিড ভবনে।
- মধ্যস্থতাকারী ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
- মিশরের পক্ষে আনোয়ার সাদাত এবং ইসরাইলের পক্ষে মেনাখেম বেগিন স্বাক্ষর করে।
- ১৯৭৮ সালে উভয়কে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়।
- মিশর ইসরাইলকে স্বীকৃতি দেয় ১৯৭৯ সালে যার বিনিময়ে মিশর ফেরত পায় সিনাই উপত্যকা।
- এই চুক্তির কারণে মিশরকে সাময়িকভাবে Arab League ও OIC থেকে বহিষ্কার করা হয়েছিল।
# বহুনির্বাচনী প্রশ্ন
নীলনদ আফ্রিকা মহাদেশের একটি নদ। এটি বিশ্বের দীর্ঘতম নদ। এর দুইটি উপনদ রয়েছে, শ্বেত নীল নদ ও নীলাভ নীল নদ। এর মধ্যে শ্বেত নীল নদ দীর্ঘতর। শ্বেত নীল নদ আফ্রিকার মধ্যভাগের হ্রদ অঞ্চল হতে উৎপন্ন হয়েছে। এর সর্বদক্ষিণের উৎস হল দক্ষিণ রুয়ান্ডাতে ২°১৬′৫৫.৯২″ দক্ষিণ ২৯°১৯′৫২.৩২″ পূর্ব, এবং এটি এখান থেকে উত্তর দিকে তানজানিয়া, ভিক্টোরিয়া হ্রদ, উগান্ডা, ও দক্ষিণ সুদানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নীলাভ নীল নদ ইথিওপিয়ার তানা হ্রদ থেকে উৎপন্ন হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে সুদানে প্রবেশ করেছে। দুইটি উপনদী সুদানের রাজধানী খার্তুমের নিকটে মিলিত হয়েছে। ইসলাম ধর্মমতে সিদরাতুল মুনতাহার পাদদেশ হল নীলনদের প্রধান উৎপত্তিস্থল।
# বহুনির্বাচনী প্রশ্ন
Read more