লক্ষীপুর জেলা

সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী - লক্ষীপুর জেলা
  • রাজলক্ষ্মী নারায়ণের নামানুসারে লক্ষীপুর জেলার নামকরণ হয় ।
  • এয়োদশ শতাব্দীতে লক্ষীপুর ভুলুয়া রাজ্যের অধীনে ছিল।
  • ১৯২৬ সালে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সফর করেন।
  • বরিশাল ও লক্ষীপুরকে পৃথক করেছে- মেঘনা নদী ।
  • বাংলাদেশের সবচেয়ে বেশি সয়াবিন এই জেলায় উৎপন্ন হয়।
  • চর গজারিয়া, চর আলেকজেন্ডার লক্ষীপুরে।
  • দর্শনীয় স্থান- কামানখোলা জমিদার বাড়ি, খোয়াসাগর দীঘি, কমলাসুন্দর দীঘি, সাহানপুর নীলকুঠি।
  • বিখ্যাত ব্যক্তিত্ব- সার্কের প্রথম মহাসচিব আবুল আহসান, নিশাত মজুমদার এভারেষ্ট জয়ী, কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
Content added By

Promotion

Promotion