সাবেক যুগোশ্লোভিয়া

- সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
26
26

১৯৯২ সালে সাবেক যুগোশ্লাভিয়া ভেঙ্গে সৃষ্টি হওয়া নতুন ৭ টি রাষ্ট্র সৃষ্টি হয়। সার্বিয়া আর মন্টিনিগ্রো ফেডাকে রিপাবলিক অব যুগোশ্লাভিয়া নাম নিয়ে কিছুকাল টিকে থাকলেও ২০০৬ সালে মন্টিনিগ্রো স্বাধীন হলে যুগোশ্লাভিয়া বিলীন হয়ে যায়। পরবর্তীতে সার্বিয়া ভেঙ্গে সার্বিয়া ও কসোভো (২০০৮) নামে দুটি স্বাধীন রাষ্ট্র সৃষ্টি হয়।

  • সার্বিয়া
  • শ্লোভেনিয়া
  • ক্রোয়েশিয়া
  • বসনিয়া হা, গো.
  • মন্টিনিগ্রো
  • উত্তর মেসিডোনিয়া
  • কসোভো

জেনে নিই

  • মার্শাল টিটো যোশেফ মার্শাল টিটো ছিলেন সাবেক যুগোশ্লাভিয়ার অবিসংবাদিত নেতা।
  • তিনি জোট নিরপেক্ষ আন্দোলন (NAM) এর অগ্রনায়ক।
  • বলকানের 'কসাই' নামে পরিচিত সাবেক যুগোস্লাভ একনায়ক- শ্রাবেদিন মিলোসেভিচ।
  • ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়নের ২৮তম সদস্য।
  • মন্টিনিগ্রো NATO-এর ২৯তম সদস্যপদ লাভ করে- ২০১৭ খ্রিস্টাব্দে।
  • কসোভো ২০০৮ খ্রিস্টাব্দে সার্বিয়ার থেকে স্বাধীনতা লাভ করে।
  • মেসিডোনিয়া সাবেক যুগোশ্লাভিয়া ভেঙ্গে সৃষ্টি হয়।
  • আলোচিত ব্যক্তিত্ব 'মাদার তেরেসা মেসিডোনিয়ার স্কোপেজে জন্ম করেন।
  • তেরেসাকে পোপ ফ্রান্সিস Saint ঘোষণা করেন।
Content added By
Promotion