৭ মার্চের ভাষণ
- সময়: ৭ মার্চ, ১৯৭১, রবিবার (বিকেল ৩ টা)
- স্থান: রেসকোর্স ময়দান (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান)
- মোট সময় রেকর্ড হয়েছে: ১৮ মিনিট।
- বঙ্গবন্ধুকে ঘিরে রেখেছিলঃ সিরাজুল আলম খান, শেখ ফজলুল হক মণি, তোফায়েল আহমেদ, আ স ম আব্দুর রব ও মহিউদ্দিন।
- সভার প্রধান অতিথি ও সভাপতি: কেউ ছিলেন না।
- সভার বক্তা ছিলেনঃ ১ জন (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান)
- ভাষণের শুরুর বাক্য: “ভায়েরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাসের সামনে হাজির হয়েছি
- শেষ বাক্য: “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা" (৫ম তফসিলে অন্তর্ভুক্ত)
- ৭ মার্চের ভাষণের কারণেই মার্কিন নিউজউইক ম্যাগাজিন বঙ্গবন্ধুকে রাজনীতির কবি হিসেবে আখ্যায়িত করে ৫ এপ্রিল, ১৯৭১ সালে।
- জাতিসংঘের সংস্থা UNESCO ৭-ই মার্চের ভাষণকে Memory of the World Register এ স্থান নেয় ২০১৭ সালের ৩০ অক্টোবর।
শব্দ সংখ্যা ১১০৮ টি।
Content added By
Content updated By
# বহুনির্বাচনী প্রশ্ন
অপারেশন উইথ এ্যাকশন
দ্য স্পিচ
দ্য এ্যাকশন
দ্য স্পিচ এন্ড এ্যাকশন
৩০ শে অক্টোবর, ২০১৭ সাল
৩০শে নভেম্বর, ২০১৭ সাল
৩০শে সেপ্টেম্বর ২০১৮ সাল
৩০শে অক্টোবর, ২০১৮ সাল
৪র্থ তফসিল
৫ম তফসিল
১৯ অনুচ্ছেদ
৪ (ক) অনুচ্ছেদ
চতুর্থ
পঞ্চম
সপ্তম
ষষ্ঠ
- সামরিক আইন প্রত্যাহার
- সেনাদের ব্যারাকে ফিরিয়ে নেয়া
- গণহত্যার তদন্ত করা
- নির্বাচিত জনপ্রতিনিধিনের কাছে ক্ষমতা হস্তান্তর
Content added By
# বহুনির্বাচনী প্রশ্ন
৬ দফা
৪ দফা
১১ দফা
৭ দফা
৬ দফা
৩ দফা
৪ দফা
৫ দফা
কোনোটিই নয়
Read more