তথ্য
জার্মানি ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত ও অর্থনীতির দেশ। এটি ১৬টি রাজ্য নিয়ে গঠিত একটি সংযুক্ত ইউনিয়ন। এটির উত্তর সীমান্তে উত্তর সাগর, ডেনমার্ক ও বাল্টিক সাগর, পূর্বে পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র, দক্ষিণে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড এবং পশ্চিম সীমান্তে ফ্রান্স, লুক্সেমবুর্গ, বেলজিয়াম এবং নেদারল্যান্ড্স অবস্থিত। জার্মানির ইতিহাস জটিল এবং এর সংস্কৃতি সমৃদ্ধ, তবে ১৮৭১ সালের আগে এটি কোন একক রাষ্ট্র ছিল না। ১৮১৫ থেকে ১৮৬৭ পর্যন্ত জার্মানি একটি কনফেডারেসি এবং ১৮০৬ সালের আগে এটি অনেকগুলি স্বতন্ত্র ও আলাদা রাজ্যের সমষ্টি ছিল।
জেনে নিই
বার্লিন টানেল: মার্কিন গোয়েন্দা সংস্থা CIA সমাজতান্ত্রিক রাষ্ট্র পূর্ব জার্মানিতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির জন্য জার্মানির পশ্চিম বার্লিন থেকে আধা কিলোমিটার সুরঙ্গ টানেল নির্মাণ করে পূর্ব জার্মানির দুর্ভেদ্য গোয়েন্দা নেটওয়ার্কে সংযোগ স্থাপন করে।
বার্লিন প্রাচীর:
জেনে নিই
আরও দেখুন...