পৃথিবী সম্পর্কিত তথ্য

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী | - | NCTB BOOK
116
116
Please, contribute by adding content to পৃথিবী সম্পর্কিত তথ্য.
Content

# বহুনির্বাচনী প্রশ্ন

পৃথিবীর সবচেয়ে বড় দেশ

96
96
Please, contribute by adding content to পৃথিবীর সবচেয়ে বড় দেশ.
Content

রাশিয়া

317
317

রাশিয়া আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ। পূর্ব ইউরোপ ও উরে এশিয়াজুড়ে রাশিয়া বিস্তৃত এজন্য রাশিয়াকে ইউরেশিয়ান রাষ্ট্র বলা হয়। ১৯১৭ সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে রাজধানী। | পেত্রোগ্রাদে (বর্তমান সেন্ট পিটার্সবার্গ) একটি ফ্যাক্টরিতে ধর্মঘট | ডাকা হয়। ১৯১৭ সালের ২৩শে ফেব্রুয়ারি হাজার হাজার নারী | পোশাক-শিল্প কর্মী খাদ্যাভাবের জন্য তাদের ফ্যাক্টরি থেকে বের হয়ে আসে, বিশেষ করে যখন সৈন্যরা প্রকাশ্যে ধর্মঘট পালনকারীদের পক্ষ নেয়। এভাবে দ্বিতীয় নিকোলাসের পদচ্যুত করার মধ্য দিয়ে ২রা মার্চ ১৯১৭ সালে জার ও অভিজাততন্ত্রের পতন হয় এবং লেলিনের নেতৃত্বে বলশেভিক বিপ্লবের মাধ্যমে পৃথিবীর প্রথম সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় ১৯২২ সালে।

  • রাষ্ট্রীয় নামঃ Russian Federation
  • রাজধানীঃ মস্কো
  • ভাষাঃ রাশিয়ান
  • মুদ্রাঃ রুবল

জেনে নিই

  • পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশ- রাশিয়া (১৯২২ সালে)।
  • রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহরের নাম- ভ্লাদিভস্টক।
  • রাশিয়ার মোট সীমান্তবর্তী দেশ- ১৪টি।
  • বলশেভিক অর্থ সংখ্যাগরিষ্ঠ আর মেনসেভিক অর্থ- সংখ্যালঘিষ্ট ।
  • ১৯১৭ সালে সংঘটিত রুশ বিপ্লবের নেতৃত্ব দেন লেনিন।
  • ১৯১৮ সালের পূর্বে রাশিয়ার রাজধানী ছিল পেট্রোগ্রাড ।
  • রুশ/বলশেভিক/ অক্টোবর/১০ দিনের বিপ্লব সংঘটিত হয়- ১৯১৭ সালে।
  • সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে মোট ১৫টি রাষ্ট্র গঠিত হয়- ১৯৯১ সালে।
  • রাশিয়ার প্রথম সম্রাট পিটার দি গ্রেট, তিনি দাড়ির উপর কর বসিয়েছিলেন।
  • রাশিয়া একমাত্র দেশ যার রাষ্ট্রধর্ম ৪টি (ইসলাম, খ্রিষ্টান, বৌদ্ধ, ইহুদি)।
  • রুশ বিপ্লব মাধ্যমে জার শাসনের অবসান ঘটে- ১৯৯৭ সালে।
  • উন্নয়নে 'পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রবর্তক রাশিয়ার স্ট্যালিন।
  • রুশ বিপ্লবের মহাননায়ক ভ্লাদিমির লেনিন তার পুরো নাম- ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন ।
  • রাশিয়ার প্রাচীন রাজাদের উপাধি ছিল- জার। রাশিয়ার সর্বশেষ সম্রাট- ২য় নিকোলাস।
  • রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (৪র্থ গণতান্ত্রিক প্রেসিডেন্ট) ।
  • উইন্টার ফ্যাক্স- রাশিয়ার বার্তা সংস্থা।
  • যুক্তরাষ্ট্র ও সোভিয়াত ইউনিয়নের মধ্যে স্নায়ুযুদ্ধ চলে- (১৯৪৫-১৯৯১) সাল পর্যন্ত।
  • সোভিয়েত ইউনিয়নকে আনুষ্ঠানিক ভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়- ২১ ডিসেম্বর ১৯৯১ সালে।
  • রাশিয়ার প্রেসিডেন্টের সরকারী বাসভবনের নাম- ক্রেমলিন।
  • U.S.S.R (Union of Soviet Socialist Republic) নামটি গৃহীত হয়- ১৯২২ সালে।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন- জোসেফ স্ট্যালিন।
  • বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা Father of all bombs তৈরি করে- রাশিয়া।
  • ভ্লাদিমির পুতিন ক্ষমতায় টিকে আছেন (২০০০ সাল থেকে বর্তমান পর্যন্ত)।
  • রাশিয়ার আইনসভার নাম ফেডারেল অ্যাসেম্বলি (নিম্ন কক্ষ- ডুমা, উচ্চ কক্ষ- ফেডারেল কাউন্সিল)।
  • রাশিয়ার আইন সভা ডুমা কক্ষের সদস্য সংখ্যা ৪৫০ এবং কাউন্সিল সংখ্যা-১৬৯।
  • ফেডারেল রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লব সংঘটিত হয়- ১৯১৭ সালে।
  • লিওন টটোস্কি ও ভলাদিমির লেলিন রাশিয়ার বিপ্লবী নেতা ছিলেন।
  • অখন্ড ইউরোপের প্রবক্তা- মিখাইল গর্বাচেভ।
  • গ্লাসনস্ত ও পেরেস্ত্রইকা নীতির প্রবক্তা- মিখাইল গর্বাচেভ [মারা যান ৩০ আগস্ট, ২০২২]
  • 'গ্লাসনস্ত' ও 'পেরেস্ত্রাইকা নীতি ঘোষণা করা হয় যথাক্রমে ১৯৮৫, ১৯৮৬ সালে।
  • গ্লাসনস্ত অর্থ খোলামেলা আলোচনা আর 'পেরেস্ত্রইকা' অর্থ সংস্কারমূলক বা উন্নয়নমূলক আলোচনা ।
  • রুশ ফেডারেশন প্রতিষ্ঠাকাল ২৬ ডিসেম্বর, ১৯৯১ সালে।
  • রাশিয়ার কাস্তে হাতুড়ির নতুন প্রতীক দুইমাথাযুক্ত- ঈগল ।
  • রাশিয়ার নতুন সংবিধান চালু হয় ১৯৯৩ সাল ।
  • জনগণের সরাসরি ভোটে নির্বাচিত রাশিয়ার প্রথম প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন।
  • রাশিয়ার প্রেসিডেন্ট মোয়াদকাল- ৬ বছর। (পূর্বে ছিলো ৪ বছর)
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয়- রাশিয়াকে।

রেড ও হেয়াইট আর্মি

রুশ বিপ্লব ও রাশিয়ার গৃহযুদ্ধের সময়কালীন বলশেভিক বিপ্লবী রুশ বাহিনী রেড আর্মি অন্য পক্ষ প্রগতিশীল মেনশেভিকদের বাহিনী ছিল হোয়াইট আর্মি। সোভিয়েত সেনাবাহিনীর নাম পরবর্তীতে রেড আর্মি করা হয়। হয় বিশ্বযুদ্ধে সোভিয়েত সেনাবাহিনীর নাম রেড আর্মির পরিবর্তে 'সোভিয়েত আর্মি' রাখা হয়।

সোভিয়েত ইউনিয়ন

USSR Union of Soviet Socialist Republics- ১৯১৭ সালে অক্টোবর বিপ্লবের পর ১৯২২ সালে পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫টি রাষ্ট্র হয় মিখাইল গর্বাচেভের সময়।

USSR ভেঙে যে ১৫টি রাষ্ট্র গঠিত হয়:

  1. রাশিয়া
  2. বেলারুশ
  3. এস্তোনিয়া
  4. লাটভিয়া
  5. কিরগিজিস্তান
  6. তাজিকিস্তান
  7. আজারবাইজান
  8. মলদোভা
  9. আর্মেনিয়া
  10. লিথুনিয়া
  11. কাজাকিস্তান
  12. উজবেকিস্তান
  13. জর্জিয়া
  14. ইউক্রেন
  15. তুর্কমেনিস্তান
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

সোভিয়েত ইউনিয়ন

135
135

USSR Union of Soviet Socialist Republics- ১৯১৭ সালে অক্টোবর বিপ্লবের পর ১৯২২ সালে পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫টি রাষ্ট্র হয় মিখাইল গর্বাচেভের সময়।

Content added By

পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ

84
84
Please, contribute by adding content to পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ.
Content
Promotion