- ইউরোপের স্বাধীন দেশ ৪৮টি। ইউরোপ মহাদেশ অবস্থিত- উত্তর গোলার্ধে ।
- ইউরোপে রেনেসাঁর যাত্রা- চতুর্দশ শতাব্দীতে। ইউরোপের প্রবেশদ্বার বলা হয়- ভিয়েনাকে।
- ককেশাস অঞ্চলটি ইউরোপ মহাদেশে অবস্থিত। দক্ষিণ ওসেটিয়া ককেশাসে অবস্থিত।
- ইউরোপের শ্রেষ্ঠ শিল্প প্রধান দেশ- যুক্তরাজ্য। যুক্তরাজ্যের প্রধান বস্ত্রশিল্প অঞ্চল- ল্যাঙ্কাশায়ার।
- নার্গানো-কারাবাখ আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে বিরোধপূর্ণ- করিডোর
- পো নদীর মোহনায় প্রায় ১২৩ টি দ্বীপের উপর নির্মিত শহর- ভেনিস।
- বসনিয়া সংক্রান্ত ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়- ২১ নভেম্বর ১৯৯৫ সালে।
- ইউরোপের সামনে বর্তমানে সবচেয়ে বড় সংকট- অভিবাসী সংকট।
- ইউরোপের ককপিট বা রণক্ষেত্র বলা হয়- বেলজিয়ামকে। সাদা রাশিয়া বলা হয়- বেলারুশকে।
- মধ্য ইউরোপের স্থলবেষ্টিত দেশ- চেক প্রজাতন্ত্র । ইউরোপের নেদারল্যান্ড দেশটি সমভূমি অধ্যুষিত।
- সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হয়- ১৯৯১ সালে। সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে- ১৫টি রাষ্ট্রের সৃষ্টি হয়।
# বহুনির্বাচনী প্রশ্ন
- রাষ্ট্রীয় নাম: Ukrainians peoples Republic
- রাজধানী: কিয়েভ
- ভাষা: রুশ
- মুদ্রা: হিনিয়া
জেনে নিই
- ডনবাস একটি কয়লা ও গ্যাস সমৃদ্ধ অঞ্চল।
- ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়- ইউক্রেনকে
- ইউক্রেন স্বাধীনতা লাভ করে- সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে ১৯৯১ সালে।
- অরেঞ্জ বিপ্লব সংঘটিত হয়- ২০০৪ সালে।
- লুহাসক ও দোনেৎস্ক এই দুটি প্রদেশ স্বাধীনতা ঘোষনা করে ২০২২ সালে।
- ইউক্রেনের চেরনোবিলে ভয়াবহতম পারমাণবিক দুর্ঘটনা ঘটে- ১৯৮৬ সালে।
- ইউরোপের সবচেয়ে বড় পারমানবিক চুল্লির নাম- জেপোরোজিয়া।
- রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয়- ২০১৪ সালে।
- ক্রিমিয়ার অবস্থান- কৃষ্ণসাগরের উত্তর উপকূলে
- মারিওপোল, সেবাস্তপোল দুটি বিখ্যাত বন্দর নগরী।
# বহুনির্বাচনী প্রশ্ন
নরওয়ে উত্তর ইউরোপের একটি উন্নত নর্ডীয় রাষ্ট্র, যার সরকারি নাম নরওয়ে রাজ্য এবং রাজধানী অসলো। দেশটি স্ক্যান্ডিনেভিয়ার পশ্চিম ও উত্তর অংশে অবস্থিত এবং এর সঙ্গে স্ভালবার্দ ও ইয়ান মায়েন দ্বীপপুঞ্জ যুক্ত রয়েছে। প্রায় ৩,৮৫,২০৭ বর্গকিলোমিটার আয়তনের এই দেশে জনসংখ্যা তুলনামূলক কম, ফলে এটি ইউরোপের অন্যতম কম জনঘনত্ববিশিষ্ট রাষ্ট্র। নরওয়ের জলবায়ু সমুদ্রপ্রভাবিত হওয়ায় একই অক্ষাংশের অন্যান্য দেশের তুলনায় তুলনামূলকভাবে মৃদু। রাষ্ট্রব্যবস্থায় এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র, যেখানে রাজা রাষ্ট্রপ্রধান এবং প্রধানমন্ত্রী সরকারপ্রধান। নরওয়ে তেল, প্রাকৃতিক গ্যাস, জলবিদ্যুৎ ও সামুদ্রিক সম্পদে সমৃদ্ধ এবং এসব সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দেশটি বিশ্বের অন্যতম সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত হয়েছে। মানব উন্নয়ন সূচক, জীবনমান, সুখ ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে নরওয়ে দীর্ঘদিন ধরে বিশ্বে শীর্ষস্থান দখল করে আছে। যদিও দেশটির জনগোষ্ঠীর অধিকাংশ নরওয়েজীয়, তবুও সাম্প্রতিক সময়ে অভিবাসীদের আগমনে সমাজটি বহুজাতিক ও বহুসাংস্কৃতিক রূপ লাভ করেছে।
# বহুনির্বাচনী প্রশ্ন
Read more