নোবেল পুরস্কার

- সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী | - | NCTB BOOK
261
261

আলফ্রেড নোবেল

  • বিখ্যাত রসায়নবিদ আলফ্রেড নোবেল সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন
  • ১৮৩৩ সালে। তিনি ডিনামাইট আবিষ্কারের জন্য বিখ্যাত । 
  •  তিনি ১৮৭৫ সালে উদ্ভাবন করেন ব্লাস্টিং গিলাটিন
  •  নোবেল ইন্সটিটিউট প্রতিষ্ঠার জন্য সম্পত্তির ৯৪ শতাংশ দান করে যান।
  • ১৯০১ সাল থেকে প্রবর্তিত হয় নোবেল পুরস্কার। 
  • শুরু ১৮৯৬ সালের ১০ ডিসেম্বর ইতালিতে মৃত্যুবরণ করেন।
  •  প্রতিবছর ১০ ডিসেম্বরে অসলোতে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়।
  • অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য তাঁর উইলে কোনো অর্থ অনুমোদন করে যাননি।

 

জেনে নিই 

  •  নোবেল পুরস্কার প্রদান করা হয়- সুইডেন থেকে।
  • নোবেল ফাউন্ডেশন গঠন করা হয়- ১৯০০ সালে
  • প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয়- ১৯০১ সালে।
  •  বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার- নোবেল পুরস্কার।
  •  নোবেল পুরস্কারের প্রবর্তক- সুইডেনের বিখ্যাত বিজ্ঞানী আলফ্রেড বার্নার্ড নোবেল।
  • আলফ্রেড নোবেল পুরস্কারের জন্য উইল করে যান- ৩১ কোটি ১০ লাখ ক্রোনা ।
  •  নোবেল পুরস্কার দেওয়া হয়নি- ১৯৪০, ১৯৪১ ও ১৯৪২ সালে (২য় বিশ্বযুদ্ধের কারণে)।
  • ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার প্রদান করা হতো- ৫টি ক্ষেত্রে।
  •  সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের অর্থায়নে ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়। 

 

বর্তমানে নোবেল পুরস্কার প্রদান করা হয় ৬ টি ক্ষেত্রে 

  1.  চিকিৎসা বিজ্ঞান 
  2.  পদার্থ বিজ্ঞান 
  3. রসায়ন 
  4. শান্তি 
  5. সাহিত্য 
  6. অর্থনীতি 

 

নোবেল পুরষ্কার ঘোষণাকারী প্রতিষ্ঠান 

 

প্রতিষ্ঠানের নাম (৪টি)

  • ওয়েজিয়ান নোবেল কমিটি (নরওয়ে) - শান্তি 
  • রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সস (সুইডেন)- পদার্থ , রসায়ন ও অর্থনীতি 
  • সুইডিশ একাডেমি (সুইডেন)- সাহিত্য 
  • ক্যারোলিনস্কা ইনস্টিটিউট (সুইডেন)- চিকিৎসা বিজ্ঞান 

প্রথম নোবেল বিজয়ী ও দেশ 

  • ফ্রেডারিক পাসি (ফ্রান্স)ও হেনরি ডুনান্ট (সুইজারল্যন্ড) - ১৯০১ ( শান্তি) 
  • সুলি প্রুধোম (ফ্রান্স) - ১৯০১ (সাহিত্য) 
  • উইলহেম কনরাড রন্টজেন (জার্মানি) - ১৯০১ (পদার্থ) 
  • জ্যাকবস হেনরিকাস ভ্যান্ট হফ (নেদারল্যান্ড) - ১৯০১ (রসায়ন) 
  • এমিল অ্যাডলফ ভন বেহরিং (জার্মানি) - ১৯০১ (চিকিৎসা) 
  • ইয়েন টিনবারগেন (নেদারল্যান্ডস) ও রাগনার ফ্রিশ (নরওয়ে) - ১৯৬৯ (অর্থনীতি)

 

উপমহাদেশে নোবেল বিজয়ী

 

ভারতীয় উপমহাদেশে নোবেল পুরস্কার জয় করেন- ১২ জন।

নোবেল বিজয়ী

ক্ষেত্র 

সাল 

১. রবীন্দ্রনাথ ঠাকুর (ভারত)

সাহিত্য 

১৯১৩

২. চন্দ্রশেখর ভেক্টর রমন (ভারত)

পদার্থ

১৯৩০

৩. হয় গোবিন্দ খোরানা (তার)

চিকিৎসা

১৯৬৮

৪. মামার ফেরেসা (ভারত)

শান্তি

১৯৭৯

৫. সালাম (পাকিস্তান)

পদার্থ

১৯৭৯

৬. সুব্রামানিয়ান চন্দ্রশেখর (ভারত)

পদার্থ

১৯৮৩

৭. অমর্ত্য সেন (ভারত)

অর্থনীতি

১৯৯৮

৮. ড. মুহাম্মদ ইউনূস (বাংলাদেশ)

শান্তি

২০০৬

৯. ভেঙ্কটরমন রামকৃষ্ণ (ভারত)

রসায়ন 

২০০৯

১০. কৈলাশ সত্যার্থী (ভারত)

শান্তি

২০১৪

১১. মালালা ইউসুফজাই (পাকিস্তান)

শান্তি

২০১৪

১২. অভিজিৎ ব্যানার্জী (ভারত)

অর্থনীতি 

২০১৯ 

 

জেনে নিই 

  • ভারতীয় উপমহাদেশে বিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন- সি.ভি. রমন।
  •  নোবেল পুরস্কার প্রাপ্ত দক্ষিণ এশীয় প্রথম বিজ্ঞানী- সি.ভি. রমন; ভারত।
  •  সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার লাভ করেন- মালালা ইউসুফজাঈ (১৭ বছর বয়সে)। 
  •  প্রথম বাংলাদেশি হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন- ড. মোহাম্মদ ইউনূস ।
  • অর্থনীতিতে নোবেল বিজয়ী দ্বিতীয় ভারতীয়- অভিজিৎ ব্যানার্জী (২০১৯ সালে)।
  • প্রথম বাঙালি হিসেবে নোবেল পান করেন- রবীন্দ্রনাথ ঠাকুর; ১৯১৩ সালে গীতাঞ্জলি (১৯১০) রচনার জনা ।
  • অমর্ত্য সেন কল্যাণ অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন (দুর্ভিক্ষ ও দারিদ্র্য, সামাজিক চয়ন তত্ত্বে)। 

 

মুসলিম নোবেল বিজয়ী 

  • এ পর্যন্ত মুসলিম হিসেবে নোবেল পুরস্কার লাভ করে- ১৩ জন।
  • মুসলিমরা এ পর্যন্ত নোবেল পুরস্কার পায়নি- অর্থনীতিতে।
  • প্রথম মুসলিম হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন- আনোয়ার সাদাত (মিশর)। 
  • আরবি সাহিত্যে একমাত্র নোবেল বিজয়ী মুসলিম- নাগিব মাহফুজ (মিশর) ।
  •  নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী- শিরিন এবাদি (ইরান)।
  • নোবেল বিজয়ী প্রথম আরব নারী- তাওয়াক্কোল কারমান (ইয়েমেন)।

 

নোবেল পুরস্কার প্রত্যাখানকারী

  • স্বেচ্ছায় নোবেল পুরস্কার প্রত্যাখান করে- ২ জন । 
  • ফ্রান্সের জঁ পল সাত্রে; ১৯৬৪ সালে (সাহিত্যে)।
  • এশিয়ার শান্তিতে নোবেল বিজয়ী প্রথম ব্যক্তি- ভিয়েতনামের লি ডাক থো।
  • ভিয়েতনামের লি ডাক থো: ১৯৭৩ সালে (শান্তিতে) ভিয়েতনামের লি ডাক থো
  •  শান্তিতে নোবেল পুরস্কার পেয়েও প্রত্যাখ্যান করেন
  • সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন- ২ জন; রাশিয়ার বরিস পেস্তারনেক, ফ্রান্সের জ্যাঁ পল সারে

 

মরণোত্তর নোবেল বিজয়ী

এ পর্যন্ত মরণোত্তর নোবেল পুরস্কার লাভ করেন- ৩ জন।

১. কানাডার রালফ এম স্টেইনম্যান: ২০১১ সালে (চিকিৎসায়)।

২. সুইডেনের দ্যাগ হ্যামারশোল্ড: ১৯৬১ সালে (শান্তিতে)।

৩. সুইডিশ কবি এরিক কার্লফেল্ট; ১৯৩১ সালে (সাহিত্যে)।

 

নোবেল বিজয়ী নারী

  • প্রথম নোবেল বিজয়ী নারী- পোল্যান্ডের মাদাম কুরি: ১৯০৩ সালে (পদার্থে)। 
  •  ভারতীয় উপমহাদেশে নোবেল বিজয়ী নারী- মাদার তেরেসা ও মালালা ইউসুফজাঈ ।

 

মার্কিন প্রেসিডেন্টদের নোবেল জয়

  • এ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নোবেল পুরস্কার পান- ৪ জন।
  • প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে থিওডর রুজভেল্ট ১৯০৬ সালে শাস্তিতে ।
  • দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে উড্রো উইলসন ১৯১৯ সালে শান্তিতে। 
  • তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে জিমি কার্টার ২০০২ সালে শান্তিতে
  •  চতুর্থ প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা ২০০৯ সালে শাস্তিতে।
  •  ক্ষমতায় থাকা অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নোবেল পুরস্কার পান- ৩ জন; যথা: থিওডর রুজভেন্ট, উড্রো উইলসন ও বারাক ওবামা।

 

অন্যান্য 

  •  দার্শনিক হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার পান ব্রিটেনের বাট্রান্ড রাসেল (১৯৫০ সালে)।
  • রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার পান সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল
  • ১৯৫৩ সালে Second World War গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান- উইন্সটন চার্চিল ।
  • বিজ্ঞানী কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন- লিনাস পাউলিং (১৯৬২ সালে)।
  • মনোবিজ্ঞানী কিন্তু অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন- ড্যানিয়েল ক্যানেম্যান (২০০২ সালে)।
  •  পিতা-পুত্র একই সালে নোবেল পুরস্কার পেয়েছেন- পিতা উইলিয়াম ব্রাগ ও পুত্র লরেন্স ব্রাগ; পদার্থবিজ্ঞানে।
  • সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার লাভ করেন- পাকিস্তানের মালালা ইউসুফজাঈ।
  • সবচেয়ে বেশি বয়সে নোবেল পুরস্কার লাভ করেন- যুক্তরাষ্ট্রের জন বি. গুডএনাফ (৯৭ বছর)।
  •  শান্তিতে তিনবার নোবেল পুরস্কার বিজয়ী একমাত্র সংস্থা- Red Cross. ১৯১৭, ১৯৪৪ এবং ১৯৬৩ সালে। 
Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

নাদিয়া মুরাদ
অভিজিৎ ব্যানার্জি
আবি আহমেদ আলী
কাজুও ইশিগুরো
জলবায়ু পরিবর্তন
পারমাণবিক শক্তির ব্যবহার
মতপ্রকাশের স্বাধীনতা
শরণার্থীদের সুরক্ষা
Promotion