মালদ্বীপ

- সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
55
55
  • রাষ্ট্রীয় নামঃ Republic of Maldives
  • রাজধানীঃ মালে
  • ভাষাঃ ধিভেহী
  • মুদ্রাঃ রুপিয়া

জেনে নিই

  • স্বাধীনতা লাভ করে ২৬ জুলাই ১৯৬৫ সালে ।
  • আয়তন ও জনসংখ্যার ভিত্তিতে এশিয়ার সবচেয়ে ক্ষুদ্রতম দেশ।
  • সার্ক (SAARC) ভুক্ত দেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম দেশ- মালদ্বীপ।
  • মালদ্বীপের আয়তন মাত্র ২৯৮ বর্গ কিলোমিটার।
  • মালদ্বীপের জনগণের প্রধান ভাষা- ধিভেহী
  • মালদ্বীপের আইনসভার নাম- পিপলস মজলিস।
  • মালদ্বীপের জাতীয় প্রতীক গাছের নাম- নারিকেল গাছ।
  • মালদ্বীপের প্রথম রাষ্ট্রপতি- ইব্রাহিম নাসির।
  • ১২০০ টি ক্ষুদ্র প্রবাল দ্বীপ নিয়ে গঠিত রাষ্ট্র- মালদ্বীপ ।
  • মালদ্বীপ ভারত মাহাসাগরে অবস্থিত।
  • নিজস্ব সেনাবাহিনী নেই- মালদ্বীপের।
  • সার্কভুক্ত দেশ মালদ্বীপের শিক্ষার হার ও গড় আয়ু সবচেয়ে বেশি।
  • মালদ্বীপ তলিয়ে যাওয়ার আশঙ্কা অন্য দেশে জমি কেনার চিন্তা করছে।
  • বিশ্বের প্রথম অর্ধডুবন্ত জাদুঘর তৈরি করেছে- মালদ্বীপ
  • বিশ্বের প্রথম দেশ হিসাবে পানির নিচে মন্ত্রিসভার বৈঠক করে- মালদ্বীপ।
  • মালদ্বীপের দ্বীপগুলো ভারত মহাসগরের বুকে ১৯ টি দ্বীপ বলয় তৈরি হয়েছে।
Content added By
Content updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

পুলিমবাহিনী নেই
সেনাবাহিনী নেই
উভয়টিই সত্য
কোনোটিই নয়
বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বাংশে
আরব সাগরের দক্ষিণ -পূর্বাংশে
ভূ-মধ্যসাগরের উপকূলে
পারস্য উপসাগরে
জার্মানী
সুইজারল্যান্ড
মালদ্বীপ
জাপান
Promotion