স্ক্যানডিনেভিয়ান/নর্ডিক অঞ্চল

- সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
228
228

উত্তর ইউরোপের তিনটি দেশ নরওয়ে, সুইডেন ও ডেনমার্কে বলা হয় স্কান্ডিনেভিয়ান দেশ। 

 অধুনা উত্তর ইউরোপের পাঁচটি দেশ নরওয়, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড ও আইসল্যান্ডকে নর্ডিক রাষ্ট্র নির্দেশ করে।

 [মনে রাখুন: সব স্কান্ডিনেভিয়ান রাষ্ট্রই নর্ডিক দেশ, কিন্তু সব নর্ডিক দেশ স্কান্ডিনেভিয়ান রাষ্ট্র নয়।]

 

দেশের নাম 

রাজধানী 

মুদ্রা

ভাষা

উপনিবেশ  

ফিনল্যান্ড 

হেলসিংকি 

ইউরো 

ফিনিশ, সুইডিশ 

রাশিয়া 

ডেনমার্ক 

কোপেনহেগেন 

ক্রোন 

ড্যানিশ 

 

আইসল্যান্ড 

রিকজাভিক 

ক্রোনা 

আইসল্যান্ডিক 

ডেনমার্ক 

সুইডেন 

স্টকহোম 

ক্রোনা 

সুইডিস 

 

নরওয়ে 

অসলো 

ক্রোন 

নরওয়েজিয়ান 

সুইডেন 

 

জেনে নিই 

  • ইউরোপের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশের নাম- আইসল্যান্ড।
  • আইসল্যান্ডকে বলা হয়- আগুনের দ্বীপ।
  • পৃথিবীর সবচেয়ে উত্তরের নগরীর নাম- হ্যামারফাস্ট, নরওয়ে।
  • নরওয়ে শব্দের অর্থ- উত্তরের দেশ। নরওয়েকে নিশীথ সূর্যের দেশ। 
  •  ধীবর (মৎস্যজীবীদের দেশ) দেশ বলা হয় নরওয়েকে।
  • ‘কুইসলিং' শব্দের অর্থ- বিশ্বাসঘাতক।
  • ‘ ভিদকুন কুইসলিং' নরওয়েবাসী হয়েও হিটলারের সাথে হাত মিলিয়েছিলেন।
  •  বিশ্বের প্রাচীনতম পতাকা- ডেনমার্কের জাতীয় পতাকা 'ডেব্ৰুগ' (১২১৯)।
  •  ডেনমার্কের রাজধানী কোপেনহোগেন- জিল্যান্ড দ্বীপে অবস্থিত।
  • ডেনমার্ক হলো- বাইসাইকেলের শহর। 
  •  ডেনিশ প্রণালী- বাল্টিক এবং উত্তর সাগরকে সংযুক্ত করেছে।
  • গ্রিনল্যান্ডের মালিকানা- ডেনমার্কের।
  •  স্কাইডো নামক মোটর টানার জন্য কুকুর ব্যবহার করেন গ্রিনল্যান্ডের- এস্কিমোরা।
  • ইগলু নামে ক্ষণস্থায়ী বাসগৃহ তৈরি করেন- ইস্কিমোরা ।
  •  হাজার হ্রদের দেশ বলা হয়- ফিনল্যান্ডকে।
  •  'ভলভো'- সুইডেনের বিখ্যাত গাড়ি নির্মাতা কোম্পানি।
  •  রাজধানী স্টকহোমকে বলা হয় Venice of the north
  • আলফ্রেড নোবেল সুইডিস রাসায়নবিদ, ডিনামাইট আবিষ্কারক ।

 

Content added By
Promotion