Summary
বাংলাদেশে ৫০টি উপজাতি আছে, যেখানে চাকমা বৃহত্তম এবং মারমা দ্বিতীয় বৃহত্তম। পার্বত্য চট্টগ্রামে ১১টি উপজাতি বসবাস করে এবং তাদের ভাষার সংখ্যা ৩২টি। মুন্ডা ও মনিপুরী উপজাতি প্রকৃতি পুজারি। বৈসাবি তFestival এ উপজাতীয় বর্ষবরণ হয় এবং বিশ্ব আদিবাসী দিবস ৯ আগস্ট পালিত হয়। সাঁওতালের লিখিত বর্ণমালা নেই এবং মগ উপজাতি পাহাড়ি এলাকায় মারমা এবং সমতলে রাখাইন নামে পরিচিত। রাখাইনদের উৎসব জলকেলি। ত্রিপুরাদের ভোজানুষ্ঠান সামৌং নামে পরিচিত। গারোদের ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি জুমচাষ, এবং তাদের ভাষা মান্দি। পাঙনরা মৈ তৈ মণিপুরী ভাষায় কথা বলে। হাজং উপজাতিতে বিবাহ বিচ্ছেদ ও বিধবা বিবাহ প্রচলিত। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী মোট জনসংখ্যার ১.০০% এবং চাকমা ভাষায় ফেবো উপন্যাস লেখা হয়েছে। উল্লিখিত উপন্যাস কর্ণফুলী উপজাতিদের জীবন-প্রণালীতে লেখা। পাঙন উপজাতি মুসলমান। ক্ষুদ্র নৃগোষ্ঠী সংগঠন শান্তি বাহিনীর বর্তমান চেয়ারম্যান জোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা। গারো ও খাসিয়া উপজাতির পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক। বাংলাদেশের সংবিধানের ২৩(ক) অনুচ্ছেদে ক্ষুদ্র জাতি ও সংস্কৃতি উল্লেখ আছে। বাংলাদেশে ৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে।
উপজাতি নিয়ে কিছু তথ্য জেনে নিই
- বাংলাদেশে বসবাসকারী উপজাতির সংখ্যা- ৫০ টি।
- বাংলাদেশের বৃহত্তম উপজাতি- চাকমা।
- বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি- মারমা।
- পার্বত্য চট্টগ্রামে মোট উপজাতি বসবাস করে- ১১ টি।
- বাংলাদেশে উপজাতির ভাষার সংখ্যা- ৩২ টি।
- প্রকৃতি পুজারি উপজাতি- মুন্ডা ও মনিপুরী।
- উপজাতীয় বর্ষবরণ উৎসবকে সামগ্রিকভাবে বলা হয়- বৈসাবি।
- বিশ্ব আদিবাসী দিবস- ৯ আগস্ট।
- লিখিত বর্ণমালা নেই যে উপজাতির- সাঁওতাল।
- মগ উপজাতি পাহাড়ি এলাকায় পরিচিত- মারমা নামে।
- মগ উপজাতি সমতল এলাকায় পরিচিত- রাখাইন নামে।
- মগদের আদি নিবাস ছিল- আরাকান।
- জলকেলি যাদের উৎসব- রাখাইনদের।
- ত্রিপুরাদের ভোজানুষ্ঠানকে বলে -সামৌং।
- গারোদের ঐতিহ্যবাহী চাষ পদ্ধতি - জুমচাষ (বিকল্প পদ্ধতি সল্ট চাষ)
- গারোদের ভাষার স্থানীয় নাম- মান্দি ভাষা।
- পাঙনরা যে ভাষায় কথা বলে- মৈ তৈ মণিপুরী ভাষায়।
- যে উপজাতির মধ্যে বিবাহ বিচ্ছেদ, বহুবিবাহ ও বিধবা বিবাহ প্রচলন রয়েছে- হাজং।
- বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী মোট জনসংখ্যার- ১.০০%
- চাকমা ভাষায় লিখিত উপন্যাসের নাম- ফেবো।
- উপজাতিদের জীবন-প্রণালী নিয়ে লিখিত উপন্যাস- কর্ণফুলী ।
- যে উপজাতি মুসলমান- পাঙন।
- ক্ষুদ্র নৃ গোষ্ঠী সংগঠনের নাম- শান্তি বাহিনী।
- শান্তিবাহিনীর বর্তমান চেয়ারম্যানের নাম- জোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা।
- যে দুটি উপজাতির পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক- গারো ও খাসিয়া।
- ক্ষুদ্রজাতি সত্তা, নৃগোষ্ঠীর সংস্কৃতির কথা বলা হয়েছে সংবিধানের ২৩(ক) অনুচ্ছেদে।
- বাংলাদেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ৭টি
# বহুনির্বাচনী প্রশ্ন
- অবস্থান: পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার।
- ধর্ম : বৌদ্ধ।
- প্রধান উৎসব বিজু, কঠিন চিবর দান।
- ভাষা: চাকমা।
- জনসংখ্যায় প্রথম স্থানে রয়েছে চাকমারা।
# বহুনির্বাচনী প্রশ্ন
- অবস্থান : ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা ও টাঙ্গাইল ।
- ধর্ম খ্রিষ্টান
- ভাষা: মান্দি/অবেং
- প্রধান উৎসব : ওয়ানগালা (ধর্মীয় ও সামাজিক)
- পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক।
# বহুনির্বাচনী প্রশ্ন
- অবস্থান : রাজশাহী, বগুড়া, দিনাজপুর, পাবনা ও রংপুর।
- ধর্ম খ্রিস্টান
- প্রধান উৎসব : সোহরাই
- ভাষা: সাওঁতালী
- দেবতাদের নাম : সিং বোঙ্গা, মারাং বকু, ওরাক, মোরেইকো।
- অবস্থান: বান্দরবান, কক্সবাজার ও পটুয়াখালী
- প্রধান উৎসব: সাংগ্রাই (বর্ষবরণ)
- ধর্ম: বৌদ্ধ
- ভাষা: পালি
- দ্বিতীয় বৃহত্তম উপজাতি
- মগ উপজাতি পাহাড়ি এলাকায় পরিচিত মারমা নামে
# বহুনির্বাচনী প্রশ্ন
- অবস্থান : বৃহত্তর সিলেটের জৈন্তিয়া পাহাড়
- ধর্ম খ্রিষ্টান
- প্রধান উৎসব বড়দিন
- ভাষা: মন থেমে
- পারিবারিক কাঠামো: মাতৃতান্ত্রিক
- দেবতাদের নাম : উব্লাউ নামেউ, উব্লাউ মতং, উব্লাউ সংসপাহ
# বহুনির্বাচনী প্রশ্ন
- অবস্থান। পাবর্ত্য চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, ফরিদপুর, ঢাকা।
- ধর্ম: সনাতন
- ভাষা: ককবরক
- প্রধান উৎসব : বৈসুক (বর্ষবরণ)
- দেবতাদের নাম : হিন্দুদের কিছু কিছু দেবতা
- অবস্থান : বরগুনা, পটুয়াখালী ও কক্সবাজার ।
- ধর্ম : বৌদ্ধ
- ভাষা: পালি
- প্রধান উৎসব : সান্দ্রে, জলকেলি
# বহুনির্বাচনী প্রশ্ন
- অবস্থান: সিলেট, মৌলভিবাজার ও হবিগঞ্জ
- ধর্ম : বৈষ্ণব
- প্রধান উৎসব: রাসোৎসব
# বহুনির্বাচনী প্রশ্ন
- অবস্থান: রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম ও নীলফামারী
- ধর্ম : সনাতন
- প্রধান উৎসব দূর্গাপূজা
- অবস্থান : বৃহত্তর রাজশাহী ও রংপুর বিভাগ ।
- ধর্ম : সনাতন
- প্রধান উৎসব : সহরায়
- প্রধান উৎসব : মাঘীপূর্ণিমা
- অবস্থানঃ ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও সুনামগঞ্জ ।
- ধর্মঃ সনাতন
- দেবতাদের নামঃ হিন্দুদের প্রায় সব দেবদেবী।
# বহুনির্বাচনী প্রশ্ন
- অবস্থানঃ রংপুর, শেরপুর।
- ধর্মঃ প্রকৃতি পূজরি
- পেশাঃ কৃষিকাজ