সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী - বাংলাদেশের সংস্কৃতি
Please, contribute to add content into বাংলাদেশের সংস্কৃতি.
Content
Please, contribute to add content into আঞ্চলিক নৃত্য.
Content
Please, contribute to add content into সঙ্গীত.
Content
শামসুর রাহমান
আবদুল গাফফার চৌধুরী
রবীন্দ্রনাথ ঠাকুর
. আবুল ফজল
কাজী নজরুল ইসলাম
বাংলার প্রকৃতির কথা
বাংলার মানুষের কথা।
বাংলার ইতিহাসের কথা
বাংলার সংস্কৃতির কথা।
Please, contribute to add content into নববর্ষ / পহেলা বৈশাখ.
Content
ফখরুদ্দিন মোবারক শাহ
শামসুদ্দিন ইলিয়াস শাহ
সম্রাট আকবর
সম্রাট বাবর
Please, contribute to add content into বর্ষপঞ্জিকা.
Content
Please, contribute to add content into চিত্রশিল্পী ও সঙ্গীতশিল্পী, নৃত্য শিল্পী ও অন্যান্য শিল্পী.
Content
Please, contribute to add content into বিখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব.
Content
  • ১৯১৪ সালের কিশোরগঞ্জ জেলার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। জয়নুল আবেদীন বাংলার শিল্পাচার্য ছাড়াও বাংলাদেশের আধুনিক চিত্রকলার অগ্রদূত।

তাঁর বিখ্যাত চিত্রকর্মের-

  • "ম্যাডোনা ১৯৪৩; দাঁড়টান: গ্রামীণ রমণী; দুই জিপসী রমণী: রমণীর চুল বাঁধা; ও মনপুরা খঙড় অন্যতম ।
  • তিনি চারু ও কারুকলা ইনস্টিটিউট ১৯৫০ সালে প্রতিষ্ঠাতা করেন।
  • সোনারগাঁয়ের লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠাতা করেন- ১৯৭৫ সালে ।
  • ১৯৭৬ সালে ঢাকায় তিনি পরলোক গমন।
Content added By
  • কামরুল হাসান এর জন্ম ১৯২১ সালের ২ ডিসেম্বর, কলকাতায়।
  • শিল্পী জয়নুল আবেদীনের সাথে যোগ দেন আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠার কাজে।
  • আমাদের লোকশিল্পের ধারাকে উজ্জীবিত ও উৎসাহিত করার লক্ষ্যে তিনি নানারকম পরিকল্পনা ও তা বাস্তবায়নের ধারা তৈরি করেন।
  • তিনি বাংলাদেশের জাতীয় পতাকা ও জাতীয় প্রতীকের রূপকার। তার বিখ্যাত পোস্টারগুলো: "এই জানোয়ারদের হত্যা করতে হবে","দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে”
  • বাংলার শ্রেষ্ঠ পটুয়া কামরুল হাসান মৃত্যুবরণ করেন ১৯৮৮ সালে।
Content added By
  • এস এম সুলতান ১৯২৩ সালে নড়াইল জেলায় জন্মগ্রহণ করেন।
  • সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ২০০১ সালের সুলতানের বসতবাড়ি সংলগ্ন শিশুস্বর্গ ও সুলতানের স্মৃতি সংগ্রহশালা নির্মাণ করে।
  • বাংলাদেশ সরকার তাকে 'আর্টিষ্ট ইন রেসিডেন্ট' সম্মানে ভূষিত করে।
  • ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় তাকে ম্যান অব এশিয়া পদকে ভূষিত করে।

তার উল্লেখযোগ্য শিল্পকর্ম

  • 'তুলির আচড়ে দেশ' পাট কাটা, ধান কাটা, চর দখল, জলকে চলা, ধান ভানা ইত্যাদি।
  • এস এম সুলতান মৃত্যুবরণ করে- ১৯৯৪ সালে ।
Content added By
  • বাংলা চলচ্চিত্রের জনক হীরা লাল সেন ১৮৬৬ সালে মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন।
  • ১৮৯৮ সালে চলচিত্রের জন্য যান্ত্রিক সাজসরঞ্জাম ক্রয় করে।
  • কলকাতার “ক্লাসিক থিয়েটার" এ চলচ্চিত্র প্রদর্শনী শুরু করেন।
  • ছোট ভাই মতি লাল সেন কে নিয়ে গড়ে তোলেন রয়েল বায়োস্কোপ কোম্পানি।
  • তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য ছবির সংখ্যা প্রায় ৪০টি। বাংলা চলচিত্র ইতিহাসে তিনি প্রথম পুরুষের মর্যাদায় অধিষ্টিত।

Content added By
  • তিনি ১৯২৯ সালের ৩ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন।
  • পৈতৃক নিবাস ছিল মাদারীপুর জেলায়।
  • স্থাপত্য কলায় তাঁর অসাধারণ কৃতিত্ব রয়েছে।
  • সিয়ার্স টাওয়ার বিশ্বের উচ্চতম গগন চুম্বী এর নকশা করেন।
  • ২৬ মার্চ ১৯৮২ সালে জেদ্দায় এক বিমান দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন।
Content added By
  • রসায়নবিদ, শিক্ষাবিদ কুদরত-ই-খুদা ১৯০০ সালে।
  • ভারতের বীরভূমের মাড়গ্রামে জন্ম গ্রহণ করেন।
  • বাংলাদেশ স্বাধীনতা লাভের পর দেশের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের জন্য যে শিক্ষা কমিশন গঠন করা হয় বহু সরকারি গুরুত্বপূর্ণ পদে। দায়িত্ব পালনের অভিঙ্গ বিজ্ঞানী ড. কুদরত-ই-খুদা তার সভাপতি নির্বাচিত হন এবং তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ শিক্ষা কমিশন রিপোর্ট প্রণীত হয়।
  • ১৯৭৭ সালের ৩ নভেম্বর তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।
Content added By
  • ব্রাহ্মণবাড়িয়া জেলার শিবপুর ১৮৬২ সালে জন্মগ্রহণ করেন।
  • তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীত শিল্পী।
  • হেমন্দ্র, দুর্গেশ্বরী, যেম বাহার, প্রভাতকেশী, হেম বেহাগী, মদন মঞ্জুরী, আরাঠোনা ইত্যাদি রাগরাগিনীর স্রষ্ঠ ।
  • ১৯৭২ সালের ৬ সেপ্টেম্বর পরলোক গমণ করেন।
Content added By
  • লালন ফকির ১৭৭৪ সালে ঝিনাইদহের হরিশপুর গ্রামে জন্ম গ্রহণ করেন।
  • ছেলেবেলায় তার পরিবার তাকে ত্যগ করে।
  • তখন সিরাজ সাই নামে এক বাউল তাকে আশ্রয় দেয়।
  • তিনি একাধারে বাউল সাধক, গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন।
  • তাকে 'বাউল সম্রাট' হিসাবেও অভিহিত করা হয়।
  • তিনি কুষ্টিয়ায় তার আখড়া গড়ে তোলেন।
  • ১৮৯০ সালে নিজ আখড়ায় মারা জান।
Content added By
  • উনিশ শতকের সর্বাপেক্ষা খাতনামা বাউল ছিলেন।
  • ১৮৮৫ সালে সুনামগঞ্জে জন্ম গ্রহণ করেন।
  • ১৯২২ সালে মারা যান।
  • বিখ্যাত গান: নেশা লাগিলরে, হাসন রাজা পেয়ারির প্রেমে মজিলোরে/লোকে বলে বলেরে, ঘর বাড়ি ভালানা আমার।
Content added By