বিখ্যাত বিজ্ঞানী

- সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
Please, contribute by adding content to বিখ্যাত বিজ্ঞানী.
Content

ইবনে সিনা

  • বিখ্যাত মুসলিম চিকিৎসক, জ্যোতির্বিদ ও দার্শনিক।
  • ইবনে সিনা উজবেকিস্তানে জন্মগ্রহণ করেন ৯৮০ সালে ।
  • ইবনে সিনাকে জ্ঞানীকূলের শিরোমণি (আল-শায়খ আল-রাঈসা) বলে আখ্যায়িত করা হয়।
  • তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ-

কিতাব আল-শিফা' (দর্শন শাস্ত্র)।

আল-কানুন (The Canon of Medicine)

 আল-ইশারাত ওয়াত-তানবিহাত

Content added By

আইজ্যাক নিউটন

  • আইজ্যাক নিউটন বিখ্যাত ব্রিটিশ গণিতবিদ ও পদার্থ বিজ্ঞানী।
  • ১৭০৫ সালে নাইট উপাধিতে ভূষিত হন।
  • তাঁর বিখ্যাত গ্রন্থ ও অবদান- Mathematical Princes of Natural Philosophy', ক্যালকুলাস, অভিকর্ষ, আলোবিদ্যা বস্তুর গতি সূত্র (৩টি) ইত্যাদির জন্য বিখ্যাত।
Content added By

আইনস্টাইন

  •  আইনস্টাইন ছিলেন বিখ্যাত জার্মান ইহুদি পদার্থ বিজ্ঞানী
  • জার্মানির উলম শহরে জন্মগ্রহণ করেন- ১৮৭৯ সালে
  • বিখ্যাত 'আপেক্ষিক তত্ত্ব বা Theory of Relativity (E = me) প্রণেতা।
  • 'আলোর তড়িৎ ক্রিয়া সম্পর্কিত গবেষণার জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ১৯২১ সালে ।

 

Content added By

মাদাম কুরি

  • মাদাম কুরি ১৮৬৭ সালে পোল্যান্ডে ওয়ারশতে জন্মগ্রহণ করেন। 
  • ১৯০৩ সালে প্রথম মহিলা হিসেবে নোবেল পুরষ্কার লাভ করেন।
  • ১৯০৩ সালে পদার্থ ও ১৯১১ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন
  • ১৯০৩ সালে ম্যারি কুরি ও তাঁর স্বামী পিয়েরে কুরি যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
  • তিনিই প্রথম নারী যিনি ভিন্ন দুই শাখায় নোবেল পুরস্কার লাভ করেন।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

কবি
সাহিত্যিক
অর্থনীতিবিদ
বৈজ্ঞানিক

আলেকজান্ডার ফ্লেমিং

  •  বিখ্যাত ব্রিটিশ চিকিৎসক ও অণুজীব আলেকজান্ডার ফ্লেমিং স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন।
  •  'পেনিসিলিন' আবিষ্কারের জন্য বিখ্যাত।
  • ১৯৪৪ সালে পেনিসিলিন আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।
  • ১৯৪৪ সালে 'নাইট' উপাধি লাভ করেন।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

এন্টিবায়োটিক আবিষ্কারের জন্য
হাইড্রোজেন আবিষ্কারের জন্য
আপেক্ষিক তত্ত্ব আবিষ্কারের জন্য
অশ্বশক্তি আবিষ্কারের জন্য

গ্রাহাম বেল

  • বিখ্যাত বিজ্ঞানী গ্রাহাম বেল স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন।
  • টেলিফোন আবিষ্কার করেন।
  • 'বোবাদের পিতা' বলা হয়- গ্রাহাম বেলকে। 
Content added By

গ্যালেলিও গ্যালেলাই

  •  ইতালীয় জ্যোর্তিবিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানী ।
  • দূরবীক্ষন বা টেলিস্কোপ যন্ত্রের আবিষ্কারক
  • গ্যালেলিও পড়ন্ত বস্তুর সূত্র আবিষ্কার করেন। 
  •  বিখ্যাত উক্তি- 'সূর্য পৃথিবীর চারদিকে নয়, বরং পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে।”
Content added By

লুই পাস্তুর

  • বিখ্যাত ফরাসি অণুজীববিজ্ঞানী ও রসায়নবিদ।
  • রোগজীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন।
  • তিনি প্রমান করেন অ্যালকোহল জাতীয় দ্রব্য পচনের জন্য দায়ী অনুজীব
  • অ্যান্থ্রাক্স, জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা আবিষ্কার করেন।
Content added By

স্টিফেন ইউলিয়াম হকিং

  •  স্টিফেন হকিং একাধারে পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ ছিলেন।
  • স্টিফেন হকিং ১৯৪২ সালে ইংল্যান্ডের অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন।
  • ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের লুকাসিয়ী অধ্যাপক ছিলেন।
  •  Motor Neurone Disease' রোগে আক্রান্ত ছিলেন। 
  • তাঁর জীবননির্ভর চলচ্চিত্র 'The Theory of Everything
  • উল্লেখযোগ্য গ্রন্থ-

My Brief History

A Brief History of Time

The Grand Design

The Universe in a Nutshell 

Content added By

অ্যাডাম স্মিথ

  • ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ স্কটল্যান্ডে ১৭২৩ সালে জন্মগ্রহণ করেন।
  • অর্থনীতির জনক হিসেবে পরিচিত।
  • অর্থনীতিকে 'সম্পদের বিজ্ঞান' নামে অভিহিত করেন। 
  • অর্থনীতিতে 'অদৃশ্য হাত' ধারণাটি তিনি প্রবর্তন করেন।
  • 'ক্ল্যাসিকাল' এবং 'লেইসে ফেয়ার বাদের প্রবক্তা।
  • উল্লেখযোগ্য গ্রন্থ-

The Theory of Moral Sentiments 

 The Wealth of Nations
 

Content added By

পল স্যামুয়েলসন

  •  আধুনিক অর্থনীতির জনক হিসেবে অভিহিত করা হয়।
  • ১৯৭০ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
  • যুক্তরাষ্ট্রের মধ্যে তিনিই সর্বপ্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।

 

Content added By

জন লক

  • বিখ্যাত ব্রিটিশ দার্শনিক, চিকিৎসক ও রাজনৈতিক ভাস্যকর। 
  • আধুনিক গণতন্ত্র' বা 'সংসদীয় গণতন্ত্রের জনক।
  • State of Nature সম্পর্কে ধারণা প্রদান করেন। 
  • বিখ্যাত উক্তি- "যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা নেই।
  • উল্লেখযোগ্য গ্রন্থ-

 Two Treatises of Civil Government.

An Essay Concerning Human understanding. 

A Letter Concerning Toleration.

Content added By
Promotion