মার্কিন প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রের রাষ্ট্র ও সরকারপ্রধান হলেন প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য নূন্যতম ১৯৯১ জন ডেলিগেটর সমর্থন প্রয়োজন ।
ইলেকটোরাল কলেজ [Electoral College]: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেকটোরাল কলেজ কর্তৃক নির্বাচিত হন। সর্বমোট ৫৩৮ জন ইলেকটোরাল থাকেন। তারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য কমপক্ষে ২৭০টি ইলেকটোরাল ভোটের প্রয়োজন । ৫৩৮ জন ইলেকটোরালের মধ্যে ৪৩৫ জন হাউস অব রিপ্রেজেন্টটেটিভ সদস্য , ১০০ জন সিনেটর সদস্য এবং ৩ জন ডিসট্রিক্ট অব কলম্বিয়ার সদস্য ।
প্রেসিডেন্ট নির্বাচনের দিন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ৪ বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয়। নির্বাচন অনুষ্ঠানের তারিখ নভেম্বর মাসের ২৮ তারিখের মধ্যবর্তী মঙ্গলবার দিন। সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২০ সালের ৩ নভেম্বর।
Bradley effect: যুক্তরাষ্ট্রের নির্বাচন সম্পর্কিত শব্দ।
১৯৫১ সালে যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২ তম সংশোধনী গৃহীত হয়। এতে বলা হয়, 'কোন ব্যক্তি দুই মেয়াদের বেশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবেন না।'
চারজন মার্কিন প্রেসিডেন্ট আততায়ীর হাতে নিহত হন। তাঁরা হলেন- আব্রাহাম লিঙ্কন (প্রথম), জেমস এ গারফিল্ড, উইলিয়াম ম্যাককিনলে এবং জন, এফ কেনেডি (সর্বশেষ ।
অভিশংসন: ৪৫ তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৯ ডিসেম্বর ২০১৯ সালে অভিশংসিত হয়। তার আগে আরো দুজন মার্কিন প্রেসিডেন্ট অভিশংসিত হয়। ১৭তম প্রেসিডেন্ট অ্যান্ড্র জনসন ১৮৬৮ সালে এবং ৩৭তম প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ১৯৭৪ সালে অভিশংসিত হন।
☞ হোয়াইট হাউস
মার্কিন প্রেসিডেন্টের সরকারী বাসভবন।
স্থপতি : জেমস হোবান।
অবস্থান : ওয়াশিংটন ডিসি
নির্মাণকাল: ১৭৯২-১৮০০ খ্রিস্টাব্দ।
হোয়াইট হাউসে প্রথম বসবাস করেছিলেন দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্ট জন এডামস। প্রথম মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের সময় হোয়াইট হাউজের নির্মাণ কাজ হয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন কখনো হোয়াইট হাউসে বসবাস করেন নি।
ওভাল অফিস Oval Office: মার্কিন প্রেসিডেন্টের সরকারী কার্যালয়। হোয়াইট হাউসের অংশবিশেষ।
☞ জর্জ ওয়াশিংটন
প্রথম মার্কিন প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন।
☞ আব্রাহাম লিংকন
১৬ তম মার্কিন প্রেসিডেন্ট। [১৮৬১-১৮৬৫]
আমেরিকার গৃহযুদ্ধের [ American Civil War, 1861-1865] সময় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন। তাঁর অসাধারণ নেতৃত্বের কারণে দেশটির ভাঙ্গন ঠেকানো সম্ভব হয়।
১৮৬৩ সালে দাসত্ব-মোচন ঘোষণার মাধ্যমে [ Emancipation Proclamation ] যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপ করেন। ১৮৬৫ সালের ৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে দাসত্ব প্রথার বিলুপ্ত হয়।
১৮৬৩ সালের ২১ নভেম্বর প্রেসিডেন্ট লিঙ্কন গেটিসবার্গে দুই মিনিট ক্ষণস্থায়ী ভাষণ দেন যা গেটিসবার্গ ভাষণ [Gettysburg Address] নামে পরিচিত। তিনি বলেন, 'জনসাধারণের জন্য, জনসাধারণের দ্বারা পরিচালিত এবং জনসাধারণের সরকারই হলো গণতন্ত্র। (Democracy is a government of the people, by the people, for the people)
আব্রাহাম লিঙ্কনের বিখ্যাত উক্তি 'বুলেটের চাইতে ব্যালট শক্তিশালী' [The ballot is stronger than bullet] .
লিংকন তাঁর দ্বিতীয় অভিষেক ভাষণে বলেন, 'With malice toward none, with charity for all; with firmness in the right, as God gives us to see the right .
১৮৬৫ সালের ১৫ এপ্রিল আততায়ীর গুলিতে নিহত হন।
☞ ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ৩২তম ডি রুজভেল্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৩৩-৪৫ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। তিনি টানা ৪ বার প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং দীর্ঘ ১২ বছর ক্ষমতায় ছিলেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই একমাত্র প্রেসিডেন্ট যিনি দুইবারের অধিক সময়ের জন্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।
৩২ তম মার্কিন প্রেসিডেন্ট। [১৯৩৩-১৯৪৫]
টানা চারবার প্রেসিডেন্ট নির্বাচিত হন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি একমাত্র প্রেসিডেন্ট যিনি দুইবারের অধিক সময়ের জন্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।
অর্থনৈতিক মন্দা ও নিউ ডিল: ১৯২৯ সালের ২৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধ্বসের মাধ্যমে [ব্লাক টুইসডে] বিশ্বব্যাপী চরম অর্থনৈতিক মন্দা [ Great Depression ] শুরু হয়। এই মন্দা ১৯৪০ সাল পর্যন্ত স্থায়ী হয় । এই মন্দা মোকাবেলার জন্য প্রেসিডেন্ট রুজভেল্ট ১৯৩৩ নিউ ডিল [New Deal] ব্যবস্থা প্রবর্তন করেছিলেন।
☞ হ্যারি এস ট্রুম্যান
মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৩তম প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে বোমা ফেলার নির্দেশ দেন। কমিউনিজম প্রতিরোধের জন্য তিনি ট্রুম্যান ডকট্রিন নামে একটি নীতি প্রকাশ করেন।
৩৩ তম মার্কিন প্রেসিডেন্ট
তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে আনবিক বোমা ফেলার নির্দেশ দিয়েছিলেন।
১৯৪৭ সালের ১২ মার্চ কমিউনিজম প্রতিরোধের জন্য মার্কিন কংগ্রেসে ট্রম্যান একটি নীতি প্রকাশ করেন, যা 'টুম্যান ডকট্রিন' [Truman Doctrine) নামে পরিচিত।
☞ ট্রুম্যান ডকট্রিন:
১২ মার্চ, ১৯৪৭ সালে হ্যারি এস ট্রুম্যান ঘোষণা করেন, মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন বিশ্বরাজনীতিতে বিচ্ছিন্নতার নীতি (মনরো ডকট্রিন) অনুসরণ করে আসছে। কিন্তু সোভিয়েত ইউনিয়নের সাম্যবাদ প্রসার রোধ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র সেই নীতি থেকে সরে আসবে। এর ফলে যেসব জাতি সশস্ত্র সংখ্যালঘুদের কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের আক্রমণের শিকার হবে, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের আর্থিক ও সামরিক সাহায্য প্রদান করবে। এভাবে বিচ্ছিন্নতার নীতি থেকে সামরিক সক্রিয়তার যে নীতি ট্রুম্যান ঘোষণা করেন, তাই ইতিহাসে 'ট্রম্যান ডকট্রিন' নামে পরিচিত।
☞ জন এফ কেনেডি
৩৫ তম মার্কিন প্রেসিডেন্ট। [১৯৬১-১৯৬৩]
কেনেডি তাঁর অভিষেক ভাষণে বলেন, 'Ask not what your country can do for you, Ask you can do for your country' তিনি আরও বলেন, 'Let us never negotiate out of fear. But let us never fear to negotiate'
'কিউবার ক্ষেপনাস্ত্র সঙ্কট' [ Cuban Missile Crisis] তাঁর সময়কালের একটি উল্লেখযোগ্য ঘটনা।
পুলিৎজার পুরস্কার বিজয়ী একমাত্র মার্কিন প্রেসিডেন্ট।
১৯৬৩ সালের ২২ নভেম্বর গুপ্তঘাতকের হাতে নিহত হন।
☞ রিচার্ড নিক্সন
৩৭ তম মার্কিন প্রেসিডেন্ট। [১৯৬৯-১৯৭৪]
ওয়াটারগেট কেলেঙ্কারী Watergate scandal]: ১৯৭২ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কিত একটি রাজনৈতিক কেলেঙ্কারী। ওয়াটারগেট হোটেল ছিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সি তে ডেমোক্রেট জাতীয় কমিটির সদর দপ্তর। প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ছিলেন রিপাবলিক দলের প্রার্থী। তিনি টেপ রেকর্ডারের মাধ্যমে ডেমোক্রেটদের সদর দপ্তরে আড়ি পাতেন। ১৯৭২ সালের ১৭ জুন ওয়াটার গেটে ৫ জন লোক ধরা পড়লে এই ঘটনা ফাঁস হয়ে যায়। এই ঘটনার জন্য তিনি ১৯৭৪ সালের ৯ আগস্ট পদত্যাগে বাধ্য হন। রিচার্ড নিক্সন একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি পদত্যাগ করেছিলেন।
☞ জেরাল্ড ফোর্ড
রিচার্ড নিক্সন পদত্যাগ করলে সাংবিধানিকভাবে প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হন জেরাল্ড ফোর্ড। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই একমাত্র প্রেসিডেন্ট যিনি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হননি। নিক্সন ও ফোর্ডের মন্ত্রিসভায় পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ছিলেন হেনরি কিসিঞ্জার। কিসিঞ্জারের বিখ্যাত গ্রন্থ 'White House Years'.
☞ জিমি কার্টার
মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট জিমি কার্টার ১৯৭৭-৮১ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। তার আত্মজীবনীমূলক গ্রন্থ 'White House Diary'.
☞ রোন্যান্ড রিগ্যান
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০তম প্রেসিডেন্ট বিশিষ্ট অভিনেতা রোনাল্ড রিগ্যান ১৯৮১-৮৯ পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। তিনি ইরান-কন্ট্রা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন।
৪০ তম মার্কিন প্রেসিডেন্ট। [১৯৮১-১৯৮৯]
একজন চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা ছিলেন।
১৯৮৩ সালে ভূমি ও মহাকাশে পরমাণু ক্ষেপনাস্ত্রের আক্রমণ থেকে প্রতিরক্ষার ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা হাতে নেন, যা SDI [Strategic Defense Initiative) নামে পরিচিত। সমালোচকেরা একে নক্ষত্র যুদ্ধ (Star War)- এর পরিকল্পনা হিসাবেও অভিহিত করেন।
১৯৮৩ সালে গ্রানাডায় সামরিক আগ্রাসন চালান।
☞ বিল ক্লিনটন
মার্কিন ৪২তম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিনটন ১৯৯৩-২০০০ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। তিনি সৎ পিতার পদবী ব্যবহার করতেন। তার স্ত্রী হিলারি ক্লিনটন। বিল ক্লিনটনের আত্মজীবনী 'My Life' এবং হিলারি ক্লিনটনের আত্মজীবনীমূলক গ্রন্থ 'Living history'.
☞ জর্জ ডব্লিউ বুশ
যুক্তরাষ্ট্রের ৪৩তম প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ২০০১-২০০৯ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইন ছিলেন জর্জ ডব্লিউ বুশের মন্ত্রিসভার সদস্য।
৪৩ তম মার্কিন প্রেসিডেন্ট। [ ২০০১-২০০৯ ]
৯/১১ [Nine-eleven): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসবাদী সংগঠন আল কায়েদার কতিপয় সদস্য বিমান ছিনতাই করে যুক্তরাষ্ট্রের টুইন-টাওয়ার, পেন্টাগনসহ বিভিন্ন স্থানে নজিরবিহীন আত্মঘাতী বিমান হামলা চালায়। এই ঘটনা ৯/১১ নামে পরিচিত।
বিশ্ব বাণিজ্য কেন্দ্র [ World Trade Centre ] : ১১০ তলা বিশিষ্ট বিশ্ব বাণিজ্য কেন্দ্র নিউইয়র্কে অবস্থিত ছিল। ৯/১১ এর সন্ত্রাসী বিমান হামলায় এটি পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়। নিউইয়র্কের টুইন টাওয়ারের ধ্বংসস্তুপ অঞ্চলটি এখন 'গ্রাউন্ড জিরো' [Ground Zero] নামে রচিত। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের স্থানে নির্মিতব্য টাওয়ারের নাম 'ওয়ার্ল্ড ট্রেড সেন্টার-১' । ৫৪১ মিটার উচু এ ভবনটির নির্মাণ কাজ শেষ হয় ২০১১ সালে।
পেন্টাগন [Pentagon]: ভার্জিনিয়ার আরলিংটনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর।
Department of Homeland Security: যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সন্ত্রাসী হামলা প্রতিরোধের জন্য ২০০২ সালে গঠন করা হয়।
অপারেশন এনডুরিং ফ্রিডম [Operation Enduring Freedom]: সন্ত্রাস বিরোধী যুদ্ধের অংশ হিসাবে ২০০১। সালে আফগানিস্তানে পরিচালিত মার্কিন অভিযান।
অপারেশন ইরাকি ফ্রিডম [ Operation Iraqi Freedom ] : সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ২০০৩ সালের ২০ মার্চ ইরাক আক্রমণ করে ।
আবু গারিব [Abu Gharib]: ইরাকের একটি কারাগার। এই কারাগারে মার্কিন সৈন্যরা ইরাকি মুসলিম কয়েদিদের অমানবিক নির্যাতন করে ।
গুয়ানতানামো বে বন্দিশালা [Guantenemo Jaill ] : কিউবায় অবস্থিত কুখ্যাত মার্কিন সামরিক বন্দীশালা।
☞ বারাক ওবামা
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট কেনিয় বংশোদ্ভূত, যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০৯-১৭ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। ২০০৯ সালে শাস্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। তার বিখ্যাত গ্রন্থ 'Dreams from my father, The Audacity of Hope, Change You Can Believe In.
৪৪তম মার্কিন প্রেসিডেন্ট। প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন প্রেসিডেন্ট। কেনীয় বংশোদ্ভূত। ৩৬৫ ইলেকটোরাল ভোট পেয়ে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিসাবে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
২০ জানুয়ারি, ২০০৯ প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।
২২ জানুয়ারি, ২০০৯ গুয়ান্তানামো বে বন্ধ ঘোষণা করেন।
প্রেসিডেন্টে বারাক হোসাইন ওবামা মিশরের কায়রোর আল আযহার বিশ্ববিদ্যালয়ে মুসলিম বিশ্বের প্রতি শুভেচ্ছা বক্তব্য দেন। ২০০৯ শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
ইলিনয় রাজ্যের সিনেটর ছিলেন ।
২০২০ সালের ১৭ নভেম্বর প্রকাশিত হবে ৪৪তম মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রেসিডেন্ট থাকাকালে নানা স্মৃতি নিয়ে লেখা বইয়ের প্রথম খণ্ড। 'A Promised Land" নামের ৭৬৮ পৃষ্ঠার ঐ স্মৃতিকথা প্রকাশিত হয় ২৫টি ভাষায়। বারাক ওবামার উল্লেখযোগ্য গ্রন্থগুলো: 'Dreams from My Father', 'The Audacity of Hope', "Change we can Believe in' এবং শিশুদের জন্য লেখা 'Of the Eye Sing'
☞ ডোনাল্ড ট্রাম্প
৪৫তম মার্কিন প্রেসিডেন্ট। ৩০৪ ইলেকটোরাল ভোট পেয়ে রিপাবলিক দলীয় প্রার্থী হিসাবে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
২০ জানুয়ারি, ২০১৭ প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।
☞ জো বাইডেন
৪৬তম মার্কিন প্রেসিডেন্ট। ৩০৬ ইলেকটোরাল ভোট পেয়ে রিপাবলিক দলীয় প্রার্থী হিসাবে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
২০ জানুয়ারি, ২০২১ প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।
☞ ডোনাল্ড ট্রাম্প
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট। ২৭৯ টি ইলেকটোরাল ভোট পেয়ে রিপাবলিক দলীয় প্রার্থী হিসাবে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
২১ জানুয়ারি, ২০১৫ প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।
ডোনাল্ড ট্রাম্প সরকারের গুরুত্বপূর্ণ পদের ব্যক্তিগণ :
ভাইস প্রেসিডেন্ট : জেমস ডেভিড ভ্যান্স
হাউস অব রিপ্রেজেন্টটেটিভের স্পিকার : জেমস মাইকেল জনসন
প্রধান বিচারপতি : জন জি রবার্টস
পররাষ্ট্রমন্ত্রী : মার্কো রুবিও
অর্থমন্ত্রী : স্কট কেনেথ হোমার বেসেন্ট
প্রতিরক্ষামন্ত্রী : পিট হেগসেথ
উপাদান | তথ্য |
|---|---|
| রানিং মেট | যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টকে রানিং মেট বলে। |
| রাজনৈতিক দল | ১. ডেমোক্র্যাট: নির্বাচনের প্রতীক- গাধা ২. রিপাবলিক: নির্বাচনের প্রতীক- হাতি |
| যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাংলাদেশ ভ্রমণ | • মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন প্রেসিডেন্ট থাকা অবস্থায় ২০০০ সালের ২০মার্চ একদিনের সফরে ঢাকা এসেছিলেন। • যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট হিসেবে জিমি কার্টার বাংলাদেশ সফর করেন ২০০১ সালের ২ আগস্ট। |
| মার্টিন লুথার কিং | • যুক্তরাষ্ট্রের নিগ্রোদের অধিকার আদায় আন্দোলনের অহিংসবাদী নেতা। • 1964 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। • ১৯৬৩ সালের ওয়াশিংটনের লংমার্চের নেতৃত্ব দেন এবং এ সময় I Have a Dream শীর্ষক বিখ্যাত ভাষণটি প্রদান করেন। • ১৯৬৮ সালের ৪ এপ্রিল আততায়ীর গুলিতে নিহত হন। |
# বহুনির্বাচনী প্রশ্ন
- আমেরিকার রাজধানী জর্জ ওয়াশিংটনের নামে
- প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন ১৭৭৯ সালে
- তিনি স্বাধীনতা সংগ্রামের সময় সেনাধ্যক্ষ ছিলেন।
- ১৮৬৩ সালে Emancipation Proclamation ঘোষণা করেন
- ক্রীতদাস প্রথা বিলোপ করেন।
- তাঁর সময়ে আমেরিকার গৃহযুদ্ধ (১৮৬১-১৮৬৩) হয়। ১৮৬৫ সালে আততায়ীর গুলিতে মারা যায়।
- তিনি 'গ্রিনব্যাক নামে এক ধরনের কাগজের মুদ্রা চালু করেন। ১৮৬৩ সালে তিনি দুই মিনিট স্থায়ী বিখ্যাত গেটিসবার্গ ভাষণ দেন।
- তাঁর দুটি বিখ্যাত উক্তি-
১. বুলেটের চেয়ে ব্যালট শক্তিশালী।
২. Democracy is a government of the people by the people and for the people.
# বহুনির্বাচনী প্রশ্ন
- প্রথম বিশ্বযুদ্ধেরে সময় তিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন।
- তিনি ছিলেন ২৮ তম প্রেসিডেন্ট।
- জাতিপুঞ্জ প্রতিষ্ঠায় ‘চৌদ্দ দফা' ঘোষণা করেন।
- লিগ অব ন্যাশনসের নামকরণ করেন।
- ট্রুম্যান ডক্টিন এর জন্য বিখ্যাত ।
- তিনি ছিলেন ৩৩তম প্রেসিডেন্ট।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে দায়িত্ব পালন করা এই মার্কিন প্রেসিডেন্ট জাপানের হিরোশিমায় আণবিক বোমা নিক্ষেপের ঘোষণা দেন।
# বহুনির্বাচনী প্রশ্ন
☞ জন এফ কেনেডি
৩৫ তম মার্কিন প্রেসিডেন্ট। [১৯৬১-১৯৬৩]
কেনেডি তাঁর অভিষেক ভাষণে বলেন, 'Ask not what your country can do for you, Ask you can do for your country' তিনি আরও বলেন, 'Let us never negotiate out of fear. But let us never fear to negotiate'
'কিউবার ক্ষেপনাস্ত্র সঙ্কট' [ Cuban Missile Crisis] তাঁর সময়কালের একটি উল্লেখযোগ্য ঘটনা।
পুলিৎজার পুরস্কার বিজয়ী একমাত্র মার্কিন প্রেসিডেন্ট।
১৯৬৩ সালের ২২ নভেম্বর গুপ্তঘাতকের হাতে নিহত হন।
# বহুনির্বাচনী প্রশ্ন
- ওয়াটার গেট কেলেংকারীর সাথে জড়িত।
- যুক্তরাষ্ট্রের পদত্যাগকারী প্রেসিডেন্ট।
- আমেরিকার ৩৭তম প্রেসিডেন্ট।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন।
- বসনিয়া যুদ্ধবিরতি স্বাক্ষর করার সময় মধ্যস্থতাকারী ছিলেন।
- ৩৯তম প্রেসিডেন্ট ছিলেন।
- তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম- 'White House Diary.
- হলিউডের অভিনেতা ছিলেন।
- তিনি ছিলেন ৪০তম প্রেসিডেন্ট।
- যুক্তরাষ্ট্র গ্রানাডায় সামরিক আগ্রাসন চালান।
- ২০০০ সালে তিনি ১ দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন।
- ৪২তম প্রেসিডেন্ট।
- তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম-
'My Life'.
The President is Missing (Novel).
# বহুনির্বাচনী প্রশ্ন
- তিনি ছিলেন সাবেক ৪৩তম মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের পিতা ।
- তিনি পানামার স্বৈরশাসক জেনারেল নরিয়েগাকে উৎখাত করেছিলেন।
- তিয়েনআনমেন স্কয়ারে ১৯৮৯ সালে ছাত্রদের ওপর নিগ্রহের পর চীনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল বুশ সরকার।
- ৪৩তম মার্কিন প্রেসিডেন্ট
- তাঁর সময়ে আল কায়দা যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার, পেন্টাগনসহ বিভিন্ন স্থানে আত্মঘাতী বিমান হামলা চালায় যা Nine-eleven নামে পরিচিত।
- টুইন টাওয়ারের ধ্বংসস্তুপটি এখন গ্রাউন্ড জিরো নামে পরিচিত
- সন্ত্রাস বিরোধী যুদ্ধের অংশ হিসেবে ২০০১ সালে আফগানিস্তানে
- Oppression enduring freedom পরিচালনা করেন ।
- ২০০৩ সালের ২০ মার্চ ইরাকে আক্রমণ করেন war on terror নামে।
# বহুনির্বাচনী প্রশ্ন
- ৪৪তম মার্কিন প্রেসিডেন্ট।
- প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন প্রেসিডেন্ট কেনীয় বংশোদ্ভূত।
- ২০০৯ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কিউবায় অবস্থিত কুখ্যাত মার্কিন সামরিক বন্দীশালা গুয়ানতানামো বে ২০০৯ সালে বন্ধ ঘোষণা করেন।
- ২০০৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- ইলিনয় রাজ্যের সিনেটর ছিলেন।
# বহুনির্বাচনী প্রশ্ন
- সবচেয়ে বেশি বয়সে (৭৭ বছর বয়সে) মার্কিন প্রেসিডেন্ট (৪৬তম) নির্বাচিত হন।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ পপুলার ভোট লাভ করেন।
- তিনি দীর্ঘসময় ডেলাওয়্যার অঙ্গরাজ্যের সিনেটর (১৯৭৩- ২০০১) হিসেবে দায়িত্ব পালন করেন।
- তিনি আমেরিকার ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
জো বাইডেনের বিখ্যাত গ্রন্থ:
“Promises to Keep ”
"Promise Me, Dad"
# বহুনির্বাচনী প্রশ্ন
- ২য় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন।
- ক্ষমতায় ছিলেন- ১২ বছর (দুই মেয়াদের বেশি)।
- ৩২ তম মার্কিন প্রেসিডেন্ট।
- জাতিসংঘ নামকরণ করেন।
- পুলিত্জার পুরস্কার লাভ করেন।
- তিনি ছিলেন আমেরিকার ৩৫তম প্রেসিডেন্ট।
- তাঁর বিখ্যাত উক্তি-
Ask not what your country can do for you, ask you can do for your country.
Let us never negotiate out of fear, but let us never fear to negotiate.
☞ ডোনাল্ড ট্রাম্প
৪৫তম মার্কিন প্রেসিডেন্ট। ৩০৪ ইলেকটোরাল ভোট পেয়ে রিপাবলিক দলীয় প্রার্থী হিসাবে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
২০ জানুয়ারি, ২০১৭ প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।
☞ ডোনাল্ড ট্রাম্প
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট। ২৭৯ টি ইলেকটোরাল ভোট পেয়ে রিপাবলিক দলীয় প্রার্থী হিসাবে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
২১ জানুয়ারি, ২০১৫ প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।
ডোনাল্ড ট্রাম্প সরকারের গুরুত্বপূর্ণ পদের ব্যক্তিগণ :
ভাইস প্রেসিডেন্ট : জেমস ডেভিড ভ্যান্স
হাউস অব রিপ্রেজেন্টটেটিভের স্পিকার : জেমস মাইকেল জনসন
প্রধান বিচারপতি : জন জি রবার্টস
পররাষ্ট্রমন্ত্রী : মার্কো রুবিও
অর্থমন্ত্রী : স্কট কেনেথ হোমার বেসেন্ট
প্রতিরক্ষামন্ত্রী : পিট হেগসেথ