ইউরো (মুদ্রা প্রতীক: €; ব্যাংক কোড: EUR) হল ইউরোপীয় ইউনিয়ন দেশসমূহের মুদ্রা। বর্তমানে ইউরো ইউরোপের ২০টি দেশে ব্যবহৃত। ১৯৯৯ সালে ইউরোপের ১৪টি দেশ (অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবুর্গ, মোনাকো, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সান মারিনো এবং ভ্যাটিকান সিটি) ইউরো প্রথমদিকে ব্যবহার করতে শুরু করে।
ইউরো |
---|
Manoranjan Dhar
M. Mansur Ali
Yousuf Ali
M A G Osmani
মার্কিন ডলার বর্তমানে বিশ্বের সর্বাধিক প্রচলিত দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিশ্ব মুদ্রা বাজারে এটি সবচেয়ে শক্তিশালী মুদ্রা (Hard Currency) হিসেবে পরিগণিত করা হয়। ডলারের এক শতাংশের নাম সেন্ট। অর্থাৎ ১ ডলার = ১০০ সেন্ট। মার্কিন গৃহযুদ্ধের সময় (১৮৬১-১৮৬৫) আব্রাহাম লিংকন যুক্তরাষ্ট্রে Greenback নামক এক প্রকার কাগজের মুদ্রা চালু করেছিলেন।
যেসব দেশের মুদ্রার নাম ডলার-
অস্ট্রেলিয়া
বেলিজ
তাইওয়ান
ব্রুনাই
বাহামা
গ্রানাডা
অ্যান্টিগুয়া
কানাডা
জিম্বাবুয়ে
ইকুয়েডর
পূর্ব তিমুর
বার্বাডোস
ফিজি, হংকং
লাইবেরিয়া
বারবুডা
নিউজিল্যান্ড
নামিবিয়া
গায়ানা
সুঙ্গাপুর
সুরিনাম
জ্যামাইকা
জানুয়ারি, ১৯৯৯ আর্থিক বাজারে ইউরো মুদ্রা প্রবর্তিত হয়। ইউরো মুদ্রা হলো ইউরোপীয় ইউনিয়ন একক মুদ্রা। ১ জানুয়ারি, ২০০২ ইউরো নোট ও ধাতব মুদ্রা বাজারে ছাড়া হয়। ১ মার্চ, ২০ শগুলো পুরাতন মুদ্রা বাতিল করে দেয় এবং একক মুদ্রা হিসাবে ইউরো চালু করে। রবার্ট মুলোকের জনক বলা হয়। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ১৯টি সহ মোট ইউরো মুদ্রা চালু আছে ২৫ টি দেশে। ১ জানুয়ারি, ২০১৫, লিথুয়ানিয়া ১৯তম দেশ হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করে।
যেসব দেশের মুদ্রার নাম ইউরো -
ইতালি
ফ্রান্স
জার্মানি
স্পেন
অস্ট্রিয়া
বেলজিয়াম
লুক্সেমবার্গ
নেদারল্যান্ড
সাইপ্রাস
মাল্টা
মোনাকো
এস্তোনিয়া
লাটভিয়া
আয়ারল্যান্ড
পর্তুগাল
শোধেনিয়া
গ্রিস
ফিনল্যান্
ক্র্যাটিকান সিটি
স্যানমেরিনো
মন্টিনিগ্রো
লিথুয়ানিয়া
কসোভো
যুক্তরাজ্য, মিশর, সিরিয়া, সুদান, দক্ষিণ সুদান, লেবানন, প্রভৃতি দেশের মুদ্রার নাম পাউন্ড। পাউন্ডকে Green money বলা হয়।
গ্যাবন, নিরক্ষীয় গিনি, গিনি, গিনি-বিসাউ, বেনিন, বুর্কিনা ফাসো, বুরুন্ডি, কঙ্গো প্রজাতন্ত্র, ক্যামেরুন, চাদ, কমোরোস, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, আইভরি কোস্ট, জিবুতি, মালি, লিচেনস্টেইন, নাইজার, রুয়ান্ডা, সেনেগাল, সুইজারল্যান্ড প্রভৃতি দেশের মুদ্রার নাম ফ্রাঙ্ক
শিলিং (Shilling) : সোমালিয়া, উগান্ডা, কেনিয়া, তানজানিয়া, প্রভৃতি দেশের মুদ্রা।
পেসো (Peso ) : আর্জেন্টিনা, মেক্সিকো, ফিলিপাইন, চিলি, কলম্বিয়া, কিউবা, উরুগুয়ে, ডোমিনিকান প্রজাতন্ত্র প্রভৃতি দেশের মুদ্রা।
রুপি (Rupee) : ভারত, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, সিচেলিস প্রভৃতি দেশের মুদ্রা ।
দিনার (Dinar) : আলজেরিয়া, জর্ডান, কুয়েত বাহরাইন, ইরাক, লিবিয়া, সার্বিয়া, তিউনিসিয়া
দিরহাম (Dirham) : সংযুক্ত আরব আমিরাত, মরক্কো প্রভৃতি দেশের মুদ্রা।
ডিজিটাল মুদ্রা হলো ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা। বিশ্বের প্রথম ডিজিটাল মুদ্রা Bitcoin । যেমন- Bitcoin ( BTC), Litecoin (LTC), Ethereum (ETH), Ripple (XRP), Libra (ফেইজবুক) ইত্যাদি। বিশ্বের প্রথম দেশ হিসেবে বিট কয়েনকে বৈধ মুদ্রার (Currency) স্বীকৃতি দেয় এল সালভেদর। মধ্যপ্রাচ্যের দুই দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত লেনদেনের জন্য ডিজিটাল মুদ্রা আবের প্রবর্তনের ঘোষণা দিয়েছে। ২০০৯ সালে সাতোশি নাকামোতো (অজ্ঞাতনামা) বিট কয়েনের প্রচলন করেন। ১ এপ্রিল, ২০১৭ সালে জাপান আনুষ্ঠানিক ভাবে বিটকয়েনকে স্বীকৃতি দিয়েছে।
আরও দেখুন...