Job
সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী - প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী

বাংলাদেশ সশস্ত্র বাহিনী হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনী যা সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ এবং বাংলাদেশ কোস্ট গার্ডসহ অন্যান্য আধা সামরিক বাহিনীগুলো সাধারণ সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকে, তবে যুদ্ধকালীন সময়ে তারা বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর অধীনে পরিচালিত হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি সামরিক বাহিনীর সর্বাধিনায়ক এবং প্রতিরক্ষা মন্ত্রনালয় হল প্রধান প্রশাসনিক প্রতিষ্ঠান যেখানে সামরিক আইন তৈরী ও বাস্তবায়ন করা হয়। বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজেই বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী। ১৯৭১-এর ২১শে নভেম্বর মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের সামরিক বাহিনী গঠিত হয়। প্রতিবছর ২১শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসাবে পালিত হয়।

জেনে নিই

  • বাংলাদেশ সেনাবাহিনীর পূর্বনাম- ইস্টবেঙ্গল রেজিমেন্ট।
  • বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস- ২১ নভেম্বর।
  • ISSB-Inter Service Selection Board
  • ISSB হলো- সামরিক বাহিনীতে নিয়োগ ও বাছাই বোর্ড ।
  • বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সুপ্রীম কমান্ডার প্রেসিডেন্ট।
  • বাংলাদেশ সামরিক জাদুঘর ঢাকা সেনানিবাসে।
  • বাংলাদেশের সেনাবাহিনীর সদর দপ্তর- কুর্মিটোলা, ঢাকা।
  • বাংলাদেশ নৌ বাহিনীর সদর দপ্তর- ঢাকার বনানী।
  • বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তর- ঢাকার কুর্মিটোলা।
  • বাংলাদেশ এয়ারফোর্স ট্রেনিং সেন্টার- যশোর।
  • বাংলাদেশ নৌ বাহিনীর প্রতীক- কাছি বেষ্টিত নোঙ্গর ও এর ওপর শাপলা।
  • সামরিক স্টাফ কলেজ অবস্থিত- মিরপুর সেনানিবাসে।
  • সেনাবাহিনীর প্রথম প্রধান ছিলেন এম এ জি ওসমানী
  • বিমানবাহিনীর প্রথম প্রধান ছিলেন এ কে খন্দকার
  • নৌবাহিনীর প্রথম প্রধান ছিলেন ক্যাপ্টেন নূরুল হক
Content added By
  • আনুষ্ঠানিক যাত্রা- ২১ নভেম্বর, ১৯৭১।
  • সদর দপ্তর- কুর্মিটোলা, ঢাকা ।
  • প্রথম মহিলা বিগ্রেডিয়ার- সুরাইয়া রহমান ।
  • প্রথম চাকমা মেজর জেনারেল- অনুপ কুমার চাকমা।
  • সামরিক বাহিনীতে নিয়োগ ও বাছাই বোর্ড এর নাম- ISSB
  • বর্তমান সর্বোচ্চ পদ- জেনারেল ।
  • নিয়মিতভাবে জেনারেল পদবী প্রাপ্ত প্রথম ব্যক্তি জেনালের মঈন উদ্দীন আহমেদ।
  • পূর্ব নাম- ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
  • ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা- মেজর এম এ জি ওসমানী।
  • সেনাবাহিনীর শ্লোগান- সমরে আমরা শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে।
Content added By
আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রম
স্থলমাইন উদ্ধার
মানব কল্যাণ কার্যক্রম
দেশের বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ
  • যাত্রা- ১৯৭১ সালে।
  • বাংলাদেশ এয়ার ফোর্স ট্রেনিং সেন্টার- যশোর।
  • বিমানবাহিনীর শ্লোগান- বাংলার আকাশ রাখিব মুক্ত।
  • সদর দপ্তর- কুর্মিটোলা, ঢাকা।
  • প্রতীক- উড়ন্ত ঈগল ও এর উপরে শাপলা এবং দু পাশে দুটি করে ৪ টি তারকা।
Content added By
  • নৌবাহিনী সদর দপ্তর- বনানী, ঢাকা।
  • নৌবাহিনীর শ্লোগান- শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয় ।
  • আনুষ্ঠানিকভাবে যাত্রা- ১০ ডিসেম্বর, ১৯৭২ সালে।
  • যাত্রা শুরু করে- ২ টি গান বোট নিয়ে (পদ্মা এবং পলাশ) ।
  • প্রথম রণতরী- বিএনএস পদ্মা।
  • সর্বোচ্চ পদবী- ভাইস এডমিরাল ।
  • সোর্ড অব অনার প্রাপ্ত একমাত্র নৌ-ক্যাডেট- মারজিয়া ইসলাম।
  • বাংলাদেশের প্রথম ভাইস এডমিরাল- সরওয়ার জাহান নিজাম ।
  • নৌবাহিনীর প্রতীক- কাছি বেষ্টিত নোঙর ও এর ওপর শাপলা ।
Content added By
  • POLICE শব্দটি এসেছে- পর্তুগিজ ভাষা থেকে।
  • POLICE শব্দটির পূর্ণ রূপ হলো- P = Polite, O = Obedient, L = Loyal, I = Intelligent, C = Courageous, E = Efficient.
  • পুলিশের মূলনীতি- শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি ।
  • বাংলাদেশ পুলিশ গঠিত হয়- পুলিশ আইন ১৮৬১ দ্বারা।
  • উপমহাদেশে পুলিশ প্রথা চালু করেন- লর্ড ক্যানিং, ১৮৬১ সালে।
  • বাংলাদেশ পুলিশ যে মন্ত্রণালয়ের অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।
  • বাংলাদেশ পুলিশ ইন্টারপোলের সদস্য হয়- ১৯৭৬ সালে।
  • জেলার পুলিশ প্রধানের পদবী- এসপি।
  • পুলিশের সর্বোচ্চ কর্মকর্তার পদবী- আইজিপি (ইনসপেক্টর জেনারেল অব পুলিশ)।
  • থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা- অফিসার ইনচার্জ বা ওসি।
  • পুলিশের প্রথম আইজিপি ছিলেন- এম. এ খালেক (১৯৭১-৭৩)

পুলিশের ব্যবহৃত আইন

  • ৫৪ ধারা বিনা ওয়ারেন্টে পুলিশ কর্তৃক গ্রেপ্তার করার ক্ষমতা।
  • ১৪৪ ধারা মানুষের চলাচল, আচরণ এবং মৌলিক কর্মকাণ্ডের বিধিনিষেধ বা নিয়ন্ত্রণ ।
  • ৪২০ ধারা বাংলাদেশ Penal Code এর একটি ধারা যা প্রতারণার জন্য ব্যবহৃত হয়।
Content added By
  • বর্তমান নাম- আনসার ভিডিপি একাডেমি।
  • ১৯৯৬ সালে নামকরণ করা হয়- আনসার ভিডিপি
  • VDP এর পূর্ণরূপ- Village Defence Party
  • যাত্রা শুরু- ১৯৭৬ সালে।
  • আনসার একাডেমি অবস্থিত- সফিপুর, গাজীপুর।
Content added By
  • বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী অর্থনৈতিক জোন ও সমুদ্র সম্পদ রক্ষায় নিয়োজিত আধা সামরিক বাহিনী- বাংলাদেশ কোস্টগার্ড যারা বাংলাদেশ নৌ বাহিনী থেকে স্থানান্তরিত হয়ে আসে।
  • কোস্টগার্ড বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত ।
  • সদর দপ্তর- শের-ই-বাংলা নগর, ঢাকা।
  • কার্যক্রম শুরু করে- ২০ ডিসেম্বর, ১৯৯৫ সালে।
Content added By
  • RAB - Rapid Action Battalion.
  • সদর দপ্তর- কুর্মিটোলা, ঢাকা।
  • যাত্রা শুরু ২০০৪ সালের ২৬ মার্চ।
  • শ্লোগান- বাংলাদেশ আমার অহংকার।
  • RAB- স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত।
Content added By
ডিএমপি অ্যাক্ট ১৯৭৬
ডিবি পুলিশ অ্যাক্ট ১৯৮৩
Rapid একশন ব্যাটালিয়ন অ্যাক্ট ২০০৩
আর্মড পুলিশ ব্যাটালিয়ন অ্যাক্ট ১৯৭৯
ল’ এনফোর্সমেন্ট অ্যাক্ট, ১৯৭৯
স্পেশাল ফোর্সের অ্যাক্ট, ১৯৯১
এলিট ফোর্সেস অ্যাক্ট, ১৯৮৪
পুলিশ ব্যাটালিয়ন অ্যাক্ট, ১৯৭৯
র‍্যাপিড অ্যাকশন টুপ
র‍্যাপিড অ্যাকশন টিম
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিশন
র‍্যাপিড অ্যাকশন ব্রাঞ্চ
র‍্যাপিড অ্যাকশন বুরো
  • বর্ডার গার্ড বাংলাদেশ (বাংলাদেশ সীমান্ত রক্ষক) বাংলাদেশের একটি আধাসামরিক বাহিনী ।
  • এর কাজ হল মূলত- বাংলাদেশের সীমান্ত রক্ষা করা
  • এর প্রধান কার্যালয়- ঢাকার পিলখানায় অবস্থিত ।
  • বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পূর্বে এর নাম ছিল ইস্ট পাকিস্তান রাইফেল্স (ইপিআর)।
  • বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর- ৩ মার্চ, ১৯৭২ সালে এর নাম হয় 'বাংলাদেশ রাইফেলস/ বিডিআর।
  • ২০০৯ সালে পুনরায় নাম পরিবর্তন করে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
  • ২০১৬ সালে এই বাহিনীতে সর্বপ্রথম নারী সৈনিক যোগ দেয়।
Content added By
Please, contribute to add content into দুদক- দুর্নীতি দমন কমিশন.
Content

বাংলাদেশ সশস্ত্র বাহিনী হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনী যা সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ এবং বাংলাদেশ কোস্ট গার্ডসহ অন্যান্য আধা সামরিক বাহিনীগুলো সাধারণ সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকে, তবে যুদ্ধকালীন সময়ে তারা বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর অধীনে পরিচালিত হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি সামরিক বাহিনীর সর্বাধিনায়ক এবং প্রতিরক্ষা মন্ত্রনালয় হল প্রধান প্রশাসনিক প্রতিষ্ঠান যেখানে সামরিক আইন তৈরী ও বাস্তবায়ন করা হয়। বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজেই বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী। ১৯৭১-এর ২১শে নভেম্বর মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের সামরিক বাহিনী গঠিত হয়। প্রতিবছর ২১শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসাবে পালিত হয়।

Content added By
Please, contribute to add content into প্রতিরক্ষা মন্ত্রণালয়.
Content
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রণালয়
প্রতিরক্ষা মন্ত্রণালয়
পরিবেশ ও বন মন্ত্রণালয়
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্তণালয়
Please, contribute to add content into বাংলাদেশ সরকারি কর্ম কমিশন.
Content
Please, contribute to add content into বিসিএস-BCS (Bangladesh civil service).
Content
Please, contribute to add content into বিডিআর (BDR).
Content
১২ ফেব্রুয়ারি ২০০৭
২৩ ফেব্রুয়ারি ২০০৮
২৪ ফেব্রুয়ারি ২০০৯
২৫ ফেব্রুয়ারি ২০০৯
২৫ ফ্রেব্রুয়ারি ২০০৯
২৫ ফ্রেব্রুয়ারি ২০১০
২১ অগাস্ট ২০০৯
২১ সেপ্টেম্বর ২০১০