Summary
সনদ অনুযায়ী জাতিসংঘের ছয়টি মূল অঙ্গ সংগঠন রয়েছে।
১. সাধারণ পরিষদ (General Assembly)
২. নিরাপত্তা পরিষদ (Security Council)
৩. অছি পরিষদ (Trusteeship Council)
৪.. আন্তর্জাতিক আদালত (ICJ)
৫. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC)
৬. সচিবালয় (Secretariat )
জাতিসংঘের মূল সংস্থা ৬ টি
সাধারণ পরিষদ |
কাজ- নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচন, মহাসচিব নিয়োগ, নতুন সদস্য গ্রহণ, বাজেট দেন। কোন রাষ্ট্রকে বহিষ্কার করা। |
|---|---|
নিরাপত্তা পরিষদ |
কাজ- আন্তর্জাতিক বিরোধের নিষ্পত্তি, বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা |
অর্থনৈতিক ও সামাজিক পরিষদ |
১. ECA Economic Commission of Africa. (আদ্দিস আবাবা, ইথিওপিয়া) ২. ECE Economic Commission of Europe. (জেনেভা, সুইজারল্যান্ড)। ৩. ECLAC Economic Commission for Latin America and the Caribbean. (সান্টিয়াগো, চিলি)। ৪. ESCAP-Economic and Social Commission for Asia and the Pacific. (ব্যাংকক, থাইল্যান্ড)। ৫. ESCWA- Economic and Social Commission for Western Asia, (বৈরুত, লেবানন)। কাজ- ভবনযাত্রার মান উন্নয়ন, বেকার সমস্যা সমাধান শিক্ষা প্রान ও বাহ বিভিন্ন তল্যাণমূলক কাজ | |
অছি পরিষদ |
কাজ- অনুন্নত অঞ্চলের তত্ত্বাবধান, অন্তর্ভূক্ত অঞ্চলের উন্নতি ও অধিবাসীদের স্বাধীনতা। |
সচিবালয় |
কাজ- মহাসচিব ও অন্যান্য কর্মকর্তাদের নিয়ে গঠিত, প্রধান থাকেন মহাসচিব যিনি ৫ বছরের জন্য নির্বাচিত হন। |
আন্তর্জাতিক বিচারালয় |
কাজ- এই আদালতে কোন ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যায় না। কিন্তু আন্তর্জাতিক বিরোধের ক্ষেত্রে জাতিসংঘের যে কোন সদস্য রাষ্ট্র অন্য সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারবে। |
# বহুনির্বাচনী প্রশ্ন
- UNCTAD- United Nations Conference on Trade and Development.
- সদর দপ্তর জেনেভা (সুইজারল্যান্ড)।
- বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে - UNCTAD
# বহুনির্বাচনী প্রশ্ন
- UNDP- United Nations Development Programme.
- দপ্তর- নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র)।
- সূচকের নাম Human Development Index.
- স্টোরকিপার MDG, SDG.
# বহুনির্বাচনী প্রশ্ন
✓Least Developed Countries(LDC) = স্বল্পোন্নত দেশ।
✓LDC হলো উন্নয়নশীল দেশগুলির একটি তালিকা যা জাতিসংঘের মতে, আর্থ-সামাজিক বিকাশের সর্বনিম্ন সূচক প্রদর্শন করে।
✓২০২১ সালের হিসাবে, ৪৬ টি দেশকে এলডিসি হিসাবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
✓১৯৭১ সালে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা করা হয়।
✓বাংলাদেশ ১৯৭৫ সালে এই তালিকায় অন্তর্ভুক্ত হয়। ধারনা করা হচ্ছে, পাঁচ বছর পর এলডিসি থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের কাতারে চলে যাবে বাংলাদেশ।
✓বর্তমানে ৪৭টি স্বল্পোন্নত দেশ আছে। এ পর্যন্ত মালদ্বীপ, বতসোয়ানা, ইকুয়েটোরিয়াল গিনি, সামোয়া ও কেইপ ভার্দে—এই পাঁচ দেশ এলডিসি(LDC) থেকে বের হয়েছে।
# বহুনির্বাচনী প্রশ্ন
- FAO- Food and Agricultural Organization.
- প্রতিষ্ঠিত হয়- ১৯৪৫ সালে।
- সদর দপ্তর- রোম (ইতালি)।
- FAO এর সদস্য নয় ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন।
# বহুনির্বাচনী প্রশ্ন
# বহুনির্বাচনী প্রশ্ন
- WIPO - World Intellectual Property Organization.
- জাতিসংঘের মেধা সংরক্ষণ সংস্থা - WIPO.
- সদর দপ্তর- জেনেভা (সুইজারল্যান্ড)
# বহুনির্বাচনী প্রশ্ন
- UNHCR - United Nations High Commissions for Refugees,
- জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ।
- সদর দপ্তর- জেনেভা (সুইজারল্যান্ড)।
- শান্তিতে নোবেল পুরস্কার পায় ২ বার (১৯৫৪ ও ১৯৮১ সালে) ।
# বহুনির্বাচনী প্রশ্ন
- প্রতিষ্ঠিত হয়- ১৯৪৪ সালে।
- IBRD কার্যক্রম শুরু করে- ১৯৪৬ সালে।
- বিশ্ব ব্যাংক বলতে মূলত বুঝায় = IBRD কে
- উদ্দেশ্য- এটি মধ্যম আয়ের দেশ ও দরিদ্র দেশগুলোকে ঋণ ও আর্থিক সহায়তা দেয়।
# বহুনির্বাচনী প্রশ্ন
- প্রতিষ্ঠিত হয়- ১৯৫৬
- উদ্দেশ্য- উন্নয়নশীল দেশের টেকসই উন্নয়নে বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করে।
# বহুনির্বাচনী প্রশ্ন
- প্রতিষ্ঠিত হয়- ১৯৬৬
- উদ্দেশ্য- সরকার এবং বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি করতে কাজ করে।
- IFAD- International Fund for Agricultural Development.
- সদর দপ্তর রোম (ইতালি)।
# বহুনির্বাচনী প্রশ্ন
- UPU- Universal Postal Union.
- সদর দপ্তর- বার্ন (সুইজারল্যান্ড)।
- প্রতিষ্ঠিত হয়- ১৮৭৪ সালে।
# বহুনির্বাচনী প্রশ্ন
- UNIDO- United Nations Industrial Development Organization
- জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা - UNIDO.
- সদর দপ্তর- ভিয়েনা (অস্ট্রিয়া)।
# বহুনির্বাচনী প্রশ্ন
- UNEP- United Nations Environment Programme
- জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ।
- প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে স্টকহোম সামিটের মাধ্যমে।
- সদর দপ্তর- নাইরোবি (কেনিয়া) ।
# বহুনির্বাচনী প্রশ্ন
- ICAO - International Civil Aviation Organization.
- বিশ্ব বেসামরিক বিমান সংস্থা
- সদর দপ্তর মন্ট্রিল, কানাডা।
# বহুনির্বাচনী প্রশ্ন
- UNFPA- United Nations Fund for Population Activities.
- জাতিসংঘের জনসংখ্য তহবিল।
- সদর দপ্তর- নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র)