আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী ' প্যারিস প্যাক্ট' স্বাক্ষরিত হয়? ১৯২৮ সালের ২৭ আগস্ট ফ্রান্সের প্যারিসে 'প্যারিস প্যাস্ট' স্বাক্ষরিত হয়। চুক্তিটি 'ক্যালগ - ব্রিয়ান্ড ' বলেও পরিচিত। কার্যকর হয় ২৪ জুলাই ১৯২৯ ।
৬২২ খ্রিষ্টাব্দের ২৪শে সেপ্টেম্বর হযরত মুহাম্মাদ (সাঃ) মদিনা নগরীতে হিজরত করেন। এসময় সেখানে বসবাসরত বানু আউস এবং বানু খাযরাজ সম্প্রদায় দ্রুতির মধ্যে ছিল। গোষ্ঠীগত হিংসা-বিদ্বেষ, তারা কলহে লিপ্ত ছিল। এ দুটি সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব সম্প্রীতি স্থাপন ও মদিনায় বসবাসরত সকল গোত্রের মধ্যে সুশাসন ও শান্তি প্রতিষ্ঠ লক্ষ্যে ইসলামের নবী মুহাম্মাদ (সাঃ) ৪৭ ধারার একটি সনদ বা সংবিধান প্রণয়ন করেন। | যা ইতিহাসে মদিনার সনদ (Medina charter) নামে পরিচিত। এটিই পৃথিবীর প্রথম লিখিত সনদ বা সংবিধান।
প্রথম ভার্সাই চুক্তি (১৭৮৩)
দ্বিতীয় ভার্সাই চুক্তি (১৯১৯)
দ্বিতীয় ভার্সাই চুক্তির প্রধান দিকসমূহ
শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোকে তাদের জাতীয় সীমানা বিলুপ্তি করে দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে। শেনজেন চুক্তির উদ্দেশ্য ছিল সীমানাবিহীন একটি ইউরোপ তৈরি করা যা "শেঞ্জেন এলাকা" নামে পরিচিত হবে।
ব্যথার দান
দোলনচাঁপা
শিউলি মালা
সোনার তরী
মন্ট্রিয়ল চুক্তি বা মন্ট্রিয়ল প্রটোকল হচ্ছে একটি আন্তর্জাতিক চুক্তি। ওজোন স্তরকে রক্ষা করার জন্যে ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর সাক্ষরিত হয় মন্ট্রিল চুক্তি, এবং ১৯৮৯ সালের ১ জানুয়ারি থেকে এটি কার্যকর হয়। এ পর্যন্ত মন্ট্রিয়ল চুক্তি ৫ বার সংশোধন হয়। সর্বশেষ ২০১৬ সালে এটি সংশোধিত হয়- কিগালিতে, রুয়ান্ডা।
বিশ্বব্যাপী পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (সংক্ষেপে সিটিবিটি) সামরিক ও অসামরিক ক্ষেত্রে যাবতীয় পারমাণবিক পরীক্ষার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর জাতিসংঘের ৫১তম অধিবেশনে এই চুক্তি গৃহীত হয়। দুখের বিষয় হলো এ চুক্তি এখনো কার্যকর করা সম্ভব হয়নি।
জেনেভা কনভেনশন মূলত যুদ্ধাপরাধ সংক্রান্ত আন্তর্জাতিক ৪টি চুক্তি ও ৩টি প্রটোকলের সম্মনয়ে গৃহীত পদক্ষেপ। জেনেভা কনভেনশন “১৯৪৯ সালের একটি সন্ধিপত্রকে" নির্দেশ করে, যেটি সম্পাদিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিরূপ প্রতিক্রিয়া ও তার ফলাফল সরূপ। ১৯৪৯ সালে পূর্বের তিনটি কনভেনশন (১৮৬৪, ১৯০৬ ও ১৯২৯) সালে সম্পাদিত যা পরিমার্জন ও সম্প্রসারণ করা হয়। চতুর্থ কনভেনশনটি যোগ করা হয় ১৯৪৯ সালে। এটি "চারটি রেডক্রস কনভেনশন” নামেও পরিচিত।
১ম জেনেভা কনভেনশন
২য় জেনেভা কনভেনশন
৩য় জেনেভা কনভেনশন
৪র্থ জেনেভা কনভেনশন
Ramsar Convention হলো বিশ্বব্যাপী জৈবপরিবেশ রক্ষার একটি সম্মিলিত প্রয়াস। ১৯৭১ খ্রিস্টাব্দে ইরানের রামসারে পৃথিবীর বিভিন্ন দেশসমূহ Convention on Waterland নামক একটি আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করে।
ওজোন স্তর সুরক্ষা জন্য ভিয়েনা কনভেনশন একটি বহুমুখী পরিবেশগত চুক্তি। এটি ১৯৮৫ সালের ভিয়েন কনফারেন্সের সম্মত হয়েছিল এবং ১৯৮৮ সালে কার্যকর হয়। সার্বভৌমত্বের শর্তানুযায়ী এটি সর্বকালের সর্বাধিক সফল চুক্তিগুলির মধ্যে একটি। এটা ওজোন স্তর (স্ট্রাটোমন্ডল) রক্ষা আন্তর্জাতিক প্রচেষ্টা জন্য একটি কাঠামো হিসাবে কাজ করে।
কনভেনশনটি ৫ জুন ১৯৯২ তারিখে রিও ডি জেনিরোতে আর্থ সামিটে স্বাক্ষরের জন্য খোলা হয়েছিল এবং ২৯ ডিসেম্বর ১৯৯৩ সালে কার্যকর হয়। মার্কিন যুক্তরাষ্ট্রই একমাত্র জাতিসংঘের সদস্য রাষ্ট্র যারা এই কনভেনশনটি অনুমোদন করেনি। এর দুটি সম্পূরক চুক্তি রয়েছে, কার্টাগেনা প্রটোকল এবং নাগোয়া প্রোটোকল ।
Read more