১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ গঠিত হয়। জাতিসংঘ রাতারাতি প্রতিষ্ঠিত হয়নি। ১১ টি সম্মেলনের মধ্য দিয়ে। জাতিসংঘ প্রতিষ্ঠিত জাতিসংঘের পাঁচটি সদস্য (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চান) এর বিশেষ ক্ষমতা (Veto Power) রয়েছে, যে ক্ষমতার বলে এই পাঁচ সদস্যের যে কেউ জাতিসংঘের যেকোন সিদ্ধান্তকে নাকচ করে দিতে পারে।
জেনে নিই
মানবাধিকার
জলবায়ু
শান্তি
অভিবাসন
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য- ৫টি
১. যুক্তরাষ্ট্র
২. যুক্তরাজ্য
৩. ফ্রান্স
৪. রাশিয়া
৫. চীন
জেনে নিই
জাতিসংঘের আলাপ-আলোচনার মূল সভা সাধারণ পরিষদ। প্রতিবছর সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। অধিবেশনে প্রতিটি দেশ সর্বোচ্চ প্রতিনিধি পাঠাতে পারে ৫ জন। সাধারণ পরিষদের যে পাঁচটি আঞ্চলিক এলাকা থেকে পালাক্রমে নির্বাচিত হন সেগুলো হলো এশিয়া, আফ্রিকা, পূর্ব ইউরোপ, ল্যাটিন আমেরিকা এবং পশ্চিম ও অন্যান্য দেশ।
নারী সভাপতি ও ন্যায়পাল
জাতিসংঘ সাধারণ পরিষদে দায়িত্ব পালনকারী নারী সভাপতি তিন জন ।
সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার
অক্টোবর মাসের প্রথম মঙ্গল বার
আগস্ট মাসের শেষ সোমবার
অক্টোবর মাসের প্রথম সোমবার
মানবাধিকার সনদ (Universal Declaration of Human Rights) একটি ঘোষণাপত্র। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর পারিসে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারন পরিষদে এই ঘোষণা প্রদান করা হয়। প্রত্যেক মানুষের মানবাধিকার নিশ্চিতই এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
জাতিসংঘ প্রতিষ্ঠার ১১ টি সম্মেলন
সম্মেলন | বিশেষত্ব |
---|---|
লন্ডন ঘোষণা (১৯৪১) |
|
আটলান্টিক সনদ (১৯৪১) |
|
ওয়াশিংটন ডিসি সম্মেলন (১৯৪২) |
|
কাসাব্লাঙ্কা সম্মেলন (১৯৪২) |
|
তেহরান সম্মেলন (১৯৪৩) |
|
মস্কো সম্মেলন (১৯৪৩) |
|
ভার্জিনিয়া সম্মেলন (১৯৪৩) |
|
ব্রিটন উডস সম্মেলন (১৯৪৪) |
|
ডাম্বারটন সম্মেলন (১৯৪৪) |
|
ইয়ান্টা সম্মেলন (১৯৪৫) |
|
সানফ্রান্সিসকো সম্মেলন (১৯৪৫) |
|
জাতিসংঘের ভাষা
১. ইংরেজি
২. রুশ
৩. ফরাসি
৪. চাইনিজ
৫. স্প্যানিশ
৬. আরবি
ব্রিটন উডস চুক্তিটি ১৯৪৪ সালের জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রিটন উভসে অনুষ্ঠিত জাতিসংঘের মুদ্রা ও আর্থিক সম্মেলনে সম্পাদিত হয়। ব্রিটন উডস চুক্তি একটি নতুন পদ্ধতি প্রতিষ্ঠা করেছিল যন্ত্র মাধ্যমে স্বর্ণকে সর্বজনীন মান হিসাবে ব্যবহার করে একটি নির্দিষ্ট মুদ্রা বিনিময় হার তৈরি করা যায়।
IBRD (1944)
IFC (1956)
IDA (1960)
ICSID (1966)
MIGA (1988)