Parts of Speech

- English - English Grammar | | NCTB BOOK
10

বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে Parts of Speech বলা হয়। 

Rahim eats rice (রহিম ভাত খায়।) এই Sentenceটিতে Rahim, eats এবং rice এই তিনটি Word আছে।এইভাবে প্রতিটি Sentence এর মধ্যে বিভিন্ন রকমের Word বা শব্দ ব্যবহার করা হয়, এগুলি Sentence এর একটি Part বা অংশ, এগুলিকেই Parts Of Speech বলে।

Parts of Speech মোট ৮ প্রকার। যথা:

1. Noun

2. Pronoun

3. Adjective

4. Verb

5. Adverb

6. Preposition

7. Conjunction &

8. Interjection

Content added By
Content updated By

The Noun

4

Noun (বিশেষ্য)

যে word দ্বারা কোন কিছুর নাম প্রকাশ করা হয় তাকেই noun বলে । আম

যেমনঃ  Man, Girl, Kamal, Badal, Rahim, Riya,, Dhaka, Bangladesh, Kolkata, Delhi.

 

Jhon Seely তাঁর Oxford A-Z of Grammar & Punctuation বইতে লেখেন,

Nouns are words used to identify people, places, things, and ideas. 

Concrete Noun: যে Noun এর বাহ্যিক বা দৈহিক অবস্থিতি আছে এবং যাকে ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায় তাকে Concrete Noun বলে। যেমন: boy, book ইত্যাদি।

Noun কে প্রধানত পাঁচ ভাগে ভাগ করা হয়। যথা-

  1. Proper Noun
  2. Common Noun
  3. Collective Noun
  4. Material Noun
  5. Abstract Noun
Content added By
Content updated By

Proper Noun

0

1. Proper Noun : 

যেসকল noun দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বুঝায়, তাকে Proper Noun বলে। Proper Noun সবসময় Capital Letter দিয়ে শুরু হয়।

Example of proper noun: Bangladesh, Karim, Saturday, Dhaka, Tamim, The Padma, etc.

proper noun আরো কিছু সহজ উদহারণ দেখে নিন:

  1. দিনের নাম: Monday, Sunday, Saturday, etc
  2. স্থানের নাম: Canada, Cumilla, Dhaka, India, Japan, etc.
  3. ধর্মের নাম: Islam, Christian, Hinduism, Buddhism, etc.
  4. জাতির নাম: British, American, Greek, Indian, etc.
  5. প্রতিষ্ঠানের নাম: Oxford University, Dhaka University, Nike, Apple, Microsoft, etc.
  6. মানুষের নাম: Amir, Kabir, Shakil, Mustafizur, Muhammad, etc.
Content added By
Content updated By

Common Noun

2

Common Noun: 

যে Noun দ্বারা একই শ্রেণির ব্যক্তি, বস্তু, স্থান বা প্রাণীর সাধারণ নাম বুঝায় তাকে common noun বলে।  

Example:

  • I like the story of Shakespeare. (Shakespeare নির্দিষ্ট একজন ব্যক্তির নাম)
  •  They cut the tree. ( এখানে tree শব্দটি দ্বারা সকল প্রকার গাছকে বুঝানো হয়েছে) 
  • The Padma is a big river.(এখানে river শব্দটি দ্বারা সকল নদীকে বুঝানো হয়েছে)
Content added By
Content updated By

Collective Noun

3

3. Collective Noun:

যে Noun দ্বারা এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায়, তাকে Collective Noun বলা হয়।

Example of Collective noun:

A band of musicians

Our class took a trip to Sundarbans.

A convoy of trucks

A flock of birds 

Bangladeshi Army is doing a great job in UN mission.

Each team contains eleven players.

Content added By
Content updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

an abstract noun
a common noun
a collective noun
a material noun
An abstract noun
a proper noun
a meterail noun
a collective noun

Material Noun

5

যেসব noun কোনো পদার্থের সমুদয় অংশকে এককভাবে বোঝায় এবং তার অন্তর্গত কোনো খণ্ড বা অংশকে বোঝায় না তাদেরকে Material Noun বলে। এগুলোকে গণনা করা যায় না, অন্য কোনোভাবে পরিমাপ করা যায়। যেমন— diamond, gold. iron, wheat, salt, flour, milk, tea, coffee, water etc.
 

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

Common noun
Abstract noun
Material noun
Proper noun
Common Noun
Abstract Noun
Material Noun
Proper Noun

Abstract Noun

0

যেসব noun অবস্থগত ধারণা বা গুণকে নির্দেশ করে, যাদের বাহ্যিক অস্তিত্ব নেই বা ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায় না অর্থাৎ যাদেরকে দেখা যায় না, যাদের গন্ধ নেয়া যায় না, যাদেরকে স্পর্শ করা যায় না বা যাদের স্বাদ নেয়া যায় না, কিন্তু শুধু কল্পনা দ্বারা বা অনুভব দ্বারা বোঝা যায়, তাদেরকে Abstract Noun বলে। যেমন- agency, childhood, fatherhood, friendship, girlhood, heroism, infancy, manhood, motherhood etc.

Abstract Noun চেনার উপায়: Noun-এর শেষে suffix যেমন— ness, ship, cy,age, hood, ty, tude, mony, ment ইত্যাদি থাকে।

Content added || updated By

Countable Noun

0

যেসব noun-এর সংখ্যা গণনা করা যায়, তাদেরকে Countable Noun বলে। Countable Noun এর Plural হয়। যেমন-book, city, stars etc.

Content added || updated By

Uncountable Noun

1

 যেসব noun-এর সংখ্যা গণনা করা যায় না, অন্য কোনো উপায়ে পরিমাপ করা গেলেও যেতে পারে তাদেরকে Uncountable Noun বলে। Uncountable Noun এর Plural হয় না।যেমন-plural-water, honesty, air, news, physics etc.
 

Content added By

Compound noun

0

কতকগুলো noun-এর সাথে অন্যান্য noun বা অন্যান্য Parts of Speech যোগ হয়ে একটি noun বা noun phrase হিসেবে ব্যবহৃত হয়,এদেরকে Compound noun বলে। যেমন— 

Noun+Noun= headmaster,bathroom,classroom

Noun+Verb-ing= housekeeping,thanksgiving etc.

Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

Comprehension
Holiday
Entertainment
Hair-brush
Headmaster
Information
Friday
Examination
Headmaster
information
Friday
Examination

The Determiner

1

যে সকল শব্দ কোনো noun এর পূর্বে বসে noun এর পরিমাণ, সংখ্যা, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা ইত্যাদি প্রকাশ করে, তাকে Determiner বা নির্দেশক শব্দ বলে।

 Determiner এর কোনো নির্দিষ্ট প্রকার নেই তবে, determiner কে তিনটি প্রধান ভাগ করা যেতে পারে:

Countable Determiners: A, An, One, Every, Both, Many, Those, These, Few, A few, The few, Very few, Fewer, Fewest, Many, Many of, A number of etc.

Uncountable Determiners: Little, A The little, Very little, Less, Least, Much, Much of,A bit, Amount of etc.

Mixed Determiners: All, Any, Some, Some of, More, Most, Most of, Rest of, A lot of, Lots of, None of, No, Possessive (your, his, her, their, its), A great deal of etc.

Content added By

The Gender

2

ইংরেজি ভাষায় এমন কিছু সুনির্দিষ্ট শব্দ আছে যেগুলো দিয়ে শুধু পুরুষ বা নারীকে বুঝায় অথবা উভয়কে বুঝায় অথবা এদের কাউকে না বুঝিয়ে অন্য কোনো অচেতন পদার্থকে বুঝায়। এই শব্দ বা word গুলোকে Gender বলে। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো-

Gender প্রধানত চার প্রকার। যথা-

Masculine gender (পুং লিঙ্গ ): যে সকল noun বা pronoun দ্বারা পুরুষ বোঝায় অথবা যে সকল noun সম্পন্ন, তাকে masculine gender বলে।For example: Father, Brother, Rahim, Drone (মৌমাছি), Man, He etc.

Feminine gender (স্ত্রীলিঙ্গ): যে সকল noun বা pronoun দ্বারা স্ত্রী বোঝায় অথবা যে সকল noun স্ত্রী/মেয়ে/মহিলা সমগুণ সম্পন্ন, তাকে feminine gender বলে।

For example: Mother, Sister, Rita, Bee (মৌমাছি), Woman, She etc.

Common gender (উভয় লিঙ্গ): যে সকল noun বা pronoun দ্বারা বোঝা যায় না যে, সেকি স্ত্রী লিঙ্গ নাকি পুলিঙ্গ এমন noun বা pronoun কে common gender বলে।

For example: Baby- শিশু, Parent- বাবা/মা, Child-শিশু, Friend-বন্ধু, Infant (শিশু), Passenger- যাই, Relative- আয়, Student / ছাত্রী, Teacher- শিক্ষক, Guardian- অভিভাবক, Cousin চাচাতো ভাই বোন, Calf (বাছুর), Spouse etc.

Neuter gender (কীৰ লিঙ্গ): যে সকল noun/pronoun দ্বারা কোনো জজ বিষয়ক (non-living and lifeless things) বোঝায়, তাকে neuter gender বলে।

For example: Pen, Table Rock, Water, Milk, Stone, Computer, Mobile etc.

Content added By

The Number

3

Number শব্দটি দ্বারা কোনো কিছুর সংখ্যাকে বুঝানো হয়। আর Grammar-এর ভাষায়, যে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যাকে Number বলে। Number প্রধানত দুই প্রকার : (1) Singular Number এবং (2) Plural Number। 

Singular number-কে plural number-এ পরিণত করার জন্য কিছু সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। তবে সাধারণত কিছু word আছে যেগুলোর শেষে শুধু 's' যোগ করে plural করা যায়। যেমন— Book-books, Pen-pens, Boy boys, Cat-cats, Dog-dogs ইত্যাদি । 

1. যেসব Word-এর শেষে s, ss, sh, ch, x, z রয়েছে, তাদের শেষে 'es' যোগ করে plural করা যায়। তবে ch-এর উচ্চারণ যদি 'ক'-এর মতো হয়, তাহলে তার শেষে শুধু 's' যোগ করে plural করতে হয়। যেমন - Bus buses, Assasses, Dish dishes, Branch branches, Stomach (স্টমাক) stomachs, Monarch (মনাক) – monarchs, Fox foxes, Fez-fezes ইত্যাদি।

2. Singular noun-এর শেষে f বা fe থাকলে plural করার সময় f বা fe -এর পরিবর্তে ves যোগ করে plural করতে হয়। যেমন—

Singular        Plural
Calf-বাছুর   Calves
Half- অর্ধেক Halves
Thief- চোরThieves

3. কিন্তু Noun এর শেষে if it eel of fযাগ করে plural করতে হয়। 

SingularPlural
Gull- উপসাগরGulfs
BeliefBeliefs

4. যেসব word-এর শেষে থাকে এবং o-এর পূর্বে একটি consonant থাকে, সে সকল word- এর শেষে es যোগ করে plural করা হয় আর -এর পূর্বে vowel থাকলে শুধু s যোগ করে plural করতে হয়।যেমন -Mango-mangoes, Zero-zeroes, Hero-heroes ইত্যাদি।

5.  তবে, কিছু Noun-এর শেষে -এবং o-এর পূর্বে একটি consonant থাকলেও শুধু s যোগ করে plural করতে হয়। যেমন— Singular

SingularPlural
CantoCantos
Piano Pianos
DynamoDynamos

6.যেসব Singular noun-এর শেষে y এবং y-এর পূর্বে consonant রয়েছে, সেসব ক্ষেত্রে y-এর পরিবর্তে । এবং শেষে es যোগ করে plural করতে হয়। যেমন-Army - Armies, Country - Countries 

7.কিন্তু y এর পূর্বে Consonant না থেকে যদি vowel থাকে, তাহলে শুধু যোগ করে plural করতে হয়। যেমন— Toy -Toys, Monkey - Monkeys

8.কতগুলো noun-এর মাঝের vowel পরিবর্তন করে plural করতে হয়। যেমন—Foot - Feet,Tooth - Teeth,Woman – Women

9.আবার, কিছু word-এর মাঝের consonant এবং vowel পরিবর্তন করে singular থেকে plural করা হয়। যেমন— Louse (উকুন)-lice, Mouse mice, অপারে Dormouse (ইঁদুর বা কাটবিড়ালির মতো এক প্রকার ছোট প্রাণী)- dormice ইত্যাদি।

10.কিছু Noun-এর শেষে en, ren, ne যোগ করে plural করতে হয়। যেমন— Brother-brethren (brothers), Child-children, Ox-oxen, Cow-kine (cows).

11.Singular number এর শেষে (um থাকলে plural করার সময় um-এর পরিবর্তে বসবে। কখনো কখনো Singular number এর সঙ্গে ও যোগ করে plural করা হয় । তবে প্রশ্নপত্রে দুটিই থাকলে প্রথমটি গ্রহণ করতে হবে। যেমন—
 

 Singular Plural
AddendumAddenda
AgendumAgenda
AquariumAquaria/Aquariums
DatumData
CurriculumCurricula

12.Singular number-এর শেষে is থাকলে plural করার সময় is এর পরিবর্তে es আসবে। যেমন—Analysis (বিশ্লেষণ)-Analyses, Axis (অক্ষ)-Axes.

13.Singular-এর শেষে us থাকলে plural করার সময় us এর স্থলে i হবে অথবা us এর পর es করতে হবে।যেমন-Alumnus-Alumni,Focus-Foci/Focuses,Genius-Genii.

14.Singular number এর শেষে a থাকলে এর সাথে s অথবা e অথবা ta যোগ করে plural করতে হয়।যেমন-Alumna-Alumnae, Dogma-Dogmas.

15. কিছু Noun শব্দ রয়েছে যেগুলো সর্বদাই Singular হিসেবে ব্যবহৃত হয়, যেমন— advice, alphabet, bread, furniture, information, knowledge, poetry, Scenery ইত্যাদি।

16. Aircraft, brace, barracks, cops, dice, deer, dozen, gallows, grouse, headquarters, horsepower, hundred, innings, means, menes, offspring ineries, score, intone, salmon, species, sheep, swine, thousand, million billion, trillion, works (factory) ইত্যাদি শব্দের singular plural from একই। তবে dozen, hundred, score, thousand এর পূর্বে some, many থাকলে অথবা এদের পরে of থাকলে s যুক্ত হয়ে plural হয়ে থাকে। যেমন— Some dozens, many dozens কিন্তু এদের plural + of দ্বারা অনেক পরিমাণ বোঝায়। যেমন— hundreds of times (শত শত বার), thousands of people (হাজার হাজার লোক) ইত্যাদি ।

17. Ethics, mathematics, news, physics, politics noun গুলো দেখতে plural হলেও এগুলো singular হিসেবে ব্যবহৃত হয়।

18.কতগুলো Compound Noun-এর প্রধান অংশের সাথে 's' যোগ করে plural করতে হয়। যেমন—

SingularPlural
Brother-in-lawBrothers-in-law
Court-martialCourt-martials
Step-brotherStep-brothers

19.সংখ্যা, প্রতীক বা বর্ণের শেষে apostrophe ('s) যোগ করে plural number-এ রূপান্তর করা যায়। যেমন— B.A's, i's ইত্যাদি।

Content added || updated By

The Pronoun

0

Noun-এর পরিবর্তে যে word ব্যবহৃত হয় তাকে Pronoun বলে। যেমন- He, this, who, what, some, all, each, himself etc.

Classification of Pronoun: 

 1. Personal Pronoun, 

2. Demonstrative Pronoun, 

3. Interrogative Pronoun, 

4. Relative Pronoun 

5. Indefinite Pronoun, 

6. Distributive Pronoun, 

7.Reflexive Pronoun, 

8. Reciprocal Pronoun 

Content added By
Content updated By

Personal Pronouns

0

Personal Pronoun: যেসব pronoun ব্যক্তি, বস্তুর নামের পরিবর্তে ব্যবহৃত হয়, তাদেরকে Personal Pronoun বলে।যেমন-we, he, she, it they, you প্রভৃতি Personal Pronoun.
 

Content added By

Possessive Pronouns

0

যে একটি Word (শব্দ) কোন কিছুর মালিকানা বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Possessive Pronoun বলে।For Example- mine,yours,his,hers,its,ours,theirs etc.

Content added By

Reflexive Pronouns

1

Reflexive pronoun বলতে সেই সকল pronoun কে বোঝায় যার সাথে " self/selves suffix যুক্ত থাকে। Myself, himself, herself, ourselves, themselves, yourself,yourselves, itself, oneself etc Reciprocal pronoun.

Content added By

Intensive Pronouns

0

অন্য কোন noun বা pronoun এর উপরে গুরত্ব প্রদান করার জন্যে যেসকল pronoun ব্যবহৃত হয়, তাদেরকে Intensive pronouns বলা হয়। Reflexive pronoun এবং intensive pronoun দেখতে একই রকম কিন্তু intensive pronoun বাক্যে object হিসেবে ব্যবহৃত হয় না ।

Content added By

Relative Pronouns

0

Relative Pronoun: যেসব Pronoun noun বা Pronoun-কে নির্দেশপূর্বক দুটি Clause বা বাক্যকে যুক্ত করে,তাদেরকে Relative Pronoun বলে।Relative pronoun, relative clause- এর শুরুতে বসে। Who,which,whom,whose that প্রভৃতি relative Pronoun।

Those who are honest go to heaven.

The man whom you saw is my friend.

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

Demostratitve pronoun
Relative pronoun
Reflexive pronoun
Indefinite pronoun
a relative pronoun
a demonstrative pronoun
a distributed pronoun
an indefinite pronoun
Demonstrative pronoun
Relative pronoun
Interrogative pronoun
some
Demonstrative pronoun
Relative pronoun
Interrogative pronoun
Both 2 and 3
Demonstrative pronoun
Relative pronoun
Reflexive pronoun
Indefinite pronoun

Demonstrative Pronouns

1

Demonstrative Pronoun: যেসব pronoun কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে সেই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, তাদেরকে Demonstrative Pronoun বলে । যেমন-this, that, those, these, it, such a demonstrative pronoun.
 

Content added || updated By

Interrogative Pronouns

0

Interrogative Pronoun: যেসব pronoun দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, তাদেরকে Interrogative Pronoun বলে। Interrogative pronoun সাধারণত interrogative sentence বা clause-এর শুরুতে বসে।যেমন- who, whom, whose, which, what are Interrogative Pronoun.
 

Content added By

Indefinite Pronouns

6

Indefinite Pronoun: যেসব pronoun বিশেষ কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বন্ধুকে বুঝায়, তাদেরকে indefinite pronoun বলে। Indefinite pronoun: দুই প্রকার।যথা- (i) Positive Pronoun (ii) Negative Pronoun 

Positive Pronoun: যেসব pronoun হাঁ-বোধক, তাদেরকে positive pronoun বলে।যেমন- all, each, every, everything, everybody, any, anyone, anything, anybody, some, something, somebody, someone etc.

Negative Pronoun: যেসব pronoun না-বোধক, তাদেরকে negative pronoun বলে।যেমন- none, nobody, no one, nothing, neither etc.

 

Content added By

Object Pronouns

3

Object Pronouns

Object pronoun, subject pronoun এর বিপরীত। Subject pronoun এবং object pronoun এর form ভিন্নরকম।

Object pronoun গুলো হলঃ Me, us, him, her, them, it. 

  • Ratul loves her.
  • You should warn them.
  • Please, take it seriously.
Content added By

Distributive Pronoun

1

Distributive Pronoun: যেসব pronoun দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেককে পৃথকভাবে বুঝায়, তাদেরকে distributive pronoun বলে। এই Pronoun গুলোকে Positive pronoun বলা যেতে পারে।যেমন- each, every, either, neither প্রভৃতি distributive pronoun.
 

Content added By

Reciprocal Pronoun

4

Reciprocal Pronoun: যেসব pronoun দুই বা ততোধিক ব্যক্তি বা প্রাণীর মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝায়, তাদেরকে Reciprocal pronoun বলে। যেমন— each other, one another হলো Reciprocal pronoun.

Content added By

The Verb

3

Verb : যে word করা, খাওয়া, মারা, ধরা প্রভৃতি কাজ করা বুঝায় তাকে Verb বলে। Verb ছাড়া কোনো বাক্য গঠিত হতে পারে না। সেজন্য Verb হলো বাক্যের অপরিহার্য অংশ। Verb-এর কয়েকটি উদাহরণ হলো: eat, see, catch, walk ইত্যাদি।

Content added By

Finite Verb

0

 Finite Verb (সমাপিকা ক্রিয়া) : Finite শব্দটি এসেছে Latin শব্দ Finitus থেকে, যার অর্থ অন্যের দ্বারা সীমাবদ্ধ বা নিয়ন্ত্রিত। যে verb-গুলো তাদের tense ও mood দ্বারা এবং তার subject এর person ও number দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাদেরকে Finite Verb বলে। একটি clause-এ অবশ্যই একটি Finite Verb থাকে,  যেমন— He sings a song. He knows it.
 

Content added By

Principal Verb

5

Principal Verb : Sentence-এ যে verb-এর নিজস্ব অর্থ থাকে এবং অন্য কোনো verb-এর সাহায্য ছাড়াও স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, তাকে Principal verb বলে। যেমন— We play cricket. We need some money.
 

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

Transitive Verb

0

Transitive Verb : যে verb-এর object থাকে, তাকে Transitive verb বলে। 'He writes a letter'. In this sentence 'write' is a/an-- Intransitive verb.

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

The baby sleeps
The girl takes after her mother
Fire burns
To err is human

Intransitive Verb

3

Intransitive Verb : যে verb-এর অর্থ পরিপূর্ণ করার জন্য object-এর প্রয়োজন পড়ে না অর্থাৎ যে verb-এর object থাকে না তাকে intransitive verb বলে।যেমন- sing, fly, come, go, dance, swim, rise, cry, bark, laugh, arrive ইত্যাদি  intransitive verb. The girl sings . Bird flies. He cannot swim. The car stopped.
 

Content added By

Auxiliary Verb

0

Auxiliary verb: Sentence এ যে verb- এর নিজস্ব অর্থ থাকে না এবং অন্য কোনো  verb- এর সাহায্য ছাড়া স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না,তাকে Auxiliary verb বলে।যেমন- I am reading a novel. Students have made a garden.

Content added By

Primary/ Principal Auxiliary

0

Primary Auxiliary: be (am, is, are, was, were, been), do, does, did, have, has, had প্রভৃতি.

Content added By

Modal/ Secondary Auxiliary

0

Modal Auxiliary: shall, should, will, would, can, could, may, might, must প্রভৃতি.

Content added By

Non-finite Verb

0

Non-finite Verb (অসমাপিকা ক্রিয়া) : যে verb গুলো তাদের tense ও mood দ্বারা এবং তার subject-এর person ও number দ্বারা নিয়ন্ত্রিত হয় না কিন্তু finite verb-এর সাহায্য ছাড়া সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে না তাদেরকে Non-finite Verb বলে।যেমন- He is going to play cricket. He saw the girl dancing. I enjoy watching TV.

Content added By

Participles

0

Participle : Verb-এর যে form একই সাথে verb এবং adjective-এর কাজ করে তাকে Participle বলে । Participle তিন প্রকার। যথা : 

1. Present Participle 2. Past Participle 3. Perfect Participle
 

Content added By

Present Participle

1

Present Participle: Verb-এর present form-এর ing যুক্ত হয়ে যদি উহা একই সাথে verb এবং adjective-এর কাজ করে তখন তাকে Present Participle বলে। যেমন- He is working . He has been working.

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

Past Participle

0

Past Participle : Verb-এর past participle form যদি একই সাথে verb এবং adjective-এর কাজ সম্পন্ন করে তাকে past participle বলে। যেমন- He has worked hard. He will have passed.
 

Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

an adverbial phrase

perfect participle phrase

Present participle phrase

past participle phrase

Perfect Participle

0

Perfect Participle: Having-এর পর verb-এর past participle যুক্ত হয়ে তা যদি একই সাথে verb এবং adjective-এর কাজ করে তাকে Perfect Participle বলে।

যেমন-

Having eaten rice, she went to bed. 

Having passed MA, he got a good job.

Having finished his study, he went to eat.

Having forgotten me he has married again.

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

Infinitives

0

Infinitives: To + verb-এর base form অর্থাৎ verb- এর present from- এর পূর্বে- to বসিয়ে infinitive গঠন করা হয়। একে Full Infinitive বলা হয়। Full infinitive-এর to অনুক্ত বা উহ্য থাকলে একে Bare Infinitive বলা হয়। যেমন— 

Full Infinitive: They want to play cricket. I told him to do the work. 

Bare Infinitive-They can play cricket. I heard him say this.
 

Content added By

Gerund

1

Gerund:

Verb-এর সাথে ing যুক্ত হয়ে তা যদি একইসাথে verb এবং noun-এর কাজ করে তবে তাকে gerund বলে । 

For example-

Reading is an excellent habit.

Gerund/Noun একটি বাক্যে পাঁচটি অবস্থানে বসে:

1. Sentence এর subject হিসেবে gerund বসে। 

For example:

Walking is called the best exercise.

2.Sentence এর object হিসেবে gerund বসে। 

For example:

 It has stopped raining

3.Preposition এর object হিসেবে gerund বসে।

For example:

The customers grew tired of waiting.

Be is fond of riding bicycle.

There is no credit in earning money illegally.

4.Complement হিসেবে gerund বসে।

For example:

Seeing is believing.

His profession is teaching.

My favorite activity is riding bicycle.

5.Compound noun হিসেবে gerund বসে।

For example: 

Walking stick has been lost.

Taking exercise is a good habit.

Making tea can be your earning source.

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

present participle
a verb
a gerund
an adverb
Accommodate
Examine
Succeed
Speaking

Linking Verb

1

The Linking Verb : যেসব verb-এর অর্থ প্রকাশের জন্য complement প্রয়োজন হয়, তাদেরকে, Linking Verb, Copulative verb, Copular Verb Copulas বলে। এরা কোনো action বা কাজ নির্দেশ না করে তার subject-এর সাথে complement-এর সম্পর্ক স্থাপন করে। নিচে কিছু Linking Verb দেওয়া হলো:

AppearSoundSmellKeep
LookStayTasteGrow
RemainBecomeGetTurn
BeSeemGrowGo
Content added By

Phrasal Verb

0

Phrasal Verbs

কোনো কোনো Verb-এর পর নির্দিষ্ট কিছু Preposition বা Adverb বসালে উক্ত Verb-এর অর্থের পরিবর্তন ঘটে । Preposition বা Adverb সহ ঐসব Verb-কে Phrasal verbs বা Group verts বলে। যেমন— Bring অর্থ আনয়ন করা কিন্তু Bring up মানে লালন-পালন করা। এখানে Bring up হচ্ছে Phrasal verb বা Group verb.

 

Content added || updated By

Modals

0

Modal Auxiliary

শুধু Tense দিয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না। বিভিন্ন ধরনের মনোভাব প্রকাশ করতে Modal Auxiliaries ব্যবহার করা হয়। Modal-গুলো হচ্ছে : can/could, may/might, shall/ should, will/would, must, need, dare, ought to, have to, used to, be to, be going to, had better, would rather ইত্যাদি। এসব Modals ক্ষেত্র বিশেষে বিভিন্ন অর্থ প্রদান করে। গুরুত্বপূর্ণ Modal সমূহ আলোচনা করা হলো-

General Rule : Modal auxiliaries-এর পর সাধারণত verb-এর present form ব্যবহৃত হয়। এদের সাথে to ব্যবহৃত হয় না। তবে যেসব modal-এর সাথে
to আছে সেগুলো অক্ষুণ্ণ থাকে। যেমন—
He can do the work.
He used to walk in the morning.

Can / Could: নিম্নোক্ত অর্থ প্রকাশ করে :

A. Can দ্বারা বর্তমান সময়ের ক্ষমতা বা সামর্থ্য প্রকাশ করা হয়। Can অনুমতি প্রার্থনা করতেও ব্যবহৃত হয়। 

যেমন- I can do the work (বর্তমান সামর্থ্য), Can I use your pen? (অনুমতি) 

Can-এর past form হচ্ছে could যা দ্বারা অতীতের স্থায়ী ক্ষমতা বুঝায়। উল্লেখ্য, সামর্থ্য অর্থে can/could-এর পরিবর্তে be able to ব্যবহার করা যায়। সেক্ষেত্রে can/could-এর সাথে একত্রে ব্যবহার করা যাবে না। 

B. Could দ্বারা অতীতের স্থায়ী ক্ষমতা বুঝায়। যেমন— He could work 15 hours a day. কিন্তু অতীতে কোনো একটি মাত্র কাজ করতে পেরেছিল বুঝাতে could-এর পরিবর্তে was/were able to বা managed to ব্যবহার করতে হয় । তবে না-বোধক বাক্যে could not ব্যবহার করা যায় ।

যেমন- He managed to pass the test.

C. Could : বর্তমান সময়ে বিনীত অনুরোধ করতে could ব্যবহার করা যায় ।
D. Could have + vpp : অতীতে কোনো কাজ করার সামর্থ্য ছিল কিন্তু করা হয়নি— এরূপ বুঝাতে Could have + Verb-এর Past Participle ব্যবহৃত হয় ।
For example:

You could have done the work. – তুমি কাজটি করতে পারতে (কিন্তু করোনি)।
I could have beaten you.. - আমি তোমাকে মারতে পারতাম (কিন্তু মারিনি)।

 May/Might : May /Might নিম্নোক্ত অর্থ প্রকাশ করে -

A. অনুমতি প্রার্থনা : May I come in, sir?
B. ভবিষ্যৎ সম্বন্ধে অনুমান। সেক্ষেত্রে Might বেশি অনিশ্চয়তা প্রকাশ করে ।
It may rain today. (হতে পারে)
It might rain today. (হলেও হতে পারে)
C. May/might be + ing : বর্তমান সময়ে (Present continuous) অনুমান করতে ব্যবহৃত হয় । They may/might be watching TV now. – তারা হয়ত এখন টিভি দেখছে।
D. May/might have + vpp : অতীতের কোনো কাজ সম্বন্ধে অনুমান প্রকাশ করে । You might have heard about Milton – তুমি হয়ত মিল্টন সম্বন্ধে শুনেছ/শুনে থাকবে । 

Shall/Should : Shall/ Should সাধারণত নিম্নোক্ত অর্থ প্রকাশ করে :

A.মতামত চাইতে বা প্রস্তাব করতে প্রশ্নবোধক বাক্যে Shall বসে ।
Shall I make a cup of tea? Shall we go to the park?
B. Should সাধারণ বা ভবিষ্যৎ ঔচিত্য/কর্তব্য প্রকাশ করে। Ought to একই অর্থ দেয় ।
You should obey your parents. You ought to love your country.
C. Should be + ing : বর্তমানে করা/করতে থাকা উচিত বা কর্তব্য বোঝাতে You should be working now. - তোমার এখন কাজ করতে থাকা উচিত ।
ব্যবহৃত হয়।
D. Should have + vpp : অতীতে করা উচিত ছিল কিন্তু করা হয়নি বোঝাতে বসে । You should have done the work. - তোমার কাজটি করা উচিত ছিল (কিন্তু করোনি)।

Will/Would : ভবিষ্যৎ ঘটনা প্রকাশ, সাধারণ অনুরোধ ও বিনীত অনুরোধ করতে Will/ Would বসে।
I will go to Dhaka. (ভবিষ্যৎ ঘটনা)

Must : Must যেসব অর্থ প্রকাশ করে তা হলো : 

A. জরুরি উপদেশ বা সুপারিশ
-You are ill. You must see a doctor. 

B. জানা তথ্য থেকে সঙ্গত অনুমান করতে There are no lights on and no one answers the door bell. They must'nt be at home.


C. Must be + ing : কোনো (জানা) ঘটনা থেকে কোনো কাজ বর্তমানে ঘটছে এরূপ বোঝাতে এই গঠনটি ব্যবহৃত হয়।
-Rahim is back in the team today; he must be feeling better now. 


D. Must have + vpp : কোনো জানা তথ্য থেকে অতীতে ঘটে গেছে এমন অনুমান করতে এই structure-টি ব্যবহৃত হয় ।
You started early morning. You must have reached home before noon.


E. Obligation, Prohibition : বাধ্যবাধকতা ও নিষেধাজ্ঞা বোঝাতে must, mustn't ব্যবহৃত হয়।
You must come to office in time. - You mustn't talk in the classroom.

[বি.দ্র. Must-এর Past form নেই। তাই অতীত বাধ্যবাধকতা বুঝাতে had to ব্যবহৃত
হয়। যেমন- I had to do the work. ]

Have to : বর্তমান বা ভবিষ্যৎ Obligation বা বাধ্যবাধকতা বুঝাতে have to বসে । এর না-বোধক don't/doesn't দিয়ে করা হয়।
You don't have to help me if you don't have time. I can do the job myself.
 

Need, Dare : কোনো প্রয়োজন নেই বুঝাতে না-বোধক বাক্যে need এবং সাহস/ধৃষ্টতা দেখানো বুঝাতে প্রশ্নবোধক বাক্যে Dare বসে । অতীতে করার প্রয়োজন
ছিল না কিন্তু করা হয়েছে বুঝাতে need not have + v.p.p ব্যবহৃত হয় ।

- You need not go to school. তোমার স্কুলে যাবার দরকার নেই ।
-How dare you say so? তুমি কোন সাহসে এমন কথা বললে?
-You need not have gone there. তোমার সেখানে যাবার দরকার ছিল না।

Used to : অতীতে অভ্যাস ছিল, এখন নেই বুঝাতে ব্যবহৃত হয় । উল্লেখ্য, শুধু Used to-এর পর Verb -এর Present form হয় কিন্তু অভ্যস্ত হওয়া বুঝাতে be/get used to-এর পর Verb -এর সাথে ing যুক্ত হয় । (দেখুন 15.15)
He use to ride bicycle.
 

Had better: কোনো কিছু করা ভালো এমন ধারণা প্রকাশ করতে had better ব্যবহৃত হয়। উল্লেখ্য যে, had better দেখতে Past perfect-এর মতো মনে হলেও আসলে এটি present/future-এর অর্থ দেয় । এর পর যথানিয়মে verb-এর present form বসে।
-I had not better be late.
 

Would rather : কোনো বিষয়কে অধিকতর প্রাধান্য দেয়া বা একটি বিষয়কে অন্যটির চেয়ে বেশি পছন্দ করা বুঝাতে would rather ..... than ব্যবহৃত হয়। উল্লেখ্য যে, than থাকলে এর পূর্বে ও পরে verb-এর Present form বসে।
-The boy from the village said, 'I would rather starve than beg.

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

You had better gone there.
You had better went there.
You had better go there.
You had better will go there.

State/Stative verb

0

A verb is considered to be a stative verb if it is expressing a state or condition rather than an action

Examples of statives are:

want, know, have (when it means possession), think (when it means opinion), like, love, hate, need, prefer, agree, sound, hear disagree, wish, look (when it mean seem), smell, seem, include...

You cannot say:

  • I am knowing the truth.
  • I am liking pizza.
  • It is sounding like a great idea.

But you must say:

  • I know the truth.
  • I like pizza.
  • It sounds like a great idea.
Content added By

Event/Action/Dynamic verb

0

A dynamic or fientive verb is a verb that shows continued or progressive action on the part of the subject. This is the opposite of a stative verb..

Examples of dynamic verbs:
 

  • eat
  • walk
  • learn
  • grow
  • sleep
  • talk
  • write
  • run
  • read
  • become
  • go

These words can all be used in the progressive form.

Example sentences with dynamic verbs:
 

  • "I can't talk right now, I'm eating dinner."
    Present progressive used to describe an action happening now.

     
  • "Sorry, I'm out of breath because I've been running."
    Present perfect progressive used to describe an action that started in the past, continued for some time and has results now.

     
  • "I didn't steal the necklace! I was sleeping when someone broke into the shop!"
    Past progressive used to talk about an action that was happening at a particular time in the past.
Content added By

Semi-modals

0
  • Several verbs act as modals sometimes and as full main verbs at other times. These are called semi-modal verbs.

How dare he!

He dared to ask me to do his washing!

She needn’t come if that’s how she feels.

Monica needs a new raincoat.

Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

Cognate Verb

1

Cognate Verb

যেসব intransitive verb সমজাতীয় noun-কে object হিসেবে গ্রহণ করে Transitive Verb রূপে ব্যবহৃত হয় সেসব verb-কে cognate verb বলে। 

Karim ran a race.

He slept a sound sleep.

I dreamt a wonderful dream.

I slept a sound sleep and felt better. 

Content added By

Causative Verb

2

Causative Verbs

 

নিজে না করে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয়ার জন্য have, get, let, help ইত্যাদি Causative Verbs ব্যবহৃত হলে সেক্ষেত্রে সাধারণত দুটি Structure ব্যবহৃত হয় :

A) have/get+বস্তুবাচক  object+ v.p.p. 

b) have + বস্তুবাচক obj + V-এর present.

c) let/make/help+ any obj. + verb-এর present 

d) help + any obj + infinitive

e) get+ বাক্তিবাচক obj + infinitive

N.B. আমি চুল কাটাতে যাচ্ছি' এর ইংরেজি 'I am going to cut my hair লিখলে তুল হবে। কারণ তখন আপনি নাপিত হয়ে যাবেন। শুদ্ধ ইংরেজি হবে 'I am going to have my hair cut.

Example: 

I got my car repaired.

Our teacher makes us work very hard.

Where did you have your hair cut?

Content added By

Factitive Verb

7

Factitive verb

Transitive verb এর object থাকা সত্ত্বেও যদি object পরবর্তী noun/noun phrase/adjective (complement) এর সাহায্য ছাড়া বাক্য পূর্ণ না হয়, তখন ঐ বাক্যে ব্যবহৃত verb কে factitive verb বলে।

List of factitive verbs:

Elect - নির্বাচিত করা; Select বাছাই করা; Make- বানানো; Appoint- নিয়োগ দেওয়া; Call - নাম ধরে ডাকা; Name- নাম রাখা; Crown- বিশেষ উপাধিতে ভূষিত করা; Label- আখ্যা দেওয়া; Nominate- মনোনিত করা; Think- ভাবা; Choose পছন্দ করা.

They elected me captain.

We called him a fool.

I think Shakespeare a great poet.

I consider him faithful.

Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

He was made king by them.
They were talked of by us.
Puffed rice is not liked by me.
Had he not called by you?
We made him captain.
I know him to be a doctor.
Pluck the flower.
All of the above.

Quasi-passive

5

Quasi-passive verb:

"Quasi" অর্থ "প্রায়/কিছুটা" সুতরাং Quasi passive বলতে বোঝায় "প্রায় passive"

-যে sentence গঠনগত দিক থেকে active voice, কিন্তু বাংলা অর্থ করলে passive বা "আন্যের দ্বারা/অন্যকিছুর মাধ্যমে" ঘটে, এমন বাক্যে ব্যবহৃত verb কে quasi-passive verb বলে।

For example:

a. Honey tastes sweet. (মধু খেতে মিষ্টি)

b. The book reads well. (বইটি পড়তে ভাল)

c. Rice sells cheap. (চাল সপ্তায় বিক্রি হয়)

Content added By

Reciprocal Verb

0

A verb that describes something that two people do to or with each other.

For example, the verb ‘meet’ in the sentence ‘We always meet in the  park’.

Content added || updated By

Reflexive verb

0

Reflexive verb

Transitive verb এর subject ও object যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তবে তাকে reflexive verb বলে।

For example:

She killed herself. (সে আত্মহত্যা করলো।)

They killed themselves. (তারা আত্মহত্যা করলো।)

She fans herself.(সে নিজের সাথে মজা করে।)
 

Content added || updated By

Impersonal verb

2

Impersonal verb

Pronoun "It" এর পর পরবর্তীতে singular রূপে যে verb ব্যবহার করা হয়, তাই impersonal verb.

For example:

It rains.= "rains" impersonal verb

It is possible.= "is" impersonal verb

It may rain today.

Note: এখানে "rain" কে impersonal verb বলা যাবে না, কেননা modal verb এর পর "rain" main verb হিসেবে বসেছে।
 

Content added || updated By

Inchoative verb

0

Get, become, grow, come, go, turn, fall, run ও wear--- এই  verb গুলো বাক্যে ব্যবহার হয়ে কোন অবস্থার আরম্ভ ,পরিনতি,বিকাশ ব্যাক্ত করে। এজন্য এদেরকে বলে Inchoative verb বা ক্রিয়ার আরম্ভ সুচক ক্রিয়া।

যেমন:

I am growing older and older.

She got tired.

His dream will come true.

Content added By

Marginal verb

0
Please, contribute by adding content to Marginal verb.
Content

Operator

0
Please, contribute by adding content to Operator.
Content

Regular/Weak Verb

0

Tense বা কাল অনুসারে verb-এর রূপ বদল হয়। Verb-এর এরূপ বদলকে বলা হয় conjugation. Verb - এর past tense এবং past participle এর রূপ সাধনের রীতি অনুসারে verb কে দুই ভাগে ভাগ করা যায় ।

(a) Irregular verb  (b) Regular verb

(a) Irregular verb: যে সব verb এর অন্তঃস্থিত vowel এর পরিবর্তনের মাধ্যমে বা শেষে n. en, ne যোগ করে past এবং past participle এর রূপ সাধন করা হয়, তাকে Irregular verb বলে।

যেমন—

break          broke          broken

give            gave            given 

do               did                 done

(b) Regular verb: যে সব verb এর শেষে d, ed, t যোগ করে past এবং past participle এর রূপ kill সাধন করা হয়, তাকে Regular verb বলে। 

যেমন—

 kill            killed     killed

like           liked       liked

cook       cooked    cooked

Content added || updated By

Irregular/Strong Verb

0

Tense বা কাল অনুসারে verb-এর রূপ বদল হয়। Verb-এর এরূপ বদলকে বলা হয় conjugation. Verb - এর past tense এবং past participle এর রূপ সাধনের রীতি অনুসারে verb কে দুই ভাগে ভাগ করা যায় ।

(a) Irregular verb  (b) Regular verb

(b) Regular verb: যে সব verb এর শেষে d, ed, t যোগ করে past এবং past participle এর রূপ kill সাধন করা হয়, তাকে Regular verb বলে। 

যেমন—

 kill            killed     killed

like           liked       liked

cook       cooked    cooked

Content added By

Weak Verb

0

 

Weak Verb

Past Tense

Past Participle

add

added

added

admire

admired

admired

call

called

called

deal

dealt

dealt

dream

dreamed

dreamed

earn

earn

earn

enjoy

enjoyed

enjoyed

fade

faded

faded

hit

hit

hit

measure

measured

measured

shoot

shot

shot

sleep

slept

slept

taste

tasted

tasted

yell

yelled

yelled

Content added By

Strong Verb

0

 

Strong Verb

Past Tense

Past Participle

bear

bore

born

begin

began

begun

bite

bit

bitten

bear

bore

born

blow

blew

blown

choose

chose

chosen

drink

drank

drunk

drive

drove

driven

fight

fought

fought

forget

forgot

forgotten

give

gave

given

grow

grew

grown

ring

rang

rung

shake

shook

shaken

sing

sang

sung

stick

stuck

stuck

swim

swam

swum

swing

swung

swung

ring

rang

rung

wear

wore

worn


 

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

Ergative Verb

1

Ergative Verb


Ergative Verbs can be used as Transitive and Intransitive Verb. They are also called Labile Verb in English.

Examples:

Intransitive Verbs                               Transitive Verbs

The door opens.                             I opened the door.

The bell rang.                                  She rang the bell.

The light is fused.                           They fused the lights.

The whistle blew.                          Tom blew the whistle.

Content added By

Lexical Verb

0

Principal or Lexical Verb:

Verbs which are used independently without the help of other verbs, are called Principal or Main verb.

Example:- He is a singer.
- She does her job.
- They have many problems.

Content added By

Delexical Verb

0

Delexical Verbs lack importance when it comes to meaning since these Verbs hardly have meanings of their own when used individually. The meaning is taken out of the Verbs and put into the Noun. Take, have, make, give etc. are Delexical Verbs.

Examples:

He took a shower.
I had a cold drink.
She made some arrangements.

Content added By

Non-continuous Verb

0

Non-continuous Verb
The Verbs that are usually never used in their continuous forms are called Non-continuous Verbs.

Examples:

I like to swim.

I love to do the chords.

He does not hate you.

 

Content added By

Group verb

3

Phrasal Verbs or Group Verbs

Phrasal Verb (Group Verb) হলো Verb এবং এক বা একাধিক Particles এর এমন একটি সমন্বয়, যাতে সাধারণভাবে একটি verb এবং এক বা একাধিক particles থাকে, যা একত্রে একটি আলাদা অর্থ তৈরি করে । অর্থাৎ এর মধ্যে ব্যবহৃত শব্দেগুলোকে পৃথক করে অর্থ করা হয় না। 

চলুন একটি example এর সাহায্যে সহজে এর জিলাপির প্যাঁচ ছাড়ানো যাক:

ধরুণ আপনি carry out (কিছু করা, কোন কাজ সম্পূর্ণ করা; perform, execute) phrasal verb দিয়ে একটি বাক্য লিখেছেন: 

  • The hospital is carrying out tests to find out what's wrong with her. (তার রোগ নির্নয় করতে হাসপাতাল পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে।)

ব্যাখ্যা: ভেবে দেখুন উপরের বাক্যে ‘carry out’ phrasal verb টির অর্থ যদি আমরা পৃথক পৃথক ভাবে করতাম তাহলে এমন হত carry অর্থ বহন করা এবং out অর্থ বাহিরে তাহলে অর্থ দাড়ায় বাহিরে বহন করা। আর বাক্যের অর্থ দাড়ায় ‘তার রোগ নির্নয় করতে হাসপাতাল পরীক্ষা নিরীক্ষা বাহিরে বহন করছে’। এবার ভেবে দেখুন কোন meaningful sentence হয় এভাবে। 

 

A

Act for পক্ষে কাজ করা।

Act on - কোনো কিছু অনুসারে কাজ করা 

Act up to – আশানুরূপ কাজ করা।

Act upon-কোনো কিছুর ওপর নির্ভর করে কাজ করা।

B

Bear off – জয় করে নেয়া।

Bear on - সম্পর্ক/সম্বন্ধযুক্ত হওয়া।

Bear out – সমর্থন করা।

Bear with সহ্য করা।

Blow away – উড়িয়ে নিয়ে যাওয়া।

Blow off – নির্গত করা।

Blow out – নিভিয়ে ফেলা।

Blow up – বিস্ফোরিত হওয়া, উড়িয়ে দেয়া। 

Break away ভেঙে বের হওয়া।

Break down ভেঙে পড়া।

Break in শিক্ষা পাওয়া, জোরপূর্বক প্রবেশ করা,কথার মাঝে কথা বলা। 

Break out -- প্রাদুর্ভাব ঘটা।

Break through – জোর করে ঢোকা ।

Break up – শেষ হওয়া।

Break into - ভেঙে প্রবেশ করা।

Bring about — ঘটানো।

Bring forth — উৎপন্ন করা।

Bring in- প্রচলন করা, দেয়া।

Bring up -- লালন পালন করা

 

C

Call at- কোনো স্থানে গিয়ে দেখা করা।

Call for চাওয়া।

Call in ডেকে আনা।

Call off – প্রত্যাহার করা

Call on -দেখা করা।

Callout -ডেকে পাঠানো ।

Callup – স্মরণ করা।

Carry away – বাহিত হওয়া, প্রভাবিত করা।।

Carry off – বাহিত হওয়া, জীবন নেয়া, বিজয়ী হওয়া। 

Carry on -চালিয়ে যাওয়া।

Carry out -পালন করা।

Cast aside ফেলা, বাদ দেয়া।

Cost off  -ছুড়ে ফেলা, বাদ দেয়া।

Come after- পিছনে তাড়া করা।

Come away -খুলে যাওয়া।

Get on-চলা

Come by -পাওয়া।

Come from - কোনো স্থান থেকে আসা ।

Come off- অনুষ্ঠিত হয়।

Come of -উদ্ভূত হওয়া/জন্মগ্রহণ করা।

Come on দ্রুত চলা।

Come out – প্রকাশিত হওয়া।

Come round – সুস্থ হওয়া।

Cut down- কাটা হ্রাস করা।

Cut off -বিচ্ছিন্ন করা, মারা যাওয়া।

Cut out -পরান্ত করা, সেবাদান বন্ধ করা।

Cut up- মর্মাহত হওয়া, টুকরা টুকরা করা।

 

G

Get out -বের হওয়া।

Get through – সেরে ওঠা। 

Get up -ওঠা, তৈরি করা।

Give away- সমর্পণ করা, দান করা

Give into মেনে নেয়া।

Give in- মেনে নেয়া।

Give off – দেয়া।

Give over to - হস্তান্তর করা।

Give up- ত্যাগ করা, ছেড়ে দেয়া।

Go about – ঘুরে বেড়ানো, বিস্তার লাভ করা।

Go after-- অনুসরণ করা।

Go along – মেনে নেয়া ।

Go away – চলে যাওয়া।

Go back on খেলাপ করা।

Go by – অতিক্রান্ত হওয়া, পরিচিত হওয়া।

Go down - অস্ত যাওয়া, হ্রাস পাওয়া।

Go for -আনতে যাওয়া।

Go in for — পরীক্ষা দেয়া।

Go off – বিস্ফোরিত হওয়া।

Go round / around - চক্রাকারে ঘোরা। 

Go through – পাঠ করা, পড়া।

Get along- চালানো।

Getaway - পালানো।

Get by — চালানো, জীবন নির্বাহ করা।

Get down. - মনোযোগ দেয়া, নামা।

Get into - ঢোকা, মিশে যাওয়া।

 

D

Doup - অত্যন্ত ক্লান্ত, আটকে থাকা।

 Do without — কোনোকিছু ছাড়া চলা

Duwell on/upon- চিন্তা করা।

 

F

Fall back- পিছু হটা ।

Fall down -পড়ে যাওয়া।

Goon - চালিয়ে যাওয়া।

Fall from - ক্ষমতাচ্যুত হওয়া।

Fall in with – সম্মত হওয়া।

Fall into ঝামেলায় পড়া।

Fall in - সারিবন্ধ হওয়া।

Fall off – এসে ঝরে পড়া।

Fall on -হওয়া, আক্রমণ করা।

Fall through – নিষ্ফল হওয়া।

 

H

Hand over – সমর্পণ করা।

Hang about / around — সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা, অপেক্ষা করা।

Hang back - পশ্চাদপদ হওয়া।

Hang on- কারো ওপর নির্ভর করা, অপেক্ষা করা।

 

L

Let down- হতাশ করা।

Look about- - খোজ করা।

Look after- দেখাশুনা করা।

Look at — তাকানো।

Look down - ঘৃণা করা।

Look for — খোজা।

Look into — তদন্ত করা।

Look on- মনে করা।

Look out বাইরে তাকানো, সজাগ থাকা।

Look through – যত্নের সাথে পরীক্ষা করা

 Look to — মনোযোগী হওয়া।

Look up to - সম্মান করা।

Look up — খুঁজে বের করা।

Look over - পরীক্ষা করা।

 

R

Run away -- পালিয়ে যাওয়া, ঘর ছাড়া, চুরি করা।

Run down – ছুটে ধরা।

Run into — জড়িত হওয়া, পতিত হওয়া।

Run out- ফুরিয়ে যাওয়া। 

Run over – পিষ্ট হওয়া।

Run through – ভেদ করা। 

Run upon — ধাক্কা খাওয়া ।

 

S

See off - বিদায় জানানো।

Set about – শুরু করা।

Set down - লেখা, নামানো

Set in শুরু হওয়া।

Set off যাত্রা শুরু করা।

Set out – যাত্রা শুরু করা, ছড়িয়ে দেয়া।

Stand aside- সরে দাঁড়ানো।

Setup স্থাপন করা।

Stand against — বাঁধা দেয়া।

Stand by - পাশে দাঁড়ানো।

Stand for বোঝানো।

Stand off – দূরে থাকা ।

Stand up for- পক্ষ সমর্থন করা।

 

M

Make off – পালিয়ে যাওয়া।

Make of – নির্মাণ করা, বোঝা।

Make out বোঝা।

Make over -অর্পণ করা।

Make up of — গঠিত হওয়া।

Make up-ক্ষতিপূরণ দেয়া, মনস্থির করা, মিটিয়ে।ফেলা, পূর্ণ করা ।

T

Take after- দেখতে একরকম হওয়া। 

Take away – সরিয়ে নেয়া।

Take down - লেখা।

Take for — মনে করা। 

Take off – খুলে ফেলা, অনুকরণ করা, তুলে নেয়া।

Take over -গ্রহণ করা। 

Take to -অভ্যাস করা। 

Tell upon - হানি করা, ক্ষতি করা।

Turn after — সদৃশ্য হওয়া।

Turn down- নাকচ করা।

 

P

Put away- সরিয়ে রাখা।

Put down ভেঙে ফেলা, লেখা, দমন করা

Put forward – উত্থাপন করা। 

Put off – খোলা, স্থগিত করা।

Put on পরিধান করা।

Put out – নিভানো।

Put together – একত্রিত করা। 

Put to - দণ্ড দেয়া।

Put up to — খারাপ কাজে প্ররোচিত করা।

Put up with সহ্য করা। 

Put up - বাস করা, তোলা, লটকানো । 

 

Content added By
Content updated By

The Adjective

2

The Adjective


Adjective: যে শব্দ Noun বা Pronoun-এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে Adjective বলে ।

Adjective-এর প্রকারভেদ

1. Adjective of Quality : এই প্রকার adjective কোনো noun বা pronoun-এর দোষ, গুণ, অবস্থান প্রকাশ করে । যেমন- good, beautiful, strong, weak, ugly, bad ইত্যাদি ।


2.Adjective of Quantity : এই প্রকারের adjective কোনো কিছুর পরিমাপ নির্দেশ করে। যেমন— much, little, whole, some enough, sufficient, all ইত্যাদি। " 

3.Numeral Adjective:  এ adjective noun বা pronoun এর সংখ্যা নির্দেশ করে।যেমন- one, two, four, second, third, single, double 

Numeral Adjective তিন প্রকার :

i. Cardinal Numeral Adjective: One, two, three, four.

ii. Ordinal Numeral Adjective: First, second, third.

iii. Multiplicative Numeral Adjective: Single, double, triple, fourfold, fivefold.

4. Indefinite Numeral Adjective: All, some, many, enough, several, few adjective যখন noun-এর নির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করে না তখন তাদেরকে Indefinite Numeral Adjective বলে।

For example: He is a man of few words.

5.Pronominal Adjective: Pronoun যখন Noun এর পূর্বে বসে Adjective এর কাজ করে তাহলে সে Pronoun কে Pronominal Adjective বলে।
যেমন: This is his pen.

Pronominal Adjective এর প্রকারভেদ:  : 

(i)Demonstrative Adjective: Demonstrative Adjective বস্তুকে বিশেষভাবে নির্দেশ করে। যেমন— this, that, these, those, such ইত্যাদি।
She was one of those people who are forever worried about money.

(ii)Distributive Adjective: Distributive pronoun adjective তাদেরকে distributive adjective বলে। যেমন— each, every, either, neither ইত্যাদি। Every man is potential. 

6.Interrogative Adjective: Interrogative pronoun গুলো যখন Adjective রুপে কাজ করে তখন তাকে interrogative adjective বলে। যেমন— What, which, whose ইত্যাদি।
I play violin which musical instrument do you play?

7.Possessive Adjective: Possessive pronoun যখন noun এর পূর্বে বসে adjective-এর কাজ করে তখন তাকে possessive adjective বলে। যেমন— his, my, our, their, its, one's.
One should keep one's  promises.

8.Relative Adjective: Relative pronoun  যখন noun এর পূর্বে বসে  adjective- করে তাহলে তাকে relative adjective বলে। যেমন— Whose, which, what ইত্যাদি ।
Salma could not tell whose books were left on the table.

Content added By
Content updated By

Descriptive Adjectives

2

Distributive Adjective: Distributive pronoun adjective তাদেরকে distributive adjective বলে। যেমন— each, every, either, neither ইত্যাদি।

For example: Every man is potential. 

Content added By

Quantitative Adjectives

0

Adjective of Quantity : এই প্রকারের adjective কোনো কিছুর পরিমাপ নির্দেশ করে। যেমন— much, little, whole, some enough, sufficient, all ইত্যাদি। " 

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

Proper Adjectives

0

Proper Adjective: যে সকল Adjective বা নাম বিশেষণ Proper Noun হতে সৃষ্ট তাদের Proper Adjective বলে। অন্যান্য Adjective এর মতো এই ধরনের Adjective ও Noun কে Modify করে। তবে  যে বিষয়টি অন্যান্য Adjective হতে একে আলাদা করে তা হলো এটি Proper Noun হতে হতে সৃষ্ট তাই এটির প্রথম অক্ষর অবশ্যই Capital Letter  এ হবে। অধিকাংশ Proper Adjective ই কোন না দেশের, কোন ধর্মের বা অথবা ব্যক্তির Proper Name হতে সৃষ্ট। 

যেমনঃ 

                He is an American boy.

                He is a Buddhist man.

 

             The African drums sounded loud in the concert hall.

              I am really craving some Mexican food.

Content added By

Demonstrative Adjectives

0

Demonstrative Adjective: Demonstrative Adjective বস্তুকে বিশেষভাবে নির্দেশ করে। যেমন— this, that, these, those, such ইত্যাদি।
For example: She was one of those people who are forever worried about money.

Content added By

Possessive Adjectives

0

Possessive Adjective: Possessive pronoun যখন noun এর পূর্বে বসে adjective-এর কাজ করে তখন তাকে possessive adjective বলে। যেমন— his, my, our, their, its, one's.

For example: One should keep one's  promises.
 

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

Interrogative Adjectives

0

Interrogative Adjective: Interrogative pronoun গুলো যখন Adjective রুপে কাজ করে তখন তাকে interrogative adjective বলে।যেমন— What, which, whose ইত্যাদি।
I play violin which musical instrument do you play?

Content added By

Indefinite Adjectives

0

Indefinite Numeral Adjective: All, some, many, enough, several, few adjective যখন noun-এর নির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করে না তখন তাদেরকে Indefinite Numeral Adjective বলে।

For example: He is a man of few words.

Content added By

Articles

2

Use of Articles

>Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে। এদের এই আচরণের জন্য এদের Determiner বা Adjective বলাটাও যৌক্তিক।

>Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।

Indefinite Articles: A, An-এরা  Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)

Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)

Case

Article

Example

Consonant sound দিয়ে হওয়া words ক্ষেত্রে তাদের আগে অনির্দিষ্টতা জ্ঞাপন  aA sample, A basketball.
Vowel sound দিয়ে শুরু হওয়া words এর ক্ষেত্রে তাদের আগে অনির্দিষ্টতা জ্ঞাপনেanAn heir, An honest man.
কোনো general  statement দিতে অথবা প্রথম বারের মতো subject কে বাক্যে mention করতে an A car is mandatory.
কারো স্বভাব,চরিত্র বা বৈশিষ্ট্য (Nature, feature) বোঝাতে।anThis is a nice collection of perfumes.
কারো কাজ বা পেশা বোঝাতেanNeha is a dentist.
সাধারণত কোনো noun এর বৈশিষ্ট্য বর্ণনা করতে singular common noun এর আগেanA novelist can write his words in a detailed descriptive way.
প্রথমবার ব্যবহৃত Singular countable noun এর ক্ষেত্রে অথবা অসংখ্যর মাঝে অনির্দিষ্টভাবে কোনো একটিকে নির্দেশ করতেa/anA bicycle is helpful to maintain good health.
অপরিচিত বা সম্মানিত ব্যক্তি বোঝাতে Mrs/ Mr/Miss বা কোনো noun এর আগেa/anA Mr. Shahib has come to meet the chairman.
ঐ রকম একজন বা কারো মতো একজন অর্থ প্রকাশ করতেa/anHe is a Lalon I see.
Disguised preposition হিসেবে,অর্থাৎ বাক্যে preposition এর কাজ করতেa/anI go a walking every morning.
কিছু কিছু Phrase ( In a hurry ,In a body,In a fix,In a temper,To take an interest) এর ক্ষেত্রেa/anTell about the event in a nutshell.
যখন তুলনা না বুঝিয়ে superlative 'most' কোনো বিশেষ অবস্থা বা গুনের খুব বেশি পরিমান বোঝায় (very অর্থে ব্যবহৃত হয়) সে ক্ষেত্রেa/anI saw a most (very) enjoying movie.
few, little, lot of, good deal, good many, great many ইত্যাদির ক্ষেত্রেaA few crops grow on this filed.

 

>>>মনে রাখবেন…

এই Word গুলোর আগে article ব্যবহার করতে গিয়ে আমরা প্রায়ই  হয়ে পড়ি। কিন্তু এদের উচ্চারণের বিষয়টি মাথায়  রাখলেই বিষয়টি আমাদের জন্যে অত্যন্ত সহজ হয়ে যায়।

এই word গুলোর উচ্চারণে সবসময়ই প্রথম consonant sound (হ, ইউ, য)  আসে এবং এগুলোর পূর্বে Indefinite article- (a) ব্যবহৃত হয়।

European, Universal, Eucalyptus, Uniform, Eulogy, Union, Euphemism, Hall, University, Heavy, House, Home.

 

>>>এই word উচ্চারণে সবসময়ই প্রথম Vowel sound (অ্যা আ) আসে এবং এগুলোর পূর্বে Indefinite article (an)  ব্যবহৃত হয়।

Hour, Heir, Herbal, Understanding, Honor, Uncle, Umbrella, Unnatural

 

Definite Article এর ব্যবহার

Case

Example

নির্দিষ্টভাবে কোনো জায়গা/বস্তু/বিষয়কে বোঝাতে Have you ever visited the Haors of Netrakona?
একই বোঝাতে (Similar, Same) শব্দগুলোর পূর্বেI want the same helmet.
প্রথমবার কোন Noun উল্লেখ করলে তার পূর্বেThe resort has a beautiful garden. Let's go to the garden.
সমগ্র জাতি বোঝাতে Singular Common Noun এর পূর্বেThe cat is a very gentle animal.
প্রকৃতিতে যা একটিমাত্র আছে তার পূর্বেThe world. The universe, The earth, The Sun,The Moon, The Sky

সিনেমা হল, টেলিভিশন সেট, থিয়েটার, রেডিও এর

[কিন্তু টেলিভিশন এর মাধ্যমে বোঝাতে the বসে না। I saw

the news on television.]

 I was at the Sony Cinema yesterday.
দিকের নাম (East, West, North, South) বোঝাতে Go to the North.
ভাষার নাম/জাতীয়তাবাচক শব্দ দ্বারা সে জাতির সকল লোকজনকে বোঝাতেThe English are a great nation.
Adjective বিশেষ গুনবিশিষ্ট  শ্রেণীর সকলকে একত্রে নির্দেশ করলেThe poor are not responsible for their miserable life.
Common Noun যখন Abstract Idea বা কারো দোষ ,গুনের নাম বোঝায়The mother rose in Shahida.
বাদ্যযন্ত্র বাজানো বোঝাতে TheI can play the flute.
কিন্তু বাদ্যযন্ত্র থাকা বোঝাতে a/anI have a flute.
বিশেষ কিছু রোগ যেমনঃ The gout (গেঁটেবাত), the measles (হাম), the rums (কর্ণাস্থির প্রদাহপূর্ণ ছোঁয়াচে রোগবিশেষ) এর পূর্বে• সাধারণত রোগের নামের পূর্বে the বসে না।I don't what the effects of the measles are.

 

 

Conventional and Unconventional Uses of "The

Use 'The                      

   Don't Use The"

Oceans, rivers, seas, gulfs, plural lakes  

the Red Sea, the Atlantic Ocean, the Persian  

Singular Lake

Lake Geneva, Lake Baikal, Lake Eric

Mountains

the Rocky Mountains, the Andes

Mounts

Mount Vesuvius, Mount McKinley

Earth, Moon 

the earth, the moon

Planet, Constellations

Venus, Mars, Earth Orion 

schools, colleges, universities when the phrase begins with school 

the University of Dhaka, the College of  Livestock and Animal Sciences. 

Schools, Colleges, Universities when the Phrase begins with a proper noun

Jahangirnagar University, Santa Fe Community College, Cooper's Art School.

Ordinal numbers before nouns

the First World War, the Third chapter

Cardinal Numbers after Nouns 

World War One, Chapter three

Plural word country names (Except Great Britain)

The United States of America.

The United Kingdom.

The Central African Republic

Countries Preceded by 'New' or Adjectives as direction (East, West, North, South)

New Zealand, South Africa, North Korea

Countries with Only One Word

Bangladesh, India, Sweden, Venezuela

Continents

Europe, Africa, South America

States

Florida, Ohio, California

Historical documents

the Constitution, the Magna Carta

 Historical Speech

The Gettysburg Address. The 7th March Address

Ethnic Group

the Indians, the Garos, the Marmas

Wars

the Crimean War, the Korean War

Sports

Baseball, Cricket

Abstract Nouns

 Freedom, Happiness, Kindness

General Areas of Subject-matter

Mathematics, Sociology

Holidays

Christmas, Thanksgiving, Ramadan.

 

   

Content added || updated By

Compound Adjectives

0

Compound Adjective: যে Adjective একাধিক word নিয়ে গঠিত, তাকে Compound Adjective বলে। 

Example: We share a seven-year-long friendship.

Content added By

Distributive Adjectives

0

Distributive Adjective: Distributive pronoun গুলো যখন adjective রুপে কাজ করে তাদেরকে distributive adjective বলে। যেমন— each, every, either, neither ইত্যাদি।

For example: Every man is potential. 

Content added || updated By

The Adverb

2

Adverb

Parts of Speech-এর একটি অন্যতম প্রকার হচ্ছে adverb। Adverb সাধারণত adjective, verb ও another adverb-কে বিশেষিত করে থাকে। বিভিন্ন adverb-এর ব্যবহার ও বাক্যে তাদের যথাযথ অবস্থান বাক্যের শুদ্ধাশুদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। Adverb কখনো noun কে qualify করে না। noun কে qualify করে adjective।

সংজ্ঞা : যে word কোনো adjective, verb, another adverb এমনকি কোনো sentence-কে modify বা বিশেষিত করে তাকে adverb বলা হয় ।
প্রকারভেদ : Adverb কয়েক প্রকারের হতে পারে। নিচের টেবিলটি দেখুন-

Types of AdverbExample
Adverb of Time (When?)after, already, before, just, finally, last, later, next, now, recently, soon, then, tomorrow, yesterday, today, tonight lately, still, yet, immediately, ago.
Adverb of Place (Where?)abroad, anywhere, downstairs, here, home, in, nowhere, out, outside, somewhere, there, underground, upstairs, everywhere, downtown, back, away.
Adverb of Manner (How?)carefully, very, quite, pretty, really, fast, well, hard, quickly, slowly, hardly, barely, mostly, absolutely, together, alone.
Adverb of Frequency (How often)always, frequently, often, usually, sometimes, occasionally, seldom, rarely, never, regularly, normally, traditionally, again, once, twice, thrice, ever, weekly.
Adverb of Degreealmost, much, nearly, quite, too, very, little, rather, more, enough, fairly, highly, slightly, somewhat, utterly.
Adverb of cause and effecttherefore, hence, accordingly, consequently.
Adverb of Purpose  so, so that, in order to, since, intentionally.

 

Content added By

Simple Adverb

0

Simple adverb:

Simple adverb সাত প্রকার। যেমন:

  1. Adverb of Manner
  2.  Adverb of Time
  3.  Adverb of Place
  4. Adverb of Frequency
  5. Adverb of Degree or Intensifier
  6. Adverb of Cause and Effect
  7. Adverb of Affirmation and Negation
Content added By

Adverb of Manner

0

Adverb of Manner (How?):

carefully, very, quite, pretty, really, fast, well, hard, quickly, slowly, hardly, barely, mostly, absolutely, together, alone.

Content added By

Adverb of Time

0

Adverb of Time (When?)

after, already, before, just, finally, last, later, next, now, recently, soon, then, tomorrow, yesterday, today, tonight lately, still, yet, immediately, ago.

 

Content added By

Adverb of Place

0

Adverb of Place (Where?)

abroad, anywhere, downstairs, here, home, in, nowhere, out, outside, somewhere, there, underground, upstairs, everywhere, downtown, back, away.

Content added By

Adverb of Frequency/Number

0

Adverb of Frequency (How often)

always, frequently, often, usually, sometimes, occasionally, seldom, rarely, never, regularly, normally, traditionally, again, once, twice, thrice, ever, weekly.

Content added By

Adverb of Degree Quantity

0

Adverb of Degree:

almost, much, nearly, quite, too, very, little, rather, more, enough, fairly, highly, slightly, somewhat, utterly.

Content added By

Adverb of Reason (Cause & Effect)

1

Adverb of cause and effect:

therefore, hence, accordingly, consequently.

Content added By

Adverb of Order

0

Adverb of order:

Firstly,Secondly,Thirdly,Lastly etc.

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

adverb of time
adverb of place
adverb of cause
adverb of order

Adverb of Assertion & Negation

0

Adverb of Negation:

Any, Never, No, Not etc.

Content added By

Interrogative Adverb

0

Adverb of Interrogation:

How much, How often, When, Where, Why, Wow

Content added By

Relative Adverb

0

Adverb of Relation:

When, Why, Where

Content added By

The Preposition

3

যেসব শব্দ Noun বা Pronoun-এর পূর্বে বসে তার সাথে বাক্যের অন্যান্য শব্দের সম্পর্ক দেখিয়ে দেয় তাদেরকে Preposition বলে।

-He sat on the table.

- She looked at me.

সাধারণ Preposition গুলো হচ্ছে: at above, across. against, among, after, before, beside below, behind, beyond, between, by, down, for, from, in, into, like, near, of, on, over, outside, out, since, to, towards, through, up, upon, with, within, without.

Preposition-এর প্রকারভেদ :

 গঠন, কার্য এবং ব্যবহারের ভিত্তিতে Preposition-কে ছয় ভাগে ভাগ করা হয়। যথা : 

i. Simple Preposition

ii. Double Preposition

iii. Compound Preposition

iv. Phrase Preposition 

v. Participle Preposition and

vi. Disguised Preposition.

Content added By

Simple Preposition

0

Simple Preposition : 

Simple Preposition মূলত একটি word দ্বারা গঠিত হয়। 

যেমন: at, on,off, of প্রভৃতি। 

Content added By

Double Preposition

0

Double Preposition :

দুটি Simple s Preposition একত্রে যুক্ত হয়ে একটি Preposition- এর মতো কাজ করলে তাকে Double Preposition বলে।

যেমনঃ Upon (up + on), within (with + in) প্রভৃতি ।

Content added By

Compound Preposition

0

Compound Preposition :

Noun, Adjective Adverb-এর পূর্বে simple Preposition যুক্ত হয়ে যে Preposition গঠিত হয়, তাকে Compound Preposition বলে।

যেমনঃ about (on + by + out), behind (by + hind)

Content added By

Participle Preposition

2

Participle Preposition :

Present Participle অথবা Past Participle, Preposition-এর মত ব্যবহার হলে তাকে Participle Preposition বলে।

যেমন—

Past - The man went past me.

Regarding - I know nothing regarding this matter.

Content added By

Disguised Preposition

0

Disguised preposition:

কখনো কখনো on, at, of, per prepositions-গুলোর পরিবর্তে a বা o ব্যবহৃত হয়। এ রকম a এবং o-কে Disguised Preposition বলে।

যেমন—

He gets up at 8 o'clock (0 = of)

They went a hunting (a = on)

Content added By

Detached Preposition

0

 Interrogative Adverb, Interrogative Pronoun বা Relative Pronoun-এর সঙ্গে সংশ্লিষ্ট Prepositions, Sentence-এর শেষে বসে। এ ধরনের Preposition-কে Detached Preposition বলে। 

যেমন:

What are you looking for?

Where have you come from?

Here is the pen (that) you asked for.

This is the book (that) I was thinking of.

Content added By

Prepositions of Time

0

Prepositions of time মূলত ব্যবহার করা হয় কোন কিছুর সময় বোঝাতে অথবা কেউ কিছু কখন করবে সেটা বোঝাতে। এ ধরনের কিছু Preposition হলো: At, on, in, while, during etc.

Content added By

Prepositions of Place and Direction

1

Prepositions of Place

Prepositions of place মূলত ব্যবহার করা হয় কোন কিছুর অবস্থান বোঝাতে। এ ধরনের কিছু Preposition হলো: at, on, in, while, during etc.

Prepositions of Direction

Prepositions of direction are often used to specify the path or direction of something or someone. Direction prepositions include: under, over, right, left, and so on.

Content added By

Prepositions of Agents or Things

4

Preposition for an agent:

যে preposition কোনো কাজ ও কাজ সম্পাদনকারীর মধ্যে সম্পর্ক নির্দেশ করে তাকে preposition for agent বলে ।

The preposition used to indicate a relation on the basis of a cause between a work and its doer is called preposition for an agent.

Examples:

  • I like to go there with you.
  • She likes to read the books written by Tagore.
Content added By

Phrasal Prepositions

0

Phrase Preposition :

দুই বা ততোধিক Preposition এবং অন্য word মিলে যদি একক Preposition রূপে ব্যবহৃত হয়, তাকে Phrase Preposition বলে।

 যেমনঃ  by means of, in front of প্রভৃতি ।

Content added By

Prepositions of Spatial Relationships

0
Please, contribute by adding content to Prepositions of Spatial Relationships.
Content

Appropriate Preposition

10

A

Abhorrent to: ঘৃণ্য
Abide by : মেনে চলা
Abound in : প্রচুর থাকা
Abound with : প্রচুর পরিমানে থাকা
Account for : কি কারণে
Accused of : অভিযুক্ত
Accustomed to : অভ্যস্ত
Acquaint with : জানান
Acquainted with : পরিচিত
Absent from : অনুপস্থিত
Absorbed in: নিবিষ্ট
Access to : প্রবেশ অধিকার
Accompanied by : সঙ্গী হওয়া
Accompanied with : একসঙ্গে ঘটা
Acquit of : খালাস দেওয়া
Add to : যোগ করা
Addicted to : আসক্ত
Adjacent to : সংলগ্ন
Admit of : স্বীকৃতি পাওয়া
Admit to : ভর্তি করা
Affection for : স্নেহ
Affectionate to: স্নেহশীল
Afraid of : ভীত
Agree on : একমত হওয়া
Agree to : একমত হওয়া
Agree with : একমত হওয়া (ব্যক্তি)
Alarmed at : আতঙ্কিত
Allot to : বিলি করা
Allow for : অনুমতির জন্য
Allow of : মানিয়া লওয়া
Aloof from : দূরে থাকা
Alternative to : বিকল্প
Ambition for : উচ্চাকাঙ্খা
Angry at : রাগান্বিত (কারো আচরণ)
Angry with : রাগান্বিত
Annoyed for :বিরক্ত (কোন কিছু)
Annoyed with : বিরক্ত (ব্যক্তি)

Answer for : দায়ী হওয়া
Anxious about : উদ্বিগ্ন
Anxious for : উদ্বিগ্ন
Appeal for : আবেদন করা
Apply for : আবেদন করা (কোন কিছু)
Aptitude for : স্বাভাবিক দক্ষতা
Argue for : যূক্তি দেখানো (কোন কিছু)
Argue with : যূক্তি দেখানো (ব্যক্তি)
Arrive at : পৌঁছানো
Ashamed for : লজ্জিত
Assign to : নির্দিষ্ট করে দেওয়া
Attach to : জুড়ে দেওয়া
Attend on : সেবা করা
Attend to : মনোযোগ দেওয়া
Attend upon : সেবা করা
Avail of : সুযোগ গ্রহণ করা
Averse to : পরাঙ্মুখ
Aware of : সচেতন


B

Blind of : দৃষ্টিশক্তিতে অন্ধ
Bent on : ঝোঁক
Beware of : সতর্ক হওয়া
Belong to : অধিকারে থাকা
Back out : হটে আসা প্রতিসূতি হারানো
Bargain for : মনে মনে প্রস্তুত থাকা
Believe in : বিশ্বাস করা
Blind to : দোষের প্রতি অন্ধ
Burst into : ভেঙ্গে পড়া
Burst out : ফেটে পড়া
Busy with : ব্যস্ত
Based on : ভিত্তি থাকা


C


Care for : গ্রাহ্য করা
Careful of : যত্নবান
Chance on : প্রথম সুযোগ
Charge with : অভিযোগ করা
Close to : নিকটে
Capable of : যোগ্যতাসম্পন্ন
Capacity for: যোগ্যতা
Care about: দেখাশোনা করা
Clue to : সূত্র
Collide with : ধাক্কা লাগা
Come of : জন্মগ্রহণ করা

Commence on : শুরু করা
Comment on : মন্তব্য করা
Consist of : গঠিত হওয়া
Consistent with : সামঞ্জস্যপূর্ণ
Compare to : তুলনা করা
Compare with : তুলনা করা (সদৃশ বস্তু)
Compete with : টেক্কা মারা
Complain against : অভিযোগ করা
Complain to : অভিযোগ করা (ব্যক্তি)
Comply with: মেনে নেওয়া
Composed of : তৈরি
Conceive of : কল্পনা
Condole with : অন্যের শোকে শোক প্রকাশ করা
Confer with : সঙ্গে অৰ্পণ
Confide in : বিশ্বাস করিয়া বলা
Confident of : স্থির বিশ্বাসী
Confident to : আবদ্ধ (শয্যা)
Confined in : আবদ্ধ (কক্ষ)
Conform to : সাথে সামঞ্জস্য
Congratulate on : অভিনন্দিত করা
Connected with : সম্পৰ্কীয়
Connive at: এ দেখেও
Conscious of : সচেতন
Consequent upon : অনুসারে
Contend with : প্রতিদ্বন্দ্বিতা করা
Contingent on : শর্তস্বাপেক্ষে
Contrary to : বিপরীত
Contribute to : দান হিসাবে দেওয়া
Control over : নিয়ন্ত্ৰণ
Cope with : সামলানো
Count for : গণ্য হওয়া
Count on : নির্ভর করা
Crave for : আকাঙ্খা করা
Cure of : আরগ্য হওয়া


D


Date from : তারিখ থেকে
Deaf of : বধির
Deaf to : শুনতে অনিচ্ছুক
Deal in : ব্যবসা করা
Deal with : ব্যবহার করা
Dedicate to : উৎসর্গ করা
Delight in : আনন্দ
Depend on : নির্ভর করা
Deprived of : বঞ্চিত

Despair of : নিরাশ হওয়া
Displeased with : অসন্তুষ্ট
Dispose of : বিক্রয় করা
Destined to : ভাগ্য নির্দিষ্ট
Devoid of : বর্জিত
Devote to : উৎসর্গ করা
Die from : মারা যাওয়া (প্রতিক্রিয়া)
Die by : মারা যাওয়া (বিষ)
Die from : মারা যাওয়া (প্রতিক্রিয়া
Die in : মারা যাওয়া (শান্তি)
Die of : মারা যাওয়া (রোগ) )
Differ in : ভিন্ন মত হওয়া
Differ on : ভিন্ন মত হওয়া
Differ with : ভিন্ন মত হওয়া
Difference between : পার্থক্য
Different from : পৃথক
Diffident of : সন্দিগ্ধ
Disagree with : অমত
Disgrace to : কলঙ্ক
Disgusted at : বিরক্ত
Disgusted with : বিরক্ত
Dislike for : অপছন্দ
Displeased at : অসন্তুষ্ট
Distinguish between : প্রভেদ করা
Divide among : ভাগ করা
Divide between : ভাগ করা
Due to : কারণে
Dull at : কাঁচা
Dwell on : বাস

 

E

Eager about: আগ্রহী
Exam Eager for : আগ্রহী
Eligible for: যোগ্য
Embark on : উপর পোতারূঢ করা
Encroach on : অনধিকার প্রবেশ করা
End in : শেষ হওয়া
Endowed with : ভূষিত
Engaged in : নিযুক্ত (কাজে)
Engaged to : বাগদত্ত
Engaged with : নিযুক্ত (ব্যক্তি)
Enquire about: খবর লওয়া
Enquire into : অনুসন্ধান করা
Enquire of : অনুসন্ধান করা

Enter into : প্রবেশ করা
Entitled to : অধিকারী
Feel for : সহানুভূতি অনুভব করা
Fight out : তর্কাতর্কি করে সমাধান করা,
Envious of : ঈর্ষান্বিত
Envy of : ঈর্ষা
Equal to : সমতুল্য (কাজ)
Escape from : পলায়ন করা
Essential for : প্রয়োজনে
Essential to : অত্যাবশ্যক
Esteem for : শ্ৰদ্ধা
Excel in : তুলনামূলক ভাবে সুন্দর হওয়া
Excuse for : অব্যাহতি দেওয়া
Exempt from : রেহাই দেওয়া


F

Faith with : বিশ্বাস (ভঙ্গ)
Faithful to : বিশ্বস্ত
False to : মিথ্যাবাদী
Familiar with : সুপরিচিত
Famous for : বিখ্যাত
Fatal to : মারাত্মক
Favour with : অনুগত করা
Favourable : অনুকূল
Favourable to : অনুকূল (ব্যক্তি)
Fight with : প্রতিদ্বন্দ্বিতা করা
Fill with : পরিপূর্ণ
Fit for: যোগ্য
Focus on : চোখ রাখুন
Follow up : ফলোআপ
Full of : অক্ত


G

Glance at : চোখ বুলিয়ে নেওয়া
Good at : দক্ষ
Good for : যোগ্য
Good luck : সৌভাগ্য
Grateful to : কৃতজ্ঞ (ব্যক্তি)
Greed for: লোভ
Guard against : তাড়ান
Guess at : অনুমান করা
Guilty of : দোষী


H

Hanker after :লালায়িত হওয়া
Hard at: উদ্যমী
Hard of : কম শোনা

Heir of : উত্তরাধিকারী (ব্যক্তি) 

Heir to : উত্তরাধিকারী (সম্পত্তি)
Hope for : আশা করা
Hunger for : তীব্র আকাঙ্খা

 

I

Ill will : অবন্ধুভাব, বৈরভাব
Impose on : চাপানো
Inability : দূর্বলতা, অক্ষমতা
Indebted to : ঋণী ; কৃতজ্ঞ
Indifferent to : উদাসীন
Indulge in : আসক্ত হওয়া
Inferior to : নিকৃষ্ট ; হীন
Informed of : অবহিত
Inquire about: অনুসন্ধান করা
Inquire of : অনুসন্ধান করা (ব্যক্তি)
Insist on : জিদ করা
Interest in :আগ্রহ
Interfere in : হস্তক্ষেপ করা
Interfere with : হস্তক্ষেপ করা (ব্যক্তি)
Involved in : জড়িত


J

Junior to : নিম্নপদস্থ
Justice to : ন্যায় বিচার

Jump to : তাড়াহুড়ো করে সিদ্ধান্তে আসা


K

Key to : সমাধানের উপায়
Kind to : সদয়


L

Lack of : অভাব
Lacking in : অভাব আছে এমন
Lament for : বিলাপ করা 
Late in : দেরি
Lay by: সঞ্চয় করা
Liable to : দায়ী
Liking for : রুচি
Limit to : সীমা
Limited to : সীমাবদ্ধ
Listen to : শোনা
Live beyond : বাঁচা
Live by : কোন উপায়ে বেঁচে থাকা
Live for : বেঁচে থাকা
Live on : খেয়ে বাঁচা
Live within : বাঁচা

Long for : কামনা করা
Look after : দেখাশোনা করা
Occupied in : নিয়োজিত
Look at : তাকানো
Look for : খোঁজা
Look forward : প্রত্যাশা করা
Look into : অনুসন্ধান করা
Look over : পরীক্ষা করা
Look up : শব্দার্থ খোঁজা


M

Monument to: স্মৃতিস্তম্ভে
Mad with : উন্মাদ প্রায়
Make for : অগ্রসর হওয়া
Marry to : বিবাহ দেওয়া
Mourn for : শোক করা
Mourn over : শোক করা


N

Necessity for: প্রয়োজনীয়তা
Need for : প্রয়োজনীয়
Need of: প্রয়োজনীয়
Object to : আপত্তি করা
Obsessed with : উদ্বিগ্ন
Occupied with : নিয়োজিত (কাজ) )
Occur to : মনে হওয়া
Offend against : লঙ্গন করা
Offended at : বিরক্ত (কোন কাজে)
Offended with : বিরক্ত (ব্যক্তি)
Offensive to : বিরক্তিকর
Officiate for : পরিবর্তে কাজ করা (ব্যক্তি)
Originate in : উদ্ভূত
Overcome by : দমন করা
Overcome with : দমন করা
Owe to : ঋণী হওয়া


P

Parallel to : সমান্তরাল
Part from : বিচ্ছিন্ন হওয়া (ব্যক্তি)
Part with : বিচ্ছিন্ন হওয়া (কোন জিনিস)
Partake in : অংশগ্রহণ
Partiality for : পক্ষপাত দুষ্ট
Participate in : ভাগ লওয়া
Pass away: মারা যাওয়া
Pass for : গণ্য হওয়া
Persist in : লেগে থাকা

Pity for : করুণা
Play on : বাজানো
Provide with : সরবরাহ করা (কোন জিনিস)
Pursuant to : অনুসারে
Plead for : ওকালতি করা
Plead with : ওকালতি করা (ব্যক্তি)
Pleased at : সন্তুষ্ট (কোনকিছু)
Pleased with : সন্তুষ্ট
Polite in : নম্র
Popular with : জনপ্রিয়
Prefer to : অধিক পছন্দ করা
Preside over : সভাপতিত্ব করা
Pretend to : ভান করা
Prevail over : ব্যাপা
Prevent from : বারণ করা
Pride on : গর্ব করা
Prior to : পূর্বে
Prohibit from : বারণ করা
Prompt at : চটপটে (ব্যক্তিত্ব)
Prompt in : চটপটে (উত্তর)
Prone to : ঝোঁক আছে এমন
Proud of : গর্বিত
Provide against : পূর্বে ব্যবস্থা করা
Provide for: যোগান


Q

Qualified for : যোগ্য
Quarrel about : কলহ করা
Quarrel for : কলহ করা
Quarrel over : কলহ করা
Quarrel with : কলহ করা (ব্যক্তি)
Quick of : চটপটে


R

Reckon on : নির্ভর করা
Reckon with : গ্রাহ্য করা
Refer to : বিচারার্থে পাঠানো
Rejoice at : আনন্দ করা
Rejoice in : আনন্দ করা
Relevant to : প্রাসঙ্গিক
Rely on : নির্ভর করা
Remedy for : প্রতিকার
Remind of : মনে করিয়ে দেওয়া
Render into : অনুবাদ করা
Require of : প্রয়োজন হওয়া
Resign to : আত্মসমর্পন করা

Respect to : সম্বন্ধে
Respond to : উত্তর দেওয়া
Search for : অনুসন্ধান
Search of : অনুসন্ধানে ব্যস্ত
Responsible to : দায়ী
Rest upon : নির্ভর করা
Rest with : নির্ভর করা
Restore to : ফিরিয়ে দেওয়া
Restrict to : সীমাবব্ধ করা
Result in : পর্যবসিত হওয়া
Retire from : অবসর লওয়া
Rich in : সম্পদশালী
Rid of : মুক্ত হওয়া
Rob of : অপহরণ করা


S

Short of : ঘাটতি
Short on : খানিকটা
Sick of : পীড়িত, ক্লান্ত
Similar to : সদৃশ
Slow of : ধীর
Smell of : গন্ধ দেয়
Smile at : কৌতুকবোধ করা
Sanguine of : নিশ্চিত
Satisfied with : সন্তুষ্ট
Seek for : খুঁজিয়া বেড়ান
Seek out : খুঁজে বার করা
Send for : ডেকে পাঠানো
Senior to : বয়সে বড়, , উচ্চপদস্থ
Sensible of : বোধ সম্পন্ন
Sensitive to : সংবেদনশীল
Sentence to: দন্ডাদেশ দেওয়া
Smile on : অনুগ্রহ করা
Stare at : একদৃষ্টিতে তাকানো
Subject to : শর্তাধীন
Succeed in : সাফল্য লাভ করা
Suffer from : কষ্ট পাওয়া
Superior to : উৎকৃষ্টতর
Supply to : যোগান দেওয়া (ব্যক্তি)
Supply with : যোগান দেওয়া (কোন জিনিস)
Sure of : নিশ্চিত
Sympathy for : সহানুভূতি


T

Take after : সদৃশ হওয়া
Talk of : কথা বলা

Talk to : কথা বলা (ব্যক্তি)
Taste for : রুচি
Tell upon : ক্ষতি করা
Think about : চিন্তা করা
Think of : চিন্তা করা (ব্যক্তি)
Think over : চিন্তা করা (কোনকিছু)
Tired of : ক্লান্ত
Tolerant of : সহিষ্ণু
Trade in : বাণিজ্য
Triumph over : জয় করা
True to : বিশ্বস্ত
Trust to : বিশ্বাস করা (ব্যক্তি)
Trust with : বিশ্বাস করা


U

Unequal to : অসম
Unite with : ঐক্যবদ্ধ হওয়া
Useful for : প্রয়োজনীয় (উদ্দেশ্য)
Useful to : প্রয়োজনীয় (ব্যক্তি)


V

Vexed with : বিরক্ত (ব্যক্তি)
Vie with : পাৱা
Valid for: বৈধ
Vain of : অহঙ্কারী
Vary from : আলাদা হওয়া
Void of : বিহীন


W

Weak in : কাঁচা
Weak of : দূর্বল
Weary of : ক্লান্ত
Wait for: অপেক্ষা করা
Wait on : সেবা করা
Wanting in : বিহীন
Wanton : খেয়ালী
Warn of : সতর্ক করা
Warn of : সতর্ক করা
Wish for: আকাঙ্খা করা
Wonder at: অবাক হওয়া
Worthy of : যোগ্য


Y

Yield to : আত্মসমর্পণ করা

Z

Zealous for : আগ্রহী
Zeal for : প্রবল উৎসাহ
zest for: প্রবল উদ্যম জন্য

Content added By
Content updated By

The Conjunction

1

Conjunction

একাধিক sentences, clauses, phrases অথবা words সংযোগকারী শব্দকে Conjunction বলে । অর্থ ও পরিস্থিতিভেদে বিভিন্ন Conjunctions বিভিন্নভাবে ব্যবহৃত হয়।

Example: as,since,while,and,but,although,Othrewise,or,neverthlessunless,in case,as soon as,becouse,as if,so that etc.

Content added By

Coordinating Conjunctions

0

Coordinating Conjunction

যে সব conjunction দুই বা ততোধিক সমশ্রেণীর (of equal rank) clause-কে যুক্ত করে তাদেরকে বলে coordinating conjunction.

যেমন :

He studied hard and passed the exam.

Study hard or you will fail in the exam.

উপরের বাক্য দু'টিতে and এবং or হল coordinating conjunction. কারণ এরা দু'টি সমশ্রেণীর clause কে যুক্ত করেছে।
 

Content added By

Correlative Conjunctions

0

Correlative Conjunctions 

কতগুলো Conjunctions আছে যাদের দুটি অংশ থাকে, যার একটি অংশ অপরটির সাথে মিলে একটি যৌগিক Conjunction গঠন করে। এদেরকে Correlative Conjunction বলা হয় অর্থাৎ এদের প্রথম অংশ দ্বিতীয় অংশের সাথে সম্পৃক্ত ।

For example:

such.......…..that, both....…..and, no sooner.......than, either............or, the same........as  the same.....that, scarcely... ..when , hardly....before/when, neither..........nor, whether.........or not, not only.......but also etc.

Content added By

Subordinating Conjunctions

1

Subordinating Conjunction

আমরা coordinating conjunction সম্বন্ধে জেনেছিলাম যে সেগুলো দুই বা ততোধিক স্বাধীন clause কে যুক্ত করে। Subordinating conjunction কিন্তু তা করে না। Subordinating conjunction এমন সব clause-কে যুক্ত করে যাদের একটির উপর অপরটি নির্ভরশীল; একটির সাহায্য ছাড়া অন্যটি তার নিজস্ব অর্থ প্রকাশ করতে পারে না। তাহলে বোঝাই যাচ্ছে যে clause গুলোর মধ্যে একটি হবে স্বাধীন বা independent এবং অপরটি (বা অপরগুলো) হবে ঐ স্বাধীনটির উপর নির্ভরশীল। 

We study hard so that we can pass the exam.

We had reached the station before the train left.

We waited in the street until he came.

Content added By

Compound Conjunction

0

A compound conjunction is a phrase used to connect two words or phrases together within a sentence.

Examples are: so that, provided that, as well as, as soon as, as long as, such that, in order that etc.

Content added || updated By

Adverbial Conjunction

0

Conjunctive adverb:

যে adverb দুইটি বাকাংশের মধ্যে সংযোগ স্থাপন করে, কিন্তু তার পূর্ববর্তী শব্দের সাথে কোন সম্পর্ক  বা  relation সৃষ্টি করে না, তাকেত  conjunctive adverb বলে। Where, when, why, how, while প্রভৃতি শব্দগুলি conjunctive adverb.

Example:

  • I know where he lives. [এই বাক্যে ‘know’ এবং ’where’-এর মধ্যে কোন সম্পর্ক নাই বা ’where’ শব্দটি ‘know’-এর সাথে কোন সম্পর্ক সৃষ্টি করে নাই]।
  • You may go where you like. [এই বাক্যে ‘go’ এবং ’where’-এর মধ্যে কোন সম্পর্ক নাই বা ’where’ শব্দটি ‘go’-এর সাথে কোন সম্পর্ক সৃষ্টি করে নাই]।
  • I know why he did it. [এই বাক্যে ‘know’ এবং ’why’-এর মধ্যে কোন সম্পর্ক নাই বা ’why’ শব্দটি ‘know’-এর সাথে কোন সম্পর্ক সৃষ্টি করে নাই]।
Content added By

The Interjection

2

যে শব্দ দ্বারা মনের আকস্মিক অনুভূতি যেমন আনন্দ, বিস্ময়, দুঃখ, প্রভৃতি প্রকাশ করে তাকে Interjection বলে। 

যেমন: Alas!, Hurray!, Wow!, Hey!, Yippee! ইত্যাদি।

Content added || updated By

Primary Interjection

3

Primary interjections

A primary interjection is a word or sound that can only be used as an interjection. Primary interjections do not have alternative meanings and can’t function as another part of speech (i.e., noun, verb, or adjective).

Primary interjections are typically just sounds without a clear etymology. As such, while they sometimes have standard spellings, a single interjection may be written in different ways (e.g., “um-hum” or “mm-hmm”).

Examples: 

Ugh! That’s disgusting.

Um-hum. I think that could work.

We won the game. Yippee!

Content added By

Secondary Interjection

0

Secondary interjections

A secondary interjection is a word that is typically used as another part of speech (such as a noun, verb, or adjective) that can also be used as an interjection.

Examples: 

Goodness! That was a close one.

Shoot! My flight has been canceled.

Awesome! Do that trick again.

Content added By

Mild Interjection

2

Mild interjections

These are interjections that express relatively less strong emotions or just function as introductory expressions without being associated with any emotions.

Examples:

Well, I guess I've to go now.

Oh, I didn't know you were a doctor.

Content added || updated By

Strong Interjection

0

Strong interjections

These are interjections that express solid and strong emotions.

Example:

Alas! Maria's aunt has passed away!

Content added || updated By

Volitive Interjection

0

Volitive interjections

A volitive interjection is used to give a command or make a request. For example, the volitive interjection “shh” or “shush” is used to command someone to be quiet.

Examples:

Shh! I can’t focus when you’re singing.

Psst . Pass me an eraser.

Ahem. Please pay attention.

Content added By

Emotive Interjection

0

Emotive interjections

An emotive interjection is used to express an emotion or to indicate a reaction to something. For example, the emotive interjection “ew” is used to express disgust.

Curse words, also called expletives, are commonly used (in informal contexts) as emotive interjections to express frustration or anger.

Examples: 

Ew. I’m not eating that.

Yay! I’m so excited to see you.

Yum! This apple pie is delicious.

Content added By

Cognitive Interjection

0

Cognitive interjections

A cognitive interjection is used to express a thought or indicate a thought process. For example, the cognitive interjection “um” can express confusion or indicate that the speaker is thinking.

Examples: Cognitive interjections in a sentence

Um, can you explain it once more?

Wow! I wasn’t expecting that.

Eureka! I’ve solved the puzzle.

Content added By

Read more

Parts of Speech The Noun Proper Noun Common Noun Collective Noun Material Noun Abstract Noun Countable Noun Uncountable Noun Compound noun The Determiner The Gender The Number The Pronoun Personal Pronouns Possessive Pronouns Reflexive Pronouns Intensive Pronouns Relative Pronouns Demonstrative Pronouns Interrogative Pronouns Indefinite Pronouns Object Pronouns Distributive Pronoun Reciprocal Pronoun The Verb Finite Verb Principal Verb Transitive Verb Intransitive Verb Auxiliary Verb Primary/ Principal Auxiliary Modal/ Secondary Auxiliary Non-finite Verb Participles Present Participle Past Participle Perfect Participle Infinitives Gerund Linking Verb Phrasal Verb Modals State/Stative verb Event/Action/Dynamic verb Semi-modals Cognate Verb Causative Verb Factitive Verb Quasi-passive Reciprocal Verb Reflexive verb Impersonal verb Inchoative verb Marginal verb Operator Regular/Weak Verb Irregular/Strong Verb Weak Verb Strong Verb Ergative Verb Lexical Verb Delexical Verb Non-continuous Verb Group verb The Adjective Descriptive Adjectives Quantitative Adjectives Proper Adjectives Demonstrative Adjectives Possessive Adjectives Interrogative Adjectives Indefinite Adjectives Articles Compound Adjectives Distributive Adjectives The Adverb Simple Adverb Adverb of Manner Adverb of Time Adverb of Place Adverb of Frequency/Number Adverb of Degree Quantity Adverb of Reason (Cause & Effect) Adverb of Order Adverb of Assertion & Negation Interrogative Adverb Relative Adverb The Preposition Simple Preposition Double Preposition Compound Preposition Participle Preposition Disguised Preposition Detached Preposition Prepositions of Time Prepositions of Place and Direction Prepositions of Agents or Things Phrasal Prepositions Prepositions of Spatial Relationships Appropriate Preposition The Conjunction Coordinating Conjunctions Correlative Conjunctions Subordinating Conjunctions Compound Conjunction Adverbial Conjunction The Interjection Primary Interjection Secondary Interjection Mild Interjection Strong Interjection Volitive Interjection Emotive Interjection Cognitive Interjection
Promotion