তাপমাত্রা পরিবর্তন করলে সাম্যাবস্থার এবং সাম্যধ্রুবক উভয়ের পরিবর্তন ঘটে। সাম্যাঙ্কের উপর তাপমাত্রার প্রভাব বিজ্ঞানী ভ্যান্ট হফ এর সমীকরণ দ্বারা ব্যাখ্যা করা যায়। সমীকরণটি নিমরূপ:
logKP=2.303R−ΔH×T1+ ধ্রুবক………….(i)
(i) নং সমীকরণ y=mx+c ধরনের সরলরেখার সমীকরণ। তাই logKP এর বিপরীতে । এর মান বসালে নিম্নরূপ ২ ধরনের লেখচিত্র পাওয়া যায়।
(১) তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে (Endothermic Reaction)-
এক্ষেত্রে তাপমাত্রা T বৃদ্ধি পেলে T1 এর মান হ্রাস পায় এবং logKP এর মান সেই অনুযায়ী বৃদ্ধি পায়। অর্থাৎ, এ ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে সামপ্রুবক Kp এর মান বৃদ্ধি পায়।
আবার, তাপমাত্রা হ্রাস করলে সামাধ্রুবকের মান হ্রাস পায়। যেমন-
N2O4⇌Δ2NO2;ΔH=+180KJmol−1
ঢাল =2.303R−ΔH (এক্ষেত্রে ঢালের মান ঋণাত্মক হয় বলে ΔH এর মান ধনাত্মক হয়। যা থেকে বুঝা যায় যে বিক্রিয়া তাপহারী হবে।)
(২) তাপউৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে (Exothermic reaction)-
এক্ষেত্রে তাপমাত্রা T বৃদ্ধি করলে T1 এর মান হ্রাস পায় এবং logKP এর মান হ্রাস পায় অর্থাৎ, তাপউৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে সাম্যধ্রুবকের মান হ্রাস পায়। অপরদিকে হ্রাস করলে সাম্যধ্রুবকের মান বৃদ্ধি পায়। এক্ষেত্রে বিক্রিয়ার ঢাল এর মান ধনাত্মক হওয়ায় ΔH এর মান ঋণাত্মক হবে যা থেকে বোঝা যায় বিক্রিয়াটি তাপউৎপাদী।
N2+3H2⇌2NH3;ΔH=−92.2KImol−1
Read more